টেকনাফে পুকুর থেকে বস্তাবন্দী হ্যান্ড গ্রেনেড ও গুলি উদ্ধার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ৩১ ১৪:৪৬:৩১
টেকনাফে পুকুর থেকে বস্তাবন্দী হ্যান্ড গ্রেনেড ও গুলি উদ্ধার

কক্সবাজারের টেকনাফে একটি পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় ১০টি হ্যান্ড গ্রেনেড, গ্রেনেডের ডেটোনেটরসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ। শনিবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া নেচার পার্ক এলাকায় যৌথ অভিযান চালিয়ে এসব বিপজ্জনক সামগ্রী উদ্ধার করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকেই অভিযান শুরু হয়। পুকুরের পানির নিচে ডুবন্ত একটি বস্তা পাওয়া গেলে সেটি খুলে দেখা যায়—

  • ১০টি হ্যান্ড গ্রেনেড
  • ১০টি ডেটোনেটর
  • রাইফেলের ২৭টি গুলি
  • পিস্তলের ২টি গুলি
  • ২ লিটার দেশি মদ

অভিযানের সময় ঘটনাস্থলে কয়েকজনকে দেখা গেলেও যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,

“এই ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দমদমিয়া নেচার পার্ক ও আশপাশের এলাকায় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পার্ক এলাকা চোরাকারবারি কিংবা জঙ্গি কার্যক্রমের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার হতে পারে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ