চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফেরা ফ্লাইট আটকে, ভোগান্তিতে ৪০০ যাত্রী

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৫ ১২:০০:৫৮
চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফেরা ফ্লাইট আটকে, ভোগান্তিতে ৪০০ যাত্রী

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হজ পালন শেষে মদিনা থেকে ফেরত আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রানওয়েতে আটকে পড়েছে। এতে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। উড়োজাহাজটিতে প্রায় ৪০০ যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই হজযাত্রী ও প্রবাসী।

আজ শনিবার (৬ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৩৮ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর প্রবল বৃষ্টির মধ্যে ইউটার্ন নেওয়ার সময় ফ্লাইটটি রানওয়ের মাঝপথে আটকে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উড়োজাহাজে থাকা যাত্রী দোস্ত মোহাম্মদ প্রথম আলোকে জানান, “রাত সাড়ে ১১টায় মদিনা থেকে উড্ডয়ন করে ফ্লাইটটি। সকাল সোয়া ৯টায় অবতরণ করে। এরপর থেকেই আমরা উড়োজাহাজে বসে আছি। দুই ঘণ্টা পার হলেও নামতে পারিনি।”

এ বিষয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র ও প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, “রানওয়ের ২৩ নম্বর প্রান্তে গিয়ে উড়োজাহাজটি যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়ে। দ্রুততম সময়ের মধ্যে উড়োজাহাজটি সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট টিম কাজ করছে।”

ঘটনার ফলে বিমানবন্দরের অন্যান্য ফ্লাইট পরিচালনায় সাময়িক বিঘ্ন ঘটেছে। বিকল্প ব্যবস্থায় পরবর্তী ফ্লাইটগুলোর সূচি নির্ধারণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


চট্টগ্রামে যানজট নিরসনে মনোরেল প্রকল্প, ফিল্ড সার্ভে শুরু

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৯:৩৯:৪৮
চট্টগ্রামে যানজট নিরসনে মনোরেল প্রকল্প, ফিল্ড সার্ভে শুরু
মনোরেল এক চাকার ট্রেন, এক চাকার ওপরই চলে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের যানজট নিরসনে মনোরেল প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ফিল্ড সার্ভে বা মাঠ পর্যায়ের জরিপ শুরু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে এই প্রকল্পের ফিল্ড সার্ভে শুরু হয়। এর পর পূর্ণাঙ্গ সম্ভাব্যতা যাচাই শেষে মূল নির্মাণ কাজ শুরু হবে।

‘বাণিজ্যিক রাজধানীর জন্য মনোরেল অপরিহার্য’

এ উপলক্ষে সোমবার দুপুরে টাইগারপাস্থ চসিক কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছে প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং আরব কন্ট্রাক্টরস ও ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের প্রধান প্রতিনিধি কাউসার আলম চৌধুরী।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রাম শহরকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং আন্তর্জাতিক বাণিজ্যের হাব হিসেবে গড়ে তুলতে হলে যানজট ও পরিবহন সংকটের সমাধান করতে হবে। এ জন্য মনোরেল একটি আধুনিক ও পরিবেশবান্ধব সমাধান।” তিনি জানান, মনোরেল নির্মাণের জন্য ইতিমধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষে প্রকল্পটি সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত তৈয়বকে। বিডাসহ সব সংস্থার সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।


চট্টগ্রাম বন্দরে নিলামের দেড় কোটি টাকার কাপড় উধাও

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৯:২৮:২৯
চট্টগ্রাম বন্দরে নিলামের দেড় কোটি টাকার কাপড় উধাও
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দর থেকে নিলামে কেনা দেড় কোটি টাকার কাপড়সহ দুটি কনটেইনার উধাওয়ের ঘটনায় তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৮ সেপ্টেম্বর) দুদকের একটি দল বন্দরের চেয়ারম্যান, কাস্টম হাউসের কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে।

গ্রাহকদের অভিযোগ

দুদক সূত্র জানায়, গত ফেব্রুয়ারিতে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম থেকে প্রায় ২৭ টন কাপড় ৮৫ লাখ টাকায় কেনেন শাহ আমানত ট্রেডিংয়ের মালিক সেলিম রেজা। মূল্য, শুল্ককর ও চার্জ মিলিয়ে তিনি মোট ১ কোটি ৭ লাখ টাকা পরিশোধ করেন। কিন্তু ২৬ ফেব্রুয়ারি ট্রাক নিয়ে বন্দরের ইয়ার্ডে গেলে দিনভর খোঁজাখুঁজির পর তাকে জানানো হয় কনটেইনারটি নেই। সাত মাস ধরে তার কোটি টাকা আটকে আছে।

একই ধরনের অভিযোগ করেছেন বিডার ইয়াকুব চৌধুরীর পার্টনার তপন সিংহ। তিনি অন্য এক নিলাম থেকে কাপড়ের কনটেইনার খালাস করতে গেলে সেটিরও খোঁজ মেলেনি। তিনি ৪২ লাখ টাকা জমা দিয়েছিলেন কাস্টম হাউসে।

দুদকের সহকারী কমিশনার সৈয়দ ইমরান বলেন, “দুজন বিডার নিলামে পণ্য কিনেছেন। সব চার্জ পরিশোধ করে ডেলিভারির জন্য গেলে জানানো হয় কনটেইনারগুলো নেই। তারা এখনো পণ্য বা টাকা ফেরত পাননি। বিষয়টি খতিয়ে দেখতে এসেছি।”

দুদকের অবস্থান

দুদক কর্মকর্তা সৈয়দ ইমরান বলেন, “এটি স্বাভাবিক কোনো বিষয় নয়। গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।” জানা গেছে, এই ঘটনা নিয়ে বন্দর কর্তৃপক্ষও একটি তদন্ত কমিটি গঠন করেছে, যার প্রধান পরিচালক (নিরাপত্তা)।


ট্টগ্রামের বোয়ালখালীতে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২০ ১৭:৪৬:১৯
ট্টগ্রামের বোয়ালখালীতে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার
ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রামের বোয়ালখালীতে বিরল প্রজাতির একটি ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামের একটি বসতবাড়ির পাশ থেকে অজগরটি উদ্ধার করা হয়।

জালে আটকে ছিল অজগরটি

ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য মো. আমির হোসাইন শাওন এই ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বসতবাড়ির পাশের একটি জালে সাপটি আটকা পড়েছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা জাল কেটে অজগরটিকে উদ্ধার করি।” তিনি জানান, এটি বার্মিজ প্রজাতির একটি অজগর, যার দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন আনুমানিক ৮-৯ কেজি।

সুস্থ করে জঙ্গলে অবমুক্ত করা হবে

শাওন আরও বলেন, “দীর্ঘ সময় জালে আটকে থাকার কারণে সাপটি কিছুটা আঘাত পেয়েছে। এটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করার পর জঙ্গলে অবমুক্ত করা হবে।”


আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসতে কোনো আপত্তি নেই: হুম্মাম কাদের

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২০ ১২:৪৪:২৫
আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসতে কোনো আপত্তি নেই: হুম্মাম কাদের
ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, যারা আগে আওয়ামী লীগ করতেন এবং এখন বিএনপিতে যোগ দিতে চান, তাদের আসা নিয়ে কোনো আপত্তি নেই, তবে দলে যোগ দেওয়ার আগে বিএনপি নেতাদের ওপর করা অত্যাচারের জন্য ক্ষমা চেয়ে নিতে হবে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক জনসভায় তিনি এই কথা বলেন।

‘হাইব্রিড’ নিয়ে হাসি-ঠাট্টা নয়

হুম্মাম কাদের চৌধুরী বলেন, ৩১ দফা বাস্তবায়ন করতে হলে বিএনপিকে মন বড় করে ক্ষমা করতে পারার প্রমাণ দিতে হবে। যারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসার চেষ্টা করছে, তাদের নিয়ে হাসি-ঠাট্টা না করে তাদের স্বাগত জানানো উচিত। তিনি বলেন, “আমাদের মুসলমান হিসেবে দায়িত্ব মাফ করা।”

তিনি অভিযোগ করেন, ১৬ বছর ধরে অনেককে আওয়ামী লীগকে চাঁদা দিয়ে জীবিত থাকতে হয়েছে। দেশের দ্বিতীয়বার স্বাধীনতা আসার পরও বিএনপির নাম ভাঙিয়ে এখন অনেকে চাঁদা আদায় করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তারেক রহমানের ঘোষণা অনুযায়ী, দলের নাম ভাঙিয়ে যারা এই ধরনের কাজ করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি দুবার ভাববেন না।

‘দলে গ্রুপিং চলবে না’

হুম্মাম কাদের চৌধুরী বলেন, আওয়ামী লীগকে মোকাবিলা করার জন্য বিএনপিকে সংগঠনকে শক্তিশালী করতে হবে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের কিছু লোক এখনও বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে এবং তারা ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্রের ফাঁদে পড়ে বিএনপির কিছু নেতাকর্মী দলে গ্রুপিং তৈরি করছে। তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, “আপনারা যদি বেগম জিয়া, তারেক রহমানকে ভালোবেসে থাকেন এবং জিয়া পরিবারকে বিশ্বাস করে থাকেন, তাহলে জিয়া পরিবারের দেওয়া সিদ্ধান্ত মেনে নিতে হবে।”

ব্যক্তিগত প্রসঙ্গ ও ওয়াদা

নিজের প্রসঙ্গে বলতে গিয়ে হুম্মাম কাদের চৌধুরী জানান, যখন তাকে এই দলের নির্বাহী কমিটির সদস্য করা হয়, তখন তিনি ‘আয়নাঘরে’ ছিলেন। এই সম্মান তাকে তারেক রহমান দিয়েছেন এবং তিনি সম্মানের সঙ্গে এই দায়িত্ব পালন করার চেষ্টা করছেন। তিনি তার বাবার প্রসঙ্গে বলেন, তার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী বলে গিয়েছেন, তার জন্ম রাউজানে হলেও রাঙ্গুনিয়ায় যেন তাকে মাটি দেওয়া হয়। তিনি জানান, রাঙ্গুনিয়ার মানুষ তাকে নিজেদের সন্তান মনে করতেন।

তিনি ওয়াদা করে বলেন, জিয়া পরিবার রাঙ্গুনিয়ার বিষয়ে যে সিদ্ধান্ত দেবে, তা তিনি মেনে নেবেন এবং যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করবেন। তিনি আশা করেন, বাকি যারা মনোনয়ন চাচ্ছেন, তারাও একই ধরনের ওয়াদা করবেন। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্যকে সংসদে পাঠাতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

জনসভায় রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শওকত আলী নূরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


পিআর পদ্ধতি ভারতের নীলনকশার অংশ: সরওয়ার আলমগীর

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২০ ১১:২৬:৩২
পিআর পদ্ধতি ভারতের নীলনকশার অংশ: সরওয়ার আলমগীর
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর অভিযোগ করেছেন, চরমোনাই পীর শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে ৩০০ আসনে প্রার্থী দিয়েছিলেন এবং এখন তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

‘জামায়াত ও চরমোনাইয়ের বিষ আওয়ামী লীগের চেয়েও বেশি’

সরওয়ার আলমগীর বলেন, বিগত এক বছরে জামায়াত যে হারে চাঁদাবাজি করেছে, তা নির্বাচন হলে বন্ধ হয়ে যাবে। তাই তারা ভোট বানচাল করতে মরিয়া হয়ে উঠেছে। তিনি আরও বলেন, “১৭ বছর আওয়ামী লীগের যে বিষ দেশবাসী দেখেছে, বিগত ১ বছরে তার চেয়েও বেশি বিষ দেখিয়েছে জামায়াতে ইসলামী ও চরমোনাই পীরের দল। সন্ত্রাস ও চাঁদাবাজের দলে পরিণত হয়েছে জামায়াত ও চরমোনাই পীরের দল, অথচ তারা উল্টো বিএনপির দিকে আঙুল তুলে কথা বলে।”

‘ভারতের ফাঁদে পা দিয়েছে জামায়াত’

এর আগে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ফটিকছড়িতে একটি উঠান বৈঠকে সরওয়ার আলমীর বলেছিলেন, “ভারতের দিল্লি মুলা ঝুলিয়ে দিয়েছে জামায়াতে ইসলামীর সামনে। তারা ভারতের ফাঁদে পা দিয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি—সব ভারতের নীলনকশার অংশ।”

স্থানীয় চুরখাঁরহাট বাজারে আয়োজিত ওই সমাবেশে পৌর বিএনপির সদস্য এস এম সফিউল আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।


চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব ১৩ পরিবার

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৯ ১১:২৭:৫২
চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব ১৩ পরিবার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পশ্চিম গুজরা ইউনিয়নের বণিকপাড়ায় এ ঘটনা ঘটে। এতে প্রায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

যেভাবে ঘটলো অগ্নিকাণ্ড

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় শিক্ষক সিদুল কান্তি ধর জানান, সন্ধ্যায় একটি গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে রাউজান ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই ১৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

ভস্মীভূত সবকিছু

আগুনে যেসব পরিবারের ঘর পুড়েছে, তাদের মধ্যে রয়েছেন—হারাধন ধর, প্রদীপ ধর, বিশু ধর, কৃষ্ণ পদ ধর, লিটন ধর, টিটন ধর, অখিল ধর, কার্তিক ধর, কাঞ্চন ধর, মিলন ধর, পরিমল ধর, বাবুল ধর এবং শ্যামল ধর।

ক্ষতিগ্রস্তরা জানান, আকস্মিক এই অগ্নিকাণ্ডের কারণে তারা ঘরের কোনো মালামালই বের করতে পারেননি। নগদ অর্থ, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ সবকিছু আগুনে ভস্মীভূত হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ ও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

এলাকাবাসী অসহায় হয়ে পড়া এই পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসন ও আর্থিক সহায়তার জন্য প্রশাসন এবং সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স সার্ভিসের ইনচার্জ সামশুল আলম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।


নিষিদ্ধ দলের লোকজনকে বাসা ভাড়া নয়, চট্টগ্রামে পুলিশের মাইকিং

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৮ ১২:২৭:২৪
নিষিদ্ধ দলের লোকজনকে বাসা ভাড়া নয়, চট্টগ্রামে পুলিশের মাইকিং
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত দলের কোনো সদস্যকে বাসা বা ফ্ল্যাট ভাড়া না দেওয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) মাইকিং করে এই বার্তা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভিডিওতে দেখা যায়, একজন যুবক একটি সিএনজি অটোরিকশায় করে মাইকিং করছেন। তিনি বলছেন, “সকল বাড়ির মালিককে জানানো যাচ্ছে, কর্ণফুলী থানা এলাকায় নতুন কেউ ভাড়াটিয়া ভাড়া নিতে এলে, সেই ভাড়াটিয়ার ভোটার আইডি কার্ডসহ অন্যান্য ডকুমেন্টস আগে থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না। যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধ ঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয়, তাহলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে। নির্দেশক্রমে সিএমপি, কর্ণফুলী থানা।”

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেছেন, এই আহ্বানের মাধ্যমে সরকার কর্তৃক নিষিদ্ধ সব সংগঠনকে বোঝানো হয়েছে। কোনো নির্দিষ্ট সংগঠনকে ইঙ্গিত করা হয়নি।


অন্তর্বর্তী সরকারের ‘গায়েবানা জানাজা’ পড়লেন চুয়েট শিক্ষার্থীরা

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৭ ২১:২১:৫২
অন্তর্বর্তী সরকারের ‘গায়েবানা জানাজা’ পড়লেন চুয়েট শিক্ষার্থীরা
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা প্রকৌশল খাতে বৈষম্য দূরীকরণ এবং মেধাভিত্তিক নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ বুধবার বিকেল পাঁচটা থেকে চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকায় শুরু হওয়া এই কর্মসূচিতে শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের প্রতীকী গায়েবানা জানাজা পড়েন।

জানাজা শেষে শিক্ষার্থীরা এক ঘণ্টার জন্য অবস্থান কর্মসূচি স্থগিত রাখেন। তারা জানান, কেন্দ্রীয় পর্যায়ে আলোচনার সুযোগ তৈরি করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ ও দাবি

শিক্ষার্থীরা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর মেধার ভিত্তিতে নিয়োগের কথা থাকলেও প্রকৌশল খাতে এখনো কোটা ও সিন্ডিকেটের মাধ্যমে অযোগ্যদের আধিপত্য বজায় আছে। এতে মেধাবী বিএসসি ডিগ্রিধারী প্রকৌশলীরা বঞ্চিত হচ্ছেন।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সাঈদ আফ্রিদি অভিযোগ করে বলেন, “ডিপ্লোমা ডিগ্রিধারীরা অবৈধভাবে দশম গ্রেড দখল করেছে। শুধু দশম গ্রেডেই নয়, লবিংয়ের মাধ্যমে নবম গ্রেডেও ৭০ থেকে ৮০ শতাংশ পদ দখল করে রেখেছে।” তিনি বলেন, তারা চান ২৪-পরবর্তী বাংলাদেশে কোনো কোটা থাকবে না এবং সকল নিয়োগ মেধার ভিত্তিতে হবে।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাবাবা তামান্না বলেন, “যোগ্য বিএসসি ইঞ্জিনিয়াররা পদে বসতে পারছেন না। অথচ অযোগ্যরা গুরুত্বপূর্ণ পদে বসে দেশের জন্য ক্ষতিকর সিদ্ধান্ত নিচ্ছেন।”

শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি তুলে ধরেন:

১. শুধুমাত্র ডিপ্লোমা পাসধারীদের ‘ডিপ্লোমা’ হিসেবে সম্বোধন করতে হবে, ‘ইঞ্জিনিয়ার’ নয়।

২. বিএসসি পরীক্ষা ছাড়া কেউ নবম গ্রেডে যেতে পারবে না।

৩. দশম গ্রেডের পদ সকলের জন্য উন্মুক্ত করতে হবে এবং পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে।

শিক্ষার্থীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন।

সাধারণ মানুষের ভোগান্তি

শিক্ষার্থীদের এই আন্দোলন কর্মসূচির কারণে শহরের ২ নম্বর গেটসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরুদ্ধ হয়ে যায়, এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। অফিস ছুটির সময় হওয়ায় অফিস ফেরত মানুষজন সীমাহীন যানজটে আটকে পড়েন।

ভুক্তভোগী কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষার্থীরা আন্দোলন করুক কিন্তু সাধারণ মানুষকে জিম্মি করে কেন? এই দেশে কি কোনো আইন নেই? প্রতিবারই দেখা যায় কোনো দাবি আদায়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে নানা কর্মসূচি পালন করা হয়।”

/আশিক


 ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি: হাটহাজারীতে চাঞ্চল্য

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২০ ২১:১৪:৪৭
 ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি: হাটহাজারীতে চাঞ্চল্য
চট্টগ্রামের হাটহাজারীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলির চিত্র। ছবি : কালবেলা

চট্টগ্রামের হাটহাজারীতে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে না পাওয়ায় এক ইটভাটা ও আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের মালিকের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি করেছে চার যুবক। বুধবার (২০ আগস্ট) দুপুরের দিকে উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামে ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমের বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে দুটি মোটরসাইকেলে করে ছয় অজ্ঞাতনামা অস্ত্রধারী যুবক জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে আসে। পরে চারজন সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে বাড়ির দোতলা লক্ষ্য করে পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি করে দ্রুত চলে যায়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজীজ জানান, ওই ব্যবসায়ী জানিয়েছেন, ১৫ দিন আগে একটি বিদেশি নম্বর থেকে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা চেয়ে ফোন এসেছিল। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তা তারেক আজীজ আরও জানান, সিসিটিভি ফুটেজে কয়েকজন আসামিকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য কাজ শুরু হয়েছে। তিনি তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেননি।

পুলিশ জানায়, বাড়ির দোতলার বারান্দার কাছে দুটি গুলির চিহ্ন দেখা গেছে। নিচে ৯টি গুলির খোসা এবং একটি তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

/আশিক

পাঠকের মতামত: