ভাঙনের ষড়যন্ত্র ব্যর্থ, বিএনপি অটুট: রিজভী

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৮ ১৪:৩২:১২
ভাঙনের ষড়যন্ত্র ব্যর্থ, বিএনপি অটুট: রিজভী

রাজনীতিতে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষ ভূমিকার প্রতিশ্রুতি নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আশাবাদ জানিয়ে বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করবে বলে তিনি প্রত্যাশা করেন।

বুধবার (১৮ জুন) রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‌“অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রতিশ্রুতি একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন তা যেন বিলম্বিত না হয়। এটি দ্রুত ও নিরপেক্ষভাবে বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে।

তিনি কঠোর ভাষায় প্রশ্ন তোলেন “যারা গায়েবি মামলা ও রাষ্ট্রীয় নিপীড়নের মাধ্যমে আমাদের নেতাকর্মীদের নির্যাতন করেছে, তাদের এখনো আইনের আওতায় আনা হয়নি কেন?”

তিনি বলেন, “এই অবিচার চলতে থাকলে সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ন হবে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এদের বিচারের মুখোমুখি আনা আবশ্যক।”

সরকারের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করে রিজভী বলেন, ‌“যদি কারও মনে হয় সরকার নিরপেক্ষ নয়, তাহলে রাজনৈতিক আলাপ-আলোচনার মাধ্যমেই এর সমাধান খুঁজতে হবে। শক্তি প্রয়োগে সংকট বাড়বে, সমাধান নয়।”

সরকারের ‘বিএনপি ভাঙার ষড়যন্ত্র’ প্রসঙ্গে তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐক্যবদ্ধ দিকনির্দেশনার ফলে শেখ হাসিনার সকল অপচেষ্টা ব্যর্থ হয়েছে। আজ বিএনপি আরও সুসংগঠিত, আরও প্রতিজ্ঞাবদ্ধ।”

রিজভী বলেন, ‌গণতন্ত্রকে পুনরুদ্ধার ও সুপ্রতিষ্ঠিত করতে আমাদের অনেক কাজ এখনো বাকি। আমাদের গণতন্ত্রের সৌধ নির্মাণ করতে হবে।

তিনি ডেঙ্গু ও করোনা মোকাবেলায় জাতীয় টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়ে বলেন, ‌এই জাতীয় দুর্যোগ মোকাবেলায় সব রাজনৈতিক শক্তিকে একসাথে নিয়ে একটি সমন্বিত পরিকল্পনার প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, নেতা হাবিবুল ইসলাম হাবিব, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ