দেশে ফিরে যে বাড়িতে থাকবেন তারেক রহমান

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৮ ০৯:৫২:০৫
দেশে ফিরে যে বাড়িতে থাকবেন তারেক রহমান

বাংলাদেশে স্বেচ্ছা-নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে তৈরি হচ্ছে রাজনৈতিক উত্তেজনা ও জল্পনা। এ প্রত্যাবর্তনের অংশ হিসেবে রাজধানীর অভিজাত গুলশান-২ এলাকায় অবস্থিত একটি ডুপ্লেক্স বাড়িকে তাঁর বাসস্থান হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

গুলশান এভিনিউ রোডের ১৯৬ নম্বর এই বাড়িটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি। দেড় বিঘা জমির ওপর নির্মিত দৃষ্টিনন্দন বাড়িটি এক সময় বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (BATB)-এর ভাড়ায় ব্যবহৃত ছিল। তবে ছয় মাস আগে প্রতিষ্ঠানটি বাড়িটি ছেড়ে দিলে তা পুনরায় সংস্কার ও উন্নয়নের মাধ্যমে তারেক রহমানের বাসযোগ্য করে তোলা হয়।

বিশ্বস্ত পারিবারিক ও রাজনৈতিক সূত্র জানিয়েছে, বাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থায় আধুনিকায়ন আনা হয়েছে। সব ধরনের কাঠামোগত এবং বাসযোগ্যতার মানদণ্ড পূরণ করায় এখন বাড়িটি তাঁর আবাস হিসেবে পুরোপুরি প্রস্তুত।

উল্লেখযোগ্য যে, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে বাড়িটির মালিকানা সংক্রান্ত নামজারির কাগজপত্র বেগম খালেদা জিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে। ফলে বাড়িটি ব্যবহার নিয়ে আইনি বা প্রশাসনিক জটিলতার সম্ভাবনাও এখন নেই।

তারেক রহমানের দেশে ফেরা শুধু একটি ব্যক্তিগত প্রত্যাবর্তন নয় এটি জাতীয় রাজনীতিতে সম্ভাব্য বড় ধরনের পালাবদলের ইঙ্গিতও বয়ে আনছে। দীর্ঘদিন পর তাঁর প্রত্যক্ষ রাজনৈতিক উপস্থিতি বিএনপির কৌশল, নেতৃত্ব এবং আন্দোলনের গতিপথে নতুন মাত্রা যোগ করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ