"আপনার কলিজাও খুলে ফেলব"

কুমিল্লা–১০ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মো. আমিরুল কায়সার এবং কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. শামসুল আলমকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও প্রকাশ্য হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি পদ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে ঘটেছে বলে জানা গেছে।
এ অভিযোগকে ঘিরে একটি অডিও রেকর্ড সম্প্রতি ফাঁস হয়েছে, যা গণমাধ্যমের হাতে এসেছে। অডিওতে আবদুল গফুর ভূঁইয়ার কণ্ঠস্বরের পাশাপাশি শিক্ষা বোর্ড চেয়ারম্যান শামসুল আলমের কণ্ঠও শনাক্ত করা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১৮ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের বড় ভাই ড. মীর আবু সালেহ শামসুদ্দীনকে প্রতিষ্ঠানটির সভাপতি হিসেবে সুপারিশ করেন কুমিল্লার জেলা প্রশাসক। পরবর্তীতে শিক্ষা বোর্ড চেয়ারম্যান সেই সুপারিশ প্রতিষ্ঠানপ্রধানের কাছে পাঠান। এর কিছুক্ষণ পরই সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া ফোন করে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে ক্ষুব্ধ ভঙ্গিতে গালিগালাজ ও হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। পরদিন তিনি সরাসরি শিক্ষা বোর্ডে গিয়ে চেয়ারম্যানকে ভয়ভীতি প্রদর্শন করেন বলেও জানা গেছে।
ভাইরাল হওয়া অডিও রেকর্ডে শোনা যায়, গফুর ভূঁইয়া উত্তেজিত কণ্ঠে বলেন, “আপনার কত বড় কলিজা হয়েছে, আমি দেখে নেব। আপনাকে কে বসিয়েছে, তার কলিজা খুলে ফেলব। আপনার কলিজাও খুলে ফেলব। বেয়াদবিরও একটা সীমা আছে।” তিনি আরও হুমকি দিয়ে বলেন, “আপনি এটা সুন্দরভাবে না করলে আপনার ক্ষতি হবে। আমি আপনাকে দেখে নেব। আমি টোকাই না, আইন জানি। কুত্তার বাচ্চা ডিসি, শুয়োরের বাচ্চা।”
ঘটনার পর বোর্ড চেয়ারম্যানের অনুরোধে ড. মীর আবু সালেহ শামসুদ্দীন স্বেচ্ছায় সভাপতির পদ থেকে সরে দাঁড়ান।
এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার জানান, “আমার সঙ্গে সাবেক এমপির কোনো সরাসরি কথা হয়নি। তিনি বোর্ড চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন এবং হয়তো তাকে গালিগালাজ করেছেন।”
শিক্ষা বোর্ড চেয়ারম্যান শামসুল আলম বলেন, “সভাপতি পদ নিয়ে তিনি উত্তেজিত হয়ে নানা কথা বলেছেন। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।”
অভিযোগ সম্পর্কে আবদুল গফুর ভূঁইয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “এগুলো আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার। এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না।”
-রফিক
“ট্রাম্পের আদেশ মানবেন না”—বিতর্কে কলম্বিয়ার প্রেসিডেন্ট
মার্কিন যুক্তরাষ্ট্র কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করার ঘোষণা দিয়েছে। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে বক্তব্য দিতে গিয়ে মার্কিন সেনাদের ‘আদেশ অমান্য করার আহ্বান’ জানানোর অভিযোগে ওয়াশিংটন এ সিদ্ধান্ত নেয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, “পেত্রোর বেপরোয়া ও উসকানিমূলক কর্মকাণ্ডের জন্য তাঁর ভিসা বাতিল করা হবে।” এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানায়, সেনাদের বিদ্রোহে উসকে দেওয়ার মতো মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা অবস্থায় পেত্রো এক সমাবেশে বলেন,
“আমি মার্কিন সেনাদের বলছি—মানুষের দিকে অস্ত্র তাক করবেন না। (সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড) ট্রাম্পের আদেশ মানবেন না, মানবতার আদেশ মানুন।”
পেত্রোর কার্যালয় বা কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
এর আগে মঙ্গলবার জাতিসংঘে ভাষণ দেওয়ার সময়ও পেত্রো যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, গাজায় হত্যাযজ্ঞে যুক্তরাষ্ট্রের ভূমিকা “গণহত্যার সহযোগীতা” এবং এ জন্য মার্কিন নেতৃত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার হওয়া উচিত। এছাড়া তিনি ক্যারিবিয়ান সাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সন্দেহভাজন মাদকবাহী নৌকা ধ্বংসের ঘটনায়ও ক্ষোভ প্রকাশ করেন।
শুক্রবার তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টে দেখা যায়, তিনি নিউইয়র্কে প্রো-প্যালেস্টাইন সমাবেশে নিজের বক্তব্যের ভিডিও শেয়ার করেছেন। এক পোস্টে পেত্রো লিখেছেন,
“প্যালেস্টাইনকে মুক্ত করো। গাজা পতন হলে মানবতাও ধ্বংস হবে।”
ইসরায়েলের গাজা যুদ্ধের কড়া সমালোচক পেত্রো এরই মধ্যে দেশ থেকে ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিত করেছেন।
-নাজমুল হাসান
‘আমরা চোর-ডাকাতদের আর ক্ষমতায় দেখতে চাই না’: মুফতি ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, “ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজির নাম রাজনীতি নয়, এটি জুলুম ও ডাকাতি।” তিনি আরও মন্তব্য করেন, দেশের ক্ষমতায় থাকা শক্তিগুলো রাষ্ট্রকে ধ্বংস করেছে এবং জনগণের সঙ্গে প্রতারণা করেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ফরিদপুরের সালথা উপজেলা সদরে ইসলামী আন্দোলন আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ইসলামী আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ ও ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
‘রাষ্ট্র নয়, এটি ডাকাততন্ত্র’
মুফতি ফয়জুল করীম বলেন, “৫৩ বছর যারা ক্ষমতায় ছিল, তারা শুধু অত্যাচার ও দুর্নীতিই করেছে। দেশের ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে। প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এটা রাষ্ট্র নয়, ডাকাততন্ত্র।” তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, “আওয়ামী লীগ সরকার নেই মানে—প্রধান বিচারপতিও নেই, পুলিশপ্রধান নেই, এমনকি বায়তুল মোকাররমের ইমামও নেই। এমন অবস্থা কি রাষ্ট্রের হতে পারে?”
পিআর পদ্ধতি ও নীতির পরিবর্তনের দাবি
আদালতের প্রতি আস্থাহীনতার কথা জানিয়ে তিনি বলেন, “বিচারকরা যখন যেই সরকার ক্ষমতায় থাকে, তার দিকেই তাকিয়ে রায় দেন। এমন বিচারক দিয়ে ন্যায়বিচার হয় না।”
প্রতিনিধিত্বমূলক পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে মুফতি করীম বলেন, “প্রধান নির্বাচন কমিশনার বলছেন, সংবিধানে পিআর পদ্ধতি নেই। আমি বলবো, আপনি নিজেই সংবিধানে নেই। সংবিধান বলে, সরকার পরিবর্তনের ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে হবে, যেখানে সিদ্ধান্ত হবে কে প্রধানমন্ত্রী হবেন।”
তিনি আরও বলেন, “আগে একদল চাঁদাবাজি করেছে, এখন আরেক দল করছে। আগে ধর্ষণ করেছে একদল, এখন করছে আরেক দল। শুধু হাতবদল হয়েছে, চরিত্র বদল হয়নি। আমরা চোর-ডাকাতদের আর ক্ষমতায় দেখতে চাই না। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন দরকার।” ফয়জুল করীম বলেন, দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার মধ্যেই রয়েছে প্রকৃত পরিবর্তনের পথ।
নির্বাচন নিয়ে আর সংশয় নেই: মির্জা ফখরুল
আগামী নির্বাচনে কোনো সংশয় নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি, নির্বাচন নিয়ে আমাদের কোনো রকমের সংশয় নেই। আমরা নিশ্চিত (উই আর কনভিন্সড) যে ২৬-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।”
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “নির্বাচন নিয়ে জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্য যথেষ্ট জোরালো ছিল। নির্বাচন নিয়ে গত কিছুদিন ধরে তিনি যে কথাগুলো বলে আসছেন, এই ব্যাপারে আমাদের অন্তত কোনো সংশয় নেই।” এ সময় তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে একমত হওয়ার বাস্তবতা নেই’: জামায়াত
অন্যদিকে, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আমরা সবাই এর সঙ্গে একমত। আমরাও ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।”
তবে তিনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় সমাধানের তাগিদ দেন। তিনি বলেন, “জুলাই সনদ, এটির বিষয়ে আমরা একমত হয়েছি। কিন্তু সেটি বাস্তবায়ন না হলে সেখানে একমত হওয়ার কোনো বাস্তবতা নেই।” আবদুল্লাহ মুহাম্মদ তাহের আরও বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘে নির্বাচনের বিষয়ে যা বলেছেন, সেটার সঙ্গে দ্বিমত করার কোনো কারণ নেই, তবে তিনি বিস্তারিত কথা বলেননি।
নির্বাচনী পদ্ধতি নিয়ে ভিন্ন কৌশলে বিএনপি-জামায়াত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী বর্তমানে ভিন্ন ভিন্ন কৌশল নিয়ে এগোচ্ছে। উভয় দলই একদিকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে জনসমর্থন আদায়ের কর্মসূচি নিয়ে ব্যস্ত। তবে তাদের এই কৌশলগত দূরত্ব দেশের রাজনীতিতে এক নয়া মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিএনপির কৌশল: দ্রুত নির্বাচন ও জনসম্পৃক্ততা
বিএনপি মনে করে, জনগণের ম্যান্ডেট নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অপরিহার্য। দলটির নীতিনির্ধারকরা আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আশাবাদী।
প্রার্থী বাছাই: গত সপ্তাহ থেকে বিএনপি সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত নেতারা আসনভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলছেন। নজরুল ইসলাম খান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেনকে নিজ নিজ বিভাগের বিরোধপূর্ণ আসনগুলোতে আলোচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে।
ধর্মীয় ও জনসম্পৃক্ততা: দলটি দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সনাতন সম্প্রদায়ের পাশে থাকার কর্মসূচি নিয়েছে। পূজা শেষে নির্বাচনমুখী জনসম্পৃক্ত কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাবে দলটি।
প্রচারণা: দলটির বিরুদ্ধে চলমান নেতিবাচক প্রচারণাকে আমলে নিয়ে, বিএনপি ‘ডোর টু ডোর’ ক্যাম্পেইন কর্মসূচিতে নামবে, যার মাধ্যমে নির্বাচনের মাঠে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায়।
সালাহউদ্দিন আহমদের মন্তব্য: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, দলীয় একক প্রার্থী নিশ্চিত করতে আলোচনা চলছে, যেন যাকে মনোনয়ন দেওয়া হবে, সবাই তার পক্ষে কাজ করে। শরিকদের জন্য কিছু আসন ছাড়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।
জামায়াতের কৌশল: সংস্কার প্রথম, তারপর নির্বাচন ও পিআর পদ্ধতির দাবি
দীর্ঘদিনের মিত্র বিএনপি যখন দ্রুত নির্বাচনের পক্ষে, জামায়াত তখন ‘সংস্কার প্রথম, তারপর নির্বাচন’ নীতিতে জোর দিচ্ছে।
প্রার্থী ঘোষণা ও প্রচারণা: জামায়াতে ইসলামী ইতোমধ্যে প্রায় সবকটি সংসদীয় আসনেই অনানুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে এবং তাদের পক্ষে ‘নির্বাচনী’ ব্যানার-পোস্টার সাঁটানো হয়েছে।
আন্দোলন: জুলাই সনদের আইনি ভিত্তি ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে দলটি ছয়টি দলকে নিয়ে তিন দিনের কর্মসূচি শেষ করেছে। পিআর দাবি আদায় না হলে নির্বাচনে অংশ নেবে কিনা, সেই হুঁশিয়ারিও তারা দিয়েছে।
মুহাম্মদ র হমানের মন্তব্য: জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবর রহমান বলেন, “গণঅভ্যুত্থানের মূল চেতনাকে ধরে রাখতে হলে আগে কাঠামোগত সংস্কার জরুরি। সংস্কার ছাড়া নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে না।”
রাজনৈতিক মেরুকরণ ও বিশ্লেষকের মত
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, জামায়াতের এই ‘সংস্কার প্রথম, তারপর নির্বাচন’ নীতি মূলত দুটি উদ্দেশ্য হাসিলের চেষ্টা—সংস্কার প্রক্রিয়ায় প্রভাব বিস্তার এবং বিএনপির ওপর কৌশলগত চাপ সৃষ্টি করে নির্বাচনী জোটে অনুকূল শর্ত আদায় করা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সাহাবুল হক বলেন, “এই কৌশলগত বিভাজন দেশের রাজনীতিতে নয়া মেরূকরণের ইঙ্গিত। তবে জামায়াতের এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক ঐক্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে।”
‘নিখোঁজ’ মামুনুর রশিদকে দ্রুত ফেরত চান জামায়াত আমির
উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ তিন দিনের বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।
জামায়াত আমির বলেন, “জুলাইযোদ্ধা খ্যাত মাওলানা মামুনুর রশিদ তিন দিনেরও অধিক সময় ধরে নিখোঁজ। তার পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তার অবস্থান চিহ্নিত করে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।”
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা জানতে পেরেছি, পরিবারটি সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। তবে প্রশাসনের ভূমিকা আমাদের কাছে স্পষ্ট নয়। সবকিছুর পরে আমরা তাকে দ্রুত ফেরত চাই।”
এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহও কে এম মামুনুর রশিদ নিখোঁজ হওয়ার দাবি করেছেন। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি মন্তব্য করেন, ঘটনার তদন্তে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি দেখা যাচ্ছে।
সারজিস আলম: ‘খুনি হাসিনার বিচারের আগে নির্বাচন জনগণ মেনে নেবে না’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, হত্যাযজ্ঞের সঙ্গে যারা সরাসরি জড়িত ছিল, তাদের বিচার আগামী ৬ মাসের মধ্যে হওয়া সম্ভব নয়। এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে হবিগঞ্জের এম সাইফুর রহমান টাউন হলে আয়োজিত জেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, “যদি হত্যাযজ্ঞের নির্দেশদাতা ১০০ জনের বিচার কার্যকর হয় এবং দোষী হয়, তাহলে আমরা বুঝতে পারব বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে।” তিনি আরও বলেন, “খুনি হাসিনার বিচারের আগে এই বাংলায় নির্বাচন হবে—এটা জনগণ মেনে নেবে না।”
‘শাপলা প্রতীক না পেলে আন্দোলনে যাব’
সারজিস আলম বলেন, তিনি বিশ্বাস করেন এনসিপিকে শাপলা প্রতীকই দেওয়া হবে এবং তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই অংশ নেবেন। তিনি বলেন, “শাপলা প্রতীক না দেওয়ার পেছনে নির্বাচন কমিশনের কাছে কোনো ব্যাখ্যা নেই।” তিনি বলেন, “যদি আইনগতভাবে আমরা যৌক্তিকভাবে পাই, তাহলে সেটা যদি আমাদের না দেওয়া হয়, তাহলে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলনে সমাধান খুঁজে পাব।”
এনসিপি ও নাগরিক অধিকারের একীভূত হওয়ার আলোচনা
সারজিস আলম জানান, নাগরিক অধিকারের সঙ্গে তাদের একীভূত হওয়ার আলোচনা ইতিবাচক হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে সারা বাংলাদেশ জানবে।
রাজনৈতিক চাপের কারণে শাপলা প্রতীক দিতে পারছে না ইসি: এনসিপি নেতা
আইনি কোনো বাধা না থাকা সত্ত্বেও রাজনৈতিক চাপের কারণে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক দিতে সাহস পাচ্ছে না বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আইনগত বাধা না থাকা সত্ত্বেও ইসি সাহস দেখাতে পারছে না। এটা তাদের ব্যর্থতা।” তিনি আরও বলেন, “যদি একান্তই তাদের কষ্ট হয়ে যায়, তাহলে আমরা তো সাদা শাপলা চেয়েছি, লাল শাপলা চেয়েছি।”
সারজিস আলম আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি (জাপা) ভবিষ্যতের কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। তিনি বলেন, তাদের দলকে নিষিদ্ধ করতে হবে এবং দলের বিচার করতে হবে।
‘যারা কম জনপ্রিয়, তাদের জন্যই পিআর লাভজনক’: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা ‘পিআর’ পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে। এর ফলে দেশে স্থায়ীভাবে অস্থিতিশীলতা দেখা দেবে। তিনি বলেন, “যারা কম জনপ্রিয় তাদের জন্য পিআর লাভজনক।”
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্ট অ্যালায়েন্স (বিএনবিএলএসএ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, পিআর পদ্ধতি চাওয়ার একটি উদ্দেশ্য হলো বেশি আসন পাওয়া, আরেকটি উদ্দেশ্য হলো দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, যেন কোনো একক দল সংখ্যাগরিষ্ঠতা না পায়।
সংবিধানে নেই পিআর পদ্ধতি
বিএনপির এই নেতা আরও বলেন, “কোন পদ্ধতিতে ভোট হবে, তা সংবিধানে স্পষ্টভাবে বলা আছে। সংবিধানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলা রয়েছে। তা জানতে জামায়াতকে সংবিধান খুলে দেখতে হবে।” তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের অসাংবিধানিক, অরাজনৈতিক বা অবৈধ কোনো আবদার মেনে জাতিকে বিপদে ফেলা যাবে না।
সালাহউদ্দিন আহমদ বলেন, এই সরকার একটি সাংবিধানিক সরকার। তাই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে আইনানুগভাবে সরকারকে চলতে হবে। তিনি একটি জরিপের কথা উল্লেখ করে বলেন, জরিপে দেখা গেছে ৫৬ শতাংশ মানুষ পিআর কী তা বোঝে না। কিন্তু কিছু দল বলছে ৭০ শতাংশ মানুষ পিআর চায়, যা বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।
‘আওয়ামী লীগকে পুনর্বাসনে জামায়াতের ইন্ধন’: রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের পুনর্বাসন হলে দেশের ভয়াবহ পরিণতি হবে এবং দেশ আবারও স্বৈরাচারের যাঁতাকলে পিষ্ট হবে। তবে তিনি মন্তব্য করেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনে জামায়াতে ইসলামীর ইন্ধন দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াত ও ভারতের বিরুদ্ধে অভিযোগ
রুহুল কবির রিজভী বলেন, “আওয়ামী লীগ পুনর্বাসনের আগ্রহ এবং ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাওয়া নিয়ে জামায়াতের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে।” তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া গণহত্যার যে নির্দেশনা সামনে আসছে, তাতে ভারতের মদদ ছিল।
সম্প্রতি প্রকাশিত একটি জরিপের প্রতিক্রিয়ায় বিএনপির এই নেতা বলেন, “জরিপ নিয়ে আপাতত বিএনপির কোনো ভাবনা নেই।”
পাঠকের মতামত:
- “ট্রাম্পের আদেশ মানবেন না”—বিতর্কে কলম্বিয়ার প্রেসিডেন্ট
- “আমরা আপনার পাশে আছি”—নিউইয়র্কে বিশ্বনেতাদের বার্তা প্রধান উপদেষ্টাকে
- রেকর্ড গড়ে বায়ার্নের শততম গোল করলেন হ্যারি কেন
- শিরোপা ধরে রাখতে ভারতের মুখোমুখি বাংলাদেশ তরুণরা
- প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘মাই প্রফেসর’ বললেন ভুটানের প্রধানমন্ত্রী
- আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- গান ছাড়লেন তাহসান, ফাটল কি মিথিলা-সৃজিতের সংসারেও?
- ‘স্মার্টফোন মারণাস্ত্র’: মেধাহীনতা ও আত্মহত্যার ঝুঁকিতে শিশু-কিশোররা
- আজ দুপুর পর্যন্ত দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
- ট্রাম্পের ১০০% শুল্কে ধাক্কা খেল ভারতীয় ওষুধ খাত
- ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ
- ‘নেতারা প্রকাশ্যে নিন্দা করলেও গোপনে প্রশংসা করেন’: জাতিসংঘে নেতানিয়াহু
- ‘আমরা চোর-ডাকাতদের আর ক্ষমতায় দেখতে চাই না’: মুফতি ফয়জুল করীম
- ড. ইউনূসের আহ্বান: পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠা হোক মধ্যপ্রাচ্য-দক্ষিণ এশিয়ায়
- নির্বাচন নিয়ে আর সংশয় নেই: মির্জা ফখরুল
- নির্বাচনী পদ্ধতি নিয়ে ভিন্ন কৌশলে বিএনপি-জামায়াত
- বিসিবি নির্বাচন: সমঝোতা প্রস্তাব ঘিরে তামিমের বাসায় রাতের বৈঠক
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ঘিরে তীব্র বিতর্ক, বিক্ষোভ ও বর্জন
- ডঃ ইউনূসের জাতিসংঘ ভাষণ: নির্বাচন, সংস্কার ও বৈশ্বিক সংকটে বাংলাদেশের বার্তা
- ‘নিখোঁজ’ মামুনুর রশিদকে দ্রুত ফেরত চান জামায়াত আমির
- সারজিস আলম: ‘খুনি হাসিনার বিচারের আগে নির্বাচন জনগণ মেনে নেবে না’
- পাকিস্তানকে হারানোর মিশনে দারুণ শুরু বাংলাদেশের, চাপে পাকিস্তান
- ‘আর জীবনে ইন্টারনেট দেব না’: ইনু-শেখ হাসিনার কথোপকথন
- সিলেটে ডিসি অফিস ঘেরাও, নগরভবনে ইটপাটকেল: রিকশাচালকদের তাণ্ডব
- অঘোষিত সেমিফাইনাল: টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
- জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশিত, দেখে নিন পরীক্ষার সময়সূচি
- মেয়ের লাশ ২০ বছর ধরে ডিপ ফ্রিজে রেখে দেন মা
- ইসরায়েলের তেল আবিবে গাড়ি বিস্ফোরণ
- রাজনৈতিক চাপের কারণে শাপলা প্রতীক দিতে পারছে না ইসি: এনসিপি নেতা
- ‘আমাকে আলাদা করে তুলে ধরার চেষ্টা হয়নি’: ডা. তাসনিম জারা
- ‘আমাকে ধরতে চাইলে আপনারাও ধরা পড়বেন’: তামিম ইকবাল
- ভারতের লাদাখে বিক্ষোভের নেপথ্যে বাংলাদেশের গণঅভ্যুত্থান?
- ‘যারা কম জনপ্রিয়, তাদের জন্যই পিআর লাভজনক’: সালাহউদ্দিন আহমদ
- যুক্তরাষ্ট্রে ভারতের কড়া সমালোচনা করলেন ড. ইউনূস
- কম পুঁজিতে শুরু করা সম্ভব লাভজনক ৪টি ব্যবসা
- ইয়াবার বিনিময়ে বাংলাদেশ থেকে চাল-সার পাচার হয়: কৃষি উপদেষ্টা
- ‘শাপলা প্রতীক কেন দেব না, তার ব্যাখ্যা দেব না’: সিইসি
- ‘আওয়ামী লীগকে পুনর্বাসনে জামায়াতের ইন্ধন’: রুহুল কবির রিজভী
- ডিএসইতে বৃহস্পতিবারের লেনদেনের সারসংক্ষেপ
- ডিএসইতে বৃহস্পতিবারের টপ লুজার তালিকা প্রকাশ
- ডিএসইতে বৃহস্পতিবার লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- আমিরাতে ধরপাকড় বেড়েছে, বিপাকে প্রবাসী বাংলাদেশিরা
- ‘৭১ এ হারাইছি, আজকেও হারাবো’: চমক
- গাজায় বিশ্বের সবচেয়ে বেশি অঙ্গচ্ছেদ হওয়া শিশু: ইউএনআরডব্লিউএ
- গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের ২১-দফা পরিকল্পনা
- নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন
- বাঁচা-মরার লড়াই: পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশর একাদশে কারা থাকছেন?
- চার বিশ্বনেতার সঙ্গে বৈঠক করলেন ড. ইউনূস, সম্পর্ক নতুন উচ্চতায়: প্রেস সচিব
- কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান
- ভিকি-ক্যাটরিনার সুখবর: সালমানের নামে ভাইরাল হলো ভুয়া পোস্ট
- রেনেসাঁর দর্শন ও দিশা: গ্রিক-রোমান জ্ঞান, মুসলিম দার্শনিকদের ভূমিকা ও আধুনিকতার উন্মেষ
- এশিয়া কাপ থেকে প্রিমিয়ার লিগ, দেখে নিন আজকের খেলার সূচি
- ডিএসইতে রবিবারের লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- ডিএসইতে সোমবারের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- যে কারণে পুরুষের টেস্টোস্টেরন কমে: না জানলে বিপদ
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- দিল্লি হাই কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে জ্যাকুলিন ফের্নান্দেজের আপিল
- ডিএসইতে বৃহস্পতিবার লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- তামিম ইকবালের অভিযোগ: বিসিবি নির্বাচনে ‘স্বেচ্ছাচারিতা’ চলছে
- বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে: ড. খন্দকার মোশাররফ হোসেন
- ডিএসইতে সোমবারের লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- বাড়ছে বাণিজ্য, বাংলাদেশি টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার আজকের হার
- ভারত-পাকিস্তান লড়াই আর রইল না! সূর্যকুমারের স্পষ্ট ঘোষণা, একতরফা ম্যাচে বিধ্বস্ত পাকিস্তান
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ