খুলনার হোটেল কক্ষে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৫ ০৮:৪৪:১৯
খুলনার হোটেল কক্ষে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনা নগরীর একটি হোটেলের কক্ষ থেকে শান্তা ইসলাম (৪২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার, ২০২৪ সালের ৫ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর ওয়েস্টার্ন ইন হোটেলের তৃতীয় তলায় ২০৮ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হোটেল কর্তৃপক্ষ জানায়, গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে ওই নারী ‘আসমা’ নামে কক্ষটি ভাড়া নেন। পরদিন শুক্রবার সকালে তিনি হোটেলের নাস্তা গ্রহণ করেন। তবে দুপুর সাড়ে ১২টার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা কক্ষটি পরিষ্কার করার জন্য ডাক দিলে কোনো সাড়া না পেয়ে কর্তৃপক্ষকে জানায়।

পরবর্তীতে বিকেল ৪টা ২০ মিনিটে হোটেল কর্তৃপক্ষ খুলনা সদর থানায় বিষয়টি জানায়। পুলিশ ও নারী পুলিশ সদস্যরা এসে কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শান্তা ইসলাম বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার তেলীগাতি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল খালেক। তিনি ঢাকার বিভিন্ন এলাকায় গৃহপরিচারিকার কাজ করতেন এবং গত বৃহস্পতিবারই ঢাকায় কর্মস্থল থেকে খুলনায় আসেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “ঘটনাস্থল থেকে একটি জন্মসনদ উদ্ধার করা হয়েছে, যাতে ঢাকার একটি গৃহপরিচারিকা সাপ্লাই প্রতিষ্ঠানের ঠিকানা রয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করে ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে।”

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও তদন্তের পর নিশ্চিত তথ্য জানানো হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ