টেকসই ভবিষ্যতের খোঁজে সাউথইস্ট ইউনিভার্সিটির সম্মেলন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০১ ১৫:৪৬:০৭
টেকসই ভবিষ্যতের খোঁজে সাউথইস্ট ইউনিভার্সিটির সম্মেলন

ভবিষ্যতের পৃথিবী যেন শুধু উন্নত নয়, টেকসই ও মানবিক হয়—এই বিশ্বাস থেকেই সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) অনুষ্ঠিত হলো এক আন্তর্জাতিক সামিট। ছয়টি দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, শিল্প উদ্যোক্তা ও উদ্যমী যুবনেতারা যখন একত্রিত হন, তখন তা হয়ে ওঠে শুধু আলোচনা নয়—একটি অঙ্গীকারের প্ল্যাটফর্ম।

এসইইউ-এর স্কুল অব বিজনেস, সিএসসিএ, এসবিআইএফ এবং এসইইউ ডিবেট ক্লাবের যৌথ সহযোগিতায় আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান জনাব আশরাফুল হাসান। তিনি গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতা শেয়ার করে তুলে ধরেন কীভাবে একটি সাহসী সামাজিক উদ্যোগ দারিদ্র্য বিমোচনের হাতিয়ার হয়ে ওঠে। এই অধিবেশনে সভাপতিত্ব করেন এসইইউ উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা জনাব মোহাম্মদ ফাওজুল কবির খান। নবায়নযোগ্য শক্তি, রুফটপ সৌর প্যানেল, দারিদ্র্য বিমোচন এবং টেকসই ভবিষ্যতের বিষয়গুলো তাঁর বক্তব্যে উঠে আসে প্রাণবন্তভাবে। তিনি মনে করিয়ে দেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী রেখে যেতে হলে আজ থেকেই পরিবর্তন শুরু করতে হবে—যেখানে অংশগ্রহণমূলক নেতৃত্বের গুরুত্ব অপরিহার্য।

সম্মানিত অতিথি হিসেবে সম্মেলনে আরও ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী। এসইইউ ট্রাস্টের চেয়ারম্যান জনাব রেজাউল করিমও বিশেষ বক্তব্য রাখেন, যেখানে তরুণদের উদ্ভাবনী ক্ষমতা জাগিয়ে তুলতে প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে জোর দেন।

এই সম্মেলনের মধ্য দিয়ে এসইইউ স্পষ্টভাবে জানিয়ে দিল—তারা শুধু উচ্চশিক্ষার নয়, বরং একটি টেকসই, মানবিক ও উদ্ভাবনী বিশ্বের নির্মাতা হয়ে ওঠার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে।

—সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ