পিস টিভি বাংলা ফের চালুর দাবি, আইনি নোটিশ সরকারের কাছে

২০২৫ জুলাই ১৩ ১৬:০৮:৩৬
পিস টিভি বাংলা ফের চালুর দাবি, আইনি নোটিশ সরকারের কাছে

আন্তর্জাতিকভাবে পরিচিত ইসলামি বক্তা ডা. জাকির নায়েক পরিচালিত ‘পিস টিভি বাংলা’ আবারও সম্প্রচারে ফিরিয়ে আনার দাবিতে সরকারের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (১৩ জুলাই) এ বিষয়ে আইনজীবী মো. আশরাফুজ্জামান সরকারকে একটি আইনি নোটিশ পাঠান, যেখানে তিনি এই ইসলামি চ্যানেলটির সম্প্রচারের অনুমতি পুনরায় দেওয়ার অনুরোধ জানান।

ডা. জাকির নায়েক নিজেও সম্প্রতি পিস টিভি বাংলা নিয়ে মন্তব্য করেছেন। গত ১৯ আগস্ট নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, পিস টিভি বাংলা ছাড়াও ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষায় এই টিভি চ্যানেল এখনো স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারে রয়েছে। তবে ভারত ও বাংলাদেশের ক্যাবল অপারেটরদের মাধ্যমে সম্প্রচার আপাতত বন্ধ রয়েছে শুধুমাত্র ডাউনলিংকের অনুমতি না থাকায়। তিনি বলেন, বাংলাদেশে পুনরায় পিস টিভি চালুর জন্য আবেদন করা হয়েছে এবং এটি বর্তমানে অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। সরকারের অনুমতি মিললেই কয়েক দিনের মধ্যে সম্প্রচার শুরু করা সম্ভব হবে।

উল্লেখ্য, ২০১৬ সালের জুলাই মাসে ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার পর তদন্তে উঠে আসে, হামলাকারীদের একজন পিস টিভির বক্তা জাকির নায়েকের বক্তব্যে উদ্বুদ্ধ হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এরপর বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। একই সময়ে ভারতেও তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং সেখানে থেকেও পিস টিভির সম্প্রচার বন্ধ করা হয়।

বর্তমানে মালয়েশিয়ায় নির্বাসিত অবস্থায় বসবাস করছেন ডা. জাকির নায়েক। সেখানে তিনি স্থায়ীভাবে থাকার অনুমতি পেয়েছেন। তবে তাঁর ভাষ্য অনুযায়ী, পিস টিভি কখনোই পুরোপুরি বন্ধ হয়নি। এটি এখনো বিশ্বব্যাপী নির্দিষ্ট স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারে রয়েছে, শুধু নির্দিষ্ট দেশগুলোতে ডাউনলিংক সংক্রান্ত প্রশাসনিক জটিলতায় সাধারণ দর্শক সেটি দেখতে পারছেন না।

আইনি নোটিশের মাধ্যমে সম্প্রচার অনুমোদনের বিষয়টি নতুনভাবে আলোচনায় এসেছে। বিষয়টি নিয়ে সরকার কী পদক্ষেপ নেয়, তা এখন সময়ের অপেক্ষা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ