শেষদিনে নাটকীয় রোমাঞ্চ! কারা জায়গা পেল চ্যাম্পিয়ন্স লিগে?

ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমের শেষদিন যেন ছিল এক রোমাঞ্চকর থ্রিলার! পয়েন্টের হিসাব-নিকাশ, ভাগ্যের মারপ্যাঁচ, আর শেষ মুহূর্তের নাটকীয়তায় ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি, চেলসি এবং নিউক্যাসল ইউনাইটেড।
শেষ রাউন্ডের আগে শিরোপা নিশ্চিত করে ফেলেছিল লিভারপুল। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেই ট্রফি উঁচিয়ে ধরে ক্লপ বাহিনী। মৌসুম শেষ করেছে শীর্ষে। দ্বিতীয় স্থানে জায়গা করে নেয় মিকেল আর্তেতার আর্সেনাল, যারা শেষদিনে মার্টিন ওডেগার্ডের ৮৯তম মিনিটে করা গোলে জয়ের আনন্দ পায়।
তবে সবচেয়ে বেশি উত্তেজনা ছিল টেবিলের নিচের দিকে, যেখানে চ্যাম্পিয়ন্স লিগের বাকি তিনটি জায়গার জন্য ছিল হাড্ডাহাড্ডি লড়াই। সিটির জন্য ফুলহ্যামের বিপক্ষে এক পয়েন্টই যথেষ্ট ছিল, কিন্তু তারা সেটা না ভেবে খেলেছে আক্রমণাত্মক ফুটবল। ২১তম মিনিটে ইলকাই গুনদোগানের বাইসাইকেল কিকে এগিয়ে যায় দলটি। এরপর আর্লিং হলান্ডের পেনাল্টিতে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে সিটিজেনরা। এই জয়ে তারা মৌসুম শেষ করেছে তৃতীয় স্থানে।
চেলসি তাদের নতুন কোচ এনজো মারেস্কার অধীনে দারুণ এক মৌসুম কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ১-০ গোলের জয় এনে দিয়ে তারা সেরা চারে জায়গা নিশ্চিত করে। পুরো মৌসুম জুড়েই ফরেস্ট ইউসিএল স্থানে ছিল, কিন্তু শেষদিনে হেরে গিয়ে সপ্তম স্থানে থামে তাদের যাত্রা।
নিউক্যাসলের কপাল লিখে দিয়েছে অন্য দলগুলো। নিজেদের মাঠে এভারটনের কাছে হেরে গেলেও অ্যাস্টন ভিলা ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরে বসে, যা ম্যাগপাইদের সামনে খুলে দেয় ইউসিএল দরজা। ম্যাচের প্রথমার্ধে ভিলার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, পরে বিতর্কিতভাবে বাতিল হয় মরগান রজার্সের একটি গোল। এরই ফাঁকে আমাদ দিয়ালো এবং ক্রিশ্চিয়ান এরিকসেনের গোলে ইউনাইটেড ম্যাচ জিতে নেয়, ভিলার স্বপ্ন চুরমার করে দেয়।
শেষদিনের এই নাটকীয়তা আবারও প্রমাণ করে দিল কেন ইংলিশ প্রিমিয়ার লিগকে বলা হয় বিশ্বের সেরা ও সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ। একদিকে শিরোপার উল্লাস, অন্যদিকে স্বপ্নভঙ্গের হতাশা—সবকিছু মিলিয়ে এই মৌসুমের উপসংহার ছিল হৃদয় কাঁপানো। নতুন আশায় ইউরোপের মঞ্চে পা রাখছে সিটি, চেলসি ও নিউক্যাসল, এবার তাদের সামনে চ্যালেঞ্জ নিজেদের প্রমাণ করার।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গেম্বলারদের দৌরাত্ম্য: আস্থা ফেরাতে চাই কঠোর শাস্তি ও কাঠামোগত সংস্কার
- বাংলাদেশে সেনা-সরকার উত্তেজনা ও ‘কু’ এর গুঞ্জন: নেপথ্যে কি?
- নতুন রাজনৈতিক সমীকরণে কারা টিকে থাকবে, কারা হারিয়ে যাবে?
- জবি’র সাবেক অধ্যাপক আনোয়ার বেগম হত্যাচেষ্টা মামলায় সুত্রাপুরে আটক
- সেনাপ্রধানের বক্তব্য, জুলকারনাইন তাতে যা বললেন!
- তারকা পরিচিতি: রক্ষাকবচ না কি সমাজবিমুখ অব্যাহতি?
- নাহিদের স্পষ্ট বার্তা: এনসিপিতে নেই দুই উপদেষ্টা আসিফ ও মাহফুজ
- বিএনপির সালাউদ্দিনকে নিয়ে কি লিখলেন প্রেস সচিব শফিকুল?
- সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তা নিহত
- বাংলাদেশে আন্তর্বর্তী সরকারের পদক্ষেপে মৌলিক অধিকার হুমকিতে
- মুহাম্মদ ইউনূস প্রশাসনের ভবিষ্যৎ কেন অনিশ্চিত
- ডিসেম্বরে নির্বাচন চান সেনাপ্রধান
- "ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সব রাজনৈতিক দল অকুণ্ঠ সমর্থন জানিয়েছে"
- জেনে নিন ঈদের ছুটিতে কোন কোন এলাকায় ব্যাংক খোলা থাকবে
- ভারত-পাকিস্তান সংঘাতের পর চীনের পুরস্কার