স্বরাষ্ট্র উপদেষ্টাকে কাছে পেয়ে কি বললো পথশিশু?

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০৪ ১৭:১৫:৫৫
স্বরাষ্ট্র উপদেষ্টাকে কাছে পেয়ে কি বললো পথশিশু?

ঈদের আগে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘটল এক হৃদয়স্পর্শী ঘটনা। বুধবার (৪ জুন) দুপুরে ঈদযাত্রার প্রস্তুতি দেখতে স্টেশন পরিদর্শনে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ঠিক তখনই স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা এক পথশিশু রামিন তাকে দেখে সালাম জানায়। এতেই থমকে যান উপদেষ্টা, নেমে যান গাড়ি থেকে।

ছোট্ট ছেলেটি দৌড়ে এসে উপদেষ্টার পা ছুঁয়ে সালাম করতে চায়। কিন্তু জাহাঙ্গীর আলম চৌধুরী তার হাত ধরে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেন। আবেগে আপ্লুত রামিন তখন বলেন, "আপনার দোয়া হলেই আমি চলতে পারব, ট্যাকা লাগত না।"

ঘটনার সাক্ষী থাকা উপস্থিত সবাই অবাক হয়ে দেখেন—স্বরাষ্ট্র উপদেষ্টা যখন রামিনকে কিছু টাকা দিতে চান, সে নম্রভাবে তা প্রত্যাখ্যান করে দূরে সরে যায়। জবাবে শিশুটি বলে, "ওনাকে খুবই ভালো লাগছে। খুবই ভালো। ট্যাকা নিলে মানুষে মন্দ বলবে।"

এই উত্তর শুনে নিজের আবেগ ধরে রাখতে পারেননি স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেও। তিনি ফের শিশুটির কাছে ফিরে গিয়ে বলেন, "তুমি আমার জন্য দোয়া করো।"

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ