ইরান ইসরাইলের যুদ্ধ

মধ্যপ্রাচ্যে বারুদের গন্ধ, ইরানের ক্ষেপণাস্ত্রে কাঁপছে ইসরাইল

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২৩ ১৫:২৬:২২
মধ্যপ্রাচ্যে বারুদের গন্ধ, ইরানের ক্ষেপণাস্ত্রে কাঁপছে ইসরাইল

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে—ইসরাইলি হামলার জবাবে পাল্টা একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার (২৩ জুন) ইরানের ভূখণ্ড থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী। এসব হামলার প্রেক্ষিতে ইসরাইলের মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন বেজে ওঠে, লোকজন ছুটে যায় আশ্রয়কেন্দ্রে।

এর কিছুক্ষণ আগেই উত্তরাঞ্চলীয় এলাকা থেকেও ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেত দেওয়া হয়। আল জাজিরার বরাতে জানা গেছে, গত দশ দিনে ইরানের শত শত ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

বিশেষ করে দেশটির কেন্দ্রীয় অঞ্চল ও হাইফা শহর বারবার টার্গেট হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাইফা শহরে একাধিকবার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যা নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় প্রশ্ন তুলেছে।

রোববার দুটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি লক্ষ্যভেদ করলেও কোনো সাইরেন বাজেনি। পরে তদন্তে জানা যায়, সেটিও ইরানি ক্ষেপণাস্ত্র ছিল।

চলমান সংকটে দেশটিতে এখন পর্যন্ত ৩০ হাজারের বেশি মানুষ ক্ষতিপূরণের আবেদন করেছে। কয়েকশ পরিবার ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। স্থানীয় প্রশাসন প্রতিদিন এসব জরুরি চাহিদা পূরণে ব্যয় করছে ৪০ লাখ মার্কিন ডলারের বেশি।

এদিকে, যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ইরানি সেনাবাহিনীর চিফ ইন কমান্ড আমির হাতামি একটি অপারেশন রুমে সেনা কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি মূল্যায়ন করছেন।

ভিডিওতে হাতামি বলেন, “ইরানের বিরুদ্ধে আগেও যতবার অপরাধ হয়েছে, তার প্রত্যেকটির উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। এবারও ব্যতিক্রম হবে না।”

ইরান সেনাবাহিনীর চিফ অব স্টাফ আবদুলরহিম মৌসভিও এক বিবৃতিতে বলেন, “যুক্তরাষ্ট্র নিজেই তাদের সেনাদের বিপদের মুখে ফেলেছে। আমরা কোনোভাবেই পিছু হটবো না।”

এই পাল্টাপাল্টি হামলা ও হুমকির ধারাবাহিকতায় গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ফের বাড়ছে যুদ্ধের আশঙ্কা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ