কৃষকের আন্তরিকতায় মুগ্ধ এনসিপি নেতারা, ভাইরাল কাঁঠাল খাওয়ার মুহূর্ত

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০২ ১৬:২৩:৫৯
কৃষকের আন্তরিকতায় মুগ্ধ এনসিপি নেতারা, ভাইরাল কাঁঠাল খাওয়ার মুহূর্ত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই মাসব্যাপী পদযাত্রায় এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো রংপুরের সাতমাথার বালাটাড়ি এলাকা। সেখানে রাস্তার পাশে থাকা এক কৃষক নিজের গাছ থেকে পেড়ে দিলেন পাকা কাঁঠাল—এনসিপি নেতাদের আপ্যায়নে।

এই অপ্রত্যাশিত আন্তরিকতায় আপ্লুত হয়ে পড়েন নেতাকর্মীরা। তারা বলেন, “মানুষের ভালোবাসা, এমন ছোট ছোট আন্তরিকতা—এই পথচলার মূল শক্তি, প্রেরণা।” পদযাত্রার ফাঁকে এমন বিরতির মুহূর্তটা না ছুঁয়ে পারা যায়?

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে কিছু ছবি ও ভিডিও। সেখানে দেখা যায়—ডা. তাসনিম জারা, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ অনেকে রাস্তার পাশে দাঁড়িয়ে হাসিমুখে কাঁঠাল খাচ্ছেন। এক ভিডিওতে দেখা যায়, হাসনাত আব্দুল্লাহ নিজেই কাঁঠাল ভেঙে দিচ্ছেন বাকিদের জন্য।

এই সময় ডা. তাসনিম জারা বলেন, “কাঁঠাল গরমের ফল। সকালে কিছু না খেয়ে এটি খাওয়া অনেক ভালো। এটা হালকা খাবার—পেটও ভরবে, আবার অতিরিক্ত খাওয়াও ঠিক না।” তিনি যোগ করেন, “তবে ক্যালরি বেশি বলে সীমা জানলে ভালো।”

এদিন রংপুর সাতমাথা থেকে শুরু হওয়া এনসিপির পদযাত্রা কুড়িগ্রামের পথে এগিয়ে চলে। গন্তব্যে পৌঁছানোর আগে ছিল গণমানুষের সঙ্গে সংলাপ, পথসভা ও বিভিন্ন জনসংযোগ কার্যক্রম। নেতৃত্বে ছিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন।

তাদের সঙ্গে পদযাত্রায় ছিলেন উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় নেত্রী ডা. তাসনিম জারা, স্থানীয় নেতা-কর্মীরা ও সাধারণ জনগণ।

পথসভায় বক্তারা বলেন, “জুলাই গণহত্যার বিচার, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা এবং ঘোষণাপত্র বাস্তবায়নই এনসিপির মূল লক্ষ্য।”

এই দাবিগুলো আদায়ে আগামী ৩ আগস্ট ঢাকায় হবে ছাত্র-শ্রমিক-জনতা নিয়ে বৃহত্তর পদযাত্রা। স্মরণযোগ্য যে, শহীদ আবু সাঈদের সমাধিস্থ ভূমি থেকে ১ জুলাই শুরু হয় এই রাজনৈতিক অভিযাত্রা।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ