১১৯ বার পেছানো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১১ আগস্ট

২০২৫ জুলাই ০৮ ১৫:২৮:৪৩
১১৯ বার পেছানো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১১ আগস্ট

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ আগস্ট নতুন দিন ধার্য করেছেন। মঙ্গলবার (৮ জুলাই) এ দিন ধার্য করা হয়। এ মামলার তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে ১১৯ বার পেছানো হয়েছে।

আদালত সূত্র জানায়, এদিন প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত থাকলেও তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই’র অতিরিক্ত এসপি মো. আজিজুল হক প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই নতুন এ দিন ধার্য করা হয়।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং ‘বন্ধু’ তানভীর রহমান খান। তানভীর ও পলাশ জামিনে আছেন, বাকিরা কারাগারে রয়েছেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি হত্যা করা হয়। পরে নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

প্রথমে মামলার তদন্তভার এসআই পর্যায়ের এক কর্মকর্তা পরিচালনা করেন। চার দিন পর তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হলেও তদন্ত ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল মামলার তদন্তভার র‌্যাবের কাছে দেওয়া হয়।

২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করে তদন্তের জন্য ছয় মাস সময় দেওয়া হয়। সেই সঙ্গে র‌্যাবকে তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জন নিরাপত্তা বিভাগ থেকে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়।

মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৬ এপ্রিল দিন ধার্য ছিল, এরপর থেকে তদন্ত প্রতিবেদন দাখিল বারবার পেছানো হয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ