কবে দাঁড়িপাল্লা ফিরে পাবে জামায়াত!

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৪ ১৬:০৬:০২
কবে দাঁড়িপাল্লা ফিরে পাবে জামায়াত!

সত্য নিউজ:রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও দলীয় প্রতীক 'দাঁড়িপাল্লা' পুনরুদ্ধারের লক্ষ্যে দায়ের করা আপিল আবেদনের শুনানি সম্পন্ন হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণার জন্য আগামী ১ জুন তারিখ নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (১৪ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং ব্যারিস্টার নাজিব মোমেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট এক রিট আবেদনের প্রেক্ষিতে জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াত আপিল করলেও, ২০২৩ সালের নভেম্বরে নির্ধারিত দিনে মূল আইনজীবী উপস্থিত না থাকায় তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ 'ডিসমিস ফর ডিফল্ট' হিসেবে আপিল খারিজ করে দেন। ফলে হাইকোর্টের রায় বহাল থাকে।

পরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে 'ডিসমিস ফর ডিফল্ট' হওয়া আপিল পুনরুজ্জীবিত (রিস্টোর) করতে একটি আবেদন করা হয়। ২০২৪ সালের ২২ অক্টোবর, আপিল বিভাগ সে আবেদন মঞ্জুর করে শুনানির জন্য গ্রহণ করে, যার মাধ্যমে দলটির নিবন্ধন ও প্রতীক পুনরুদ্ধারের আইনি লড়াই আবারও শুরু হয়।

আইনজীবী শিশির মনির জানিয়েছেন, "আমরা আদালতে প্রমাণ করেছি যে, আপিল শুনানির দিন আইনজীবীর অনুপস্থিতি অনাকাঙ্ক্ষিত ছিল এবং যথাযথ কারণে পুনরুজ্জীবন প্রার্থনা করা হয়েছিল। আদালত সেই আবেদন গ্রহণ করেছেন এবং পূর্ণাঙ্গ শুনানি শেষে এখন রায়ের অপেক্ষা।"

আগামী ১ জুন ঘোষিতব্য রায়ের মাধ্যমে প্রায় এক যুগ ধরে চলমান রাজনৈতিক ও আইনি জটিলতায় নতুন মোড় আসবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। জামায়াতে ইসলামীর নিবন্ধন বহাল থাকলে দলটি পুনরায় সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পাবে, যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ