তাহসান খানের আবেগঘন ঘোষণা: সংগীত ও অভিনয় থেকে অবসর

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও উপস্থাপক তাহসান খান মেলবোর্নে তার শেষ কনসার্টে ঘোষণা দিয়েছেন যে, অভিনয় ছাড়ার ঘোষণার পর তিনি এবার সংগীত ক্যারিয়ারও ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন। তার বক্তব্যে মিশে ছিল আবেগ, কৃতজ্ঞতা ও বিদায়ের সুর। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা এই তারকা ২৫ বছরের সংগীত জীবনের বিশেষ মুহূর্ত উদ্যাপন করছেন।
‘এইটাই আমার শেষ কনসার্ট’
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, স্টেজের সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে তাহসান বলেন, “এইটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব। মেয়ে বড় হচ্ছে, এখন কি স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?”
কনসার্টে তিনি আরও জানান, এরই মধ্যে নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন। এই ঘোষণার পর অনেকেই খুঁজে দেখেছেন, সত্যিই তাহসানের ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্ট অ্যাক্টিভ নেই। প্রিয় শিল্পীর এই বিদায়ের সুরে মুহূর্তে আবেগে ভেসে যান উপস্থিত দর্শকরা। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে গান, নাটক ও উপস্থাপনার মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া তাহসানের এমন বিদায় ঘোষণা অনেকেই মেনে নিতে পারছেন না।
শারীরিক সমস্যা ও পারিবারিক কারণ
এর আগে তাহসান অভিনয় থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। গত বছর তিনি বলেন, “আমি ২০ বছর ধরে অভিনয়ে কাজ করছি। কখনো কখনো নিজেকেই নিজের বিরতি নিতে হয়। কাজ একঘেয়ে হয়ে গেলে, ভালো কাজ না হলে তখন থেমে যাওয়া জরুরি।”
অভিনয়-সংগীত দুই ক্ষেত্র থেকেই ধীরে ধীরে সরে আসার পেছনে শারীরিক সমস্যাও বড় কারণ। কিছুদিন আগে তাহসান জানান, তার কণ্ঠনালিতে হেটেরোটোপিয়া নামের একটি রোগ বাসা বেঁধেছে। এই সমস্যায় গলার কাঠামো পরিবর্তিত হয়, গান গাওয়ার আগ্রহ ও সক্ষমতা দুটোই কমতে থাকে। ২০১৮ সাল থেকেই সমস্যাটি শুরু হয়। তখন তিনি ভক্তদের উদ্দেশে বলেছিলেন, “যত দিন যাচ্ছে আমার গান গাওয়ার সক্ষমতাও কমছে। যদি কোনোদিন দেখেন আমি কনসার্ট বা লাইভ শো কমিয়ে দিয়েছি, বুঝবেন সমস্যাটা বেড়েছে। তখন আমার জন্য দোয়া করবেন।”
তাহসান তার বক্তব্যে ইঙ্গিত দেন, মেয়ের বড় হয়ে ওঠা ও পারিবারিক জীবনে আরও বেশি সময় দেওয়ার তাগিদ থেকেই এ সিদ্ধান্ত। তার ভাষায়, “জীবনের এই পর্যায়ে এসে মনে হচ্ছে সময়টা পরিবারকে দেওয়াই বেশি জরুরি।”
তাহসানের সংগীত জীবন
‘ব্ল্যাক’ ব্যান্ডের মাধ্যমে সংগীতে পথচলা শুরু করেন তাহসান খান। ব্যান্ডের হয়ে গেয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান। এরপর ২০০৪ সালে সোলো অ্যালবাম ‘কিছু কথা’ দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করে নেন। পরে একক শিল্পী হিসেবে এবং ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন। তার গাওয়া ‘চোখে চোখে কথা হতো’, ‘ভালবেসে কেউ ভুল করো না’, ‘যদি কোনোদিন’, ‘চলে যাও তবে’ ইত্যাদি গান বহু হৃদয়ে দাগ কেটেছে। সাম্প্রতিক সময়ে তাকে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর হয়ে বিভিন্ন কনসার্টে পারফর্ম করতে দেখা যেত।
তাহসান নিশ্চিতভাবে ‘অবসর’ শব্দটি উচ্চারণ না করলেও তার বক্তব্য এবং আচরণ থেকে ধারণা করা যাচ্ছে, সংগীত জগতে আর তার নিয়মিত উপস্থিতি দেখা যাবে না। তিনি হয়তো বেছে বেছে কিছু কাজ করবেন, তবে আর আগের মতো নিয়মিত কনসার্ট কিংবা গান নয়। ভক্তরা আশা করছেন, হয়তো কিছুদিন বিরতির পর আবারও ফিরে আসবেন প্রিয় তাহসান।
মতপ্রকাশের স্বাধীনতায় হুমকি: অ্যাঞ্জেলিনা জোলির খোলামেলা মন্তব্য
মার্কিন জনপ্রিয় অভিনেত্রী ও মানবাধিকারকর্মী অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, তিনি এখন আর নিজের দেশকে চিনতে পারছেন না। যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতার ওপর যে চাপ বাড়ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। রবিবার স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে নিজের নতুন ছবি Couture প্রচারণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
জোলি বলেন, “আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু এখন মনে হয় এটি আর আগের মতো নেই।” তিনি মনে করেন, যেকোনো কিছু যা মানুষকে বিভক্ত করে বা স্বাধীনভাবে কথা বলার সুযোগ কমিয়ে দেয়—তা খুবই বিপজ্জনক। “আমরা সবাই এখন কঠিন সময়ের মধ্যে আছি,” বলেন তিনি।
যুক্তরাষ্ট্রে মুক্ত মতপ্রকাশ নিয়ে সাম্প্রতিক বিতর্ক আরও তীব্র হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনামূলক গণমাধ্যমের ওপর কঠোর পদক্ষেপ এবং কনজারভেটিভ ইনফ্লুয়েন্সার চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করার পর জনপ্রিয় উপস্থাপক জিমি কিমেলের অনুষ্ঠান স্থগিত হওয়াকে ঘিরে।
Couture ছবিতে জোলি অভিনয় করেছেন এক চলচ্চিত্র নির্মাতার চরিত্রে, যিনি বিবাহবিচ্ছেদ, গুরুতর অসুস্থতা এবং প্যারিস ফ্যাশন উইকের ব্যস্ততার মধ্যে নতুন সম্পর্কে জড়ান। ছবিটি সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন শেল’-এর জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।
জোলি বলেন, এই চরিত্রটির সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে নিজেকে মেলাতে পেরেছেন। ২০১৩ সালে ক্যানসারের ঝুঁকি কমাতে তিনি প্রতিরোধমূলক অস্ত্রোপচারের মাধ্যমে ডাবল মাসটেকটমি করান এবং পরে ডিম্বাশয় ও ফ্যালোপিয়ান টিউব অপসারণ করেন। ক্যানসার তাঁর মা ও নানীর জীবন কেড়ে নিয়েছিল। আবেগাপ্লুত জোলি বলেন, “ছবির কাজ করতে গিয়ে মায়ের কথা অনেক মনে পড়েছে। চাইতাম তিনি যেন আমার মতো খোলামেলা বলতে পারতেন এবং মানুষের কাছ থেকে সমর্থন পেতেন, যেন একা না লাগত।”
নারীদের ক্যানসার নিয়ে সচেতনতার গুরুত্বও তুলে ধরেন জোলি। তিনি বলেন, এই রোগ নারীদের মানসিক জগৎ এবং নিজেদের নিয়ে ধারণার ওপর গভীর প্রভাব ফেলে।
-শারমিন সুলতানা
হানিয়া আমিরের ঢাকা সফর শেষ: মুগ্ধতা নিয়ে বিদায় নিলেন পাকিস্তানি অভিনেত্রী
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশ সফর শেষে রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকাকে বিদায় জানিয়েছেন। আন্তর্জাতিক ব্র্যান্ড সানসিল্ক-এর আমন্ত্রণে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ঢাকায় এসেছিলেন তিনি।
ভক্তদের সঙ্গে সাক্ষাৎ ও ফটোশুট
পূর্বঘোষণা অনুযায়ী শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হন হানিয়া। সানসিল্কের নির্ধারিত কিছু শর্ত পূরণ করে সাধারণ দর্শকরাও প্রিয় তারকার সঙ্গে সরাসরি দেখা ও কথা বলার সুযোগ পান। এরপর রোববার দুপুরে সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেওয়ার পরই তিনি পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
হানিয়ার ‘আসসালামুয়ালাইকুম বাংলাদেশ’
ঢাকায় আসার প্রথম দিনেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলায় লিখে ভক্তদের হৃদয় ছুঁয়ে দেন হানিয়া আমির। একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেন, ‘আসসালামুয়ালাইকুম, বাংলাদেশ কেমন আছ?’ সঙ্গে যোগ করেন বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার ইমোজি। মুহূর্তেই নেটিজেনরা তাকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন।
ঢাকার ঐতিহাসিক স্থান ও খাবারের অভিজ্ঞতা
এরপর শুক্রবার সকালে ঢাকার ঐতিহাসিক ও জনপ্রিয় স্থানগুলো ঘুরে দেখেন হানিয়া। সঙ্গী ছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, রাফসানের সঙ্গে আহসান মঞ্জিল প্রাঙ্গণে হানিয়া ফুচকা ও ঝালমুড়ি খাচ্ছেন, মাটির কাপে দুধ চা উপভোগ করছেন। এমনকি একসঙ্গে রিকশায় চড়েও ঢাকার পথঘাট ঘুরে দেখেছেন তারা।
সংক্ষিপ্ত সফর হলেও ঢাকার প্রতি আলাদা টান অনুভব করেছেন বলে জানিয়েছেন পাকিস্তানের এই তারকা। সফর শেষে তিনি স্বীকার করেন—বাংলাদেশের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তায় তিনি মুগ্ধ হয়েছেন।
দিল্লি হাই কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে জ্যাকুলিন ফের্নান্দেজের আপিল
বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফের্নান্দেজ সুকেশ চন্দ্রশেখর সম্পর্কিত ২১৫ কোটি টাকা মূল্যের মানি লন্ডারিং মামলায় মুক্তি চাইতে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। ফের্নান্দেজ দিল্লি হাই কোর্টের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করছেন, যেখানে তার বিরুদ্ধে ইন্সফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) দ্বারা দায়ের করা মামলা বাতিল করা হয়নি। মামলায় জ্যাকুলিনকে সহ-অভিযোগী হিসেবে নাম উল্লেখ করা হয়েছে, যেখানে অভিযোগে বলা হয়েছে যে তিনি ২০০ কোটি টাকারও বেশি পরিমাণ অর্থ পাচারের সঙ্গে জড়িত।
এ মামলার শুনানি করবেন বিচারক দীপঙ্কর দত্ত ও অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ, যা অনুষ্ঠিত হবে সোমবার, ২২ সেপ্টেম্বর। ED-এর চার্জশীট, যা ১৭ আগস্ট ২০২২-এ দায়ের করা হয়েছিল, অভিযোগ করেছে যে ফের্নান্দেজ সুকেশের থেকে প্রাপ্ত বিলাসবহুল উপহার গ্রহণ করতে অব্যাহত রেখেছিলেন, যদিও তিনি তার অপরাধমূলক কার্যক্রম সম্পর্কে অবগত ছিলেন।
এজেন্সি আরও অভিযোগ করেছে, তিনি অপরাধ সংক্রান্ত রসিদ লুকিয়েছেন এবং ফোনের মুছে ফেলা তথ্য ব্যবহার করে প্রমাণ নষ্ট করেছেন। ED বলেছে, “ফের্নান্দেজ মুখোমুখি করা হলে এটি স্বীকার করেছেন,” যা তার অন্তর্ভুক্তি সম্পর্কে তাদের সন্দেহকে আরও জোরদার করে।
জ্যাকুলিনের মন্তব্য
অভিনেত্রী ফের্নান্দেজ সব অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, তিনি চন্দ্রশেখরের অপরাধমূলক পটভূমি সম্পর্কে কোনও ধারণা রাখেননি। তিনি বারবার বলছেন, “আমি তার অপরাধমূলক কার্যক্রম সম্পর্কে একদমই জানতাম না।” যদিও তার দাবি, তার ও চন্দ্রশেখরের মধ্যে ২০২২ সালের ভাইরাল ছবি ও খবরের কারণে বিতর্ক অব্যাহত রয়েছে। চন্দ্রশেখর বর্তমানে কারাগারে থাকলেও, বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ফের্নান্দেজকে এখনও বিলাসবহুল উপহার ও প্রেমপত্র পাঠাচ্ছেন।
ED-এর বিবরণ অনুযায়ী, “সুকেশ চন্দ্রশেখর জ্যাকুলিন ফের্নান্দেজকে প্রায় ৫.৭১ কোটি টাকার বিভিন্ন উপহার দিয়েছেন, যা তার অপরাধমূলক কার্যক্রম যেমন মুক্তিপণ থেকে অর্জিত হয়েছে। এই উপহার সরবরাহ করতে চন্দ্রশেখর তার দীর্ঘদিনের সহযোগী এবং সহ-অভিযোগী পিঙ্কি ইরানি ব্যবহার করেছেন।”
জ্যাকুলিনকে ED এবং দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে এবং তাকে অতিরিক্ত চার্জশীটে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
-শারমিন সুলতানা
ভারতীয় সিনেমায় পরিবার নয়, প্রতিভা: নতুন মুখ যারা ছাড়বে নিজের ছাপ
২০২৬ সালে ভারতীয় সিনেমার পর্দায় নতুন প্রজন্মের অভিনেত্রীরা নিজের ছাপ রাখার জন্য প্রস্তুত। তারা কোনো চলচ্চিত্র পরিবার থেকে নয়, বরং কঠোর পরিশ্রম, প্রতিভা এবং অভিনয় দক্ষতার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করছেন। এই নতুন মুখগুলো ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, আর আগামী বছর তাদের উজ্জ্বল উত্থান আরও দৃশ্যমান হবে।
৫ নতুন প্রতিভা যাদের দিকে চোখ রাখবেন
১. অণীত পাড্ডা
অণীত প্রথম দর্শকের নজর কেড়েছেন সাইয়ারা সিনেমার মাধ্যমে। তার অভিনয়ে কোমলতা ও শক্তি মিলিত হয়েছে, যা দর্শকের মনে দীর্ঘ সময় মনে থাকে। স্বাভাবিক অভিনয় এবং মুগ্ধকর উপস্থিতির কারণে তিনি নতুন প্রজন্মের সবচেয়ে আকর্ষণীয় প্রতিভাদের মধ্যে একজন।
২. শালিনী প্যান্ডে
টেলুগু ব্লকবাস্টার অর্জুন রেড্ডি, ১১৮, মহারাজ এবং ডাব্বা কার্টেল-এ শালিনী প্রমাণ করেছেন যে তিনি বিভিন্ন ধরনের চরিত্রে মানিয়ে নিতে পারেন। ২০২৬ সালে তিনি ধনুশের সঙ্গে ইডলি কড়াই সিনেমায় দেখা যাবে, যা ১ অক্টোবর মুক্তি পাবে।
৩. নিতংশি গোয়েল
মাত্র ১৬ বছর বয়সেই নিতংশি লাপাটা লেডিজ-এ তার অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। তার কাঁচা প্রতিভা এবং স্বাভাবিক অভিনয় তাকে ভারতের নতুন প্রজন্মের সিনেমার ভবিষ্যতের এক উজ্জ্বল প্রতিভা হিসেবে তুলে ধরেছে।
৪. প্রতিভা রান্তা
কিরণ রাওয়ের লাপাটা লেডিজ-এ প্রতিভার অভিনয় দর্শকদের কাছে প্রাকৃতিক এবং মাধুর্যপূর্ণ মনে হয়েছে। টেলিভিশন থেকে সিনেমায় সহজে মানিয়ে নেওয়ার কারণে তিনি নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রীদের একজন হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন।
৫. ভেদিকা পিন্টো
ভেদিকা নিশাঞ্জী সিনেমার মাধ্যমে বড় পর্দায় আসছেন, যা অনুরাগ কাশ্যপ পরিচালিত এবং ১৯ সেপ্টেম্বর মুক্তি পাবে। তার চরিত্র এবং উপস্থিতি তাকে ২০২৬ সালে এক শক্তিশালী নতুন প্রতিভা হিসেবে পরিচিত করাবে।
অণীতের সতেজতা, শালিনীর বহুমুখিতা, নিতংশির কাঁচা প্রতিভা, প্রতিভার প্রাকৃতিক মাধুর্য এবং ভেদিকার বড় স্ক্রীন প্রজেক্ট—এই পাঁচজন তরুণীই ২০২৬ সালে ভারতীয় সিনেমার নতুন অধ্যায়ের মুখ হিসেবে দৃষ্টি আকর্ষণ করবেন।
-সুমাইয়া রহমান
ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়িয়েছি: প্রভা
মডেলিংয়ের মাধ্যমে ২০০৬ সালে শোবিজে কাজ শুরু করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘লস প্রজেক্ট’ নাটক দিয়ে শুরু করে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে দেখা গেলেও এতদিন কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি তিনি। অবশেষে দুই দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো বড় পর্দায় নাম লেখালেন প্রভা। বর্তমানে তিনি দুটি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করছেন।
‘নায়িকা নায়িকা একটা ফিল পাচ্ছি’
চলচ্চিত্রের শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে প্রভা বলেন, তিনি প্রথমবার নায়িকা হিসেবে কাজ করতে গিয়ে দারুণ উপভোগ করছেন। তিনি বলেন, “এই প্রথম নায়িকা নায়িকা একটা ফিল পাচ্ছি। কেউ মাথায় ছাতা ধরছেন, কেউ ডাব কেটে আনছেন। পরিচালক এসে একটু পর পর জিজ্ঞেস করছেন, কিছু লাগবে কি না!”
প্রভা জানান, তিনি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’ এবং সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমায় অভিনয় করছেন। ‘দুই পয়সার মানুষ’ ছবির নির্মাতার আচরণে তিনি দারুণ আপ্লুত এবং প্রবীণ নির্মাতা সাদেক সিদ্দিকীর কাছ থেকেও তিনি যথেষ্ট আদর পাচ্ছেন।
চরিত্র ও দেরির কারণ
‘দেনা পাওনা’ ছবিতে তিনি একজন গরিব ঘরের মেয়ের চরিত্রে অভিনয় করছেন, যাকে যৌতুক দিতে ব্যর্থ হওয়ায় শ্বশুরবাড়িতে মানসিক নির্যাতনের শিকার হতে হয়। অন্যদিকে ‘দুই পয়সার মানুষ’ ছবিতে তিনি একজন মফস্বলের মেয়ের চরিত্রে অভিনয় করছেন, যার জীবন একপর্যায়ে অন্ধকারে ছেয়ে যায়।
আগে চলচ্চিত্রে অভিনয় না করার কারণ প্রসঙ্গে প্রভা বলেন, অল্প বয়সে তার ক্যারিয়ার শুরু হয়েছিল এবং তখন পরিবার থেকে চলচ্চিত্রে অভিনয়ের অনুমতি পাননি। পরে যখন তিনি নিজে সিদ্ধান্ত নিতে শুরু করেন, তখন আর ভালো গল্প বা প্রস্তাব পাননি। তিনি বলেন, তার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চলচ্চিত্র নির্মাণও কমে গেছে। তবে এই সময়ে এসেও কাজ শুরু করতে পেরে তিনি আনন্দিত।
উপলব্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা
দুই দশকের ক্যারিয়ারের উপলব্ধি প্রসঙ্গে প্রভা বলেন, “আমি স্টারডম দেখাতে পারি না। এটাকে আমার ব্যর্থতা বা সফলতা দুটিই বলতে পারেন।” তিনি মনে করেন, ভুল থেকে শিক্ষা নিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছেন। অভিনয় জীবনের পাশাপাশি বর্তমানে একটি ইলেকট্রিক কোম্পানিতে ব্র্যান্ড ডিরেক্টর পদে চাকরিও করছেন তিনি, যা তিনি বেশ উপভোগ করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও ভিডিও হীন উদ্দেশ্যে ব্যবহারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে নাটকের চেয়ে ওটিটি প্ল্যাটফর্ম ও চলচ্চিত্রে বেশি কাজ করার ইচ্ছা রয়েছে বলে জানান তিনি।
২৪ সিনেমাকে পেছনে ফেলে অস্কারের দৌড়ে ভারতের ‘হোমবাউন্ড’
২৪টি সিনেমাকে পেছনে ফেলে এ বছর অস্কারের জন্য ভারত থেকে নির্বাচিত হয়েছে পরিচালক নীরজ ঘায়ওয়ানের সিনেমা ‘হোমবাউন্ড’। শুক্রবার কলকাতায় ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
মুক্তির আগেই আন্তর্জাতিক স্বীকৃতি
ঈশান খাট্টার ও জাহ্নবী কাপুর অভিনীত ‘হোমবাউন্ড’ সিনেমাটি এখনো ভারতে মুক্তি পায়নি। আগামী ২৬ সেপ্টেম্বর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগেই সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে দারুণ সাফল্য পেয়েছে। চলতি বছরের ২১ মে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় এবং সেখানে ছবিটি নয় মিনিটের ‘স্ট্যান্ডিং ওভেশন’ পায়। এরপর এটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫০তম আসরেও পিপলস চয়েস অ্যাওয়ার্ডের সেকেন্ড রানার-আপ পুরস্কার জেতে।
পেছনে পড়ল যেসব আলোচিত সিনেমা
এবারের অস্কার মনোনয়নের জন্য জমা পড়া অন্যান্য আলোচিত সিনেমার মধ্যে ছিল ‘আই ওয়ান্ট টু টক’, ‘দ্য বেঙ্গল ফাইলস’, ‘পুষ্পা টু’, ‘হিউম্যানস ইন দ্য লুপ’ এবং ‘কেশরী টু’-এর মতো নামও। তবে এবার কোনো বাংলা ছবি অস্কারের দৌড়ে জায়গা করে নিতে পারেনি।
নেহা ভাসিন বনাম এলনাজ নরৌজি: জিম লুকে কার স্টাইল বেশি পছন্দ?
বলিউডের দুই জনপ্রিয় মুখ নেহা ভাসিন এবং এলনাজ নরৌজি সম্প্রতি জিমে শুটিং বা ওয়ার্কআউটের সময় নজর কেড়েছেন। নেহা ভাসিনের লুক সাহসী, আত্মবিশ্বাসী এবং আরামদায়ক। তিনি জিমের পোশাকে খুব স্বাভাবিক হলেও স্টাইলিশ দেখায়।
এলনাজ নরৌজিও তার জিম লুকে কম আলোচনার বাইরে নয়। তার হালকা জিম পোশাক এবং প্রাকৃতিক উপস্থিতি দর্শকদের বেশ আকর্ষণ করেছে। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাদের জিম লুক তুলনা করে মন্তব্য করছেন—কে বেশি স্টাইলিশ, কে বেশি ফিটনেস সচেতন।
এই তুলনা শুধু পোশাক বা লুক নয়, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং ফিটনেস সচেতনতার কথাও প্রকাশ করে। জিম লুক এখন শুধু শরীরচর্চা নয়, স্টাইল দেখানোরও মাধ্যম।
-শারমিন সুলতানা
নতুন লুকে পূর্ণিমা, ছবি দেখে মুগ্ধ ভক্তরা
ঢালিউড সুপারস্টার দিলারা হানিফ পূর্ণিমা আবারও তার নতুন লুকে ভক্তদের চমকে দিয়েছেন। নব্বইয়ের দশকের শেষ দিক থেকে তার অভিনয় জীবন শুরু হলেও, এখনও তার রূপে বয়সের কোনো ছাপ পড়েনি বলে মনে করেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন ছবিগুলো ব্যাপক নজর কেড়েছে।
‘নতুন লুক মানেই নতুন ভাইব’
সম্প্রতি পূর্ণিমা তার ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু নতুন ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে একটি কালো সিল্কি পোশাকে দেখা যায়। ছবিতে তার ব্রাউন রঙের চুল ওয়েভি স্টাইলে সাজানো। হাসিতেও রয়েছে স্নিগ্ধতা, যা ভক্তদের মন জয় করে নিয়েছে। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার নতুন লুক, আর নতুন লুক মানেই নতুন ভাইব!’
তার এই নতুন রূপ দেখে ভক্তরা মুগ্ধ হয়ে মন্তব্য করেছেন, ‘আপনি আগের মতোই সুন্দর’ এবং ‘একটুও বয়স বাড়েনি’। অনেকেই তার ফ্যাশন ও স্টাইলের প্রশংসাও করেছেন।
২০০৩ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘মনের মাঝে তুমি’ দিয়ে পূর্ণিমা তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে ‘হৃদয়ের কথা’র মতো সিনেমায় অভিনয় করে তিনি দর্শকের মনে শক্ত জায়গা করে নেন। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি সমান জনপ্রিয়তা নিয়ে ঢালিউডে কাজ করে চলেছেন।
কাল্কি বিতর্কের পর দীপিকার নতুন শুরু: শাহরুখ খানের সঙ্গে ‘কিং’
বিতর্কিতভাবে নাগ অশ্বিনের ‘কাল্কি ২৮৯৮ এডি’ থেকে সরে দাঁড়ানোর পর অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবার ঘোষণা করলেন তার নতুন প্রকল্প—শাহরুখ খানের সঙ্গে ছবি ‘কিং’। শনিবার ইনস্টাগ্রামে তিনি একটি ছবি শেয়ার করেন, যেখানে শাহরুখ খানের হাত ধরে আছেন দীপিকা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন এমন কিছু কথা যা অনেকেই তার সাম্প্রতিক অভিজ্ঞতা ও সিদ্ধান্তের ইঙ্গিত হিসেবে দেখছেন।
দীপিকা লিখেছেন—“‘ওম শান্তি ওম’-এর শুটিংয়ের সময় শাহরুখ আমাকে প্রথম যে শিক্ষা দিয়েছিলেন, তা হলো—ছবির সাফল্যের চেয়ে গুরুত্বপূর্ণ হলো সেটি তৈরি করার অভিজ্ঞতা ও যাদের সঙ্গে কাজ করা হয়। আমি আজও সেই শিক্ষায় বিশ্বাসী এবং প্রতিটি সিদ্ধান্ত সেই ভাবনা মাথায় রেখেই নিয়েছি। হয়তো সেই কারণেই আমরা আবার ষষ্ঠ ছবিতে একসঙ্গে কাজ করছি।”
এ পোস্টটিকে অনেকেই কাল্কি ২৮৯৮ এডি-এর বিতর্কে তার নীরব প্রতিক্রিয়া হিসেবে দেখছেন। ভক্তরা কমেন্টে তাকে সমর্থন জানিয়েছেন। কেউ লিখেছেন, “এই বার্তাটি কাল্কির নির্মাতাদের উদ্দেশ্যে।” আরেকজন লিখেছেন, “আপনার পেশাদারিত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। আপনি গর্ভাবস্থার শেষ সময় পর্যন্ত ছবির প্রচার করেছেন। নিজের সম্মান ও মূল্য জানেন বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন।”
এর আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে স্টুডিও জানায়—“দীর্ঘ সময়ের আলোচনার পর আমরা ও দীপিকা পাড়ুকোন আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ‘কাল্কি ২৮৯৮ এডি’র মতো বড় প্রজেক্টের জন্য পূর্ণ প্রতিশ্রুতি দরকার। আমরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।”
বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, এই সিদ্ধান্তের পেছনে আর্থিক দ্বন্দ্ব বড় ভূমিকা রেখেছে। বলিউড হাঙ্গামা দাবি করেছে, দীপিকা তার পারিশ্রমিকে ২৫ শতাংশ বৃদ্ধির দাবি করেছিলেন, সঙ্গে তার ২৫ সদস্যের দলের জন্য ফাইভ-স্টার থাকার ব্যবস্থা ও খরচ বহনের শর্ত দিয়েছিলেন। তবে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক ভিন্ন কারণ জানিয়েছে—তাদের মতে, ছবির নতুন স্ক্রিপ্টে দীপিকার চরিত্রকে প্রায় ক্যামিওতে নামিয়ে আনা হয়েছিল, যা তার টিমের জন্য বড় ধাক্কা ছিল।
এটি দীপিকার প্রথম বড় প্রজেক্ট ছাড়া নয়। এর আগে তিনি সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ থেকেও সরে দাঁড়িয়েছিলেন। তখনও তার কিছু দাবি—যেমন লাভের অংশীদারিত্ব, ৮ ঘণ্টার শুটিং সময় এবং তেলেগু সংলাপ বলতে অস্বীকৃতি—নিয়ে বিতর্ক হয়েছিল। তবে অনেকেই তার পক্ষে দাঁড়িয়েছিলেন এবং বলেছিলেন, স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা শিল্পীদের অধিকার।
বর্তমানে দীপিকা শাহরুখ খানের সঙ্গে ‘কিং’-এ কাজ শুরু করেছেন। এছাড়া তিনি আটলির পরবর্তী ছবিতেও অভিনয় করছেন, যেখানে আল্লু অর্জুন আছেন। সম্প্রতি নির্মাতারা লস অ্যাঞ্জেলেসে ছবির ভিএফএক্স টিমের সঙ্গে দীপিকার কাজের একটি ভিডিও প্রকাশ করেছেন।
-শারমিন সুলতানা
পাঠকের মতামত:
- তাহসান খানের আবেগঘন ঘোষণা: সংগীত ও অভিনয় থেকে অবসর
- মতপ্রকাশের স্বাধীনতায় হুমকি: অ্যাঞ্জেলিনা জোলির খোলামেলা মন্তব্য
- হানিয়া আমিরের ঢাকা সফর শেষ: মুগ্ধতা নিয়ে বিদায় নিলেন পাকিস্তানি অভিনেত্রী
- আইফোন ১৭ এখন বাংলাদেশে: কিনতে গেলে যে ঝুঁকিগুলো জেনে রাখা জরুরি
- মার্কিন নাগরিকদের ওপর ইসরায়েলের হামলা
- কিম জং উনের হুঁশিয়ারি: ‘নিরস্ত্রীকরণ নয়, চাই সহাবস্থান’
- সরকারি খরচে সিঙ্গাপুরে গেলেন নুরুল হক নুর
- রাজধানীতে ৯ ঘণ্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টি: জলমগ্ন পথঘাট, দুর্ভোগে নগরবাসী
- ড. ইউনূসকে কেন্দ্র করে উত্তাল নিউইয়র্ক: বিএনপি-আওয়ামী লীগের হাতাহাতি
- যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের নতুন হামলা: গাজায় মানবিক বিপর্যয়
- ‘৬-০’ ও বিমানের ইশারা: ভারতকে কী বোঝাতে চাইলেন হারিস রউফ?
- নুর ও নাহিদ: তরুণ নেতৃত্বের ভবিষ্যৎ, একীভূত হচ্ছে গণঅধিকার ও এনসিপি?
- ভারত-পাকিস্তান লড়াই আর রইল না! সূর্যকুমারের স্পষ্ট ঘোষণা, একতরফা ম্যাচে বিধ্বস্ত পাকিস্তান
- শাহিবজাদা ফারহানের ঝলকে ভারতের বিপক্ষে পাকিস্তানের উড়ন্ত সূচনা
- অল্প হাঁটতেই ঘেমে যান? ঘাম থেকে রেহাই পাওয়ার সহজ উপায় জেনে নিন
- রাশিয়া দাবি: একদিনে ইউক্রেন হারিয়েছে ১৫১৫ সৈন্য
- গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয়ে প্রতারণা, এনায়েতের জালে বেনজীরসহ হেভিওয়েটরা!
- কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে উত্তাপ রাবি: পোষ্য কোটা নিয়ে জটিলতা
- রূপপুর বিদ্যুৎকেন্দ্রে বাড়ছে রহস্যজনক মৃত্যু: এবার রাশিয়ান ইলেক্ট্রিশিয়ানের মরদেহ উদ্ধার
- জাবি নিয়ে আমির হামজার বিতর্কিত মন্তব্য, প্রশাসনের কঠোর প্রতিবাদ
- মোবাইলে স্ক্রলিং বাড়াচ্ছে পাইলসের ঝুঁকি
- ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ৩ পরাশক্তি
- বিসিবি ঘেরাও করা হবে: নির্বাচন ঘিরে ইশরাক হোসেনের কড়া বার্তা
- জীবনের সেরা বিনিয়োগ: ওয়ারেন বাফেটের এই পরামর্শ আপনার ভাগ্য বদলে দেবে!
- রানের বন্যা বইয়ে দিল অস্ট্রেলিয়া: ভারতকে পিটিয়ে ৭৮১ রানে বিশ্বরেকর্ড!
- ইসরায়েলে ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্র হামলা
- ভিপির জরিমানা করা অর্থ জামায়াতের বায়তুল মালে জমা হচ্ছে: রিজভী
- তামিম ইকবালের অভিযোগ: বিসিবি নির্বাচনে ‘স্বেচ্ছাচারিতা’ চলছে
- ত্বকের যত্নে নারকেল তেল ও কফি স্ক্রাব: দূর হবে কালো দাগ
- ‘৭টি যুদ্ধ থামিয়েছি, ৭টি নোবেল চাই’: ট্রাম্পের নতুন দাবি
- ইসরায়েলের পরবর্তী লক্ষ্য কি তুরস্ক? মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা
- ভারতের আসল শত্রু বিদেশি শক্তির ওপর নির্ভরশীলতা: নরেন্দ্র মোদি
- আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনা উচিত: নাহিদ ইসলাম
- ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি : রাষ্ট্রনিযুক্ত আইনজীবী
- দিল্লি হাই কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে জ্যাকুলিন ফের্নান্দেজের আপিল
- ২১ সেপ্টেম্বরের শেয়ারবাজার বিশ্লেষণ প্রতিবেদন
- ভারতীয় সিনেমায় পরিবার নয়, প্রতিভা: নতুন মুখ যারা ছাড়বে নিজের ছাপ
- ডিএসইতে রবিবারের লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- সরকার টিকা ক্রয়ের প্রাথমিক অনুমোদন দিয়েছে
- ‘প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই’—সরকারের দৃঢ় অঙ্গীকার
- টেকসই উন্নয়নে নতুন জাতীয় বিদ্যুৎনীতির ওপর জোর দিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস
- এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা: মাশরাফি ও হাবিবুল বাশার সুমনের বিশ্লেষণ
- উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন নুরুল হক নুর
- অবশেষে কাটল জট: রিজার্ভ চুরির সেই ৮১ মিলিয়ন ডলার ফিরছে দেশে!
- পিআর পদ্ধতি নিয়ে বিতর্ক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব কী বললেন?
- ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সিলেটে
- বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়ালে অন্য শক্তি জায়গা নেবে : ফজলুর রহমান
- আবারও কর্মচারীদের বিক্ষোভে উত্তাল সচিবালয়
- ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়িয়েছি: প্রভা
- রেনেসাঁর দর্শন ও দিশা: গ্রিক-রোমান জ্ঞান, মুসলিম দার্শনিকদের ভূমিকা ও আধুনিকতার উন্মেষ
- অটোমান সাম্রাজ্যের ইতিহাস: উত্থান, পতন ও সভ্যতা–বিজ্ঞানে অবদান
- ডিএসইতে রবিবারের লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- গ্রেফতার বিএনপি নেতা হাজতে সিগারেট–ফোনে ব্যস্ত, ফাঁস হলো ছবি
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- আফগানিস্তানে নারী লেখকদের বই নিষিদ্ধ করল তালেবান
- বরিশালে ১৭ বিয়ে কাণ্ড: বন কর্মকর্তা কবির হোসেন বরখাস্ত
- আদালত চত্বরে ব্যারিস্টার সুমনের বারবার উচ্চারণ: ‘ভালো থাকুক বাংলাদেশ’
- ১৩তম জাতীয় নির্বাচনের আগে ইসি’র নতুন সীমানা, ভোটারদের উদ্বেগ বহাল
- ভদ্রতার নিয়ম ভাঙল ভারত, ক্ষুব্ধ পাকিস্তান
- বলিউডের গ্ল্যামার থেকে ব্যক্তিগত সংগ্রামের গল্প: জিনাত আমানের জীবন ও ভালোবাসা
- ডিএসই ব্লক মার্কেট বিশ্লেষণ
- ১৭ সেপ্টেম্বর লেনদেনে উত্থান যে ১০ টি শেয়ারে
- “অপরাধী যে বাহিনীরই হোক, বিচারের আওতায় আনতে হবে”
- যুক্তরাষ্ট্রের ডালাসে ভারতীয় প্রৌঢ় খুন: অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়া বার্তা ট্রাম্পের