সৌদি আরবে দেখা গেলো ঈদুল আজহার চাঁদ

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৭ ২২:১৯:২৫
সৌদি আরবে দেখা গেলো ঈদুল আজহার চাঁদ

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আগামী ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় চাঁদ দেখার পর সৌদির সুপ্রিম কোর্ট নিশ্চিত করে, ২৮ মে থেকে শুরু হচ্ছে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাস।

গালফ নিউজসহ মধ্যপ্রাচ্যের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, চাঁদ দেখার মধ্য দিয়ে এবারের হজ মৌসুমেরও আনুষ্ঠানিক সূচনা হচ্ছে। ধর্মীয় বিধান অনুযায়ী, জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত চলে হজ কার্যক্রম। সে অনুযায়ী, এবারের হজ অনুষ্ঠিত হবে ৪ জুন (৮ জিলহজ) থেকে ৯ জুন (১৩ জিলহজ) পর্যন্ত।

ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ দিন পশু কোরবানি ও ইবাদতের মধ্য দিয়ে পালিত হয় মহান ত্যাগের স্মরণ। এদিকে বাংলাদেশে কবে ঈদ হবে, তা নির্ভর করছে দেশের আকাশে চাঁদ দেখার ওপর। হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি পর্যালোচনার জন্য বুধবার (২৮ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। যদি চাঁদ দেখা যায়, তবে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন (শনিবার), অন্যথায় ৮ জুন (রবিবার)।

প্রসঙ্গত, সৌদি আরবের চাঁদ দেখার ভিত্তিতে অনেক সময় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো একদিন পর ঈদ উদযাপন করে থাকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত