জুলাই ঘোষণাপত্র নিয়ে জামায়াতের বিবৃতি আজ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৬ ১০:৫৬:৫২
জুলাই ঘোষণাপত্র নিয়ে জামায়াতের বিবৃতি আজ
ছবিঃ সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণের পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ জামায়াতে ইসলামি। বুধবার (৬ আগস্ট) দুপুরে এই প্রতিক্রিয়া প্রকাশ করবে দলটি।

জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫ আগস্ট রাতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু, রাষ্ট্রের রূপান্তর প্রক্রিয়া, অন্তর্বর্তী সময়ের রাজনৈতিক নকশা এবং প্রধান উপদেষ্টার ভাষণে উত্থাপিত দিকগুলো নিয়ে গভীর আলোচনা হয়। সেই আলোচনার ভিত্তিতে দলীয় অবস্থান নির্ধারণ করা হয়েছে এবং তা বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘৩৬ জুলাই উদযাপন’ উপলক্ষে আয়োজিত এক গণজমায়েতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রথমবারের মতো ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন। রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি ঘোষণা দেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং তা রমজানের আগেই সম্পন্ন হবে।

-শরিফুল

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ