হকারের গায়ে হাত তোলার অভিযোগে ক্ষমা চাইলেন যুবদল নেতা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ৩১ ০৯:৩০:৫৫
হকারের গায়ে হাত তোলার অভিযোগে ক্ষমা চাইলেন যুবদল নেতা

রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির তারুণ্যের সমাবেশে সুশৃঙ্খলা বজায় রাখতে গিয়ে এক হকারের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নয়ন একপর্যায়ে সমাবেশস্থলের ভেতরে থাকা একজন হকারকে ধাক্কা দেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই এই আচরণকে অপ্রত্যাশিত ও নেতিবাচক হিসেবে অভিহিত করেছেন।

ঘটনার পরপরই রবিউল ইসলাম নয়ন নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টির ব্যাখ্যা দেন এবং দুঃখ প্রকাশ করেন। তিনি লেখেন—

“অনভিপ্রেত পরিস্থিতি এড়িয়ে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দের প্রাণপণ চেষ্টার পরেও লাখ লাখ নেতাকর্মীকে সুশৃঙ্খল রাখতে গিয়ে একজন হকারের গায়ে অনিচ্ছাকৃত ধাক্কা লাগার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার দৃষ্টিগোচর হয়েছে। সদস্য সচিব হিসেবে আমার আরও সচেতন থাকা উচিত ছিল এবং ভবিষ্যতে আমি আরও সচেতন থাকব।”

তিনি আরও বলেন, এই ঘটনার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত এবং এটি পরিকল্পিত কোনো কিছু নয়।

একটি পৃথক স্ট্যাটাসে নয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তাঁর আবেগ ও আনুগত্য প্রকাশ করেন। তিনি লেখেন—

“তারেক রহমান আমার আবেগ অনুভূতি, ভালোবাসা, আনুগত্য আর শ্রদ্ধার সর্বোচ্চ স্তর। বিএনপির নেতাকর্মীরা আমার রক্তের ভাই না হলেও আত্মার ভাই। আমাদের সম্পর্ক সহোদর ভাইয়ের থেকেও কোনো দিকে কম না।”

তিনি উল্লেখ করেন, তিনি যেমন নেতাকর্মীদের ভালোবাসেন, তেমনি প্রয়োজনে শাসনও করেন। নয়নের ভাষ্য অনুযায়ী, সমাবেশে নেতাকর্মীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের ভুল হয়ে থাকতে পারে, তবে এতে কোনো বিদ্বেষ বা উদ্দেশ্য ছিল না।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জনসমাগম ও উত্তেজনাপূর্ণ পরিবেশে রাজনৈতিক নেতাদের আচরণ অনেক সময় বড় প্রভাব ফেলে। এই ঘটনায় নয়নের ক্ষমা প্রার্থনা অনেকের কাছে ইতিবাচক বার্তা হিসেবে ধরা পড়লেও, সমাবেশে অংশগ্রহণকারী সাধারণ মানুষের প্রতি দায়িত্বশীল আচরণ নিয়ে রাজনৈতিক নেতাদের আরও সংবেদনশীল হওয়া জরুরি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ