শাহিবজাদা ফারহানের ঝলকে ভারতের বিপক্ষে পাকিস্তানের উড়ন্ত সূচনা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২১ ২১:৪২:০৬
শাহিবজাদা ফারহানের ঝলকে ভারতের বিপক্ষে পাকিস্তানের উড়ন্ত সূচনা
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছে পাকিস্তান। ওপেনার শাহিবজাদা ফারহান ও ফখর জামানের ভালো শুরুর পর ব্যাট হাতে ছন্দ পেয়েছেন সাঈম আইয়ূবও।

পাকিস্তানের ইনিংসের হালচাল

পাকিস্তান ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করেছে। শাহিবজাদা ফারহান ৪৪ বলে ৫৮ রানে ব্যাট করছেন। হুসাইন ১০ বলে ১০ রানে খেলছেন।

উভয় দলের একাদশ

ভারত গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তীকে বিশ্রাম দিয়েছিল। পাকিস্তানের বিপক্ষে এই দুজন একাদশে ফিরেছেন, যার ফলে হার্শিত রানা ও অর্শদীপ সিং বাদ পড়েছেন।

পাকিস্তানের অধিনায়ক সালমান আগা জানিয়েছেন, টস জিতলে তিনিও শুরুতে বোলিং নিতেন। পাকিস্তানও একাদশে দুটি পরিবর্তন এনেছে; হাসান নওয়াজ ও খুশদীল শাহকে বাদ দিয়ে দুই পেস অলরাউন্ডার হুসেইন তালাত ও ফাহিম আশরাফকে একাদশে নিয়েছে।

ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুভমন গিল, সানজু স্যামসন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, শিভাম দুবে, হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।

পাকিস্তানের একাদশ: সাঈম আইয়ূব, শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।


বিসিবি ঘেরাও করা হবে: নির্বাচন ঘিরে ইশরাক হোসেনের কড়া বার্তা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২১ ১৯:২৭:১৪
বিসিবি ঘেরাও করা হবে: নির্বাচন ঘিরে ইশরাক হোসেনের কড়া বার্তা
ছবি: সংগৃহীত

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে ক্রিকেট অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হলে বিসিবি ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। অন্যদিকে, জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন।

‘সরকারি হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়’

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্রিকেট সংগঠক এসব অভিযোগ তুলে ধরেন। তাদের অভিযোগ, সাংগঠনিক ক্ষমতা ব্যবহার করে বিসিবি সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের ব্যক্তিরা ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক জেলা ও বিভাগে নিজেদের পছন্দমতো কাউন্সিলর মনোনীত করতে চাইছেন। মন্ত্রণালয়, ক্রীড়া পরিষদ ও বিসিবির পক্ষ থেকে জেলা ও বিভাগীয় ক্রিকেটের সংশ্লিষ্টদের চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে তামিম বলেন, “বিসিবির সুষ্ঠু নির্বাচন হোক। এখানে সরকারি হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। নির্বাচনের আগে কাউন্সিলরশিপ নিয়ে পরিবর্তন মেনে নেওয়া হবে না।”

‘আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে’

ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের হয়ে বিসিবির কাউন্সিলর পদ পাওয়া ইশরাক হোসেন বলেন, “বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ বন্ধ না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।”

আগামী ৪ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে। কমিশনে আরও আছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)।


রানের বন্যা বইয়ে দিল অস্ট্রেলিয়া: ভারতকে পিটিয়ে ৭৮১ রানে বিশ্বরেকর্ড!

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২১ ১৯:০২:০৭
রানের বন্যা বইয়ে দিল অস্ট্রেলিয়া: ভারতকে পিটিয়ে ৭৮১ রানে বিশ্বরেকর্ড!
ছবি: সংগৃহীত

ক্রিকেট বিশ্ব মেয়েদের ক্রিকেটে একটি দুর্দান্ত ও রেকর্ড ভাঙা ম্যাচ দেখেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই ওয়ানডেতে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল ভারতের বোলারদের বেধড়ক পিটিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৪১২ রানের বিশাল পুঁজি গড়ে তোলে, যা তাদের ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ। জবাবে ভারতও বেশ লড়াই করে, তবে শেষ পর্যন্ত ৪৩ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় হারমানপ্রীত কৌরের দলকে।

রেকর্ড ভাঙা সংগ্রহ অস্ট্রেলিয়ার

আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া পুরো ৫০ ওভার খেলতে পারেনি, ৪৭ ওভার ৫ বলেই স্কোরবোর্ডে যোগ করে ৪১২ রান। অস্ট্রেলিয়ার পক্ষে বেথ মুনি সর্বোচ্চ ৭৫ বলে ১৩৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। এছাড়া জর্জিয়া ভোল ৮১ ও এলিস পেরি ৬৮ রান করেন।

ভারতেরও রেকর্ড গড়া লড়াই

৪১৩ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানার ব্যাটে বেশ ভালো লড়াই করে ভারত। ৬৩ বলে ১২৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই ব্যাটার। তবে ৪৭ ওভারে ৩৬৯ রানে অলআউট হয় ভারত। নারী ওয়ানডেতে দ্বিতীয় ইনিংসে আর কোনো দলই এত রান করতে পারেনি। এর আগে এই ভারতের বিপক্ষেই দক্ষিণ আফ্রিকা সর্বোচ্চ ৩২১ রান করেছিল।

দুই দলের রেকর্ড: রানের বন্যা ও বাউন্ডারির উৎসব

এই ম্যাচে দুই দল মিলিয়ে মোট রান হয়েছে ৭৮১, যা নারী ওয়ানডে ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। এর আগে ২০১৭ সালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে সর্বোচ্চ ৬৭৮ রান হয়েছিল।

এছাড়াও, নারী ওয়ানডেতে এই প্রথমবার কোনো ইনিংসে ৪০০ বা তার বেশি রান হজম করল ভারত। ভারতের বিপক্ষে আগে সর্বোচ্চ ৩৭১ রান ছিল অস্ট্রেলিয়ার মেয়েদের।

এই ম্যাচে মোট ৯৯টি চার ও ১২টি ছক্কা হয়েছে, যা নারী ওয়ানডেতে দুটিই রেকর্ড। চার-ছক্কা মিলিয়ে মোট ১১১টি বাউন্ডারি হয়েছে, যা নারী ওয়ানডেতে এক ম্যাচে প্রথমবারের মতো ১০০ বাউন্ডারি স্পর্শ করার রেকর্ড। এর আগে এক ম্যাচে সর্বোচ্চ চার ছিল ৮৩টি এবং সবচেয়ে বেশি ছক্কা ছিল ৮টি।


তামিম ইকবালের অভিযোগ: বিসিবি নির্বাচনে ‘স্বেচ্ছাচারিতা’ চলছে

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২১ ১৭:৫৯:০৮
তামিম ইকবালের অভিযোগ: বিসিবি নির্বাচনে ‘স্বেচ্ছাচারিতা’ চলছে
ছবি: সংগৃহীত

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্রিকেট সংগঠক ও কাউন্সিলর। অভিযোগের তীর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াঁ, বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের দিকে।

‘সরকারি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না’

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন ডেকে তামিমসহ অন্যান্য ক্রিকেট সংগঠকরা এসব অভিযোগ তুলে ধরেন। তাদের অভিযোগের সারসংক্ষেপ হলো: সাংগঠনিক ক্ষমতা ব্যবহার করে বিসিবি সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের ব্যক্তিরা ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক জেলা ও বিভাগে নিজেদের পছন্দমতো কাউন্সিলর মনোনীত করতে চাইছেন। মন্ত্রণালয়, ক্রীড়া পরিষদ ও বিসিবির পক্ষ থেকে জেলা ও বিভাগীয় ক্রিকেটের সংশ্লিষ্টদের চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে তামিম বলেন, “বিসিবির সুষ্ঠু নির্বাচন হোক। এখানে সরকারি হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। নির্বাচনের আগে কাউন্সিলরশিপ নিয়ে পরিবর্তন মেনে নেওয়া হবে না।”

‘রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে’

ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের হয়ে বিসিবির কাউন্সিলর পদ পাওয়া বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, “বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।”

আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। এরই মধ্যে গঠিত হয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশন, যেখানে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। এছাড়া, কমিশনে আছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)।


এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা: মাশরাফি ও হাবিবুল বাশার সুমনের বিশ্লেষণ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২১ ১৪:৪৬:২৯
এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা: মাশরাফি ও হাবিবুল বাশার সুমনের বিশ্লেষণ
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ, যা তাদের সামনে ফাইনালে খেলার দারুণ সুযোগ তৈরি করেছে। বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বিশ্বাস করেন, এই ফাইনালে খেলাটা খুবই সম্ভব। তবে তিনি দলকে সঠিক পথে রাখতে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছেন।

পাঁচ বোলার অপরিহার্য

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ৪ বিশেষজ্ঞ বোলার নিয়ে মাঠে নেমেছিল। সেই ম্যাচে শামীম হোসেন পাটোয়ারী ও সাইফ হোসেনের মতো অনিয়মিত বোলাররা ৪ ওভারে ৫৫ রান দিয়ে গিয়েছিলেন, যা বোলারদের ঘাটতিকে স্পষ্ট করে তুলেছিল। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোর ম্যাচে বাংলাদেশ পাঁচ বোলার নিয়ে খেললেও নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসান শেষ দিকে প্রচুর রান দিয়েছেন।

এ বিষয়ে মাশরাফি বলেন, “আমাদের পাঁচ বোলার অবশ্যই খেলাতে হবে। যেটা আজ শ্রীলঙ্কা মিস করেছে।”

বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও একই সুরে কথা বলেন, “টি-টোয়েন্টিতে পাঁচ বোলার অপরিহার্য। আমরা প্রায়ই চার বা সাড়ে চারজন বোলার নিয়ে খেলি, ঝুঁকিটা তখন থেকেই থাকে। ম্যানেজমেন্টই ভালো জানে কীভাবে সিদ্ধান্ত নেবে।”

‘ফাইনাল খুবই সম্ভব’

মাশরাফি বিশ্বাস করেন, এখান থেকে ফাইনাল খেলা খুবই সম্ভব। তিনি বলেন, “হৃদয়, সাইফ, মোস্তাফিজ, মেহেদী তোমাদের ধন্যবাদ। লিটনের জুটি, জাকেরের দুইটা চার খুবই গুরুত্বপূর্ণ ছিল। অভিনন্দন গোটা দলকে। এখান থেকে ফাইনালে যাওয়া অবশ্যই সম্ভব।”

বুধবার ভারতের বিপক্ষে এবং পরদিন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ রয়েছে। এই দুই ম্যাচের মধ্যে একটি জিতলেও বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা যথেষ্ট থাকবে।


মিলিতাওয়ের দূরপাল্লার গোল, এমবাপ্পের নিখুঁত ফিনিশে রিয়ালের দাপট

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২১ ১১:৫৩:৫৭
মিলিতাওয়ের দূরপাল্লার গোল, এমবাপ্পের নিখুঁত ফিনিশে রিয়ালের দাপট
ছবিঃ সংগৃহীত

লা লিগায় দারুণ ছন্দ ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। শনিবার সান্তিয়াগো বের্নাবেউতে এসপানিওলকে ২-০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম পাঁচ ম্যাচেই জয় তুলে নিল লস ব্ল্যাঙ্কোস। এদিন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদার মিলিতাও এবং ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত গোল দুই অর্ধে আলাদা করে দলকে জয় এনে দেয়।

এই জয়ে রিয়াল মাদ্রিদ পয়েন্ট তালিকার শীর্ষে আরও দৃঢ়ভাবে বসে গেল। পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে তারা এখন এসপানিওল ও বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে। শিরোপাধারী বার্সেলোনা রবিবার গেটাফের বিপক্ষে খেলবে, হাতে রয়েছে একটি ম্যাচ।

ম্যাচের ২২ মিনিটে মিলিতাও অবিশ্বাস্য এক গোল করে রিয়ালকে এগিয়ে দেন। প্রায় ৩০ মিটার দূর থেকে নেওয়া তাঁর শক্তিশালী রাইট ফুট শট এসপানিওল গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচকে হতবাক করে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। ভিনিসিয়ুস জুনিয়রের পাস পেয়ে বক্সের বাইরে থেকে দারুণ কার্লিং শটে বল জড়ান পোস্টের নিচের বাঁ কোণে। এই গোলের পর ম্যাচে আর ফিরে আসতে পারেনি এসপানিওল।

রিয়ালের এই জয় শুধু অপরাজেয় ধারা ধরে রাখেনি, বরং শিরোপা লড়াইয়ের প্রাথমিক ধাপেই প্রতিদ্বন্দ্বীদের জন্য সতর্কবার্তা ছুড়ে দিয়েছে। নতুন মৌসুমে দলের ছন্দ, মিলিতাওয়ের ডিফেন্সিভ দৃঢ়তা এবং এমবাপ্পের ধারাবাহিক ফর্ম রিয়াল সমর্থকদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে।

-হাসানুজ্জামান


এশিয়া কাপ: চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মহারণ আজ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২১ ১১:০৫:১৭
এশিয়া কাপ: চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মহারণ আজ
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের রাজনৈতিক দূরত্ব সত্ত্বেও দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো মাঠে নামছে। আজ টি-টোয়েন্টি এশিয়া কাপের সুপার ফোর পর্বে দুবাইয়ে এই দুই দল একে অপরের মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল ভারত। তবে সেই ম্যাচটি শুধু মাঠের লড়াইয়ের জন্য নয়, ম্যাচ রেফারির এক বিতর্কিত সিদ্ধান্তের কারণেও আলোচিত হয়েছিল।

পাইক্রফট বিতর্ক ও পাকিস্তানের সংবাদ সম্মেলন বয়কট

টসের আগে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলাতে নিষেধ করেছিলেন। এই নির্দেশনার কারণে পাকিস্তান আইসিসির কাছে লিখিত অভিযোগ জানায় এবং টুর্নামেন্ট বয়কটের হুমকিও দেয়। যদিও পরে পাকিস্তান আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামে, তবে ম্যাচ শুরু হয়েছিল এক ঘণ্টা দেরিতে।

আজকের ম্যাচের আগে পাকিস্তান আবারও সংবাদ সম্মেলন বয়কট করেছে। এই পরিস্থিতিতে দুই দলের মধ্যকার লড়াইয়ে উত্তেজনা আরও বাড়ছে।

দুই দলের শক্তি ও দুর্বলতা

মাঠের ক্রিকেটের হিসাব করলে ভারত ওমানের বিপক্ষে জয় পেলেও তাদের বেশ কিছু দুর্বলতা চোখে পড়েছে। ওমানের বাঁহাতি পেসার শাহ ফয়সালের বলে শুভমান গিল দ্রুত আউট হন এবং সঞ্জু স্যামসনকেও ব্যাটিংয়ে সংগ্রাম করতে দেখা যায়। এই দুর্বলতা পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদির মতো বোলারদের জন্য একটি ভালো সুযোগ হতে পারে।

তবে কাগজে-কলমে ভারতকেই এগিয়ে রাখা হচ্ছে। তাদের শক্তিশালী ব্যাটিং লাইন-আপ, বোলিংয়ের গভীরতা এবং সাম্প্রতিক ভালো ফর্ম তাদেরকে ম্যাচের ফেভারিট হিসেবে চিহ্নিত করছে।

অন্যদিকে, পাকিস্তানের পক্ষেও কিছু ইতিবাচক দিক রয়েছে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া পেস আক্রমণ, মানসিক চাপহীন অবস্থা এবং নিজেদের প্রমাণ করার তাগিদ তাদেরকে ম্যাচে এগিয়ে রাখতে পারে। সবচেয়ে বড় কথা, পাকিস্তান ক্রিকেট দল সবসময়ই ‘আনপ্রেডিক্টেবল’—খারাপ ফর্মে থাকলেও নিজেদের দিনে যেকোনো প্রতিপক্ষকে তারা গুঁড়িয়ে দিতে পারে।

তাই ক্রিকেটপ্রেমীরা আজ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের অপেক্ষায় থাকতেই পারেন।


শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর এখন ফাইনালের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২১ ০৯:৪২:১২
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর এখন ফাইনালের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন উজ্জ্বল করল বাংলাদেশ। দাসুন শানাকার ঝোড়ো ব্যাটিংয়ের পরও দারুণ বোলিং এবং সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ইনিংসে ভর করে এই জয় ছিনিয়ে নিল লিটন দাসের দল।

শ্রীলঙ্কার ইনিংস

টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার দুই ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা শুরুটা দারুণ করেন। তবে তাসকিন আহমেদ ও শেখ মেহেদীর বলে পরপর তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। এরপর দাসুন শানাকা ২৭ বলে ৫৭ রানের জুটি গড়েন। তিনি মাত্র ৩৭ বলে ৬৪ রানের এক ঝোড়ো ইনিংস খেলে শ্রীলঙ্কার স্কোর ১৬৮ রানে নিয়ে যান। বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ৩টি এবং শেখ মেহেদী হাসান ২টি উইকেট পান।

বাংলাদেশের ব্যাটিং

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই তানজিদ হাসানকে হারায়। এরপর সাইফ হাসান ও লিটন দাসের ৩৪ বলে ৫৯ রানের জুটি দলকে স্থিতিশীলতা এনে দেয়। লিটন দাস ২৩ রান করে আউট হলেও সাইফ হাসান ৪৫ বলে ৬১ রানের একটি দারুণ ইনিংস খেলেন। তার বিদায়ের পর তাওহিদ হৃদয় ৫৮ রানের এক অসাধারণ ইনিংস খেলে দলকে জয়ের পথে নিয়ে যান।

ম্যাচের সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৮/৭ (শানাকা ৬৪*, কুশল মেন্ডিস ৩৪; মোস্তাফিজুর ৩/২০, মেহেদী ২/২৫)।বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৬৯/৬ (সাইফ ৬১, হৃদয় ৫৮, লিটন ২৩; শানাকা ২/২১, হাসারাঙ্গা ২/২২)।

ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: সাইফ হাসান।


শানাকার তাণ্ডবে ১৬৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ল শ্রীলঙ্কা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২০ ২২:২০:০৭
শানাকার তাণ্ডবে ১৬৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ল শ্রীলঙ্কা
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোর পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশকে ১২০ বলে ১৬৯ রান করতে হবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৭ উইকেটে ১৬৮ রানের একটি চ্যালেঞ্জিং স্কোর গড়েছে।

টাইগার বোলারদের সাফল্য

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন শ্রীলঙ্কার দুই ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। তবে ইনিংসের পঞ্চম ওভারে তাসকিন আহমেদের বলে নিশাঙ্কা ২২ রান করে আউট হলে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। এরপর শেখ মেহেদী হাসান জোড়া উইকেট শিকার করে শ্রীলঙ্কাকে চাপে ফেলেন। মেহেদীর বলে কুশল মেন্ডিস ও কামিল মিশারা আউট হন। মোস্তাফিজুর রহমানও কুশল পেরেরাকে ১৬ রানে ফিরিয়ে শ্রীলঙ্কার রান তোলার গতি কমিয়ে দেন।

শানাকার ব্যাটিং তাণ্ডব

একপর্যায়ে শ্রীলঙ্কার স্কোর যখন ৯৭ রান, তখন দলের হাল ধরেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা। তিনি নাসুম আহমেদ ও শরিফুল ইসলামের ওভারে একের পর এক ছক্কা হাঁকিয়ে রানের গতি বাড়িয়ে দেন। মাত্র ৩৭ বলে তিন চার ও ছয় ছক্কায় ৬৪ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন শানাকা। তার এই ব্যাটিং তাণ্ডবের কারণেই শ্রীলঙ্কা ১৬৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সক্ষম হয়।


সুপার ফোরে বাংলাদেশের দারুণ শুরু, তাসকিন-মেহেদীর আঘাতে চাপে শ্রীলঙ্কা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২০ ২১:২৫:১২
সুপার ফোরে বাংলাদেশের দারুণ শুরু, তাসকিন-মেহেদীর আঘাতে চাপে শ্রীলঙ্কা
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে আজ (শনিবার) ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে তারা। বাংলাদেশের বোলাররা দারুণ বোলিং করে শ্রীলঙ্কার দুই ওপেনারকে ফিরিয়েছেন।

শ্রীলঙ্কার ব্যাটিংয়ে বিপর্যয়

টস জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ফিফটি করা পাথুম নিশাঙ্কা শুরুতেই ঝোড়ো ব্যাটিং শুরু করেন। তবে ব্যক্তিগত ২২ রানে তাসকিনের বলে আউট হয়ে ফেরেন তিনি। তাসকিনের পর শেখ মাহেদীর জোড়া আঘাত। আরেক ওপেনার কুশাল মেন্ডিসকে ফেরান মাহেদী। দুজনেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন।

দুই ওপেনারের বিদায়ের পর চাপে পড়ে যায় শ্রীলংকা। দলকে খেলায় ফেরানোর আগেই উইকেট হারান কামিশ মিশারা। তিনি ৯.১ ওভারে দলীয় ৬৫ রানে ফেরেন।

সর্বশেষ স্কোর

প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, ১২ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ.৩ উইকেটে ৮৩ রান।

দলে পরিবর্তন

বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। রিশাদ হোসেন ও নুরুল হাসান সোহানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী ও শরিফুল ইসলাম। শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন নেই।

পাঠকের মতামত: