আসছে বিশেষ আর্থিক সুবিধা, কারা পাচ্ছেন কত টাকা?

চাকরি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২৩ ২০:০৮:২০
আসছে বিশেষ আর্থিক সুবিধা, কারা পাচ্ছেন কত টাকা?

আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবী, পেনশনভোগী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এবং বিভিন্ন বাহিনীর সদস্যদের জন্য বিশেষ আর্থিক সুবিধা কার্যকর হচ্ছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সোমবার (২৩ জুন) পৃথক তিনটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে। সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরিজীবীদের জন্য সর্বনিম্ন বিশেষ সুবিধা হবে ১ হাজার ৫০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য তা হবে ৭৫০ টাকা।

এর আগে ৩ জুন, বাজেট ঘোষণার পরদিন, অর্থ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তাতে মূল বেতনের ভিত্তিতে গ্রেড-১ থেকে গ্রেড-৯ পর্যন্ত ১০ শতাংশ এবং গ্রেড-১০ থেকে গ্রেড-২০ পর্যন্ত ১৫ শতাংশ হারে বিশেষ সুবিধা দেওয়ার কথা জানানো হয়। তবে বাজেট অনুমোদনের সময় সিদ্ধান্ত হয়, যাদের শতকরা হারে হিসাব করে সুবিধার পরিমাণ কমে যায়, তারা যেন সর্বনিম্ন ১,৫০০ বা ৭৫০ টাকা পান। সেই অনুযায়ী প্রজ্ঞাপন সংশোধন করা হয়েছে।

সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় বেতন কাঠামোর আওতাভুক্ত সরকারি (বেসামরিক), স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ বাহিনীর কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশনভোগীরা এই সুবিধা পাবেন। অর্থ বিভাগ সূত্র জানায়, ১১তম গ্রেডে বেতন বাড়ছে ৮৭৫ টাকা, ১২তম গ্রেডে ৬৯৫ টাকা এবং ২০তম গ্রেডে মাত্র ২৩৭ টাকা। এসব কমবেতনের কর্মচারীদের জন্যই সর্বনিম্ন ১,৫০০ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া এক পৃথক প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদেরও এই সুবিধার আওতায় আনা হয়েছে। বেসরকারি শিক্ষা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত গ্রেড-১ থেকে গ্রেড-৯ পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ১০ শতাংশ এবং গ্রেড-১০ থেকে ২০ পর্যন্ত ১৫ শতাংশ হারে সুবিধা পাবেন। তবে, সর্বনিম্ন পরিমাণ তাদের ক্ষেত্রেও ১,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, যৌথ বাহিনীর (জেএসআই) আওতাভুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও বিশেষ সুবিধা নিশ্চিত করা হয়েছে। জেএসআই-১/২০১৬ অনুযায়ী, ওয়ারেন্ট অফিসার বা সমপর্যায়ের ঊর্ধ্বতনদের জন্য ১০ শতাংশ এবং সার্জেন্ট বা নিচের পর্যায়ের সদস্যদের জন্য ১৫ শতাংশ হারে সুবিধা কার্যকর হবে। একই নিয়মে পেনশনভোগীদের মধ্যে যাদের মাসিক পেনশন ১৭,৩৮৯ টাকা বা তার বেশি, তারা ১০ শতাংশ এবং তার কম হলে ১৫ শতাংশ হারে সুবিধা পাবেন। তবে, সর্বনিম্ন ৭৫০ টাকা দেওয়া হবে।

এছাড়া বিচার বিভাগ (জুডিশিয়াল সার্ভিস) সংশ্লিষ্টদের জন্যও পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, ২০১৬ সালের জুডিশিয়াল সার্ভিস বেতন ও ভাতা আদেশ অনুযায়ী বেতন গ্রহণকারী এবং পেনশনভোগীদের মূল বেতনের ১০ শতাংশ হারে বিশেষ সুবিধা দেওয়া হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

প্রেস সচিবের বক্তব্যে বাকস্বাধীনতা, মব কালচার ও সাংবাদিকতার দ্বন্দ্ব: পাঠবিশ্লেষণ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি এক দীর্ঘ বক্তব্যে দেশের সাংবাদিকতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের অবস্থান নিয়ে বিস্তারিত... বিস্তারিত