জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ছাত্রদল নেতার মামলায় অধ্যাপক আনোয়ারা গ্রেপ্তার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৯ ১৭:৫০:১৮
ছাত্রদল নেতার মামলায় অধ্যাপক আনোয়ারা গ্রেপ্তার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ারা বেগমকে ছাত্রদল নেতার ওপর সশস্ত্র হামলার মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান উভয়পক্ষের শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে, মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রাপুর থানার উপ-পরিদর্শক এ কে এম হাসান মাহমুদুল কবীর তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আনোয়ারা বেগমের পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম জামিন আবেদন উপস্থাপন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল বুধবার সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিপরীত পাশে স্টার হোটেলের সামনে অনুষ্ঠিত হয়।

অভিযোগে বলা হয়, ওই সময় পূর্ব পরিকল্পিতভাবে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়, যাতে গুলিবিদ্ধ হয়ে তৎকালীন সাধারণ সম্পাদক সুজন মোল্লা গুরুতর আহত হন এবং দীর্ঘদিন চিকিৎসাধীন থাকেন।

এ ঘটনার প্রায় সাত মাস পর, ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি ভুক্তভোগী সুজন মোল্লা বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কর্মকর্তা, ছাত্রলীগ নেতাকর্মীসহ ১৯৩ জনকে আসামি করা হয়। আনোয়ারা বেগম মামলার ৪৩ নম্বর এজাহারনামীয় আসামি।

আলোচিত এ ঘটনায় একজন মুক্তিযোদ্ধা ও শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ ও আদালতের সিদ্ধান্ত জনমনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। তবে আইনজীবীরা বলছেন, আইনি প্রক্রিয়ায় প্রমাণের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আনোয়ারা বেগমের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি নির্দোষ এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

মামলার তদন্ত চলছে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের অপেক্ষায় রয়েছে দেশবাসী।

- অনন্যা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ