বলিউড
বলিউড তারকাদের ঝলমলে ফ্যাশনে আধুনিকতার ছাপ

বলিউডের ফ্যাশন মঞ্চে নতুনমাত্রা যোগ করছেন একঝাঁক অভিনেত্রী, যাঁদের প্রতিটি স্টাইল স্টেটমেন্ট এখন ট্রেন্ডসেটিং উদাহরণ। আধুনিক, সাহসী ও নান্দনিক ফ্যাশনের ছোঁয়ায় তাঁরা যেন প্রতিবারই রেড কার্পেটে বোল্ড অথচ রুচিশীল সৌন্দর্যের নিদর্শন হয়ে উঠছেন।
ত্রিপ্তি ডিমরি ফ্যাশনের ভাষায় আবারও এক ধাপ এগিয়ে গেলেন। তিনি নজরকাড়া এক কালো বডিপিসে ধরা দিলেন, যেখানে গলার কাছ থেকে স্তন পর্যন্ত বক্ররেখায় জড়িয়ে থাকা ক্রস ডিজাইনের অলঙ্করণ ছিল প্রধান আকর্ষণ। পোশাকটিতে ডান উরু থেকে বাম গোড়ালি পর্যন্ত একটি তীক্ষ্ণ তির্যক কাটিং আলাদা মাত্রা এনেছে। 'অ্যানিমাল' খ্যাত এই অভিনেত্রী তাঁর চুল স্টাইল করেছেন ওয়েট-লুক গ্ল্যামে, সঙ্গে ছিল ঝলমলে গহনার হালকা ছোঁয়া।
পূজা হেগড়ে যেন নিজেই ‘চিক স্টাইল’-এর সংজ্ঞা হয়ে উঠেছেন। ‘রেট্রো’ অভিনেত্রী একটি স্যাটিন টেক্সচারের ক্রপড শার্ট পরেছিলেন, যার সঙ্গে ছিল বিপরীত রঙের ফিগার-হাগিং স্কার্ট ও নিচের অংশে বিশাল ফ্লেয়ার। তাঁর ঘন বিনুনিতে মোহময়তা যোগ করেছে মুখ ছোঁয়া কিছু আলগা চুল। সাজে সবটুকু নজর যেন পড়ে শুধু পোশাকেই, তাই কেবল সবুজ ঝোলানো দুলেই শেষ করেন অলংকারচর্চা।
খুশি কাপুর এক স্বপ্নময় রূপে ধরা দিলেন সোনালি গাউন পরে। গাউনের পুরো গায়ে ছিল ঝকমকে অলঙ্করণ, অফ-শোল্ডার ডিজাইন এবং কোমর থেকে বুক পর্যন্ত প্লিটেড কারুকাজ। উরুতে সাহসী স্লিট গাউনটির আবেদন বহুগুণ বাড়িয়ে দেয়। ঢেউখেলানো চুলে ও একটি ছোট হ্যান্ডব্যাগ আর আধুনিক গহনায় সম্পূর্ণ হয় তাঁর উপস্থিতি।
অনন্যা পান্ডে বরাবরের মতো এবারও সমকালীন ফ্যাশনের মাপকাঠিতে উত্তীর্ণ। তিনি পরেছিলেন এক নিখুঁতভাবে শরীরজোড়া দেওয়া কালো পোশাক, যার কোমরের কাছে ছিল আকর্ষণীয় গিঁট এবং পাশে হালকা স্লিট। ঢেউ খেলানো খোলা চুল ও ন্যূনতম গহনা অনন্যার সহজ অথচ স্টাইলিশ লুককে আরও উজ্জ্বল করে তোলে।
মেধা শংকর প্রমাণ করলেন, ‘ব্ল্যাক অন ব্ল্যাক’ কখনোই ব্যর্থ হয় না। তিনি কালো করসেটের সঙ্গে পরেছিলেন কালো প্যান্ট—যা একসঙ্গে শক্তি ও নারীত্বের প্রতীক হয়ে ওঠে। ঝরঝরে র্যাফল ওয়েভ চুলে ছিল বোহো ছোঁয়া, এবং একেবারেই কোনো গহনা না পরে নিজের পোশাকটিকেই কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন।
মৃণাল ঠাকুর আবারও সংজ্ঞা দিলেন ‘পাওয়ার ড্রেসিং’-এর। তাঁর পরনে ছিল স্লিম-ফিট কালো গাউন, যার গলা ও বুকের কাছে সোনালি ঢেউখেলানো প্যাটার্ন নজরকাড়া। তিনি সোজা চুল ও ঝুলন্ত কানের দুলে নিজের লুককে করেছেন তীক্ষ্ণ ও দারুণ আত্মবিশ্বাসী।
এই সব অভিনেত্রীদের ভিন্ন ভিন্ন স্টাইল যেন আজকের বলিউডের বহুমাত্রিক ফ্যাশনভাষার প্রতিচ্ছবি—যেখানে সৌন্দর্য, সাহসিকতা এবং স্টেটমেন্ট চলে একসাথে।
-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক
জাল টাকার শিকার রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাসের ভালোবাসার পরশ
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করে জাল টাকা পেয়ে প্রতারিত হওয়া বৃদ্ধ রইস উদ্দিন ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন। আর তার আমন্ত্রণে চিত্রনায়িকা অপু বিশ্বাস মঙ্গলবার (১৯ আগস্ট) তার গ্রামের বাড়িতে যান।
অপু বিশ্বাসের ফেসবুক আইডি থেকে করা এক লাইভে দেখা যায়, অপু বিশ্বাস রইস উদ্দিনের বাড়িতে প্রবেশ করছেন এবং রইস উদ্দিন তাকে অভ্যর্থনা জানাচ্ছেন। এ সময় আশেপাশে বহু উৎসুক জনতা ভিড় করে।
লাইভের ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘রইস উদ্দিন চাচার সাথে সাক্ষাৎ।’ বহু ভক্ত ও অনুরাগী অপুর এই লাইভে মন্তব্য করে তাদের ভালোবাসা ও শুভেচ্ছা জানান।
কোরবানি ঈদে নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের বৃদ্ধ রইস উদ্দিন আলোচনায় আসেন। উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করতে এসে তিনি ১ লাখ ২৩ হাজার টাকা পান, যার মধ্যে ১ লাখ ২১ হাজার টাকাই ছিল জাল নোট। এই প্রতারণার শিকার হয়ে অসহায় রইস উদ্দিনের কান্না সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বহু মানুষের হৃদয় ছুঁয়ে যায়।
প্রথমে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নামক একটি সংগঠন তার পাশে দাঁড়ায় এবং তাকে নগদ ৫০ হাজার টাকা সহায়তা করে। পরবর্তীতে অপু বিশ্বাসের অর্থায়নে এবং উক্ত ফাউন্ডেশনের উদ্যোগে গত ২৫ জুলাই রইস উদ্দিন ওমরাহ পালনের জন্য সৌদি আরব যান।
/আশিক
কানাডার মন্ট্রিয়েলে ফোবানা সম্মেলনে মঞ্চ মাতাবেন জায়েদ খান
চিত্রনায়ক জায়েদ খান প্রথমবারের মতো ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) সম্মেলনে পারফর্ম করতে যাচ্ছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেতা।
কানাডার মন্ট্রিয়েলে তিন দিনব্যাপী ফোবানা সম্মেলনটি আগামী ২৯-৩১ আগস্ট অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে জায়েদ খান ৩১ আগস্ট পারফর্ম করবেন।
জায়েদ খান জানান, ‘২৯তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৯-৩১ আগস্ট। এটি একটি বড় আয়োজন। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা সম্মানের। আরও অনেক নামকরা শিল্পী এখানে পারফর্ম করবেন। গান হবে, নাচ হবে সেই সঙ্গে সবার সঙ্গে আড্ডাও হবে।’
জানা গেছে, উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সবচেয়ে বড় এই সংগঠনের সম্মেলনের সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ে নিউ ইয়র্কে যান জায়েদ খান এবং এরপর থেকে সেখানেই অবস্থান করছেন। সেখানে তিনি বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করছেন। এছাড়াও, নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-তে উপস্থাপক হিসেবেও তাকে দেখা যাচ্ছে।
/আশিক
সৌন্দর্যের মাপকাঠিতে নিজেকে মাপেননি: দুরেফিশান সেলিমের সাহসী মন্তব্য
বিনোদন জগতে টিকে থাকার জন্য শারীরিক গড়ন ঠিক রাখার যে চাপ থাকে, তাকে বুড়ো আঙুল দেখিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, তার কাছে ফিটনেস মানে কেবল রোগা থাকা নয়, বরং ভেতর থেকে সুস্থ এবং আত্মবিশ্বাসী থাকা।
সাক্ষাৎকারে দুরেফিশান বলেন, ‘আমি কখনোই মনে করিনি যে, ইন্ডাস্ট্রির জন্য আমাকে নিজেকে বদলাতে হবে। আমার চেহারা বা ফিগার নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু আমার আত্মবিশ্বাস কখনো নড়বড়ে হয়নি।’
তিনি জানান, শোবিজে টিকে থাকা তার জন্য সহজ ছিল না। সহকর্মীদের কাছ থেকে নানা কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে। তবুও তিনি নিজের প্রতি সৎ ছিলেন এবং তথাকথিত সৌন্দর্যের মাপকাঠিতে নিজেকে মাপেননি। তার মতে, পাকিস্তানের বেশিরভাগ নারীর গঠন তার মতোই, তাই তিনি চান তার চরিত্রগুলো যেন বাস্তব জীবনের নারীদের প্রতিচ্ছবি হয়।
দুরেফিশান আরও বলেন, ‘অনেকেই আমাকে বলেন, আমাকে নাকি অভিনেত্রীর মতো লাগে না, বরং সাধারণ নারীর মতো দেখায়। এটা শুনে মনে হয় আমি ঠিক পথে আছি। দর্শকরা নিজেদের প্রতিচ্ছবি পর্দায় দেখতে পান—এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।’
তিনি প্রশ্ন রাখেন, ‘নাটকে আমরা সব ধরনের প্রেমের গল্প দেখাই, কিন্তু অভিনেত্রীদের কেন এক নির্দিষ্ট ছাঁচে ফেলা হয়?’ তবে তিনি জানান, শৈশব থেকেই পরিবার থেকে পাওয়া ইতিবাচক পরিবেশ তাকে এসব চাপ থেকে দূরে রেখেছে।
দুরেফিশানের এই সাহসী মন্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে। তার কথায় অনেক নারীই নিজেদের জীবনের প্রতিফলন খুঁজে পাচ্ছেন। তার বক্তব্য স্পষ্ট—সৌন্দর্য কোনো নির্দিষ্ট ফিগারে সীমাবদ্ধ নয়, বরং আত্মবিশ্বাসই সবচেয়ে আকর্ষণীয় গুণ।
/আশিক
এবার বিশ্বমঞ্চে হানিয়া আমির,পাকিস্তানের জন্য গৌরবের নতুন অধ্যায়
বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের তালিকায় তৃতীয় স্থান দখল করে বিশ্বমঞ্চে পাকিস্তানের জন্য নতুন গৌরব বয়ে এনেছেন অভিনেত্রী হানিয়া আমির। মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) ২০২৫ সালের এই মর্যাদাপূর্ণ তালিকাটি প্রকাশ করেছে।
এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন মার্কিন অভিনেত্রী ম্যাকেনা গ্রেস, যিনি ‘গিফটেড’ ও ‘গোস্টবাস্টারস : আফটারলাইফ’-এর মতো সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত। ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে পঞ্চম স্থানে আছেন কৃতি স্যানন। চীনের জনপ্রিয় তারকাদের মধ্যে দিলরাবা দিলমুরাতও এই তালিকায় স্থান পেয়েছেন।
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির উর্দু চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে তার কাজের জন্য সুপরিচিত। তার আকর্ষণীয় ও প্রাণবন্ত ব্যক্তিত্বের কারণে তিনি দর্শকদের কাছে অত্যন্ত প্রিয়। আইএমডিবির এই তালিকা শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য নয়, তারকাদের প্রতিভা, জনপ্রিয়তা ও দর্শকদের ওপর তাদের প্রভাবও বিবেচনা করে তৈরি করা হয়েছে। এই তালিকায় ভারত ও চীন থেকে একজন করে এবং পাকিস্তান থেকে হানিয়া আমির স্থান পেয়েছেন।
১৪.৫ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে আর্টসেলেকে ১২ ঘণ্টার আলটিমেটাম সাবেক সমন্বয়কের
রক ব্যান্ডদল আর্টসেল এবং এর অন্যতম সদস্য জর্জ লিংকনকে ট্যাগ করে ক্ষতিপূরণসহ টাকা ফেরত চেয়ে ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। রোববার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই আলটিমেটাম দেন।
আম্মার তার পোস্টে আর্টসেলকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ উল্লেখ করে লেখেন, “ক্ষতিপূরণসহ টাকা ফেরত পাঠাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম মেনশন করে ক্ষমা চাইবেন।” তিনি মোট ১৪ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেন এবং এই টাকা না দিলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। আম্মারের অভিযোগ, ব্যান্ডটির ম্যানেজার এটিকে ‘চাঁদাবাজি’ হিসেবে দেখানোর চেষ্টা করছেন, কিন্তু তাদের কাছে তথ্য আছে যে আর্টসেল “নিষিদ্ধ জঙ্গী সংগঠন ছাত্রলীগের সাথে যোগাযোগ মেইনটেইন করে শেষ মুহূর্তে কনসার্ট বাতিল করেছে।”
এদিকে, এ বিষয়ে আর্টসেলের মিডিয়া ম্যানেজার বাঁধন জানান, “সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা সময়মতো সংবাদ সম্মেলন করে এর বিস্তারিত জানাব।” তিনি আরও বলেন, “আমাদের ভোকাল লিংকন ভাই খুব অসুস্থ। তাকে বাদ দিয়ে তো আর কোনো কিছু করা সম্ভব নয়।”
গত ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘৩৬ জুলাই মুক্তির উৎসবে’ পারফর্ম করার কথা ছিল ব্যান্ডদল আর্টসেলের। কিন্তু কনসার্টের আগের রাতে হঠাৎই তারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে কনসার্ট বাতিলের কথা জানায়। এতে আয়োজক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন এবং আয়োজকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
সঙ্গীতশিল্পী থেকে অভিনেত্রী, নতুন রূপে পারশা মাহজাবীন পূর্ণী
সংগীতশিল্পী, গীতিকার এবং সুরকার পারশা মাহজাবীন পূর্ণী এবার অভিনয়েও নিজেকে মেলে ধরছেন। ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ওয়েব ছবি ‘ঘুমপরী’তে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা পেয়েছিলেন। পাঁচ মাস পর একই নির্মাতা জাহিদ প্রীতমের পরিচালনায় তিনি ফের অভিনয় করেছেন।
সম্প্রতি প্রকাশিত ক্লোজআপের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘একগুচ্ছ কদম’-এ অভিনয় করেছেন পারশা। এটি ক্লোজআপের প্রথম নির্বাক চলচ্চিত্র। ৫ মিনিট ১৫ সেকেন্ডের এই শর্টফিল্মে দুই শিল্পীর মুখে কোনো সংলাপ নেই, আছে শুধু ঝুমবৃষ্টির শব্দ আর খুদেবার্তায় আলাপ। ছবির শেষে একগুচ্ছ কদমের মাধ্যমে দুজনের মিলন দেখানো হয়। এতে পারশার বিপরীতে অভিনয় করেছেন প্রান্ত আবিদ।
পারশা মাহজাবীন পূর্ণী বলেন, এই নির্বাক চলচ্চিত্রে কাজ করতে গিয়ে তার নতুন অভিজ্ঞতা হয়েছে। এটি চ্যালেঞ্জিং হলেও তিনি বেশ আনন্দ নিয়ে অভিনয় করেছেন এবং আশা করছেন কাজটি দর্শকের পছন্দ হবে।
গুজবের পর্দা ফাঁস: তারকাদের টাকার বিনিময়ে মুজিবকে নিয়ে পোস্ট? জানা গেল আসল সত্য
শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে শোবিজ তারকারা শোকবার্তায় ছেয়ে ফেললেও, এ বছর অনলাইনে একটি গুজব ছড়িয়ে পড়ে যে নির্দিষ্ট কিছু তারকাকে নাকি পোস্ট দেওয়ার জন্য অর্থ দেওয়া হয়েছে। এই গুজবের পেছনে একটি কথিত ব্যাংক স্টেটমেন্টের ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় নির্মাতা মেহের আফরোজ শাওনের অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকজন অভিনয়শিল্পীর অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে।
ভাইরাল হওয়া এই কথিত ব্যাংক স্টেটমেন্টটি যাচাই করে আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ। তাদের তদন্তে এটি সম্পূর্ণ ভুয়া বলে প্রমাণিত হয়।
রিউমর স্ক্যানার জানায়, ব্যাংক স্টেটমেন্টে দেখানো অ্যাকাউন্ট নম্বরটি ভুল এবং এই ধরনের অ্যাকাউন্ট নম্বরের কোনো অস্তিত্ব নেই। এছাড়াও, সেই ব্যাংকের আসল স্টেটমেন্টে টাকা গ্রহীতার নাম বা অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করা হয় না, যা ভাইরাল হওয়া স্টেটমেন্টে উল্লেখ ছিল।
রিউমর স্ক্যানার তাদের প্রতিবেদনে জানায়, অনলাইনে সহজলভ্য একটি টেমপ্লেট ব্যবহার করে এবং তাতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের লোগো বসিয়ে এই নকল স্টেটমেন্ট তৈরি করা হয়েছে। এটি উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ানোর জন্য তৈরি করা হয়েছিল।
বক্স অফিস রিপোর্ট: ‘কুলি’র বাজিমাত, পিছিয়ে ‘ওয়ার ২’, আর ‘ধূমকেতু’র রেকর্ড
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার তিনটি আলোচিত ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলো হলো: বলিউডে অয়ন মুখার্জীর ‘ওয়ার ২’, তামিলে লোকেশ কানাগরাজের ‘কুলি’ এবং পশ্চিমবঙ্গে কৌশিক গাঙ্গুলির ‘ধূমকেতু’। এর মধ্যে দুটি ছবিই প্রথম দিনে রেকর্ড গড়েছে।
বক্স অফিসে রেকর্ড
'কুলি': রজনীকান্ত অভিনীত 'কুলি' প্রথম দিনে বিশ্বব্যাপী ১৫১ কোটি রুপি আয় করেছে, যা তামিল ছবির ইতিহাসে সর্বোচ্চ। এটি রজনীকান্তের চলচ্চিত্র জীবনের ৫০ বছর পূর্তিতে মুক্তি পেয়েছে।
'ওয়ার ২': হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত 'ওয়ার ২' প্রথম দিনে ৮০ কোটি রুপি আয় করেছে। তবে এটি ‘ওয়ার’ (২০১৯) ছবির প্রথম দিনের আয়ের চেয়ে ২ কোটি রুপি কম।
'ধূমকেতু': পশ্চিমবঙ্গে রেকর্ড গড়েছে কৌশিক গাঙ্গুলির 'ধূমকেতু', যার মাধ্যমে ১০ বছর পর পর্দায় ফিরেছেন দেব ও শুভশ্রী। প্রথম দিনে ছবিটি দুই কোটি রুপির বেশি আয় করেছে, যা পশ্চিমবঙ্গের ছবির ক্ষেত্রে সর্বোচ্চ।
দুই বাংলায় সাড়া ফেলতে আসছে চঞ্চল চৌধুরীর নতুন চমক
ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা ব্রাত্য বসু, যিনি মোশাররফ করিমকে নিয়ে নির্মিত ‘হুব্বা’ ছবির মাধ্যমে দুই বাংলাতেই সাড়া ফেলেছিলেন, এবার আবারও বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় অভিনেতাকে নিয়ে নতুন সিনেমা নির্মাণে যাচ্ছেন। নতুন ছবির নাম ‘শেকড়’, যেখানে মুখ্য ভূমিকায় থাকবেন বাংলাদেশের অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘শেকড়’ নির্মিত হচ্ছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে। ছবির কাহিনি গড়ে উঠেছে পাশাপাশি অবস্থিত দুটি গ্রামের এক বৃদ্ধ ও এক বৃদ্ধার জীবনের আবর্তে। এই গল্পে চঞ্চল চৌধুরী অভিনয় করছেন এক গ্রামের যুবকের ভূমিকায়, যিনি বৃদ্ধের ছেলে। বৃদ্ধের চরিত্রে থাকবেন অভিজ্ঞ অভিনেতা লোকনাথ দে, আর ছেলের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন পৌলমী বসু।
শুধু তাই নয়, ছবিতে আরও থাকছেন পশ্চিমবঙ্গের সাবেক সাংসদ কুণাল ঘোষ, যিনি একজন প্রভাবশালী রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করবেন। এ ছাড়াও টালিউডের বিখ্যাত অভিনয়শিল্পী সীমা বিশ্বাস, অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, অঙ্গনা রায়, অনসূয়া মজুমদার, অনুজয় চট্টোপাধ্যায় এবং লোকনাথ দে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন।
ছবির প্রযোজনায় আছেন ফিরদৌসুল হাসান, যিনি এর আগে একাধিক প্রশংসিত ছবির প্রযোজনা করেছেন। সংগীত পরিচালনায় থাকছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়, যিনি আবহসঙ্গীত ও গান দিয়ে ছবির আবেগকে আরও গভীর করবেন। ক্যামেরার দায়িত্বে রয়েছেন সৌমিক হালদার, যিনি সিনেমাটির ভিজ্যুয়াল আঙ্গিককে শৈল্পিক উচ্চতায় নিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।
‘শেকড়’-এর শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বরে ভারতের বেনারসে। মনোরম লোকেশনে ছবির অধিকাংশ দৃশ্য ধারণ করা হবে। সবকিছু ঠিক থাকলে ছবিটি আগামী বছরের জানুয়ারি মাসে মুক্তি পাবে, যা নতুন বছরের শুরুতেই দুই বাংলার দর্শকের জন্য হতে যাচ্ছে এক বিশেষ উপহার।
ব্রাত্য বসুর এই নতুন উদ্যোগ দুই বাংলার চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ সৃষ্টি করেছে। বিশেষ করে চঞ্চল চৌধুরীর ভক্তরা অপেক্ষা করছেন তার নতুন চরিত্রে অনবদ্য অভিনয় দেখার জন্য। ‘হুব্বা’-এর মতো ‘শেকড়’-ও হতে পারে দুই বাংলার সিনেমাপ্রেমীদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু।
-অনন্যা
পাঠকের মতামত:
- ইসরায়েলের হামলার কঠোর জবাব:গাজা সীমান্তে মিসরের নজিরবিহীন সেনা মোতায়েন
- বিদেশি শ্রমিক নিয়োগে কলিং ভিসার কোটা উন্মুক্ত করল মালয়েশিয়া
- ২০২৬ সালের রমজান: তারিখ জানাল জ্যোতির্বিজ্ঞানীরা
- জামায়াতের সংস্কার চাওয়া হাস্যকর: বললেন হাবিব উন নবী খান সোহেল
- আগামী কয়েকদিনের মধ্যে অদ্ভুত এক ঘটনা ঘটতে যাচ্ছে: মেজর (অব.) হাফিজ
- ‘সন্ত্রাস ও চাঁদাবাজির জন্য অস্ত্র তৈরি’: পাবনার চাতরা বিলে কারখানার সন্ধান
- জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ নির্বাচন: তারেক রহমান
- ভারত মহাসাগরে চীনের নতুন চাল: পাকিস্তানকে উন্নত সাবমেরিন সরবরাহ
- ব্যাটারির আয়ু বাঁচাতে এই বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ পরিচয়ে চাঁদাবাজি: অডিওতে ফাঁস বিএনপি নেতার কাণ্ড
- প্রথমবারের মতো মিস ইউনিভার্সে ফিলিস্তিনের নাদিন আইয়ুব
- বিজিবির অভিযানে জব্দ ২ লাখ ঘনফুট কালোপাথর, পাচারের চেষ্টা ব্যর্থ
- মাইলস্টোনের নিহত শিক্ষকরা চিরস্মরণীয়: প্রধান উপদেষ্টা
- ওরা আমাদের সন্তানের বয়সী,বড় হলে লজ্জিত হবে: কটূক্তির জবাবে সেনাপ্রধান
- বিসিবির দুর্নীতি দমনে নতুন পরামর্শক অ্যালেক্স মার্শাল, দায়িত্ব নিয়েই হুঙ্কার
- পারমাণবিক কর্মসূচি বাড়াবে উত্তর কোরিয়া, হুমকি কিমের
- পিআর পদ্ধতি নয়, চাই দ্রুত নির্বাচন’: মির্জা ফখরুল
- জাল টাকার শিকার রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাসের ভালোবাসার পরশ
- জুলাইয়ের হত্যা মামলায় আসামির জামিন,আইন মন্ত্রণালয়ের দায় নেই: আসিফ নজরুল
- গুলিবর্ষণের নির্দেশদাতা: সাভারের সাবেক ইউএনও এখন রাজাপুরের ইউএনও
- কানাডার মন্ট্রিয়েলে ফোবানা সম্মেলনে মঞ্চ মাতাবেন জায়েদ খান
- ড. ইউনূসের সরকারের কাছে এটা আশা করি না: মব জাস্টিস নিয়ে রিজভীর ক্ষোভ
- ট্রাম্পের কারণে প্রতিজ্ঞা ভাঙলেন জেলেনস্কি, সামরিক পোশাক ছেড়ে পরলেন স্যুট
- দুদকের জালে এনবিআরের ১৭ কর্মকর্তা: চাওয়া হলো সম্পদ বিবরণী
- প্রশাসন একটি দলের প্রতি পক্ষপাতদুষ্ট: শিবিরের প্যানেলের ক্ষোভ
- এনসিপি’র শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে, জিএস প্রার্থী মাহিন সরকারের বহিষ্কার
- ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন: বাজারের সামগ্রিক বিশ্লেষণ
- ১৯ আগস্ট ডিএসইর দরপতনের শীর্ষ দশ শেয়ার
- ১৯ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- ফেব্রুয়ারিতেই নির্বাচন, পেছানোর সুযোগ নেই: আসিফ নজরুল
- পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন প্রদানের রেকর্ড ডেট ঘোষণা
- ডিএসই ঘোষণা: ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডে লেনদেন বিরতি
- স্বামী-স্ত্রীর প্রকাশ্য মারামারির ভাইরাল ভিডিও নিয়ে জানা গেল চাঞ্চল্যকর ঘটনা
- লিভার ডিটক্স পণ্য আসলেই কতটা কার্যকর? চিকিৎসক ও বিশেষজ্ঞদের সতর্কবার্তা
- এক ফ্যান-দুটি বাতির ব্যবহার, বিদ্যুৎ বিল ১ লাখ ৬৭ হাজার টাকা!
- স্বামীর পরকীয়ার প্রতিবাদে স্ত্রীর কান ছিঁড়ে দিল স্বামী
- শূন্যপদ আর অনিয়মে জর্জরিত শিক্ষা খাত, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী
- এনা পরিবহন কেলেঙ্কারি ও ভিডিও কাণ্ডে বিতর্কে বিএফআইইউ প্রধান
- শেকলবন্দি বাপ্পীর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
- তারেক রহমান–বাবর খালাস রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
- দফায় দফায় লুট, জনরোষের মুখে বদলি হলেন সিলেট ডিসি-ইউএনও
- মুরাদনগরের ট্রিপল মার্ডারে নতুন মোড়: কাঠগড়ায় আসিফ মাহমুদের বাবা
- ‘ধর্ম নয়, যোগ্যতায় মানুষ মূল্যায়িত হবে’: জন্মাষ্টমীর অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা
- ১১ বগি রেখেই আশুগঞ্জ স্টেশনে প্রবেশ করল মহানগর এক্সপ্রেস
- পাঠ্যবইয়ের বদলে রাজনৈতিক বই: ক্ষুব্ধ শিক্ষার্থীরা পুড়িয়ে দিলেন ৩০০ গ্রন্থ
- মব উসকে দিয়ে অধিকার হরণের চেষ্টা: ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের অভিযোগ
- ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনার বিয়ে হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল!
- ভাগ্য খুললো জেলের: ১.৮৮ কেজি ওজনের ইলিশ বিক্রি হলো রেকর্ড দামে
- বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে নতুন কৌশল: বাণিজ্য মেলার নাম পরিবর্তন
- নির্বাচনী রোডম্যাপ চূড়ান্ত: শীঘ্রই আসছে ইসির পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা
- শেখ মুজিব: দেবতা, ভিলেন নাকি রাজনৈতিক ট্রাজেডির নায়ক?
- ১৪ আগস্ট ব্লক মার্কেটে বড় চুক্তি
- ৮১ বছরে বেগম খালেদা জিয়া: গণতন্ত্রের আপোষহীন কণ্ঠস্বর ও রাজনৈতিক উত্তরাধিকার
- দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ গড়ল মুক্তির আগে রেকর্ড
- চূড়ান্ত বিপ্লবের পথে: চিন্তার পুনর্গঠন ও আত্মার জাগরণ
- ১৪ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- ১৪ আগস্ট সেরা দশ লেনদেনকারী শেয়ার
- ১৪ আগস্ট ডিএসইর দরপতনের শীর্ষ দশ শেয়ার
- বাফুফের সহসভাপতি ফাহাদ করিম ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
- আজকের শেয়ারদামে এগিয়ে ১০টি কোম্পানির তালিকা বিশ্লেষণ
- আন্দোলনের ভাষণ শেষে ‘জয় বাংলা’ স্লোগান, তারপর যা ঘটল…
- জানে আলম অপুর ভাইরাল ভিডিও নিয়ে রহস্য, কেন ইশরাকের বিরুদ্ধে অভিযোগ?
- শিক্ষকদের আলটিমেটাম: জাতীয়করণের দাবিতে আন্দোলনে নতুন মোড়
- আজানের পর দরুদ ও বিশেষ দোয়া: হাদিসে ক্ষমা ও সুপারিশের সুসংবাদ
- "যারা এখনও হলে সিট পাননি, তারা যেন তার সঙ্গে যোগাযোগ করেন"