১১ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়টস’ জুটির জাদু

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৫ ১৮:০৯:৩৭
১১ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়টস’ জুটির জাদু

সত্য নিউজ: বলিউডের সুপরিচিত জুটি, অভিনেতা আমির খান এবং পরিচালক রাজকুমার হিরানি আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। তাদের নতুন সিনেমা হবে ভারতের সিনেমার জনক দাদাসাহেব ফালকের জীবন ও তার চলচ্চিত্র শিল্পে অবদানের বায়োপিক। চলতি বছরের শেষে ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’ চলচ্চিত্রের প্রায় ১১ বছর পর আবারও একসঙ্গে আসায় সিনেমাপ্রেমীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এই বায়োপিকে দেখানো হবে কিভাবে দাদাসাহেব ফালক শূন্য থেকে শুরু করে বিশ্বের অন্যতম বৃহৎ সিনেমাশিল্পের ভিত্তি স্থাপন করেন। ছবির পটভূমি থাকবে ভারতের স্বাধীনতাসংগ্রাম, যেখানে ফালকের জীবন এবং তার শিল্পী কার্যক্রমের নানা দিক তুলে ধরা হবে।

শুটিং আগামী অক্টোবর থেকে শুরু হবে। আমির খান তার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিতারে জমিন পার’ এর পরই এই প্রকল্পের জন্য প্রস্তুতি নেবেন। বায়োপিকটির চিত্রনাট্য চার বছর ধরে তৈরি করা হয়েছে, যা রাজকুমার হিরানি, তার সহযোগী অভিজাত যোশী এবং দুই ভারতবংশী লেখক হিন্দুকুশ ও অবিষ্কার মিলে রচনা করেছেন।

ছবির সময়কাল ও পরিবেশের যথাযথ চিত্রায়ণের জন্য লস অ্যাঞ্জেলেসের ভিএফএক্স স্টুডিওগুলি বিশেষ কাজ করবে, যা সিনেমাটিকে ভিজুয়াল এঙ্গেলে একটি নতুন মাত্রা দেবে। এই প্রজেক্টটি বলিউডে বড় প্রত্যাশার মধ্যে রয়েছে এবং দাদাসাহেব ফালকের জীবনীভিত্তিক গল্প নতুন প্রজন্মের জন্য বিশেষ প্রেরণার উৎস হতে চলেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত