রংপুর বিভাগের ৩৩টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৫ ১১:৩৭:৩৫
রংপুর বিভাগের ৩৩টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর বিভাগের ৩৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত বিভাগীয় জনসভায় এসব প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

ঘোষণাকালে রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী ও লালমনিরহাট জেলার প্রার্থীরা মঞ্চে উপস্থিত ছিলেন।

জনসভায় জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য মৌলিক সংস্কার জরুরি। আমরা চার দফা দাবি পেশ করেছি—এর মধ্যে রয়েছে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের বিচার এবং সাংবিধানিক সংস্কার।” তিনি আরও বলেন, “ভোটকেন্দ্রে মাস্তানতন্ত্র ও কালো টাকার ব্যবহার প্রতিরোধ করা হবে। কোনো প্রশাসনিক ক্যু সহ্য করা হবে না।”

তিনি বলেন, “সংবিধানিক সংস্কার ছাড়া নির্বাচন হতে পারে না। আগে পরিবেশ তৈরি করতে হবে, পরে নির্বাচন। আমরা এই দেশে মদিনার আদর্শে ভিত্তি করে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র চাই।”

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, “উত্তরের দুঃখ তিস্তা নদী নিয়ে আর টালবাহানা চলবে না।”

জনসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এ টি এম আজহারুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং রংপুর মহানগরের আমির এ টি এম আজম খান।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ