এআই প্রযুক্তি ব্যবহার করে ছড়ানো হয়েছে তাসনিম জারার বিকৃত ছবি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৬ ১৭:৫৮:৪২
এআই প্রযুক্তি ব্যবহার করে ছড়ানো হয়েছে তাসনিম জারার বিকৃত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার হাফ প্যান্ট পরিহিত একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে জানা গেছে, ভাইরাল ছবিটি প্রকৃত নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে মূল ছবিটি বিকৃত করা হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে এসেছে, ডা. তাসনিমের আসল ছবি ছিল ফুল প্যান্ট পরিহিত। ‘Fariha Nishat’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ৩ জুলাই প্রকাশিত এক পোস্টে মূল ছবিটি প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় ফারিহা নিশাত এবং ডা. তাসনিম দুজনেই পূর্ণাঙ্গ প্যান্ট পরিহিত অবস্থায় রয়েছেন।

পোস্টটিতে দাবি করা হয়, তাদের মূল ছবিকে বিকৃত করে রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর উদ্দেশ্যে ভাইরাল করা হচ্ছে। পরবর্তীতে ফারিহা নিশাতের প্রোফাইল ঘেঁটে ২০২৩ সালের ৮ ডিসেম্বর প্রকাশিত ছবিটি খুঁজে পাওয়া যায়, যেটি ভাইরাল ছবির মূল সূত্র বলে ধারণা করা হচ্ছে।

দুইটি ছবির তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, পটভূমি ও অন্যান্য উপাদানে মিল থাকলেও ভাইরাল ছবিতে তাসনিম জারার পোশাকে পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে তার হাতের আঙুল বিকৃত এবং অসামঞ্জস্যপূর্ণভাবে দেখা যায়, যা সাধারণত এআই-নির্ভর সম্পাদনায় দেখা যায়।

রিউমর স্ক্যানারের তথ্য অনুযায়ী, বর্তমানে এআই প্রযুক্তির মাধ্যমে সহজেই কাউকে অসম্মানজনকভাবে উপস্থাপন করা সম্ভব। ভাইরাল ছবিটিও এমন একটি প্রযুক্তির অপব্যবহার বলে প্রতীয়মান।

বিশ্লেষণ বলছে, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি তৈরি এবং ব্যক্তিগত ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ