৩২টি বিমা কোম্পানি নিয়ে শঙ্কা, আইডিআরএ বলছে ‘উচ্চ ঝুঁকি’

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০২ ১৬:১২:৪৮
৩২টি বিমা কোম্পানি নিয়ে শঙ্কা, আইডিআরএ বলছে ‘উচ্চ ঝুঁকি’

দেশের বিমা খাতে অস্বস্তিকর চিত্র তুলে ধরলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম। তিনি জানিয়েছেন, বর্তমানে দেশে ব্যবসা করা ৩২টি বিমা কোম্পানি রয়েছে ‘উচ্চ ঝুঁকিতে’, যার মধ্যে ১৫টি জীবন বিমা এবং ১৭টি সাধারণ বিমা কোম্পানি।

বুধবার (২ জুলাই) আইডিআরএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। কোম্পানিগুলোর ব্যবসায়িক অবস্থা, সম্পদ ও দায় বিবেচনায় এই ঝুঁকি চিহ্নিত করা হয়েছে বলে জানান তিনি।

আইডিআরএ চেয়ারম্যান বলেন, “বিমা দাবির টাকা সময়মতো পরিশোধ না করায় গ্রাহকদের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই খাত পিছিয়ে পড়ছে মূলত স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতির কারণে।”

বর্তমানে জীবন বিমা খাতে প্রায় ৪৫ শতাংশ এবং সাধারণ বিমা খাতে প্রায় ৪৭ শতাংশ দাবির টাকা অপরিশোধিত অবস্থায় রয়েছে।

দেশের ৩৬টি জীবন বিমা কোম্পানির মধ্যে মাত্র ৬টি ভালো অবস্থানে রয়েছে বলে জানানো হয়।আইডিআরএ সূত্রে পাওয়া তথ্যমতে, উচ্চ ঝুঁকিপূর্ণ ১৫টি জীবন বিমা কোম্পানি হলো—ফারইস্ট ইসলামী লাইফ, পদ্মা ইসলামী লাইফ, প্রাইম ইসলামী লাইফ, সানফ্লাওয়ার লাইফ, সানলাইফ, গোল্ডেন লাইফ, বায়রা লাইফ, প্রগ্রেসিভ লাইফ, এনআরবি ইসলামিক লাইফ, ডায়মন্ড লাইফ, বেস্ট লাইফ, প্রটেক্টিভ ইসলামী লাইফ, যমুনা লাইফ ও স্বদেশ লাইফ।

তবে সাধারণ বিমা কোম্পানিগুলোর নাম প্রকাশ করেননি আইডিআরএ চেয়ারম্যান।

বিমা খাতে আস্থা ফিরিয়ে আনতে নতুন আইন ও বিধিমালা তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। ব্যাংকিং খাতের মতো বিমা কোম্পানির জন্যও ‘রেজ্যুলেশন ফ্রেমওয়ার্ক’ চালুর সুপারিশ করা হয়েছে, যার আওতায় কোম্পানি একীভূতকরণ, অধিগ্রহণ এমনকি অবসায়নের পদক্ষেপও নেওয়া হতে পারে।

২০২৪ সালেই আইডিআরএ পেয়েছে ২৪,৮৫২টি গ্রাহক অভিযোগ। কিন্তু জনবল সংকটের কারণে সেগুলোর সুষ্ঠু নিষ্পত্তি সম্ভব হচ্ছে না। ১৬০ অনুমোদিত জনবলের বিপরীতে বর্তমানে আইডিআরএতে কর্মরত আছেন মাত্র ১০৭ জন।

বিমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি হাজারে ১ টাকা থেকে বাড়িয়ে ৫ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলে চেয়ারম্যান জানান, “আইডিআরএ’র লোকবল বাড়ানোর প্রক্রিয়া চলছে, খরচও বাড়বে। সেই দিক বিবেচনায় নবায়ন ফি বাড়ানোর প্রয়োজন রয়েছে।”

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ