চিটাগং কিংস মালিকের বিরুদ্ধে বিসিবির লিগ্যাল নোটিশ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১১:১৬:০৮
চিটাগং কিংস মালিকের বিরুদ্ধে বিসিবির লিগ্যাল নোটিশ
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেবল মাঠের প্রতিযোগিতাতেই নয়, বরাবরই বিতর্ক ও আর্থিক অনিয়মের অভিযোগে আলোচনায় থাকে। এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে চিটাগং কিংস ও এর মালিক সামির কাদের চৌধুরী। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের কাছে প্রায় ৪৬ কোটি টাকা পাওনা দাবি করে আনুষ্ঠানিক লিগ্যাল নোটিশ পাঠিয়েছে।

সোমবার গুলশানে সংবাদ সম্মেলনে সামির কাদের এই অর্থের দাবিকে প্রশ্নবিদ্ধ করে বলেন, “ফিগারটা ৪৬ কোটি টাকা এর কোনো ব্যাখ্যা নেই বিসিবির কাছে, আমার কাছেও না। কিন্তু বাজারে এমন একটি অঙ্ক ঘুরছে।” তার মতে, বিপিএলকে বিতর্কিত করার জন্য বিসিবির ভূমিকাই বেশি দায়ী।

সর্বশেষ আসরে দীর্ঘ বিরতির পর বিপিএলে ফিরে চিটাগং কিংস দলে নেয় পাকিস্তানের শহীদ আফ্রিদি ও অস্ট্রেলিয়ার শন টেইটের মতো তারকাদের। অভিযোগ রয়েছে, তাদের পারিশ্রমিক পরিশোধ করা হয়নি। এমনকি উপস্থাপিকা ইয়াশা সাগরের বকেয়া টাকাও আটকে রাখে ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্ট চলাকালে পেসার পারভেজ হোসেনের পারফরম্যান্সে অসন্তুষ্ট হয়ে তার পারিশ্রমিক না দেওয়ার সিদ্ধান্তও নেন সামির। বর্তমানে জাতীয় দলের পেসার শরীফুল ইসলামেরও ১০ লাখ টাকা বকেয়া রয়েছে বলে অভিযোগ।

এ ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। ২০১২ ও ২০১৩ মৌসুমে সামির কাদেরের মালিকানাধীন চিটাগং কিংস বেশ কয়েকজন দেশি-বিদেশি খেলোয়াড়ের পারিশ্রমিক বকেয়া রাখায় বিসিবিকে এগিয়ে এসে ১৫ লাখ ৫০ হাজার ৬৪ মার্কিন ডলার (প্রায় ১৮ কোটি ৯১ লাখ ৭৮ হাজার টাকা) পরিশোধ করতে হয়েছিল।

বিসিবি জানিয়েছে, একাধিকবার নোটিশ পাঠিয়েও সামির কাদের কোনো উত্তর দেননি। এবার লিগ্যাল নোটিশ পাঠানোর পরও তিনি দেনা স্বীকার না করে বোর্ডের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়েছেন। তার ভাষায়, “কিছু বোর্ড পরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন শিগগিরই বসে সমাধান করা হবে।”

-শরিফুল


বিসিবি নির্বাচন: তামিম-বুলবুল সমঝোতায় জটিলতা, আলোচনায় ফাটল

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৭ ২১:২৫:৩৪
বিসিবি নির্বাচন: তামিম-বুলবুল সমঝোতায় জটিলতা, আলোচনায় ফাটল
ছবি: সংগৃহীত

আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন সামনে রেখে সভাপতি পদে জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবালের মধ্যে সমঝোতার প্রক্রিয়া শুরু হলেও তা জটিলতার মুখে পড়েছে। তত্ত্বাবধায়ক সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পছন্দের আমিনুল ইসলাম বুলবুল এবং বিএনপি সমর্থনপুষ্ট তামিম ইকবালের মধ্যে পরশু রাত থেকে আলোচনা শুরু হয়। তবে গতকাল শুক্রবার গভীর রাত পর্যন্ত দুই দফায় বৈঠক হলেও কোনো চূড়ান্ত ঐকমত্য হয়নি।

তামিম ইকবাল প্রথম থেকেই সহ-সভাপতি পদ নিয়ে নির্বাচন করতে অনাগ্রহী ছিলেন এবং সমঝোতা বৈঠকে বসতেও তার আপত্তি ছিল। সূত্র অনুযায়ী, গতকাল রাতে সমঝোতা প্রক্রিয়া নিয়ে তামিম ইকবাল আর ফাহিম সিনহার মধ্যে কথা কাটাকাটি হয়েছে।

প্যানেল নিয়ে মতপার্থক্য

জানা গেছে, তামিম তার নিজের কয়েকটি পছন্দের প্রার্থীর নাম প্রস্তাব করেছেন। তবে তিনি ফাহিম সিনহা ও ইফতিখার রহমান মিঠুর মতো বর্তমান পরিচালক ও বোর্ডের কার্যকর পরিচালকদের তার প্যানেলে রাখতে নারাজ ছিলেন। শেষ পর্যন্ত ফাহিম সিনহা তামিমের প্যানেলে থাকলেও ইফতিখার রহমান মিঠু এককভাবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।

কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই গতকালের আলোচনা শেষ হয়ে যায়। ভেতরের খবর, শেষ পর্যন্ত কোনো একক প্যানেল নাও হতে পারে।

মনোনয়নপত্র উত্তোলন ও প্রার্থীরা

আজ (২৭ সেপ্টেম্বর) ছিল বিসিবির নির্বাচনে মনোনয়নপত্র তোলার দিন। ৩টি ক্যাটাগরিতে মোট ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। এর মধ্যে ঢাকার ৭৬ ক্লাব কোটা (ক্যাটাগরি ‘২’) থেকে ৩২ জন মনোনয়ন তুলেছেন।

ঢাকার ক্লাব কোটায় তামিম ইকবাল ও তার সমর্থনপুষ্টদের সম্ভাব্য প্যানেলে যাদের নাম শোনা যাচ্ছে, তাদের মধ্যে আছেন—তামিম ইকবাল, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, মাসুদুজ্জামান, শাহনিয়ান তানিম ও ইশতিয়াক সাদেক। অন্যদিকে, অপর পক্ষ থেকে ফারুক আহমেদ ও মেজর (অব.) ইমরোজের নাম প্রস্তাব করা হয়েছে।

মনোনয়নপত্র তোলা অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ইফতিখার রহমান মিঠু, লুৎফর রহমান বাদল, মঞ্জুরুল আলম, বোরহান হোসেন পাপ্পু এবং বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস।


ভারত বনাম বাংলাদেশ ফাইনাল: টাইব্রেকারে থামল বাংলাদেশের স্বপ্ন

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৭ ২১:২০:৫৪
ভারত বনাম বাংলাদেশ ফাইনাল: টাইব্রেকারে থামল বাংলাদেশের স্বপ্ন
ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আবারও ভারতের কাছে হতাশা সঙ্গী হলো বাংলাদেশের। নির্ধারিত সময়ের লড়াই শেষে ২-২ গোলে সমতা থাকলেও টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হার মানল লাল-সবুজরা। ফলে টানা দ্বিতীয়বারসহ রেকর্ড সপ্তম শিরোপা জিতল ভারত।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কলম্বোর রেসকোর্স গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ভারত। মাত্র ৩ মিনিটেই দাল্লালমৌন গ্যাংটে গোল করে দলকে এগিয়ে দেন। ২৫ মিনিটে মানিকের হেডে সমতায় ফেরে বাংলাদেশ। তবে বিরতির আগেই ৩৮ মিনিটে আজলান শাহর গোলে আবারও এগিয়ে যায় ভারত।

টাইব্রেকারে স্বপ্নভঙ্গ

দ্বিতীয়ার্ধে দু'দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। শেষ মুহূর্তে রেদোয়ানের গোলে ম্যাচ ২-২ হয়, ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। তবে সেখানে দুর্বলতা স্পষ্ট হয় বাংলাদেশের। ৪-১ ব্যবধানে টাইব্রেকারে হেরে যায় তারা।

গ্রুপ পর্বে অপরাজিত থেকেই ফাইনালে পৌঁছায় দুই দল। সেমিফাইনালে নেপালকে ৩-০ গোলে হারায় ভারত, আর পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশ শিরোপা জিতল মাত্র দুইবার।


‘৬-০’ কটাক্ষের জেরে হারিস রউফকে জরিমানা করল আইসিসি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৯:০৬:২৪
‘৬-০’ কটাক্ষের জেরে হারিস রউফকে জরিমানা করল আইসিসি
পাকিস্তানের পেসার হারিস রউফ। ছবি: সংগৃহিত

পাকিস্তানের পেসার হারিস রউফ এবং ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকে তাদের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

হারিস রউফ ভারতের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ‘৬-০’ বলে কটাক্ষ করেছিলেন। এই মন্তব্যের মাধ্যমে ভারত-পাকিস্তানের সর্বশেষ সংঘাতের পর ‘অপারেশন সিঁদুরে’ ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করার ইঙ্গিত দেওয়া হয়েছিল।

অন্যদিকে, সূর্যকুমার ম্যাচ শেষে জয়টিকে পেহেলগামে হামলা এবং অপারেশন সিঁদুরে হতাহত ও তাদের পরিবারকে উৎসর্গ করেছিলেন। দুই দলের দুই খেলোয়াড়কে নিয়ে আইসিসির কাছে অভিযোগ গেলে, আইসিসি তাদের জরিমানা করেছে।

হারিস রউফের জরিমানা দিচ্ছেন মহসিন নাকভি

হারিস রউফের জরিমানার এই অর্থ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও পাকিস্তানের মন্ত্রী মহসিন নাকভি ব্যক্তিগতভাবে দিয়ে দেবেন বলে জানিয়েছেন। রউফের টি-টোয়েন্টি ম্যাচ ফি প্রায় ৪ লাখ ১৮ হাজার পাকিস্তানি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা)। এর ৩০ শতাংশ, অর্থাৎ প্রায় ১ লাখ ২৫ হাজার পাকিস্তানি রুপি (বা ৫৪ হাজার টাকা) নাকভি পরিশোধ করবেন।


বিসিবি নির্বাচনে লড়ছেন আসিফ আকবর

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৫:৫০:০১
বিসিবি নির্বাচনে লড়ছেন আসিফ আকবর
ছবি: সংগৃহীত

জনপ্রিয় গায়ক আসিফ আকবর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্রিকেট এবং ক্রিকেটারদের প্রতি তার দীর্ঘদিনের ভালোবাসার কারণে তিনি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন।

নব্বইয়ের দশকের শুরুতে ঢাকার প্রথম বিভাগ লিগে খেলেছেন আসিফ। স্কুলজীবন থেকেই কুমিল্লার মাঠে ব্যাট-বলের সঙ্গে তার সম্পর্ক ছিল। তিনি জানান, নিজে কাউন্সিলর হওয়ার জন্য আগ্রহী ছিলেন না। কুমিল্লার সাবেক ও বর্তমান ক্রিকেটার ও সংগঠকদের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নেন। তিনি বলেন, “কাউন্সিলর হওয়ার বা বিসিবি নির্বাচন করার আগ্রহ আমার কখনোই ছিল না। এবার কুমিল্লার সংগঠক, সাবেক-বর্তমান খেলোয়াড়রা মিলে আমাকে বিশেষভাবে অনুরোধ করেছেন আমি যেন দায়িত্বটা নিই। সে কারণেই কাউন্সিলর হয়েছি, নির্বাচনও করব।”

তরুণদের মাঠে ফেরানোই লক্ষ্য

জেলা থেকে আসা অনেক পরিচালকের স্থানীয় ক্রিকেটে ভূমিকা না রাখার যে অভিযোগ আছে, আসিফ আকবর সেই ধারার ব্যতিক্রম হতে চান। এ প্রসঙ্গে তিনি বলেন, “কুমিল্লার তরুণরা মাঠমুখী হচ্ছে না। মাদক ও কিশোর গ্যাংয়ের সমস্যা বেড়েছে। মাঠে খেলার পরিবেশ ফিরিয়ে আনতে পারলে তরুণদেরও সঠিক পথে রাখা যাবে।” তিনি মনে করেন, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ প্রতিটি জেলার ক্রিকেট নিয়েই নতুন কিছু করার সুযোগ আছে।

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনে আসিফ আকবর যুক্তরাষ্ট্র থেকে ই-ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে তার টানা ১৪টি কনসার্ট নিয়ে ব্যস্ত রয়েছেন।


রেকর্ড গড়ে বায়ার্নের শততম গোল করলেন হ্যারি কেন

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৭ ১০:৪২:১৬
রেকর্ড গড়ে বায়ার্নের শততম গোল করলেন হ্যারি কেন
ছবিঃ সংগৃহীত

ইংল্যান্ড তারকা হ্যারি কেন আবারও প্রমাণ করলেন তিনি বায়ার্ন মিউনিখের গোলমেশিন। শুক্রবার রাতে বুন্দেসলিগায় ভার্ডার ব্রেমেনের বিপক্ষে ৪-০ গোলের জয়ে জোড়া গোল করে ক্লাবটির জার্সিতে নিজের ১০০তম গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি। মাত্র ১০৪ ম্যাচে এই কীর্তি গড়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সবচেয়ে দ্রুত ১০০ গোল করা ফুটবলার হলেন কেন। এতদিন এই রেকর্ড ছিল ক্রিস্টিয়ানো রোনালদো ও আর্লিং হালান্ডের দখলে, যারা ১০৫ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছিলেন।

ম্যাচের শুরু থেকেই গোলের সুযোগ তৈরি করছিলেন কেন ও তার সতীর্থ মাইকেল ওলিসে। প্রথম প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হলেও, দ্বিতীয় প্রচেষ্টা ঠেকান ব্রেমেন গোলরক্ষক ও আর্সেনালের লোন খেলোয়াড় কার্ল হেইন। ২২ মিনিটে জনাথন তা’র চমৎকার ব্যাকহিলে বায়ার্নকে এগিয়ে দেন লুইস দিয়াজের ক্রস থেকে।

প্রথমার্ধের শেষ মুহূর্তে কেন বক্সে ফাউলের শিকার হন এবং ঠান্ডা মাথায় পেনাল্টি থেকে গোল করে নিজের ৯৯তম গোল পূর্ণ করেন। বিরতির ২০ মিনিট পর দিয়াজের পাস থেকে দ্বিতীয় গোল করে ১০০তম গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেন। ম্যাচের ৮৭ মিনিটে কনরাড লাইমার চতুর্থ গোল করে বড় জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে কেন স্কাই জার্মানিকে বলেন,

“এমন দ্রুত সময়ে ১০০ গোল করা আমার নিজের কাছেও অবিশ্বাস্য মনে হচ্ছে। এই ক্লাবের হয়ে এমন কীর্তি গড়তে পারা আমার জন্য গর্বের।”

বায়ার্নের কোচ ভিনসেন্ট কোম্পানি কেনের পারফরম্যান্সের প্রশংসা করে বলেন,

“গোল করার পাশাপাশি তার ডিফেন্সে অবদানও উল্লেখযোগ্য। রেকর্ড ভাঙার পাশাপাশি সে দলকে নানা ভাবে সাহায্য করেছে।”

বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগায় তাদের টানা পঞ্চম জয় উদযাপন করল এবং মৌসুমের নিখুঁত সূচনা ধরে রাখল। কেন বর্তমানে প্রতি ম্যাচে গড়ে দুইটি করে গোল করছেন। সব মিলিয়ে এ মৌসুমে আট ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫।

সাম্প্রতিক গুঞ্জনে শোনা যাচ্ছিল কেন আগামী মৌসুমে বার্সেলোনা বা ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরতে পারেন। তবে ম্যাচ শেষে তিনি গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন,

“আমি এখানে খুব খুশি। সামনে দুই বছরের চুক্তি আছে এবং আমি বায়ার্নের হয়ে খেলতে ভীষণ উপভোগ করছি। ভবিষ্যতে চুক্তি বাড়ানো নিয়েও আলোচনা হতে পারে।”

কেন আরও জানান, তার পরিবার এখন জার্মানিতে স্বাচ্ছন্দ্যে আছে এবং সন্তানরা স্কুলে ভর্তি হয়েছে। তাই ইংল্যান্ডে ফেরার কোনো তাড়া নেই তার।

-হাসানুজ্জামান


শিরোপা ধরে রাখতে ভারতের মুখোমুখি বাংলাদেশ তরুণরা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৭ ১০:২৯:৫৬
শিরোপা ধরে রাখতে ভারতের মুখোমুখি বাংলাদেশ তরুণরা
ছবিঃ সংগৃহীত

আত্মবিশ্বাসে ভর করে শিরোপা জয়ের লড়াইয়ে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। আজ (শনিবার) শ্রীলঙ্কার কলম্বোর রেসকোর্স গ্রাউন্ডে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের ছেলেরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। গ্রুপপর্বে তারা নেপাল ও শ্রীলঙ্কাকে একই ব্যবধানে ৪-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে ওঠে। এরপর সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।

ভারতও সমানভাবে ভালো খেলেছে। তারা প্রথম ম্যাচে মালদ্বীপকে ৬-০ গোলে হারায়, এরপর ভুটানকে ১-০ ও পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে পা রাখে বর্তমান চ্যাম্পিয়নরা।

এখন দুই দলের সামনে শিরোপা জয়ের বড় সুযোগ। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে জিততে পারলে বাংলাদেশ টানা জয়ের ধারা ধরে রাখবে এবং দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন সাফল্য যোগ করবে।

বাংলাদেশ দলের স্কোয়াডে আছেন—আলিফ রহমান ইমতিয়াজ, তাসিন সাহেব, চন্দ্র সাহা, ইকরামুল ইসলাম, আজম খান, মো. রাজ, সাব্বির ইসলাম, সাদাত হোসেন, তারেক হোসেন, ইশান হাবিব রিদওয়ান, কামাল মেরদা, অধিনায়ক নামুল হুদা ফয়সাল, মো. মানিক, রিফাত কাজী, আশিক, অপু রহমান, রুহুল আমিন আকাশ, আকাশ আহমেদ, মোহিন আহমেদ, মো. আরিফ, বাযযিত বস্তামী, মাহিন মিয়া সজিব এবং আকাশ আহাম্মদ।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আশা, তরুণরা আজ মাঠে সেরাটা দিয়ে শিরোপা জিতে দেশে ফিরবে এবং লাল-সবুজের পতাকা উঁচু করবে।

-হাসানুজ্জামান


বিসিবি নির্বাচন: সমঝোতা প্রস্তাব ঘিরে তামিমের বাসায় রাতের বৈঠক

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৭ ০০:১৯:৩৫
বিসিবি নির্বাচন: সমঝোতা প্রস্তাব ঘিরে তামিমের বাসায় রাতের বৈঠক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে নাটকীয় মোড় নিয়েছে পরিস্থিতি। নির্বাচন কমিশন কর্তৃক দুর্নীতি দমন কমিশনের (দুদক) পর্যবেক্ষণে থাকা ১৫ ক্লাবের কাউন্সিলরশিপ ফিরিয়ে দেওয়ার পর নির্বাচনী অঙ্ক পাল্টে গেছে। এর প্রভাবেই প্রতিদ্বন্দ্বী দুই শিবিরের মধ্যে সমঝোতার প্রস্তাব টেবিলে এসেছে।

সমঝোতার রূপরেখা

আলোচিত সমঝোতা প্রস্তাব অনুযায়ী, সরকারপন্থী প্রার্থী বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি এবং বিএনপিপন্থী প্রার্থী তামিম ইকবালকে সহ-সভাপতি করার প্রস্তাব দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর ক্রিকেটাঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

তামিমের বাসায় বৈঠক

এই সমঝোতা প্রস্তাবকে কেন্দ্র করে শুক্রবার রাতেই তামিম ইকবালের বাসায় বৈঠক বসেছে। সেখানে উপস্থিত আছেন কেবল তামিমপন্থীরা। নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, তাঁকে সমঝোতা প্রস্তাবে রাজি করানোর চেষ্টা চলছে। তবে এ পর্যন্ত তামিম এতে সায় দেননি।

তামিমের অবস্থান

তামিম ইকবাল স্পষ্ট জানিয়েছেন, তিনি একটি ভিশন ও মিশন নিয়ে নির্বাচনের ময়দানে নেমেছেন। তাঁর ভাষায়, “আমি একটা মিশন এবং ভিশন নিয়ে নির্বাচনের ময়দানে নেমেছি। সেহেতু শেষ পর্যন্ত দেখতে চাই আমি।” ফলে আপাতত তিনি সমঝোতা প্রস্তাবে অনড় অবস্থানেই রয়েছেন।

ভেতরের তৎপরতা

বৈঠকে উপস্থিত তামিমপন্থী নেতাকর্মীরাই বর্তমানে তাঁকে বোঝানোর চেষ্টা করছেন। তবে তামিমের দৃঢ় অবস্থান নির্বাচনী মাঠে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। ক্রিকেটাঙ্গনের অভ্যন্তরীণ সূত্র বলছে, সমঝোতার প্রচেষ্টা চললেও শেষ পর্যন্ত তামিম স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।


পাকিস্তানকে হারানোর মিশনে দারুণ শুরু বাংলাদেশের, চাপে পাকিস্তান

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৫ ২১:২১:৫২
পাকিস্তানকে হারানোর মিশনে দারুণ শুরু বাংলাদেশের, চাপে পাকিস্তান
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস হেরেও দারুণ শুরু করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বাংলাদেশের পেস ও স্পিন আক্রমণের সামনে চাপে পড়েছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, মাত্র ১০ ওভারে ৪৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে তারা।

পেসার তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই ওপেনার সাহিবজাদা ফারহানকে সাজঘরে পাঠান তিনি। এরপর দ্বিতীয় ওভারেই স্পিনার শেখ মেহেদী হাসান তুলে নেন সাইম আইয়ুবের উইকেট।

লিটনবিহীন বাংলাদেশের অলিখিত সেমিফাইনাল

‘জিতলে ফাইনাল, হারলে বিদায়’—এমন কঠিন সমীকরণের এই ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। চোটের কারণে তিনি ছিটকে যাওয়ায় আজ তার বদলে দলের নেতৃত্ব দিচ্ছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকের আলি অনিক।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।


অঘোষিত সেমিফাইনাল: টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৫ ২০:০৪:১৯
অঘোষিত সেমিফাইনাল: টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

‘জিতলে ফাইনালে, হারলে বিদায়’—এমন কঠিন সমীকরণের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ ও পাকিস্তান। এশিয়া কাপের সুপার ফোরের এই অলিখিত সেমিফাইনালে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকের আলি অনিক। কারণ, এই গুরুত্বপূর্ণ ম্যাচেও পাওয়া যাচ্ছে না দলের নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসকে।

আশা করা হয়েছিল, ভারতের বিপক্ষে চোটের কারণে খেলতে না পারা লিটন দাস এই গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরবেন। কিন্তু তিনি হয়তো এখনো খেলার জন্য পুরোপুরি ফিট নন। এ কারণেই আগের ম্যাচের মতো আজও জাকের আলি অনিক নেতৃত্ব দেবেন দলকে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি দুই দলের জন্যই অলিখিত সেমিফাইনাল। তাই ফাইনালের টিকিট পেতে দুই দলই নিজেদের সেরাটা দেবে।

বাংলাদেশ দলের নেতৃত্বে আছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকের আলী। বাংলাদেশ দলের একাদশে আরও আছেন ব্যাটসম্যান সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় ও শামীম হোসেন। দলে উইকেটরক্ষক হিসেবে আছেন নুরুল হাসান। অলরাউন্ডার হিসেবে আছেন মাহাদি হাসান। বোলারদের মধ্যে আছেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।

অন্যদিকে, পাকিস্তান দলের নেতৃত্বে আছেন সালমান আগা। তাদের একাদশে আছেন ব্যাটসম্যান সাহিবজাদা ফারহান, ফখর জামান ও সাইম আইয়ুব। উইকেটরক্ষক হিসেবে আছেন মোহাম্মদ হারিস। অলরাউন্ডার হিসেবে আছেন হুসাইন তালাত ও মোহাম্মদ নওয়াজ। বোলারদের মধ্যে আছেন ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

পাঠকের মতামত:

নিউইয়র্কে ইউএস-বাংলাদেশ বিজনেস রাউন্ডটেবিলে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা

নিউইয়র্কে ইউএস-বাংলাদেশ বিজনেস রাউন্ডটেবিলে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর প্রতি বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস। তিনি আজ নিউইয়র্কে অনুষ্ঠিত ইউএস-বাংলাদেশ এক্সিকিউটিভ... বিস্তারিত