সিতারে জামিন পার: আমিরের নতুন সিনেমার প্রথম দিনের আয়

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২১ ১২:২৭:১৭
সিতারে জামিন পার: আমিরের নতুন সিনেমার প্রথম দিনের আয়

'লাল সিং চাড্ডা'-এর বিপর্যয়ের পর বহুদিন ধরে আলোচনায় ছিলেন আমির খান। 'সিতারে জামিন পার' নামের নতুন সিনেমাটিকে ঘিরে গুঞ্জন ছিল এটিই কি পারবে বলিউডের মিস্টার পারফেকশনিস্টের পুরোনো ক্যারিশমা ফিরিয়ে আনতে? বক্স অফিসের প্রথম দিনের তথ্য অনুযায়ী, সিনেমাটি যদিও অতুলনীয় সাড়া ফেলেনি, তবে শুরুটা একেবারে হতাশাজনকও নয়।

প্রথম দিনের আয়: মিশ্র প্রতিক্রিয়া

বহুল প্রতীক্ষিত এই স্পোর্টস ড্রামাটি মুক্তির প্রথম দিন (২০ জুন) আয় করেছে ১১.০৫ কোটি রুপি। ‘স্যাকনিল্ক’ প্রকাশিত তথ্য অনুসারে, হিন্দি সংস্করণে গড় দর্শক উপস্থিতি ছিল ১৭.৭৩ শতাংশ। সকাল ও বিকেলের শোতে এই হার ছিল যথাক্রমে ১৬.৭৪ শতাংশ এবং সন্ধ্যার শোতে কিছুটা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২০.২১ শতাংশে।

তবে তুলনামূলক দিক থেকে, এই আয় আমির খানের নিজের আগের সিনেমা 'লাল সিং চাড্ডা'কেও স্পর্শ করতে পারেনি। ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ প্রথম দিনে আয় করেছিল ১১.৭ কোটি রুপি। অন্যদিকে, সাম্প্রতিক সুপারস্টার সালমান খানের 'সিকান্দার' একই সময়ে মুক্তি পেয়ে আয় করে ২৬ কোটি রুপি, যা আবার ‘সিতারে জামিন পার’-এর চেয়ে দ্বিগুণেরও বেশি।

গল্প ও নির্মাণ

আর.এস. প্রসন্ন পরিচালিত ‘সিতারে জামিন পার’ একটি স্প্যানিশ সিনেমা ‘চ্যাম্পিয়নেস’-এর হিন্দি রিমেক। গল্প আবর্তিত হয়েছে ১০ জন বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ বাস্কেটবল খেলোয়াড়কে ঘিরে, যাদের কোচিং করান অমিতাভ বচ্চনের চরিত্র। অভিনয়ে রয়েছেন আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, জেনেলিয়া ডিসুজাসহ একাধিক নবাগত মুখ।

এই সিনেমাটি শুধুমাত্র একটি খেলা নয়, বরং বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের ক্ষমতাকে তুলে ধরার এক আন্তরিক প্রয়াস। সমালোচকরা সিনেমার মানবিক আবেদনের প্রশংসা করলেও বাণিজ্যিক দিক থেকে এটি এখনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি।

প্রতিদ্বন্দ্বী সিনেমা ‘হাউজফুল ৫’-এর বেহাল অবস্থা

‘সিতারে জামিন পার’-এর মুক্তিতে চাপের মুখে পড়েছে অক্ষয় কুমার, অভিষেক বচ্চন ও রীতেশ দেশমুখ অভিনীত ‘হাউজফুল ৫’। তৃতীয় সপ্তাহে পৌঁছানো এই কমেডি ফ্র্যাঞ্চাইজির নতুন পর্ব ১৫তম দিনে আয় করেছে মাত্র ১.৮৫ কোটি রুপি। ফলে মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১৬৯.৯৫ কোটিতে, যা প্রত্যাশার চেয়ে কম।

বিশ্লেষকদের মতে, 'সিতারে জামিন পার' ধীরে হলেও একটি বিশেষ দর্শকগোষ্ঠীর হৃদয়ে জায়গা করে নিতে পারে। বিশেষ করে মানবিক গল্প, নতুন মুখ এবং অমিতাভ বচ্চনের উপস্থিতি সিনেমাটিকে টিকে থাকার শক্তি দিতে পারে। অন্যদিকে ‘হাউজফুল ৫’ ইতোমধ্যেই তার প্রাণশক্তি হারাতে বসেছে, বিশেষ করে সমালোচক ও দর্শক উভয়ের কাছেই সিনেমাটি প্রত্যাশা পূরণ করতে পারেনি।

'সিতারে জামিন পার' বক্স অফিসে তেমন চমক দেখাতে না পারলেও, মানবিক গল্প ও অনুপ্রেরণাদায়ক থিমের কারণে এটি একটি গুরুত্বপূর্ণ সিনেমা হিসেবে বিবেচিত হতে পারে। আমির খানের ক্যারিশমা পুরোপুরি ফিরে এসেছে কি না, তা সময়ই বলবে। তবে এতটুকু নিশ্চিত—সিনেমাটি তাকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ