কাজাখস্তানে বোরকা নিষিদ্ধের পথে—সংস্কৃতি রক্ষা, নাকি ধর্মচর্চায় বাধা?

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০২ ১৫:১১:৪৪
কাজাখস্তানে বোরকা নিষিদ্ধের পথে—সংস্কৃতি রক্ষা, নাকি ধর্মচর্চায় বাধা?

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাখস্তানে জনসমক্ষে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির পার্লামেন্ট। এখন আইনটি চূড়ান্ত অনুমোদনের জন্য রাষ্ট্রপতি কাসিম-জোমার্ত তোকায়েভের কাছে পাঠানো হয়েছে।

সরকার বলছে, এই পদক্ষেপের পেছনে রয়েছে মূলত নিরাপত্তাজনিত উদ্বেগ। মুখ ঢাকা থাকলে পরিচয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য চ্যালেঞ্জ তৈরি করে। সেই সঙ্গে দেশটির ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক ধারা রক্ষার কথাও তুলে ধরা হয়েছে।

তবে আইনটিতে কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। যেমন—ঠান্ডা আবহাওয়ার প্রয়োজন, চিকিৎসা সংক্রান্ত কারণ, চাকরি, সাংস্কৃতিক অনুষ্ঠান বা জরুরি সেবার সময় মুখ ঢেকে রাখা যাবে।

এর আগে, কাজাখস্তানে ধর্মীয় পোশাক নিয়ে কড়াকড়ি আরোপের নজির রয়েছে। ২০১৭ সালে স্কুলছাত্রীদের হিজাব পরা নিষিদ্ধ করা হয় এবং ২০২৩ সালে সেই নিয়মের আওতায় আসেন শিক্ষকরা।

রাষ্ট্রপতি তোকায়েভ নিজেও মুসলমান হলেও তিনি ধর্মীয় চেহারার পোশাক সম্পর্কে তার কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, “নিকাব মৌলবাদীদের চাপিয়ে দেওয়া এক ধরনের পোশাক, যা কাজাখ সংস্কৃতির সঙ্গে যায় না। দেশের নীতি নির্ধারণে ধর্ম নয়, যুক্তি ও আধুনিকতা প্রাধান্য পাওয়া উচিত।”

উল্লেখযোগ্যভাবে, একই ধরনের নিষেধাজ্ঞা এর আগে উজবেকিস্তান ও কিরগিজস্তানেও কার্যকর হয়েছে। দেশগুলো এমন পদক্ষেপকে মৌলবাদ প্রতিরোধের কৌশল হিসেবে বিবেচনা করছে।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ