লক্ষ্যমাত্রার তুলনায় কম রাজস্ব আদায়, ব্যর্থতার পেছনে ২২টি চ্যালেঞ্জ: এনবিআর

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৬ ২০:৫১:০৫
লক্ষ্যমাত্রার তুলনায় কম রাজস্ব আদায়, ব্যর্থতার পেছনে ২২টি চ্যালেঞ্জ: এনবিআর

২০২২-২৩ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। তবে বছরের শেষে আদায় হয়েছে ৩ লাখ ২৮ হাজার ৮৮৫ কোটি ৮৯ লাখ টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৪১ হাজার কোটি টাকার ঘাটতি দেখা গেছে।

সম্প্রতি প্রকাশিত এনবিআরের বার্ষিক প্রতিবেদনে রাজস্ব ঘাটতির পেছনে অন্তত ২২টি চ্যালেঞ্জকে দায়ী করা হয়েছে। এর মধ্যে ৫টি ছিল বাহ্যিক এবং ১৭টি অভ্যন্তরীণ।

বাহ্যিক চ্যালেঞ্জ:

বৈদেশিক মুদ্রার প্রবাহে ঘাটতি

আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্যের অস্থিরতা

আমদানি-রপ্তানিতে মিথ্যা ঘোষণার প্রবণতা

আন্তঃসংস্থা সমন্বয়ের অভাব

কর ফাঁকির প্রতি অনীহা এবং স্বেচ্ছা পরিপালনের ঘাটতি

অভ্যন্তরীণ চ্যালেঞ্জ:

পর্যাপ্ত অটোমেশন ও ডিজিটালাইজেশনের অভাব

দক্ষ জনবল ও প্রশিক্ষণের সীমাবদ্ধতা

সঠিক কর নির্ধারণে দুর্বলতা

আধুনিক ঝুঁকি ব্যবস্থাপনার সীমিত প্রয়োগ

পোস্ট-ক্লিয়ারেন্স অডিট বাস্তবায়নে দুর্বলতা

মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা

সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়া আদায়ে বিলম্ব

নতুন করদাতা চিহ্নিতকরণে তথ্যের অপ্রতুলতা

কর অফিসে প্রয়োজনীয় অবকাঠামো ও লজিস্টিক ঘাটতি

ডিজিটাল অর্থনীতিকে করের আওতায় আনার সক্ষমতার ঘাটতি

আন্তঃকর ব্যবস্থাপনায় তথ্য বিনিময়ের অভাব

বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাব

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলোচ্য সময়ে প্রতি ১০০ টাকা রাজস্ব আদায়ে এনবিআরের ব্যয় হয়েছে মাত্র ৩০ পয়সা, যা আগের বছরের তুলনায় প্রায় একই রকম।

২০২২-২৩ অর্থবছর শেষে নিবন্ধিত টিআইএনধারীর সংখ্যা ছিল ৯০ লাখ ২ হাজার ৪৭৫ জন, যার মধ্যে কোম্পানি করদাতার সংখ্যা ছিল ১ লাখ ৭৫ হাজার ৮৬৩ জন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ