ভারতে আবর্জনায় জ্বলল জাতীয় পতাকা, ভাইরাল ভিডিও

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৬ ১১:১২:৪২
ভারতে আবর্জনায় জ্বলল জাতীয় পতাকা, ভাইরাল ভিডিও

ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আবর্জনার স্তূপে জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নজরে আসে প্রশাসনের। এরপর স্থানীয় পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। শনিবার (৫ জুলাই) রাতে পিটিআইয়ের বরাতে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ঘটনাটি ঘটেছে ভোপালের ওয়ার্ড ৫০-এর পৌর অফিস সংলগ্ন একটি বর্জ্য পোড়ানোর স্থানে। সেখানেই একটি আবর্জনার স্তুপের মধ্যে পড়ে থাকা জাতীয় পতাকা অন্য বর্জ্যের সঙ্গে আগুনে পুড়ে যায়।

এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। কংগ্রেসের মুখপাত্র বিবেক ত্রিপাঠীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল থানায় গিয়ে অভিযোগ দায়ের করে এবং পৌর সংস্থার কর্মীদের এই ঘটনার জন্য দায়ী করেন। বিবেক ত্রিপাঠীর দাবি, এটি নিছক দুর্ঘটনা নয় বরং প্রশাসনিক অবহেলার ফল, যা জাতীয় পতাকার মর্যাদার চরম লঙ্ঘন। একইসঙ্গে তিনি জানান, ঘটনাস্থলটি বর্জ্য পোড়ানোর একটি নির্ধারিত জায়গা এবং সেখানে পতাকা পড়ে থাকা ও তা দাহ হওয়া—এই দুই দিকেই চরম গাফিলতির প্রমাণ রয়েছে।

বিজেপির পক্ষ থেকেও সমান প্রতিক্রিয়া জানানো হয়েছে। দলটির কর্পোরেটর সুষমা ববিশা থানায় গিয়ে অভিযোগ জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তিনি বলেন, জাতীয় পতাকার অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না এবং যারা এটি করেছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া উচিত।

পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল চিহ্নিত করে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং ভিডিও বিশ্লেষণের মাধ্যমে কয়েকজনকে শনাক্ত করার চেষ্টা চলছে। কর্মকর্তারা জানান, পতাকার অবমাননার ঘটনায় ‘প্রিভেনশন অব ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্ট, ২০০২’ অনুযায়ী তিন বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড হতে পারে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, জাতীয় পতাকার সঠিক ব্যবহার ও নিষ্পত্তি নিয়ে প্রশাসনের স্পষ্ট ও কার্যকর নীতিমালা কেন নেই। নাগরিক সমাজের একাংশ বলছে, পুরনো পতাকার মর্যাদার সঙ্গে ব্যবহার ও সংগ্রহের বিষয়ে নির্দিষ্ট তদারকি না থাকায় এ ধরনের অপমানজনক ঘটনা প্রায়ই ঘটে। ভোপালের এই ঘটনার পর সমাজ ও প্রশাসন উভয়ের পক্ষ থেকেই আরো সচেতন, দায়িত্বশীল ও কাঠামোগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ