চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের শেষ নিঃশ্বাস ত্যাগ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৪ ০৯:৩৯:৪৪
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের শেষ নিঃশ্বাস ত্যাগ

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আর নেই। শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

দীর্ঘদিন যাবৎ নানা জটিল রোগে ভুগছিলেন ছেলুন জোয়ার্দ্দার। মৃত্যুর পূর্ব মুহূর্তে তাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেওয়ার কিছুক্ষণ পরই তিনি মারা যান। তাঁর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুল হক বিশ্বাস।

১৯৪৬ সালের ১৫ মার্চ চুয়াডাঙ্গা শহরের আরামপাড়া এলাকায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। ছাত্রজীবনে রাজনীতিতে সক্রিয় হয়ে চুয়াডাঙ্গা মহকুমা ছাত্রলীগের মাধ্যমে রাজনীতির ময়দানে প্রবেশ করেন। পরবর্তীতে যুবলীগের সভাপতির দায়িত্বও পালন করেন। ১৯৭৯ সালে তিনি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন এবং পরবর্তীতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

মুক্তিযুদ্ধে ভারতের মেঘালয়ে প্রশিক্ষণ নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি। রাজনীতি ছাড়াও সমাজসেবা ও ক্রীড়াক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি দীর্ঘ সময় চুয়াডাঙ্গা রাইফেল ক্লাব, রেড ক্রিসেন্ট সোসাইটি ও জেলা ক্রীড়া সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চুয়াডাঙ্গা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনেও তিনি মনোনীত হন ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বিশেষ করে ২০১৮ সালের বিতর্কিত ‘রাতের ভোট’ নির্বাচনকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েন। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট তাকে চুয়াডাঙ্গায় প্রকাশ্যে দেখা গেছে, এরপর রাজনৈতিক পরিস্থিতি প্রতিকূল হওয়ার কারণে ঢাকায় চলে যান এবং আর ফিরে আসেননি।

চুয়াডাঙ্গার রাজনীতিতে দীর্ঘদিন রাজত্ব করা এই প্রবীণ রাজনীতিবিদকে সম্মান জানাতে প্রস্তুত তার প্রতিষ্ঠিত ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ক্যাম্পাস। পরিবার সূত্রে জানানো হয়েছে, শনিবার (১৪ জুন) বেলা ১১টায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাঁকে চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওয়া কবরস্থানে দাফন করা হবে।

-রফিক,নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ