টেলিকম নীতিমালা নিয়ে মির্জা ফখরুলের উদ্বেগ, গণতন্ত্র রক্ষায় সতর্কতার আহ্বান

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ১৫:২৮:৫০
টেলিকম নীতিমালা নিয়ে মির্জা ফখরুলের উদ্বেগ, গণতন্ত্র রক্ষায় সতর্কতার আহ্বান

বুধবার (৩ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিকম খাতের নতুন খসড়া নীতিমালা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের প্রাক্কালে এই নীতিমালা প্রণয়ন সময়োপযোগী বা সমীচীন নয় এবং এটি দেশের গণতন্ত্র ও আগামী রাজনৈতিক প্রক্রিয়াকে নেতিবাচক প্রভাবিত করতে পারে।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি আগামীর রাজনীতি ও গণতন্ত্র উত্তরণের পথ যাতে মসৃণ রাখা যায়, সেই লক্ষ্য নিয়ে সতর্কতার সঙ্গে এগুচ্ছে।’ তিনি উল্লেখ করেন, ‘আনুপাতিক ভোট ব্যবস্থা দেশের গণতান্ত্রিক অবস্থা আরও অবনতির দিকে ঠেলে দেবে। আমরা গণতন্ত্রের ভিত্তিতে সম্পূর্ণ সুষ্ঠু ভোট চাই, যাতে নির্বাচিত প্রতিনিধিরাই দায়িত্ব পালন করেন।’

তিনি টেলিকম খাতের খসড়া নীতিমালা প্রসঙ্গে বলেন, এটি টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত করবে। বিশেষ করে ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তাদের স্বার্থ ক্ষুণ্ন হবে। বিএনপি বর্তমানে এই নীতি প্রণয়নের পক্ষে নয় বলে স্পষ্ট করেছেন তিনি।

এছাড়া, সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান অভিযোগ করেন যে, নতুন টেলিকম নীতিমালা বড় মোবাইল অপারেটরদের জন্য বিশেষ সুবিধা সৃষ্টি করছে, যা খাতের প্রতিযোগিতা এবং সামগ্রিক উন্নয়নে বাঁধা সৃষ্টি করবে।

দেশের টেলিকম খাতের ভবিষ্যৎ সংক্রান্ত ‘টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি-২০২৫’ নিয়ে আজ (৩ জুলাই) একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে এই নীতিমালা চূড়ান্ত করার বিষয় আলোচনার কেন্দ্রবিন্দু হবে।

বিএনপির এ অবস্থান রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে নীতিনির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা, ন্যায্যতা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি উত্থাপন করছে। তারা মনে করে, যেকোনো নীতি প্রণয়ন দেশের সার্বিক কল্যাণ ও জনগণের স্বার্থ রক্ষা করবেএমন হবে না, বরং সরকারের এমন পদক্ষেপ দেশের গণতন্ত্র ও অর্থনৈতিক সমতা বিনষ্ট করবে।

এই ঘটনার প্রেক্ষিতে টেলিকম খাতের ভবিষ্যৎ নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত ও প্রতিক্রিয়া বিশেষ গুরুত্ব পাবে। বিশেষজ্ঞরা বলছেন, টেলিকম খাতের উন্নয়ন ও প্রতিযোগিতার স্বার্থে সমন্বিত, ন্যায়সংগত ও উদ্ভাবনী নীতিমালা গ্রহণ অত্যন্ত জরুরি, যা দেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ