গুজব-ভিত্তিক সংবাদ ঠেকাতে জাতিসংঘকে সক্রিয় হতে বললেন ড. ইউনূস

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০২ ১৬:৪৮:২৫
গুজব-ভিত্তিক সংবাদ ঠেকাতে জাতিসংঘকে সক্রিয় হতে বললেন ড. ইউনূস

গণমাধ্যমে ভুয়া তথ্য ও গুজব ছড়ানো প্রতিরোধে জাতিসংঘকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ এবং সংস্থাটির ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড জার্নালিস্ট সেফটি বিভাগের সিনিয়র প্রজেক্ট অফিসার মেহদি বেনশেলাহের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, ইউএনডিপি ও ইউনেসকোর যৌথভাবে তৈরি ‘বাংলাদেশের গণমাধ্যমের প্রেক্ষাপট মূল্যায়ন: মুক্ত, স্বাধীন ও বহুমাত্রিক গণমাধ্যমের ওপর গুরুত্ব’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের প্রাক্কালে এই আলোচনা হয়।

ড. ইউনূস বলেন, “ভুয়া তথ্য আমাদের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দেশীয় ও প্রবাসী উভয় পক্ষ থেকেই বিভিন্ন গুজব, অপপ্রচার চালানো হচ্ছে। এটি যেন এক অবিরাম বোমাবর্ষণের মতো।”

তিনি জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শুধু ডিজিটাল নয়, প্রচলিত গণমাধ্যমেও ভুল তথ্য ছড়ায়। যদি কোনো প্রতিষ্ঠান বারবার মিথ্যা ছড়ায়, জাতিসংঘের উচিত তাদের অবহিত করা যে—তাদের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। জাতিসংঘের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

জবাবে ইউনেসকোর বাংলাদেশ প্রধান সুসান ভাইজ জানান, পরদিন (৩ জুলাই) প্রকাশিতব্য প্রতিবেদনে আত্মনিয়ন্ত্রণ ও নৈতিক দায়িত্বের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়েছে। এতে প্রশাসন, বিচার বিভাগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্যও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কাজ করার সুপারিশ থাকবে।

মেহদি বেনশেলাহ বলেন, “সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, বিশেষ করে নারী সাংবাদিকদের সুরক্ষা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরিতে কী করা উচিত, সেই বিষয়েও বিস্তারিত প্রস্তাব থাকবে।”

উল্লেখ্য, এই প্রতিবেদনটি ইউনডিপির ‘স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ প্রকল্পের অধীনে এবং ইউনেসকোর গণমাধ্যম উন্নয়ন ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক ম্যান্ডেট অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ