গ্রীষ্মকালীন ক্যাম্পে শিশুরা, টেক্সাসে হঠাৎ বন্যায় বিপর্যয়

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৫ ০৯:২৭:৫৩
গ্রীষ্মকালীন ক্যাম্পে শিশুরা, টেক্সাসে হঠাৎ বন্যায় বিপর্যয়

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ-মধ্যাঞ্চলে হঠাৎ ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। গতকাল শুক্রবার সকালে কেরি কাউন্টির গুয়াদালুপে নদীর পানি অস্বাভাবিক হারে বাড়লে এ দুর্যোগ দেখা দেয়।

কেরি কাউন্টির শেরিফ ল্যারি লেইথা সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টার দিকে নদীর পারঘেঁষা কয়েকটি গ্রীষ্মকালীন ক্যাম্পে পানি ঢুকে পড়ে। ওই সময় সেখানে ৭০০ জনের বেশি শিশু অবস্থান করছিল। এর মধ্যে ২৩ জন মেয়ে শিশু এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক।

বলা হচ্ছে, মাত্র ৪৫ মিনিটে গুয়াদালুপে নদীর পানি ২৬ ফুট বা ৮ মিটার পর্যন্ত বেড়ে যায়। ফলে সময়মতো সতর্কতা জারি করাও সম্ভব হয়নি।

কার কাউন্টির কারভিল এলাকার নগর ব্যবস্থাপক ড্যালটন রাইস বলেন, “সকাল হওয়ার আগেই হঠাৎ করে পানি বাড়তে শুরু করে। পুরো ঘটনা ঘটে মাত্র দুই ঘণ্টার মধ্যে। এত দ্রুত পরিস্থিতি পাল্টেছে যে রাডারেও আগে থেকে সনাক্ত করা যায়নি।”

যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর ইতোমধ্যে টেক্সাস হিল কান্ট্রির কার কাউন্টির বেশ কিছু এলাকায় জরুরি বন্যা সতর্কতা জারি করেছে। সান অ্যান্টোনিও থেকে প্রায় ১০৫ কিলোমিটার দূরের এই অঞ্চলে ব্যাপক বজ্রসহ বৃষ্টি হয়েছে।

নিখোঁজদের উদ্ধারে হেলিকপ্টার, ড্রোন ও শত শত উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। গাছের ডালে আটকে পড়া মানুষজন ও নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করতে তৎপরতা চলছে।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ