চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফেরা ফ্লাইট আটকে, ভোগান্তিতে ৪০০ যাত্রী

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৫ ১২:০০:৫৮
চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফেরা ফ্লাইট আটকে, ভোগান্তিতে ৪০০ যাত্রী

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হজ পালন শেষে মদিনা থেকে ফেরত আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রানওয়েতে আটকে পড়েছে। এতে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। উড়োজাহাজটিতে প্রায় ৪০০ যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই হজযাত্রী ও প্রবাসী।

আজ শনিবার (৬ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৩৮ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর প্রবল বৃষ্টির মধ্যে ইউটার্ন নেওয়ার সময় ফ্লাইটটি রানওয়ের মাঝপথে আটকে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উড়োজাহাজে থাকা যাত্রী দোস্ত মোহাম্মদ প্রথম আলোকে জানান, “রাত সাড়ে ১১টায় মদিনা থেকে উড্ডয়ন করে ফ্লাইটটি। সকাল সোয়া ৯টায় অবতরণ করে। এরপর থেকেই আমরা উড়োজাহাজে বসে আছি। দুই ঘণ্টা পার হলেও নামতে পারিনি।”

এ বিষয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র ও প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, “রানওয়ের ২৩ নম্বর প্রান্তে গিয়ে উড়োজাহাজটি যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়ে। দ্রুততম সময়ের মধ্যে উড়োজাহাজটি সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট টিম কাজ করছে।”

ঘটনার ফলে বিমানবন্দরের অন্যান্য ফ্লাইট পরিচালনায় সাময়িক বিঘ্ন ঘটেছে। বিকল্প ব্যবস্থায় পরবর্তী ফ্লাইটগুলোর সূচি নির্ধারণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ