বলিউড

বলিউড তারকাদের ঝলমলে ফ্যাশনে আধুনিকতার ছাপ

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৫ ১১:৩৭:৩৭
বলিউড তারকাদের ঝলমলে ফ্যাশনে আধুনিকতার ছাপ

বলিউডের ফ্যাশন মঞ্চে নতুনমাত্রা যোগ করছেন একঝাঁক অভিনেত্রী, যাঁদের প্রতিটি স্টাইল স্টেটমেন্ট এখন ট্রেন্ডসেটিং উদাহরণ। আধুনিক, সাহসী ও নান্দনিক ফ্যাশনের ছোঁয়ায় তাঁরা যেন প্রতিবারই রেড কার্পেটে বোল্ড অথচ রুচিশীল সৌন্দর্যের নিদর্শন হয়ে উঠছেন।

ত্রিপ্তি ডিমরি ফ্যাশনের ভাষায় আবারও এক ধাপ এগিয়ে গেলেন। তিনি নজরকাড়া এক কালো বডিপিসে ধরা দিলেন, যেখানে গলার কাছ থেকে স্তন পর্যন্ত বক্ররেখায় জড়িয়ে থাকা ক্রস ডিজাইনের অলঙ্করণ ছিল প্রধান আকর্ষণ। পোশাকটিতে ডান উরু থেকে বাম গোড়ালি পর্যন্ত একটি তীক্ষ্ণ তির্যক কাটিং আলাদা মাত্রা এনেছে। 'অ্যানিমাল' খ্যাত এই অভিনেত্রী তাঁর চুল স্টাইল করেছেন ওয়েট-লুক গ্ল্যামে, সঙ্গে ছিল ঝলমলে গহনার হালকা ছোঁয়া।

পূজা হেগড়ে যেন নিজেই ‘চিক স্টাইল’-এর সংজ্ঞা হয়ে উঠেছেন। ‘রেট্রো’ অভিনেত্রী একটি স্যাটিন টেক্সচারের ক্রপড শার্ট পরেছিলেন, যার সঙ্গে ছিল বিপরীত রঙের ফিগার-হাগিং স্কার্ট ও নিচের অংশে বিশাল ফ্লেয়ার। তাঁর ঘন বিনুনিতে মোহময়তা যোগ করেছে মুখ ছোঁয়া কিছু আলগা চুল। সাজে সবটুকু নজর যেন পড়ে শুধু পোশাকেই, তাই কেবল সবুজ ঝোলানো দুলেই শেষ করেন অলংকারচর্চা।

খুশি কাপুর এক স্বপ্নময় রূপে ধরা দিলেন সোনালি গাউন পরে। গাউনের পুরো গায়ে ছিল ঝকমকে অলঙ্করণ, অফ-শোল্ডার ডিজাইন এবং কোমর থেকে বুক পর্যন্ত প্লিটেড কারুকাজ। উরুতে সাহসী স্লিট গাউনটির আবেদন বহুগুণ বাড়িয়ে দেয়। ঢেউখেলানো চুলে ও একটি ছোট হ্যান্ডব্যাগ আর আধুনিক গহনায় সম্পূর্ণ হয় তাঁর উপস্থিতি।

অনন্যা পান্ডে বরাবরের মতো এবারও সমকালীন ফ্যাশনের মাপকাঠিতে উত্তীর্ণ। তিনি পরেছিলেন এক নিখুঁতভাবে শরীরজোড়া দেওয়া কালো পোশাক, যার কোমরের কাছে ছিল আকর্ষণীয় গিঁট এবং পাশে হালকা স্লিট। ঢেউ খেলানো খোলা চুল ও ন্যূনতম গহনা অনন্যার সহজ অথচ স্টাইলিশ লুককে আরও উজ্জ্বল করে তোলে।

মেধা শংকর প্রমাণ করলেন, ‘ব্ল্যাক অন ব্ল্যাক’ কখনোই ব্যর্থ হয় না। তিনি কালো করসেটের সঙ্গে পরেছিলেন কালো প্যান্ট—যা একসঙ্গে শক্তি ও নারীত্বের প্রতীক হয়ে ওঠে। ঝরঝরে র‍্যাফল ওয়েভ চুলে ছিল বোহো ছোঁয়া, এবং একেবারেই কোনো গহনা না পরে নিজের পোশাকটিকেই কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন।

মৃণাল ঠাকুর আবারও সংজ্ঞা দিলেন ‘পাওয়ার ড্রেসিং’-এর। তাঁর পরনে ছিল স্লিম-ফিট কালো গাউন, যার গলা ও বুকের কাছে সোনালি ঢেউখেলানো প্যাটার্ন নজরকাড়া। তিনি সোজা চুল ও ঝুলন্ত কানের দুলে নিজের লুককে করেছেন তীক্ষ্ণ ও দারুণ আত্মবিশ্বাসী।

এই সব অভিনেত্রীদের ভিন্ন ভিন্ন স্টাইল যেন আজকের বলিউডের বহুমাত্রিক ফ্যাশনভাষার প্রতিচ্ছবি—যেখানে সৌন্দর্য, সাহসিকতা এবং স্টেটমেন্ট চলে একসাথে।

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ