‘স্পিরিট’ বিতর্কে রাশমিকার যুক্তিপূর্ণ বার্তা

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৭ ১২:১৪:৩৩
‘স্পিরিট’ বিতর্কে রাশমিকার যুক্তিপূর্ণ বার্তা

বলিউডে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হয়ে উঠেছে নারী অভিনেত্রীদের জন্য নির্দিষ্ট শিফট ও নমনীয় কাজের সময়সূচি নির্ধারণের দাবি। এই বিতর্কে সম্প্রতি মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মন্দানা, যিনি কাজের বাস্তবতা নিয়ে সরাসরি মন্তব্য করে আলোচনাকে আরও গভীর করেছেন। বিষয়টি ঘিরে উত্তাপ বাড়ে যখন দীপিকা পাড়ুকোন ও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা-র মধ্যে আসন্ন সিনেমা ‘স্পিরিট’-এর কাজ নিয়ে মতবিরোধের কথা সামনে আসে। দীপিকা, যিনি নতুন মা হয়েছেন, নাকি কাজের সময় নিয়ে চুক্তিতে নির্দিষ্ট শর্ত রেখেছিলেন। কিন্তু ভাঙ্গার টিম সেই শর্ত মেনে নিতে না পারায় শেষ পর্যন্ত তিনি সিনেমাটি থেকে সরে দাঁড়ান।

‘মোজো স্টোরি’-তে দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে রাশমিকা বলেন, "আজ গোটা দেশ কাজের নমনীয় সময় নিয়ে আলোচনা করছে, তবে আমার মতে এটি একান্তই সংশ্লিষ্ট টিমের ভেতরের আলোচনা হওয়া উচিত। কোনটা কাকে মানায় তা টিমের মধ্যে বোঝাপড়ার বিষয়।" তিনি আরও জানান, অনেক সময় ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত শিডিউল থাকলেও শুটিং গড়াতে গড়াতে পরদিন পর্যন্ত চলে যায়—এমনকি টানা ৩৬ ঘণ্টাও কাজ করতে হয়। "২-৩ দিন ধরে একটানা কাজ করে ঘরেও ফেরা যায় না,"—এই বাস্তবতার কথাও তুলে ধরেন তিনি।

'স্পিরিট' ছবিতে দীপিকার জায়গায় এখন ত্রিপ্তি ডিমরি—যিনি সন্দীপ রেড্ডি ভাঙ্গার বিখ্যাত ছবি ‘অ্যানিম্যাল’-এ রণবীর কাপুর ও রাশমিকার সঙ্গে অভিনয় করে প্রশংসিত হন। ‘স্পিরিট’ ছিল দীপিকার প্রথম সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ছবি এবং প্রভাসের সঙ্গে প্রথম জুটি বাঁধার সুযোগ, কিন্তু সময়ের সঙ্গত কারণে সেটি আর বাস্তবায়িত হলো না।

রাশমিকা নিজে ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। অভিনয়শিল্পীদের মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখা এবং নির্মাতাদের সময়ানুবর্তিতা—এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা নিয়েই শিল্পীদের ভেতরে আলোচনা বাড়ছে। রাশমিকার মন্তব্য সেই দিকেই স্পষ্ট ইঙ্গিত দেয়—নিয়মের চেয়ে বোঝাপড়া বেশি জরুরি।

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ