হাবিব ওয়াহিদের নতুন আবেগঘন চমক

বাংলাদেশের সুপরিচিত সংগীত পরিচালক, গায়ক ও সুরকার হাবিব ওয়াহিদ আবারও নতুন গান প্রকাশ করেছেন। গানের ভুবনে ভিন্নধর্মী ধারা সৃষ্টির জন্য পরিচিত এই শিল্পী সাম্প্রতিক সময়ে নিয়মিত না হলেও নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও নানা ডিজিটাল প্ল্যাটফর্মে ধারাবাহিকভাবে নতুন কাজ উপস্থাপন করে আসছেন। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে গত শনিবার (৯ আগস্ট) প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘জানি না’।
শ্রাবণের লেখা এ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর, সংগীতায়োজন ও প্রযোজনা করেছেন হাবিব ওয়াহিদ নিজেই। গানটি তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি স্পটিফাই, স্বাধীন মিউজিকসহ বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।
গানটির বিষয়ে হাবিব বলেন, “এটি স্যাড-রোমান্টিক ঘরানার গান। সম্প্রতি আমি কিছু রোমান্টিক ও ফোক ধাঁচের গান করেছি, এবার শ্রোতাদের জন্য আলাদা আবহের, আবেগঘন স্যাড গান করার চেষ্টা করেছি।”
এর মাত্র দুই সপ্তাহ আগে হাবিব প্রকাশ করেছিলেন ‘দিলা না’ শিরোনামের আরেকটি গান, যার কথা লিখেছিলেন আলী বাকের জিকো এবং সুর, সংগীতায়োজন ও প্রযোজনা করেছিলেন হাবিব নিজেই। ধারাবাহিকভাবে নিজের সৃজনশীল ধারা বজায় রেখে হাবিব ওয়াহিদ ডিজিটাল মাধ্যমে শ্রোতাদের নতুন অভিজ্ঞতা উপহার দিয়ে যাচ্ছেন, যা ভক্তদের মধ্যে প্রত্যাশা আরও বাড়িয়ে তুলছে।
-অনন্যা
সালমান খানের জীবনে ফের আতঙ্কের ঝড়
বলিউড সুপারস্টার সালমান খান গত এক বছরেরও বেশি সময় ধরে মৃত্যুভয়ের মধ্যে বসবাস করছেন। ২০২৩ সালের শুরু থেকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের একের পর এক হুমকি তাকে ও তার পরিবারকে আতঙ্কিত করে তুলেছে, যা শুধু বিনোদন জগত নয়, নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যেও উদ্বেগের সৃষ্টি করেছে। গত বছর সালমানের মুম্বাইয়ের বাড়িতে দুষ্কৃতীদের গুলিবর্ষণের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই থেকে তিনি চব্বিশ ঘণ্টা কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছেন। যদিও এই সুরক্ষা ব্যক্তিগত জীবনে তার জন্য অস্বস্তিকর, তবুও নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে তিনি তা মেনে নিয়েছেন।
চলতি বছরের শুরুতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সম্প্রতি বিষ্ণোই চক্র ফের সক্রিয় হয়ে উঠেছে। এবার তারা হুমকির পরিধি বাড়িয়ে জানিয়েছে, সালমানের সঙ্গে কাজ করলে তাকেও প্রাণনাশের মুখে পড়তে হবে এবং প্রয়োজনে মুম্বাইয়ের রাস্তায় একে-৪৭ ব্যবহার করা হবে। সম্প্রতি কানাডায় কপিল শর্মার একটি রেস্তোরাঁয় ২৫ রাউন্ড গুলি চালানোর দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। তাদের অভিযোগ, কপিল তার অনুষ্ঠানে সালমানকে অতিথি করেছিলেন। শুধু কপিল নয়, বলিউডের বড় ছোট সব প্রযোজক ও পরিচালকদেরও সালমানের বিষয়ে সতর্ক করেছে তারা।
এমন পরিস্থিতিতেও সালমান খান স্বাভাবিক জীবনযাপন বজায় রাখার চেষ্টা করে যাচ্ছেন। সম্প্রতি বোন অর্পিতা খানের বাড়িতে রাখি উৎসবে যোগ দিলেও তিনি ক্যামেরার সামনে মুখ দেখানো এড়িয়ে যান। পরে ভাগ্নি আয়াতকে নিয়ে মুম্বাইয়ের একটি জনসম্মুখ অনুষ্ঠানে অংশ নিলে সেখানে ঘটে উত্তেজনাপূর্ণ ঘটনা। সালমানকে দেখেই ফটোসাংবাদিকরা ভিড় জমিয়ে ছবি তুলতে শুরু করলে ভিড়ের চাপে ভয় পেয়ে মামার কোলে উঠে যায় ছোট্ট আয়াত। এ সময় সালমান ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উদ্দেশে কঠোরভাবে বলেন, “দেখছেন, ছোট্ট একটি বাচ্চা আছে, গুনে গুনে ১০ পা দূরে থাকুন।” তার এই কড়া সতর্কবার্তার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
-রাফসান
প্রেমের কথা স্বীকার করলেন জয়া আহসান, জানুন প্রেমিকের পরিচয়
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থাকা জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার ভাঙলেন সেই নীরবতা। চলচ্চিত্র, সমাজ, সংস্কৃতি কিংবা সমসাময়িক বিষয় নিয়ে খোলামেলা মতামত দিলেও নিজের প্রেম ও সম্পর্কের প্রসঙ্গ এতদিন আড়ালে রেখেছিলেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, তিনি বহু বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন এবং তার সঙ্গী মিডিয়া জগতের কেউ নন।
বর্তমানে পশ্চিমবঙ্গে মুক্তিপ্রাপ্ত দুটি ছবি ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’ এর প্রচারণায় ব্যস্ত জয়া আহসান কলকাতায় অবস্থান করছেন। সেখানেই ইনডালজ এক্সপ্রেস-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “হ্যাঁ, আমার জীবনে একজন আছেন। আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি, কিন্তু তিনি মিডিয়া পেশার সঙ্গে জড়িত নন।”
প্রেম ও সম্পর্কের বিষয়ে জয়ার দৃষ্টিভঙ্গি পরিষ্কার তার কাছে সম্পর্কের ভিত্তি হিসেবে বন্ধুত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা আমার কাছে জরুরি। সেই বন্ধুত্বকে আজীবন ধরে রাখাই আসল ব্যাপার। আমি অনেক ভ্রমণ করি, দীর্ঘ সময় শুটিংয়ে ব্যস্ত থাকি, কিন্তু তিনি কখনো অভিযোগ করেন না। বরং সবসময় সমর্থন জোগান, যা সত্যিই বিরল।”
তবে বিয়ে নিয়ে কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দেন এই অভিনেত্রী। তার ভাষায়, “বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টিকে আমি সম্মান করি, কিন্তু এখনই তেমন কোনো ইচ্ছা বা পরিকল্পনা নেই। বিয়ে নিয়ে আমার কিছুটা ভয়ও আছে, হয়তো আগের অভিজ্ঞতার কারণে।”
জয়া আরও জানান, তিনি ও তার সঙ্গী দুজনেই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। শান্ত স্বভাব, ব্যক্তিগত পরিসরকে সম্মান দেওয়া এবং পারস্পরিক বোঝাপড়ার মতো গুণাবলিই তাদের দীর্ঘ সম্পর্ককে দৃঢ় করেছে।
-অনন্যা
আফরান নিশোর পায়ের লিগামেন্ট ছেঁড়ে গেছে
অভিনেতা আফরান নিশো সম্প্রতি পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় শুটিং থেকে বিরতি নিয়েছেন। ‘তাণ্ডব’ সিনেমায় ক্যামিও করার পর থেকে নতুন কোনো কাজ করছেন না তিনি। তবে আগামীতে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় অভিনয় করবেন বলে জানা গেছে।
গতকাল শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে নিশো নিজেই তাঁর হাঁটুর সমস্যার কথা জানান। অনুষ্ঠানে এক শিক্ষার্থী ‘সুড়ঙ্গ ২’ সিনেমার মুক্তির বিষয়ে প্রশ্ন করলে নিশো বলেন, নির্মাতা রাফী (রায়হান) মুক্তির সময়সূচি জানেন, আর তিনি নিজেও ফিজিক্যালি ফিট হতে চান। পুরোপুরি সচল জীবনযাপন করতে হলে তাকে হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে। এই বিষয়টি তিনি প্রথমবার ওই অনুষ্ঠানে প্রকাশ করলেন এবং আশঙ্কা প্রকাশ করলেন, এই তথ্য জানলে অনেকেই তাকে কাজ থেকে বঞ্চিত করতে পারে।
অন্যদিকে, সেপ্টেম্বরে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত সিরিজ ‘আঁকা’, যেখানে আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলার সঙ্গে অভিনয় করবেন।
/আশিক
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি, প্রাণ সংকটে কপিল শর্মা
বলিউডের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা এখন বিপদের মুখে। কানাডায় তার ক্যাফেতে একের পর এক গুলিবর্ষণের ঘটনা ঘটে, যা বিনোদন জগতকে চাঞ্চল্যের কেন্দ্রে এনে দাঁড়িয়েছে। কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা কপিলকে প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে, যা এ সময়ের অন্যতম গম্ভীর সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এই কারণে মুম্বাই পুলিশ তার বাড়ি ও কানাডার ক্যাফেতে নিরাপত্তা জোরদার করেছে এবং সিসি ক্যামেরার ফুটেজ তদন্ত করছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গ্যাংস্টার গোল্ডি ধিঁলো সম্প্রতি এক অডিও বার্তায় হামলার দায় স্বীকার করেছেন। তিনি জানান, বলিউড তারকা সালমান খান ও কপিলের ঘনিষ্ঠতার কারণে কপিলের ক্যাফেতে গুলি চালানো হয়েছে। পাশাপাশি পরবর্তীতে ‘সোজা বুকে গুলি’ করার হুমকিও দেন। এদিকে, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই এই হুমকি-ধমকির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তাদের নিরাপত্তা চেয়ে ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন ইতোমধ্যেই বড় পদক্ষেপ নিয়েছে।
সাংগঠনিক পক্ষ থেকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে বিশেষ আবেদন জানানো হয়েছে, যাতে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিদেশে ভারতীয় তারকাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। কারণ, এই ঘটনার ফলে ফিল্ম ইন্ডাস্ট্রির হাজার হাজার কর্মীর জীবিকা ঝুঁকির মধ্যে পড়েছে।
কপিল শর্মা কানাডায় একটি ক্যাফে ব্যবসার জন্য চালু করেছিলেন, কিন্তু উদ্বোধনের মাত্র এক সপ্তাহের মধ্যে হুমকি শুরু হয়। গত ৯ জুলাই রাত ১টার দিকে প্রথমবার গুলি চালানো হয়, আর এর পর গত বৃহস্পতিবার আবারও ক্যাফেতে গুলিবর্ষণ হয়। ভারতীয় গণমাধ্যমের দাবি, সেই রাতে অন্তত ২৫ রাউন্ড গুলি ছোড়া হয়, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় কপিল শর্মা ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্টরা এখন গভীরভাবে উদ্বিগ্ন। পাশাপাশি, বলিউডের অন্যান্য তারকারাও এই হুমকি নিয়ে সতর্ক রয়েছেন।
/আশিক
বড় কিছু নিয়ে ফিরছেন শাকিব খান, ভক্তদের জন্য বিশেষ বার্তা দিলেন
ঢাকার শীর্ষ অভিনেতা শাকিব খান প্রায় এক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার যাওয়ার দুই সপ্তাহ পর, ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে দেশটিতে গিয়েছিলেন অভিনেত্রী শবনম বুবলী। শাকিব খান যে সেখানে শুধুমাত্র ঘুরে বেড়াচ্ছেন না, তা তার সাম্প্রতিক ইনস্টাগ্রাম ও ফেসবুক স্টোরি দেখে পরিষ্কার হয়।
গত শুক্রবার ফেসবুকে দেওয়া এক স্টোরিতে শাকিব খান লিখেছেন, “বড় পর্দার জন্য বড় বড় স্বপ্ন নিয়ে দিনের পর দিন ছুটোছুটি চলছে। এই সময়ের নীরবতা মানে কোনো শূন্যতা নয়; বরং এটি এমন একটি মুহূর্ত যা চুপচাপ রয়েছে বড় কিছু ঘটার অপেক্ষায়।” তিনি আরও জানান, “খুব শিগগিরই এমন কিছু নিয়ে ফিরে আসছি, যা থাকবে সাহসী, স্মরণীয় এবং আইকনিক।”
এই পোস্ট থেকে ধারণা করা যায়, শাকিব খান খুব শিগগিরই নতুন কোনো প্রোজেক্টের কাজ শুরু করতে যাচ্ছেন, যা তার ভক্তদের জন্য বিশেষ কিছু হতে চলেছে। সূত্রের খবর, চলতি মাসের শেষদিকে তিনি দেশে ফেরার পরিকল্পনা করেছেন। সেপ্টেম্বর থেকে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত একটি সিনেমার শুটিং শুরু করবেন শাকিব, যেটি সম্ভবত ডিসেম্বরে মুক্তি পাবে।
শাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তাণ্ডব’। এটি রায়হান রাফি পরিচালিত একটি অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি, যা গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এবং সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছিল।
/আশিক
ভক্তদের উদ্দেশ্যে রহস্যময় বার্তা শাকিব খানের
প্রায় এক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। গত জুলাইয়ের শেষ দিকে তিনি আমেরিকায় পাড়ি জমান, আর তার প্রায় দুই সপ্তাহ পর অভিনেত্রী শবনম বুবলী তাদের পুত্র শেহজাদ খান বীরকে সঙ্গে নিয়ে একই গন্তব্যে যান।
শাকিবের এই সফর যে কেবল ঘোরাঘুরি বা অবকাশযাপনের জন্য নয়, তা স্পষ্ট হয়েছে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে তার ইনস্টাগ্রাম ও ফেসবুক স্টোরিতে দেওয়া বার্তায়। ভক্তদের উদ্দেশে শাকিব লিখেছেন, তার প্রতিদিনের সময় কাটছে কাজ, ভ্রমণ এবং বড়পর্দা ঘিরে নতুন স্বপ্নের ঘূর্ণিপাকে। এর আড়ালে চলছে নিরলস প্রচেষ্টা নতুন সিনেমার পরিকল্পনা ও সাহসী উদ্যোগ গ্রহণের প্রস্তুতি।
তিনি আরও জানান, “এটা শুধু নীরবতা নয়; অনেকটা আসন্ন ঝড়ের আগে সুনসান মুহূর্তের মতো। খুব শিগগিরই ফিরছি নতুন কিছু নিয়ে, যা হবে আগের চেয়ে আরও সাহসী, স্মরণীয় ও আইকনিক।” পাশাপাশি তিনি সবার জন্য ভালোবাসা ও শুভেচ্ছা জানান।
চলতি মাসের শেষের দিকে শাকিবের দেশে ফেরার কথা রয়েছে। ফিরেই সেপ্টেম্বর মাসে তিনি বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদের পরিচালনায় নতুন একটি চলচ্চিত্রের শুটিং শুরু করবেন, যা মুক্তি পাবে ডিসেম্বরেই। এরপর তিনি আবু হায়াত মাহমুদের পরিচালনায় আরেকটি ছবির কাজ করবেন, যার মুক্তির লক্ষ্য আসন্ন ঈদুল ফিতর।
সব মিলিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর শাকিব খান ধারাবাহিকভাবে একাধিক বড় বাজেটের ও আলোচিত প্রজেক্টে যুক্ত হতে যাচ্ছেন, যা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
-রাফসান
কানাডায় কপিল শর্মার রেস্তোরাঁয় ফের গুলিবর্ষণ
ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার মালিকানাধীন কানাডার রেস্তোরাঁ ক্যাপ’স ক্যাফে এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো সশস্ত্র হামলার শিকার হয়েছে। বৃহস্পতিবার ভোরের আগে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় অবস্থিত এই রেস্তোরাঁয় দুর্বৃত্তরা প্রায় ২৫ রাউন্ড গুলি চালায়। কপিল গত জুলাই মাসে ক্যাফেটির উদ্বোধন করেছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, হামলার দায় স্বীকার করেছে গুরপিত সিং ওরফে গোল্ডি ধিলন ও লরেন্স বিষ্ণোই নেতৃত্বাধীন দুটি কুখ্যাত গ্যাং। তারা হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, “আমরা টার্গেটের (কপিল শর্মা) সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু কোনো সাড়া পাইনি। সতর্কবার্তা না বুঝলে পরবর্তী হামলা হবে মুম্বাইয়ে।”
এর আগে ১০ জুলাই একই রেস্তোরাঁয় রাতের বেলায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। সে সময় খালিস্তানপন্থী বিদ্রোহী সংগঠনের সঙ্গে যুক্ত হরজিৎ সিং লাড্ডি এ হামলার দায় স্বীকার করেছিলেন।
ঘটনার পর স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, উদ্বোধনের অল্প সময়ের মধ্যেই কপিল শর্মার রেস্তোরাঁটি একাধিক উগ্রবাদী গোষ্ঠীর টার্গেটে পড়েছে। দ্বিতীয়বারের মতো হামলা এ ঘটনাকে পরিকল্পিত ও ধারাবাহিক আক্রমণ হিসেবে ইঙ্গিত করছে। মুম্বাইয়ে হামলার প্রকাশ্য হুমকি কপিলের ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে।
-রাফসান
বয়স থেমে গেছে ৪০-এ! আর মাধবনের ২১ দিনের তারুণ্যের গোপন রহস্য
বলিউডের জনপ্রিয় নায়ক আর মাধবন, যিনি রং দে বাসন্তি, থ্রি ইডিয়টস ও তনু ওয়েডস মনু-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন, বয়সে এখন ৫৫ হলেও দেখতে এখনও যেন চল্লিশের কোটায় আটকে আছেন। বরং সময়ের সাথে তার চেহারায় আরও বেড়েছে তারুণ্যের আভা ও ত্বকের উজ্জ্বলতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কোনো ধরনের ওষুধ, সার্জারি বা জিমে না গিয়েই মাত্র ২১ দিনে এই পরিবর্তন এনেছেন তিনি।
মাধবনের সৌন্দর্যচর্চার শুরু চুলের যত্ন থেকে। ছোটবেলার পারিবারিক অভ্যাস ফিরিয়ে এনে সপ্তাহে তিন থেকে চার দিন চুলে তিলের তেল বা নারকেল তেল ম্যাসাজ করে গোসল করেন তিনি। এতে চুল যেমন মজবুত হয়, তেমনই চেহারায় আসে প্রাকৃতিক সতেজতা।
শরীর ঠিক রাখতে তিনি প্রতিদিন সকালে হাঁটা এবং সূর্যের আলো গ্রহণকে অভ্যাসে পরিণত করেছেন। তার মতে, সকালের রোদ ত্বককে টানটান রাখে এবং বলিরেখা পড়া রোধ করে।
খাবারের ক্ষেত্রেও রয়েছে শৃঙ্খলা। ফ্রিজে রাখা বা প্যাকেটজাত খাবার একেবারেই এড়িয়ে চলেন তিনি। শৈশব থেকেই টাটকা খাবার খাওয়ার অভ্যাস থাকার কারণে নিজের সঙ্গে একজন রাঁধুনিকে রাখেন, যিনি প্রতিদিন তাকে সাদামাটা ডাল-ভাত-তরকারি রান্না করে দেন। ওজন কমালেও তিনি ভাত খাওয়া বন্ধ করেননি, কারণ তার বিশ্বাস—ভাত স্বাস্থ্যকে ক্ষতি করে না, বরং তার দাদা-দাদি ভাত খেয়েই দীর্ঘায়ু পেয়েছিলেন।
খাওয়ার সময় তিনি প্রতিটি খাবার অন্তত ৪৫-৬০ বার চিবিয়ে খান, দুপুর তিনটার পর আর কিছু খান না এবং রাতের খাবার সন্ধ্যা সাতটার মধ্যেই শেষ করেন। মাঝে মাঝে ১৪ ঘণ্টার ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন এবং সারাদিন প্রচুর পানি পান করে শরীরকে হাইড্রেটেড রাখেন। সবুজ শাকসবজি ও সহজপাচ্য খাবার তার খাদ্যতালিকায় থাকে নিয়মিত।
‘সাইয়ারা’কে ছাড়িয়ে অ্যানিমেটেড সিনেমা ‘মহাবতার নরসিংহ’র বক্স অফিস ঝড়
কিছুদিন ধরেই দর্শকপ্রিয় ‘সাইয়ারা’ সিনেমার জয়জয়কার শোনা যাচ্ছিল। সেই সময়ে ‘সন অফ সর্দার ২’ ও ‘ধড়ক ২’ সিনেমাগুলোও ব্যাপক আলোচনায় ছিল। তবে এর মাঝেই এক অ্যানিমেটেড সিনেমা ‘মহাবতার নরসিংহ’ দর্শকদের মন জয় করেছে এবং আয়েও অন্যদের পেছনে ফেলে দিচ্ছে।
‘মহাবতার নরসিংহ’ ২৫ জুলাই ২০২৫ মুক্তি পেয়ে মাত্র ১৩ দিনে ‘সাইয়ারা’ ছাড়িয়ে গেছে। ৬ আগস্টের তথ্যে জানা গেছে, এই সিনেমার একদিনের আয় ৬ কোটি রুপি ছুঁয়েছে। একই সঙ্গে মোট আয় এখন পর্যন্ত প্রায় ১১২.৮০ কোটি রুপি। এর তুলনায় ‘সাইয়ারা’ ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর ৬ আগস্ট মাত্র ২ কোটি রুপি আয় করেছে।
‘মহাবতার নরসিংহ’ হলো ভগবান নরসিংহ, হিরণ্যকশিপু ও প্রহ্লাদের গল্পের ওপর নির্মিত ভক্তিমূলক পৌরাণিক অ্যানিমেটেড সিনেমা। পরিচালক অশ্বিন কুমার এই সিনেমার মাধ্যমে দর্শকদের মনে শক্ত অবস্থান গড়ে তুলেছেন।
বিনোদন বাণিজ্যের তথ্যভান্ডার ‘স্যাকনিল্ক’র রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই ‘মহাবতার নরসিংহ’ আয় করেছিল ১.৭৫ কোটি রুপি। দ্বিতীয় দিন আয় বেড়ে দাঁড়ায় ৪.৬ কোটি রুপি। তৃতীয় দিন আয় ৯.৫ কোটি রুপি ছাড়ায়। এরপর ক্রমান্বয়ে এটির আয় ছিল যথাক্রমে: চতুর্থ দিন ৬ কোটি, পঞ্চম দিন ৭.৭ কোটি, ষষ্ঠ ও অষ্টম দিন ৭.৭ কোটি, সপ্তম দিন ৭.৫ কোটি, নবম দিন ১৫.৫ কোটি, দশম দিন ২৩.১ কোটি, একাদশ দিন ৭.৩৫ কোটি, দ্বাদশ দিন ৮.৫ কোটি এবং ত্রয়োদশ দিনে প্রায় ৬ কোটি রুপি।
৬ আগস্ট ‘সন অফ সর্দার ২’ ও ‘ধড়ক ২’ যথাক্রমে ১.৬৪ কোটি ও ১ কোটি রুপি আয় করে, যা ‘মহাবতার নরসিংহ’র তুলনায় অনেক কম। এই তথ্য থেকেই স্পষ্ট, বর্তমানে ভারতীয় বক্স অফিসে ‘মহাবতার নরসিংহ’ সবচেয়ে লাভজনক সিনেমার মধ্যে অন্যতম।
আগামী দিনগুলোতেও সিনেমাটির আয় বাড়বে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।
পাঠকের মতামত:
- হাবিব ওয়াহিদের নতুন আবেগঘন চমক
- ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে পশ্চিমা দেশগুলোর অগ্রযাত্রা
- যে কারনে আটক রাহুল-প্রিয়াঙ্কাসহ বহু নেতা
- দিনে গড়ে ১১৪ লিটার দুধ দিয়ে নজির গড়ল গরু
- দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টা ইউনূস
- সালমান খানের জীবনে ফের আতঙ্কের ঝড়
- দিল্লিতে বিক্ষোভে রাহুল-প্রিয়াঙ্কা আটক
- আজকের স্বর্ণের দাম তালিকা এক নজরে
- প্রেমের কথা স্বীকার করলেন জয়া আহসান, জানুন প্রেমিকের পরিচয়
- শেখ হাসিনা ও পরিবারের বিরুদ্ধে আদালতে শুনানি
- সেনাবাহিনী, বডি ক্যামেরা ও কড়া নজরদারিতে প্রস্তুত জাতীয় নির্বাচন
- ওমানে প্রবাসী নাগরিকদের জন্য সুখবর!
- প্রবাসীদের জন্য সোনালি সুযোগ, আয়ের সেরা গন্তব্য
- আইনের শাসন রক্ষায় চিফ প্রসিকিউটরের দৃঢ় বার্তা
- ইসরাইলি পরিকল্পনা নিয়ে আরব লিগের সতর্কবার্তা
- জামায়াত আমিরকে হাসপাতালে দেখতে গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
- সব বন্দর নিয়ে বড় সুখবর দিলেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী
- বাংলাদেশ-জার্মানি সম্পর্কের নতুন অধ্যায় শুরু
- "তারেক রহমানের নির্দেশনায় ঐক্যবদ্ধ হোন"
- সাগরিকাদের ইতিহাস: প্রথমবার অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে বাংলাদেশ
- তারেক রহমান: স্বৈরাচার হাসিনা দেশের মানুষকে পার্শ্ববর্তী দেশে চিকিৎসা নিতে বাধ্য করেছেন
- শুল্কে ধাক্কায় পোশাক খাতে ভারত হারাচ্ছে অর্ডার, যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তনে
- পলাতক হারুন, বিপ্লবসহ ৪০ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
- যুক্তরাজ্যে ফিলিস্তিন সমর্থনে বিক্ষোভ, গ্রেফতার ৪৬৬
- নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে ১৬ দল উত্তীর্ণ
- জাতীয় সংসদে পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে জামায়াতের আন্দোলন ঘোষণা
- দ্রুত বিয়ে হওয়ার জন্য কার্যকর আমল ও দোয়া
- হাসিনা-ইউনূস দ্বন্দ্বে ‘বলির পাঁঠা’ আমি: টিউলিপ
- এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা ‘প্রস্তুত হ রাজাকার’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডের প্রস্তুতি চূড়ান্ত
- ‘বর্ণবাদী’ বার্তা প্রচারে চাদের সাবেক প্রধানমন্ত্রীকে ২০ বছরের কারাদণ্ড
- ২৪ ঘণ্টার আল্টিমেটাম জাবি ছাত্রদলের ১৩ নেতার প্রতি
- যশোরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নারী নির্যাতনের অভিযোগ
- ঘণ্টায় প্রায় ১০০ উল্কা পড়ার মহাজাগতিক দৃশ্য বাংলাদেশ থেকে দেখার সুযোগ
- তিন দাবিতে বরিশালে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগ বন্ধ
- রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে গান গাইলেন পলকের ভগিনীপতি
- প্রধান উপদেষ্টা ইউনূসের নির্দেশনায় আসছে নতুন ভোটার সহায়ক অ্যাপ
- আফরান নিশোর পায়ের লিগামেন্ট ছেঁড়ে গেছে
- টাকা ছাপানো ও বণ্টনে বিপুল খরচ, ক্যাশলেস লেনদেন বাড়াতে হবে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- নিউটনের মহাকর্ষ সূত্রের ভুল খুঁজে পেলেন বাংলাদেশের আফসার আলী
- গাজা সিটি দখলকে কেন্দ্র করে ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ
- কলকাতায় আ.লীগের পার্টি অফিস নিয়ে প্রশ্নে, যা বললেন প্রেস সচিব
- সিলেটের এসএসসির পুনঃনিরীক্ষণে নতুন আশা, ৬৩৬ পত্রে ফল বদল
- ‘পুলিশ এখনও কাঠামোগতভাবে কাজ করছে না’– শ্রম ও নৌ উপদেষ্টার অভিযোগ
- সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যেও অব্যাহত হরিণ শিকার ও অবৈধ মাংস বিক্রি
- ‘মানুষ তৈরির প্রজেক্ট’ এবং রাজনীতি নিয়ে ছাত্রশিবির সভাপতির মতামত
- আগামী নির্বাচনে অরাজকতার আশঙ্কা নেই: নিরাপত্তায় বাড়তি প্রস্তুতি
- ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন: বাজারের সামগ্রিক বিশ্লেষণ
- আজকের শেয়ারদামে দরপতন হওয়া ১০টি কোম্পানির তালিকা বিশ্লেষণ
- আজকের শেয়ারদামে এগিয়ে ১০টি কোম্পানির তালিকা বিশ্লেষণ
- শেখ হাসিনার পতনের পর কূটনীতি ও নিরাপত্তার কঠিন প্রশ্নগুলো
- গণঅভ্যুত্থানের এক বছর: মুক্তির স্বপ্ন ও গণতান্ত্রিক উত্তরণের চ্যালেঞ্জ
- জামায়াতের ‘পিআর’ কৌশলে নির্বাচন বিলম্বের অভিযোগ হাফিজ উদ্দিনের
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ধ্বংসের ছায়া থেকে নতুন বিশ্বব্যবস্থার উত্থান
- ভারতের ওপর ২৫% শুল্ক বৃদ্ধিতে মার্কিন বাজারে বাংলাদেশের জন্য নতুন সুযোগ
- ৫ আগস্ট ছুটি ঘোষণা: কোন কোন সেবা পাবেন, কোনগুলো বন্ধ থাকবে
- চীনের অর্থনৈতিক নীরব বিপ্লব: পশ্চিমা একপক্ষীয় বিশ্বনীতির অবসানের সংকেত
- প্রধান উপদেষ্টা: "জুলাই শহীদদের স্বপ্নই হবে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের ভিত্তি"
- পলাতক হারুন, বিপ্লবসহ ৪০ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
- যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর সময় কাটানো নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস
- শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মাথায় হাত!
- বৃষ্টিকে উপেক্ষা করে ‘জুলাই জাগরণ’-এ জনতার ঢল
- ডিএসই তালিকাভুক্ত দুই কোম্পানির সময়মতো ডিভিডেন্ড
- কলাপাড়ার ইলিশ মোকামে ফের গর্জন, ঘাটে জমে উঠল ক্রেতার ভিড়
- ভারতের পণ্যে উচ্চ শুল্ক: যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানির জন্য সুবর্ণ সুযোগ নাকি সীমিত সম্ভাবনা?