‘টাইগার কউন?’: বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে আফ্রিদির কটাক্ষ

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচে জয় পেলে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবে পাকিস্তান। তবে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি সংবাদ সম্মেলনে বাংলাদেশকে নিয়ে কিছুটা কটাক্ষ করেছেন।
সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক বাংলাদেশ দলকে ‘টাইগার’ হিসেবে আখ্যায়িত করলে আফ্রিদি প্রশ্ন থামিয়ে পাল্টা জিজ্ঞেস করেন, “টাইগার কৌন?” অর্থাৎ ‘টাইগার কারা’। পরে সাংবাদিকরা বাংলাদেশ বললে তখন তিনি ‘সরি’ বলে ক্ষমা চান।
তবে এই ঘটনার পর আফ্রিদি জানান, বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে তিনি টাইগারদের সমীহের চোখেই দেখছেন। তিনি বলেন, “বাংলাদেশ দারুণ একটি দল। তারা ইদানীং ভালো খেলেছে। ভালো দলের সঙ্গে খেললে প্রথম ধাক্কাটা আপনাকেই দিতে হবে। তাদের সুযোগ দেওয়া যাবে না, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই ভালো খেলতে হবে।”
চলমান এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান।
বিসিবি নির্বাচন: আদালতের সিদ্ধান্তে বিলম্ব, নানা বিতর্কে উত্তপ্ত বোর্ড
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আলো-ঝলমলে প্রাঙ্গণে গত পরশু শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের শেষ সভা। রাত ৯টায় শুরু হওয়া এই সভাটি নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পর শুরু হয়েছিল আদালতের একটি সিদ্ধান্তের কারণে। সভাটি বিদায়ের সুর নিয়ে এলেও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও এসেছে সামনে।
ভোটের তালিকা ও নির্বাচন
তফসিল অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার সময় শেষ হওয়ার পরও নতুন নাম আসছিল, যা 'নোট' করে গ্রহণ করা হয়েছে। বিসিবির মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, এগুলো গ্রহণ বা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। গতকাল সন্ধ্যায় বিসিবি ১৭৭ জনের নাম দিয়ে ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করেছে।
৬ অক্টোবর নির্বাচন হওয়ার কথা থাকলেও, এর আগেই নানা জটিলতা শুরু হয়েছে। সোমবার আদালতে দুটি রিট দায়ের হওয়ার কারণে ভোটার তালিকা প্রকাশে বিলম্ব হয়। এ বিষয়ে বিসিবির আইনজীবী মাহিন রহমান বলেন, ২৮ সেপ্টেম্বর চেম্বার জজ আদালতে আবারও শুনানি হবে।
কাউন্সিলর মনোনয়ন ও দ্বন্দ্ব
কাউন্সিলর মনোনয়ন নিয়েও শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো এক চিঠির পর মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ দুই দফায় বাড়ানো হয়, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ইফতেখার রহমান মিঠু সময় বাড়ানোর বিষয়টি সভাপতির একক সিদ্ধান্ত বললেও, মাহিন রহমান বলেছেন এটি সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছিল।
বিপিএল ও অর্থনৈতিক অবস্থা
দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে নির্বাচিত হয়েছে আইএমজি। তিন বছরের জন্য দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও এখনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়নি। ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএলের পরবর্তী আসর আয়োজনের লক্ষ্য ঠিক করা হয়েছে।
বিসিবি জানিয়েছে, বিপিএলের পুরোনো ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে প্রায় ৪০ কোটি টাকা বকেয়া পড়ে আছে। ১৮টি দল এই খেলাপি তালিকায় রয়েছে। বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, বিসিবি প্রায় ১ হাজার ৩৯৮ কোটি টাকা রেখে যাচ্ছে।
মোস্তাফিজের রেকর্ডের সামনে: ভারতের কোচ কেন এত প্রশংসা করলেন?
বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন মোস্তাফিজুর রহমান। সেজন্য তার দরকার আর মাত্র একটি উইকেট। বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১৭ ম্যাচে ১৪৯ উইকেট নিয়েছেন তিনি, যা সাকিব আল হাসানের সমান। আর একটি উইকেট পেলেই তিনি সাকিবকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ইতিহাসের সেরা তিন বোলারের মধ্যে চলে আসবেন।
এই তালিকায় শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান (১৭৩ উইকেট)। এরপর আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪) এবং ইশ সোধি (১৫০)।
মোস্তাফিজকে প্রশংসায় ভাসালেন ভারতীয় কোচ
এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আজ ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে, তার আগের দিন সংবাদ সম্মেলনে মোস্তাফিজকে প্রশংসায় ভাসালেন ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট। তিনি বলেন, “মোস্তাফিজ একজন চ্যাম্পিয়ন। সে অনেক দিন ধরে খেলছে, খুব দক্ষ একজন বোলার। আমরা অবশ্যই জানি সে কী ধরনের দক্ষতা নিয়ে আসে। আমি মনে করি, কেউ যদি আন্তর্জাতিক পর্যায়ে এত দীর্ঘ সময় ধরে এত ভালো করে এবং এরপর আইপিএলে গিয়েও খুব ভালো পারফর্ম করে, সেটা অবশ্যই প্রশংসনীয়।”
বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে ভারত
বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে থাকার কথা বলেছেন ভারতীয় এই কোচ। তিনি বলেন, “আমরা বাংলাদেশকে সম্মান করি, আমি মনে করি ওরা এখন উন্নতির পথে আছে। ওরা টি-টোয়েন্টির নতুন ধাঁচে মানিয়ে নিয়েছে। সামনে আক্রমণাত্মক খেলোয়াড় রেখে খেলে। আমরা কালকের চ্যালেঞ্জের জন্য অপেক্ষা করছি।”
সাইফের এক ইনিংসই কি ভারতের হিসাব পাল্টে দেবে?
‘সাইফ যেভাবে ব্যাট করল, আমরা আলোচনা করছিলাম, এশিয়া কাপের চূড়ান্ত রাউন্ডে তার (অতীত) যোগ্যতা কোনোভাবেই টি-টোয়েন্টিতে শীর্ষ সারির ওপেনার হওয়ার মতো না। কিন্তু সে যেভাবে হাজির হলো, মনের মধ্যে কোনো দ্বিধা ছিল না। নিজেকে নিয়ে সন্দেহে ভোগেনি...আমার মনে হয় সে খুব খুব ভালো ছিল।’
এশিয়া কাপে গত শনিবার সুপার ফোরে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারানোর পর বাংলাদেশের ওপেনার সাইফ হাসানকে নিয়ে কথাগুলো বলেন ভারতের ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। তার এই মন্তব্যে বোঝা যায়, সাইফের এক ইনিংসই প্রতিপক্ষ দলগুলোর সব হিসাব পাল্টে দিয়েছে।
লিটননির্ভরতা থেকে সাইফ-বিস্ময়
টুর্নামেন্ট শুরুর আগে ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে বাংলাদেশ দলের ব্যাটিংকে ‘লিটননির্ভর’ বলে মন্তব্য করেছিলেন। তাদের সেই ধারণা যে ভুল ছিল, তা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে প্রমাণ করেছেন সাইফ। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে হৃদয়ের ফিফটির আগে জয়ের ভিত গড়ে দেওয়া সাইফের ৪৫ বলে ৬১ রানের ইনিংসটি দেখে ভারতের টিম ম্যানেজমেন্টও বিস্মিত।
‘আসা যাওয়ার মাঝে’ থেকে মূল চরিত্র
এশিয়া কাপের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাইফের ক্যারিয়ার ছিল ‘আসা যাওয়ার মাঝে’। চার বছরে মাত্র আটটি ম্যাচ খেলেছিলেন তিনি। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে তিনি দলের রান তাড়ায় নেতৃত্ব দেন, যা ছিল এক অপ্রত্যাশিত ঘটনা। ওই ম্যাচে ৩৪ বলের জুটিতে লিটন দাস ২৫ বল পর্যন্ত বাউন্ডারি মারেননি, বরং প্রান্ত বদলে সাইফকে স্ট্রাইক দিয়েছেন। এতে মূল চরিত্রের ভূমিকায় চলে আসেন সাইফ।
সাইফের নতুন কৌশল ও ভারতের পরিকল্পনা
নেদারল্যান্ডস সিরিজের আগে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের অধীনে সাইফ তার ব্যাটিংয়ে পরিবর্তন এনেছিলেন, যার প্রমাণ শ্রীলঙ্কা ম্যাচে দেখা গেছে। বাঁহাতি স্পিনারকে এগিয়ে এসে ছক্কা মারা থেকে শুরু করে পুল এবং চোখজুড়ানো ফ্লিক শট খেলেন তিনি। সাইফকে নিয়ে ভারতের গেম-প্ল্যানিংয়ে এই বিষয়গুলো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাইফ এই লড়াইয়ে সফল হোক বা না হোক, বড় বিষয় হলো তার একটি ইনিংসই প্রতিপক্ষের সব হিসাব পাল্টে দিয়েছে, যা দলের অন্য ব্যাটসম্যানদের জন্য ভালো খেলার সুযোগ তৈরি করবে।
ফাইনালের পথে এগোতে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে জয় পেলে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবে টাইগাররা।
হংকং ও আফগানিস্তানকে হারিয়ে ‘বি’ গ্রুপ রানার্সআপ হিসেবে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। এরপর সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে লিটন দাসের দল।
ভারতের দুর্দান্ত ফর্ম নিয়ে চিন্তিত নন বাংলাদেশ কোচ
এই টুর্নামেন্টে ভারত তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দুবারসহ মোট চারটি ম্যাচে জিতেছে। তবে ভারতের দুর্দান্ত ফর্ম নিয়ে চিন্তিত নন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। তার মতে, যেকোনো দলের কাছেই হারতে পারে ভারত।
সিমন্স বলেন, “প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। ভারত আগে কী করেছে, সেটি নিয়ে চিন্তিত নই। এটি নতুন ম্যাচ। এ ম্যাচ নিয়ে আমরা ভাবছি। সাড়ে তিন ঘণ্টার ম্যাচে যতটা সম্ভব নিজেদের সেরাটা খেলব এবং ভারতের পরিকল্পনা নষ্ট করে দিয়ে ম্যাচ জয়ের চেষ্টা করব।”
লিটন দাসের ইনজুরি, তারপরও খেলবেন
ভারতের বিপক্ষে ম্যাচের আগে অধিনায়ক লিটন দাস ইনজুরিতে পড়লেও তার খেলা নিয়ে কোনো সংশয় নেই। এই টুর্নামেন্টে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন লিটন। চার ইনিংসে তিনি ১১৯ রান করেছেন।
এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত ও বাংলাদেশ ১৭ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ মাত্র একবার জয় পেয়েছে। এশিয়া কাপে দুই দলের ১৫ বারের মুখোমুখিতে বাংলাদেশ জিতেছে মাত্র দুবার।
বিসিবি নির্বাচনে চমক: খসড়া ভোটার তালিকা ঘিরে চলছে নানা জল্পনা!
আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার একাধিক চমক রেখে ঘোষণা করা হয়েছে নির্বাচনের খসড়া ভোটার তালিকা।
বর্তমান সভাপতি ও তামিমের অবস্থান
বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর করা হয়েছে। বিসিবির সভাপতি পদে নির্বাচন করতে চান বুলবুল। বিসিবি সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দেওয়া তামিম ইকবাল কাউন্সিলর হয়েছেন ঢাকার প্রথম বিভাগের ক্লাব ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব থেকে।
চমক ১: ছয় জেলা থেকে বাদ
প্রকাশিত তালিকায় প্রথম চমক ১৭৭ জন ভোটারের মধ্যে ছয়টি জেলা ক্রীড়া সংস্থা থেকে কারো মনোনয়ন চূড়ান্ত করা হয়নি। অর্থাৎ খসড়া তালিকা অনুযায়ী, ১৭১ জন নির্বাচনে ভোট দিতে পারবেন।
চমক ২: সাবেক সভাপতি ফারুক আহমেদ ও আসিফ আকবরের অন্তর্ভুক্তি
দ্বিতীয় চমক হলো, শেষ সময়ে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলরশিপ অনুমোদন করা হয়েছে। তিনি তৃতীয় বিভাগ ক্রিকেট শাখায় রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে বিসিবির কাউন্সিলরশিপ পেয়েছেন।
এছাড়া গায়ক আসিফ আকবরকে কাউন্সিলর করা হয়েছে। তিনি কুমিল্লা জেলা সংস্থা থেকে বিসিবির কাউন্সিলর মনোনীত হয়েছেন। টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনীত হয়েছেন ক্রীড়া সাংবাদিক এবং বিসিবি সভাপতির উপদেষ্টা আবিদ হোসেন সামিকে।
আপত্তি ও চূড়ান্ত তালিকা
বিসিবির প্রকাশিত খসড়া ভোটার তালিকার ওপর বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আপত্তি গ্রহণ করা হবে। কোন কাউন্সিলর নিয়ে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন করতে চাওয়া প্রার্থী আপত্তি জানাতে পারবেন। ২৫ সেপ্টেম্বর আপত্তির ওপর শুনানি হবে এবং ২৬ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
বিসিবির কোষাগারে ১৩৯৮ কোটি টাকা রেখে দায়িত্ব ছাড়ছে বিদায়ী পর্ষদ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোষাগারে কত টাকা আছে তা নিয়ে বিভিন্ন সময় নানা অঙ্কের কথা শোনা গেলেও এবার আনুষ্ঠানিকভাবে জানা গেল সেই সংখ্যা। বিদায়ী পরিচালনা পর্ষদ দায়িত্ব ছাড়ছে ১৩৯৮ কোটি টাকা রেখে। এছাড়া আরও প্রায় ৪০ কোটি টাকা পাওনা রয়েছে বিভিন্ন পক্ষের কাছে।
তিন সভাপতির নেতৃত্বে বিদায়ী পর্ষদ
২০২১ সালের নির্বাচনে দায়িত্ব পাওয়া এই বোর্ড তিনজন সভাপতির নেতৃত্বে কাজ করেছে। প্রথমে ছিলেন নাজমুল হাসান, যিনি টানা তিন মেয়াদে সভাপতি ছিলেন। তবে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দায়িত্ব হারান। এরপর ফারুক আহমেদ মাত্র ৯ মাস সভাপতির দায়িত্বে ছিলেন। সর্বশেষ প্রায় চার মাস ধরে বিসিবির সভাপতি ছিলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
তার সভাপতিত্বেই সোমবার অনুষ্ঠিত হয় বিদায়ী বোর্ডের শেষ সভা। নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর রাত ৯টায় সভা শুরু হয়ে শেষ পর্যন্ত মধ্যরাত পর্যন্ত চলে। সভা দীর্ঘ হওয়ার মূল কারণ ছিল বিসিবি নির্বাচনের কাউন্সিলর অনুমোদনকে ঘিরে জটিলতা। দেশের ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয়ও এটিই।
আর্থিক অবস্থার হালনাগাদ ও বিপিএল নিয়ে আলোচনা
সভা শেষে মধ্যরাতে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ইফতেখার রহমান আর্থিক অবস্থার হালনাগাদ তথ্য জানান। তিনি বলেন, “১৩৯৮ কোটি টাকা আমরা রেখে যাচ্ছি। এফডিআর, হাতে থাকা নগদ অর্থ, ব্যাংক ব্যালেন্স—সব মিলিয়েই এই প্রায় ১৪০০ কোটি টাকা রাখা হচ্ছে।”
তিনি আরও জানান, প্রায় ৪০ কোটি টাকা অনাদায়ী অর্থ বিভিন্ন পক্ষের কাছে রয়েছে। বিপিএলের প্রথম আসর থেকে সর্বশেষ আসর পর্যন্ত ১৮টি পক্ষের কাছে তাদের অর্থ পাওনা আছে। এ নিয়ে আরবিট্রেশন চলছে।
সভায় বিপিএল নিয়েও আলোচনা হয়। ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল হওয়ার কথা থাকলেও বিসিবি নির্বাচনের ব্যস্ততায় প্রক্রিয়া আটকে আছে। এখনো চূড়ান্ত হয়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। সামনে জাতীয় নির্বাচন ঘিরেও পরিস্থিতি অনিশ্চিত।
ইফতেখার রহমান বলেন, “আমরা টার্গেট করছি, ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল হবে। তবে দায়িত্বটা পরবর্তী বোর্ডের। আমরা কিছু কাজ এগিয়ে রেখে যাচ্ছি। পরের বোর্ড এসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”
সিরি আ’তে টানা চতুর্থ জয়ে শীর্ষে নাপোলি
ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলি সিরি আ’তে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছে। সোমবার রাতে নিজেদের মাঠে নবাগত পিসাকে ৩-২ গোলে হারিয়ে লিগে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে অ্যান্টোনিও কন্তের দল। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে নাপোলি।
স্টাডিও দিয়েগো আরমান্দো মারাদোনায় ম্যাচটি ছিল রোমাঞ্চকর। ৮২ মিনিটে লরেঞ্জো লুক্কার শক্তিশালী শটই নাপোলির জয় নিশ্চিত করে। এই জয় তাদের দুই পয়েন্ট এগিয়ে দিয়েছে দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাসের চেয়ে, যারা গত শনিবার ভেরোনার মাঠে ড্র করেছিল। রোমা ও এসি মিলান তিন পয়েন্ট পিছিয়ে থেকে টেবিলের শীর্ষ চারে আছে।
ম্যাচের শুরুতে নাপোলির হয়ে পেশাদার ক্লাব ফুটবলে বিলি গিলমোরের প্রথম গোলটি আসে ৩৯ মিনিটে। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৬০ মিনিটে) পেনাল্টি থেকে এম’বালা এনজোলা স্কোর সমতা আনেন। তবে ৭৩ মিনিটে লিওনার্দো স্পিনাজ্জোলার দুর্দান্ত দূরপাল্লার শটে আবারও এগিয়ে যায় নাপোলি। শেষ দিকে ম্যাচে নাটকীয়তা যোগ হয়—লুক্কার গোলের পর ৯০ মিনিটে পিসার হয়ে লোরান একটি গোল শোধ করলেও সমতা ফেরাতে পারেনি অতিথিরা।
ম্যাচ শেষে কন্তে বলেন, “টানা চার জয় আমাদের জন্য দারুণ প্রেরণা। এখানে অন্তত ছয়-সাতটি দল খুব শক্তিশালী অবস্থায় আছে। আমাদের অনেক নতুন খেলোয়াড় এসেছে, যারা গত মৌসুমের স্কুদেত্তো নিয়ে খেলছে, আর সেটা বাড়তি চাপ তৈরি করে।”
গত বৃহস্পতিবার ম্যানচেস্টার সিটির কাছে চ্যাম্পিয়নস লিগে ২-০ গোলের পরাজয়ের পর নাপোলির পারফরম্যান্স কিছুটা চাপের মধ্যে ছিল। কন্তে বলেন, “যেসব দল নিয়মিত ইউরোপীয় প্রতিযোগিতায় খেলে, তারা এ ধরনের ছন্দে অভ্যস্ত। আমরা এখনও শিখছি। তিন দিনে একবার খেলতে হলে শারীরিক ও মানসিক চাপ তৈরি হয়। তাই ধৈর্য ধরে এগোতে হবে।”
অন্যদিকে, এই ম্যাচে জিওভান্নি দি লরেঞ্জোর বড় ভুলেই পিসা শেষ মুহূর্তে গোল পায়। এটি দি লরেঞ্জোর জন্য খারাপ এক সপ্তাহ ছিল—ম্যানচেস্টার সিটির বিপক্ষে এরলিং হালান্ডকে ফাউল করে লাল কার্ড দেখেছিলেন তিনি। পিসা, যাদের কোচ প্রাক্তন ইতালিয়ান স্ট্রাইকার আলবার্তো জিলার্দিনো, এখনও লিগ টেবিলে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে মাত্র এক পয়েন্ট নিয়ে।
আগামী সপ্তাহান্তে নাপোলি সান সিরোতে মুখোমুখি হবে এসি মিলানের। মিলান মঙ্গলবার ইতালিয়ান কাপের ম্যাচ খেলবে লেচ্চের বিপক্ষে। ফলে সপ্তাহান্তের ম্যাচে শীর্ষে থাকার লড়াই আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে।
-আলমগীর হোসেন
‘ভারত নাকি অস্ট্রেলিয়া, ওভাবে চিন্তা করছি না’: প্রতিপক্ষ নিয়ে নির্ভার মাহেদী
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আর তাতে সমর্থকদের প্রত্যাশাও বেড়েছে, ফাইনাল খেলবে টাইগাররা এমনটাই চাওয়া তাদের। তবে তার আগে বাংলাদেশের রয়েছে আরও দুটো ম্যাচ, যেখানে অন্তত একটি ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। স্পিনার শেখ মাহেদী জানান, প্রতিপক্ষ নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ।
ভারত-ম্যাচকে ‘আলাদাভাবে’ দেখছে না বাংলাদেশ
দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের অনুরোধে কথা বলেন মাহেদী হাসান। মাত্র চার মিনিটের সেই আলাপে তিনি জানান, সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচটাকে আলাদাভাবে দেখছেন না তারা।
প্রতিপক্ষ কে এসব নিয়ে না ভেবে বাংলাদেশ সামনের ম্যাচটিকে বাকি অন্যসব ম্যাচের হিসেবেই দেখছে বলে জানান মাহেদী। তিনি বলেন, “বেশি কিছু চিন্তা করছি না। শুধু একটা ক্রিকেট ম্যাচ খেলার জন্য যেভাবে থাকতে হয়, সেভাবেই আছি। প্রতিপক্ষ ভারত নাকি অস্ট্রেলিয়া—ওভাবে চিন্তা করছি না।”
ক্রিকেটারদের বাড়তি উত্তেজনা নেই
ভারত-বাংলাদেশ ম্যাচ হলে একটা বাড়তি উত্তেজনা দেখা যায় দর্শকদের মধ্যে। তবে ক্রিকেটারদের মধ্যে এমন বাড়তি কোনো উত্তেজনা নেই বলেও জানান টাইগার স্পিনার। বলেন, “এসব নিয়ে চিন্তা করছি না। এটা তো (হাইপ) আপনারা তৈরি করছেন বা দর্শকদের মধ্যে আছে। আমরা যেভাবে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ খেলে এসেছি, ওভাবেই খেলব।”
উল্লেখ্য, সুপার ফোরের ম্যাচে ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এর পরদিনই শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।
মাকে পাশে নিয়ে ব্যালন ডি’অর হাতে নিলেন উসমান ডেম্বেলে
মায়ের চেয়ে এ জগতে আপন কেউ হয় না। সেই মাকে পাশে নিয়েই ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হাতে নিলেন উসমান ডেম্বেলে। মঞ্চে উঠে ব্যালন ডি’অর ট্রফিটা হাতে নিয়ে সবার আগে অতিথিদের মাঝে বসা মাকে বললেন, “আমরা একসঙ্গে এটা করেছি।”
আবেগঘন মুহূর্তে ডেম্বেলের কৃতজ্ঞতা
এরপর আর আবেগ সামলে রাখতে পারেননি ডেম্বেলে, কেঁদে ফেলেন। সঞ্চালক কেট স্কট মঞ্চে ডাকেন তার মাকে। এরপর নিজেকে সামলে নিয়ে ডেম্বেলে বললেন, “আমার ক্যারিয়ারে অন্যতম সেরা অর্জন। পিএসজিকে ধন্যবাদ জানাতে চাই ২০২৩ সালে আমাকে সই করানোর জন্য। সতীর্থরা গত বছরের মতো এ বছরও অসাধারণ। এটা ব্যক্তিগত ট্রফি নয়, আমাদের সবার অর্জন।”
পিএসজিতে নতুন জীবন, বার্সেলোনার প্রতি কৃতজ্ঞতা
বার্সেলোনায় ছয় বছর ছিলেন। তবে সেখানে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। খেলার চেয়ে ডেম্বেলের চোট নিয়েই আলোচনা হয়েছে বেশি। হতাশায় ডুবতে বসেছিলেন। পিএসজিতে এসে সেই হতাশ ছেলেটিই হয়ে গেলেন বিশ্বতারকা।
তবে প্রাণের ক্লাব বার্সেলোনাসহ সাবেক যত ক্লাবে খেলেছেন, সবার প্রতিই কৃতজ্ঞতা প্রকাশ করলেন ডেম্বেলে। বললেন, “যত ক্লাবে খেলেছি সবাইকে ধন্যবাদ: রেঁনে, বরুসিয়া ডর্টমুন্ড এবং সব সময় যে ক্লাবে খেলার স্বপ্ন দেখেছি, বার্সেলোনা। সেখানে অনেক কিছু শিখেছি। মেসি ও ইনিয়েস্তার মতো খেলোয়াড়দের সঙ্গে খেলেছি। খুব ভালো লাগছে।”
পাঠকের মতামত:
- ‘টাইগার কউন?’: বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে আফ্রিদির কটাক্ষ
- লিওনার্দো ডিক্যাপ্রিওর নতুন অ্যাকশন-থ্রিলার, মুক্তি পাচ্ছে একই দিনে বাংলাদেশেও
- টঙ্গীর কেমিক্যাল গোডাউনে আগুন: মারা গেলেন আরেক ফায়ার ফাইটার
- বিসিবি নির্বাচন: আদালতের সিদ্ধান্তে বিলম্ব, নানা বিতর্কে উত্তপ্ত বোর্ড
- ফার্মগেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক অর্ধশত আওয়ামী লীগ নেতাকর্মী
- সরকার গঠনে সবচেয়ে বেশি সম্ভাবনা কোন দলের? জরিপের ফল কী বলছে?
- ডিএসইতে বুধবারের শেয়ারবাজার লেনদেনের সারসংক্ষেপ
- ডিএসইতে বুধবার লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- ‘স্পাইডার-ম্যান’-এর সেটে দুর্ঘটনা, হাসপাতালে টম হল্যান্ড
- নিউইয়র্কে ‘মির্জা ফখরুলকে লাঞ্ছিত করা হয়নি’: রুহুল কবির রিজভী
- ‘ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রে নতুন যুগের সূচনা করবে’: ড. ইউনূস
- মোস্তাফিজের রেকর্ডের সামনে: ভারতের কোচ কেন এত প্রশংসা করলেন?
- ৮০ শতাংশ ব্যবহারকারী বঞ্চিত, জেনে নিন ফেসবুক মনিটাইজেশন পাওয়ার উপায়
- বিআরটিএ ও এনবিআরের নতুন পরিকল্পনা: নিবন্ধনহীন গাড়ি চিহ্নিত করে কর আদায়
- সাইফের এক ইনিংসই কি ভারতের হিসাব পাল্টে দেবে?
- রূপপুর বিদ্যুৎকেন্দ্র নিয়ে উদ্বেগ: আইএইএ’র প্রতিবেদন কী বলছে?
- গাজামুখী ফ্লোটিলায় ড্রোন হামলার অভিযোগ, আতঙ্কে মানবাধিকারকর্মীরা
- ট্রাম্পের কারণে রাস্তায় আটকে গেলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ
- সাও পাওলো গভর্নর থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী? আলোচনায় তার্সিসিও
- ইসলামের সেবায় আজীবন নিবেদিত গ্র্যান্ড মুফতি, গভীর শ্রদ্ধা প্রধান উপদেষ্টার
- “উদ্ভাবন হতে হবে অন্তর্ভুক্তিমূলক”— বিশ্ব নেতাদের সঙ্গে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা
- দেয়ারওয়ার্ল্ডের স্বীকৃতি: বৈশ্বিক উন্নয়নে ইউনূসের অবদানের প্রশংসা
- সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ান লণ্ডভণ্ড
- জামায়াতের প্রার্থী বাছাই শেষ, ভোটের ময়দানে নতুন চমক?
- ফাইনালের পথে এগোতে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ
- আখতার হোসেনকে ডিম নিক্ষেপ: গ্রেপ্তার যুবলীগ নেতা মিজানুর জামিন পেলেন
- সৌদি–পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি: দক্ষিণ এশিয়া ও উপসাগরের ভূরাজনীতিতে নতুন অক্ষ
- কোথায় হচ্ছে আগামী প্রধানমন্ত্রীর বাসভবন? সিদ্ধান্ত চূড়ান্ত!
- তারেক রহমানের নির্দেশে: পূজামণ্ডপ পাহারা দেবে বিএনপি নেতাকর্মীরা
- ডাকসু নির্বাচন: প্রশাসনের গড়িমসির অভিযোগ আনলেন তিন ভিপি প্রার্থী
- ঐক্য ধরে রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ: বিএনপি নেতার ‘খিচুড়ি কূটনীতি’
- গাজায় ‘গণহত্যা’ ঠেকাতে ইসরায়েলের বিরুদ্ধে স্পেনের ‘বড় পদক্ষেপ’
- নিউইয়র্কের জাতিসংঘের মঞ্চে ড. ইউনূস: বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত
- গাজা যুদ্ধ ও ফিলিস্তিন প্রসঙ্গ: জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য
- নিউইয়র্কের লাঞ্ছনা: সফরসঙ্গীদের ঘটনায় সরকারের ‘বিশেষ বার্তা’
- বিসিবি নির্বাচনে চমক: খসড়া ভোটার তালিকা ঘিরে চলছে নানা জল্পনা!
- ‘এই সময়’-এর সংবাদে ভুল? মির্জা ফখরুলের নতুন বক্তব্যে দানা বাঁধছে কৌতূহল
- ‘দ্য রেড জুলাই’র প্রতিবাদ: যুক্তরাষ্ট্রে লাঞ্ছনার জবাবে টিএসসিতে এক বিশেষ কর্মসূচি
- ‘দাওয়াত পেলেও যেতাম না’: প্রধান উপদেষ্টার সফর নিয়ে রনির কড়া মন্তব্য
- দেশের জ্বালানি খাতে আসছে নতুন গতি: ৪১৩ কোটি টাকার এক বড় চুক্তি
- গাজা নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা: মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক
- কারাগারে মহিলা লীগ নেত্রী লিমাসহ ১০
- ৩৩ বছরের অপেক্ষার অবসান! অবশেষে কিং খানের ঘরে সেই কাঙ্ক্ষিত সম্মান
- শাহবাগে এনসিপি’র বিক্ষোভ: নিউইয়র্কে নেতাদের ওপর হামলার প্রতিবাদ
- মানবদেহে নতুন অঙ্গের খোঁজ পেল বিজ্ঞানীরা: ক্যানসার চিকিৎসায় আশার আলো
- মির্জা ফখরুলের অভিযোগ: ভারতের পত্রিকা সাক্ষাৎকার বিকৃত করেছে
- যুক্তরাষ্ট্রে আখতার ও জারাকে লাঞ্ছিত: নিন্দা ও প্রতিবাদ জানাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
- প্রতীক ‘শাপলা’ না হলে নির্বাচন কীভাবে হয় দেখে নেবো: সারজিস
- চাকসু ও রাকসু নির্বাচনে নতুন সময়সূচি
- রেনেসাঁর দর্শন ও দিশা: গ্রিক-রোমান জ্ঞান, মুসলিম দার্শনিকদের ভূমিকা ও আধুনিকতার উন্মেষ
- ডিএসইতে রবিবারের লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- গ্রেফতার বিএনপি নেতা হাজতে সিগারেট–ফোনে ব্যস্ত, ফাঁস হলো ছবি
- আফগানিস্তানে নারী লেখকদের বই নিষিদ্ধ করল তালেবান
- আদালত চত্বরে ব্যারিস্টার সুমনের বারবার উচ্চারণ: ‘ভালো থাকুক বাংলাদেশ’
- ডিএসইতে সোমবারের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- বলিউডের গ্ল্যামার থেকে ব্যক্তিগত সংগ্রামের গল্প: জিনাত আমানের জীবন ও ভালোবাসা
- “অপরাধী যে বাহিনীরই হোক, বিচারের আওতায় আনতে হবে”
- ১৭ সেপ্টেম্বর লেনদেনে উত্থান যে ১০ টি শেয়ারে
- ট্রাম্পের তালিকায় ভারত–পাকিস্তান ‘মাদক পাচারকারী’ রাষ্ট্র
- চরিত্র বদলের খেলায় শুভশ্রী গাঙ্গুলি
- প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে ওলামা-মাশায়েখদের বিক্ষোভ
- ১৮ সেপ্টেম্বর শেয়ারবাজারে ১০টি শেয়ারে বড় দরপতন
- মোদি সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ