সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্রিকেট ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৬ ১৬:০৪:৪২
সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত সোমবার (১৬ জুন) দুর্নীতি ও অর্থ আত্মসাৎ করে শেয়ার বাজারে কোটি কোটি টাকা বিনিয়োগ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানসহ মোট ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। এই আদেশ দুদকের আবেদন মোতাবেক দেয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম নিশ্চিত করেছেন, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে আছেন সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির ও তানভির নিজাম।

আদালতে দুদকের পক্ষে সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাৎ করে শেয়ার বাজারে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই মামলার অনুসন্ধান প্রক্রিয়া চলমান থাকায় তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।

আবেদন পেশের পর আদালত শুনানি শেষে এই নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। এতে বলা হয়েছে, অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ অপরিহার্য।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে চলমান অনুসন্ধান ও মামলা প্রক্রিয়ায় বাধা সৃষ্টি রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক


পাকিস্তানকে হারানোর মিশনে দারুণ শুরু বাংলাদেশের, চাপে পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৫ ২১:২১:৫২
পাকিস্তানকে হারানোর মিশনে দারুণ শুরু বাংলাদেশের, চাপে পাকিস্তান
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস হেরেও দারুণ শুরু করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বাংলাদেশের পেস ও স্পিন আক্রমণের সামনে চাপে পড়েছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, মাত্র ১০ ওভারে ৪৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে তারা।

পেসার তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই ওপেনার সাহিবজাদা ফারহানকে সাজঘরে পাঠান তিনি। এরপর দ্বিতীয় ওভারেই স্পিনার শেখ মেহেদী হাসান তুলে নেন সাইম আইয়ুবের উইকেট।

লিটনবিহীন বাংলাদেশের অলিখিত সেমিফাইনাল

‘জিতলে ফাইনাল, হারলে বিদায়’—এমন কঠিন সমীকরণের এই ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। চোটের কারণে তিনি ছিটকে যাওয়ায় আজ তার বদলে দলের নেতৃত্ব দিচ্ছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকের আলি অনিক।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।


অঘোষিত সেমিফাইনাল: টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৫ ২০:০৪:১৯
অঘোষিত সেমিফাইনাল: টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

‘জিতলে ফাইনালে, হারলে বিদায়’—এমন কঠিন সমীকরণের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ ও পাকিস্তান। এশিয়া কাপের সুপার ফোরের এই অলিখিত সেমিফাইনালে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকের আলি অনিক। কারণ, এই গুরুত্বপূর্ণ ম্যাচেও পাওয়া যাচ্ছে না দলের নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসকে।

আশা করা হয়েছিল, ভারতের বিপক্ষে চোটের কারণে খেলতে না পারা লিটন দাস এই গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরবেন। কিন্তু তিনি হয়তো এখনো খেলার জন্য পুরোপুরি ফিট নন। এ কারণেই আগের ম্যাচের মতো আজও জাকের আলি অনিক নেতৃত্ব দেবেন দলকে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি দুই দলের জন্যই অলিখিত সেমিফাইনাল। তাই ফাইনালের টিকিট পেতে দুই দলই নিজেদের সেরাটা দেবে।

বাংলাদেশ দলের নেতৃত্বে আছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকের আলী। বাংলাদেশ দলের একাদশে আরও আছেন ব্যাটসম্যান সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় ও শামীম হোসেন। দলে উইকেটরক্ষক হিসেবে আছেন নুরুল হাসান। অলরাউন্ডার হিসেবে আছেন মাহাদি হাসান। বোলারদের মধ্যে আছেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।

অন্যদিকে, পাকিস্তান দলের নেতৃত্বে আছেন সালমান আগা। তাদের একাদশে আছেন ব্যাটসম্যান সাহিবজাদা ফারহান, ফখর জামান ও সাইম আইয়ুব। উইকেটরক্ষক হিসেবে আছেন মোহাম্মদ হারিস। অলরাউন্ডার হিসেবে আছেন হুসাইন তালাত ও মোহাম্মদ নওয়াজ। বোলারদের মধ্যে আছেন ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।


‘আমাকে ধরতে চাইলে আপনারাও ধরা পড়বেন’: তামিম ইকবাল 

ক্রিকেট ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৫ ১৯:১৮:১০
‘আমাকে ধরতে চাইলে আপনারাও ধরা পড়বেন’: তামিম ইকবাল 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে নানা জটিলতা তৈরি হয়েছে। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা সাবেক দুই অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবালের মধ্যে তামিমের প্রার্থিতা নিয়ে প্রশ্ন উঠেছে। আজ বৃহস্পতিবার শুনানিতে যোগ দেন তামিম। সাবেক এই অধিনায়ক মনে করেন, তার প্রার্থিতা নিয়ে প্রশ্ন ওঠার কোনো সুযোগ নেই।

মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম বলেন, “আপনারা প্লিজ গঠনতন্ত্রটা বের করে দেখেন, সেখানে সাবেক ক্রিকেটার লেখা আছে। কিন্তু সাবেক ক্রিকেটারের কোনো ব্যাখ্যা আছে কিনা যে, আমার অফিশিয়ালি অবসর ঘোষণা করতে হবে?”

তামিমের পাল্টা যুক্তি

তামিম সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন পাঁচ মাস আগে ঢাকা প্রিমিয়ার লিগে। তাই তাকে সাবেক ক্রিকেটার হিসেবে ধরা যায় বলে জানান তামিম। তিনি বলেন, “আমি যদি নিজের মনের মধ্যেই চিন্তা করে রাখি আমি আর ক্রিকেট খেলব না, আমি তো সাবেক হয়েই গেলাম।”

তামিম বিশেষভাবে মোহাম্মদ আশরাফুলের কথা উল্লেখ করে বলেন, “বিসিবি যে ১৫ জনের তালিকা দিয়েছে, মোহাম্মদ আশরাফুল তো সম্প্রতি ইংল্যান্ডে ক্রিকেট খেলে এসেছে। আমিনুল ইসলাম বুলবুল ভাই, আমাদের প্রেসিডেন্ট, তিনিও অফিশিয়ালি কোনো জায়গায় অবসর ঘোষণা করেননি।”

তিনি প্রশ্ন তোলেন, “যদি এভাবে আমাকে ধরতে চান, আপনারাও ধরা পড়বেন।”


বাঁচা-মরার লড়াই: পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশর একাদশে কারা থাকছেন?

ক্রিকেট ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৫ ১৪:১৫:৫৪
বাঁচা-মরার লড়াই: পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশর একাদশে কারা থাকছেন?
ছবি: সংগৃহীত

মাত্র ২০ ঘণ্টার ব্যবধানে আবারও মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান। এশিয়া কাপের সুপার ফোরে এটি তাদের জন্য একরকম অলিখিত ফাইনাল। এই ম্যাচে হারলেই বিদায়, জিতলেই নিশ্চিত হবে ফাইনালের টিকিট।

ভারতের বিপক্ষে চার পরিবর্তন এনেছিল বাংলাদেশ, যেখানে চোটের কারণে ছিলেন না অধিনায়ক লিটন দাস। আজ পাকিস্তানের বিপক্ষেও একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে।

ব্যাটিং ও বোলিংয়ে সম্ভাব্য পরিবর্তন

ভারতের বিপক্ষে তানজিদ হাসান তামিম সুবিধা করতে না পারলেও তার ওপর টিম ম্যানেজমেন্টের আস্থা রয়েছে। ফর্মে থাকা সাইফ হাসান ও তানজিদকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। চোট কাটিয়ে লিটন দাস ফিরলে তিন নম্বরে তাকে দেখা যেতে পারে, সেক্ষেত্রে একাদশের বাইরে যেতে হতে পারে পারভেজ হোসেন ইমনকে।

মিডল অর্ডারের দুরবস্থা কাটাতে উইকেটরক্ষক জাকের আলীর বদলে সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান। শামীম হোসেনের জায়গাতেও পরিবর্তনের আভাস আছে।

বোলিং আক্রমণে ফিরতে পারেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। মুস্তাফিজুর রহমানের সঙ্গে নতুন বলে থাকতে পারেন তানজিম হাসান সাকিব। স্পিন বিভাগে রিশাদ হোসেন বা নাসুম আহমেদের সঙ্গে থাকবেন শেখ মেহেদী, যার ব্যাটিংও কাজে লাগতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন/নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন/নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।


এশিয়া কাপের সেমিফাইনালে ভারত, বাংলাদেশের সামনে ফাইনালের কঠিন সমীকরণ

ক্রিকেট ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৫ ০৯:৫৯:৪৩
এশিয়া কাপের সেমিফাইনালে ভারত, বাংলাদেশের সামনে ফাইনালের কঠিন সমীকরণ
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের কাছে ৪১ রানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে ভারতের স্পিনারদের সামনে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থ হয়। তবে এই পরাজয়ের পরও টাইগারদের ফাইনাল খেলার দারুণ সুযোগ রয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। ভারতের ওপেনার অভিষেক শর্মা মাত্র ৩৭ বলে ৭৫ রান করে একটি দুর্দান্ত ইনিংস খেলেন। বাংলাদেশের বোলাররা শেষ দিকে কিছুটা চাপ সৃষ্টি করতে সক্ষম হলেও, ভারত ২০ ওভারে ১৬৮ রান সংগ্রহ করে।

১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের টপ অর্ডার দ্রুতই ভেঙে পড়ে। তবে এক প্রান্তে দৃঢ়তার সঙ্গে ব্যাট করে সাইফ হাসান ৫১ বলে ৬৯ রান করেন, যা তার ইনিংসকে কিছুটা উজ্জ্বল করেছে। কিন্তু প্রয়োজনীয় সঙ্গ না পাওয়ায় ১৯.৩ ওভারে ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ।

ফাইনালে যাওয়ার সমীকরণ

এই জয়ের মধ্য দিয়ে ভারত এশিয়া কাপের প্রথম দল হিসেবে ফাইনালে চলে গেছে। অন্যদিকে, বাংলাদেশের সামনে ফাইনালে যাওয়ার সমীকরণটি এখন বেশ সহজ। শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই কোনো ধরনের হিসাব ছাড়াই বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করবে। যদি বাংলাদেশ হেরে যায়, তবে ফাইনাল খেলবে পাকিস্তান। তাই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটিকে অঘোষিত সেমিফাইনাল বলা যায়।

বাংলাদেশের পরাজয়ে সুপার ফোর থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে শ্রীলঙ্কার। কারণ দুই ম্যাচে দুটিতেই হারা লঙ্কানরা কোনোভাবেই ফাইনালে যেতে পারবে না।


বাংলাদেশের সামনে ১৬৯ রানের লক্ষ্য দিল ভারত

ক্রিকেট ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৪ ২২:১২:২৬
বাংলাদেশের সামনে ১৬৯ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ক্রিকেট দলকে ১৬৯ রানের লক্ষ্য দিয়েছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত শুরু করেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ভারতের রানের গতি কমে আসে। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে ভারত।

ভারতের শুরুটা ছিল আক্রমণাত্মক। ওপেনিং জুটিতে অভিষেক শর্মা ও শুভমান গিল প্রথম ৬ ওভারেই কোনো উইকেট না হারিয়ে ৭২ রান যোগ করেন। তবে সপ্তম ওভারে বোলিংয়ে এসে শুভমান গিলকে (২৯) ফেরান রিশাদ হোসেন। এরপর অভিষেক শর্মাও (৭৫) রান আউট হলে ভারতের রানের গতি কমে আসে। একপর্যায়ে মনে হচ্ছিল, ভারত ২০০ রান পেরিয়ে যাবে, কিন্তু বাংলাদেশের বোলাররা এরপর ভারতের ওপর চাপ সৃষ্টি করতে সক্ষম হয়।

অভিষেক শর্মা ও শুভমান গিল ফিরে যাওয়ার পর ভারতীয় ব্যাটসম্যানদের ওপর চাপ সৃষ্টি করেন বাংলাদেশের বোলাররা। মোস্তাফিজুর রহমান তার ১২তম ওভারে ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ও অধিনায়ক সূর্যকুমার যাদবকে (১১) আউট করেন। তবে শেষ বলে আউট হওয়ার আগে হার্দিক পান্ডিয়া ২৯ বলে ৩৮ রান করে দলকে ১৬৮ রানে পৌঁছাতে সক্ষম হন।

বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বোলিং করেন রিশাদ হোসেন। তিনি দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পাশাপাশি একটি রান আউটও করেন। এ ছাড়া মোস্তাফিজুর রহমানও দারুণ বোলিং করেছেন।


রিশাদের ঘূর্ণিতে চাপে ভারত, বাংলাদেশের দারুণ বোলিংয়ে ম্যাচের মোড় পরিবর্তন

ক্রিকেট ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৪ ২১:৪৬:৩৮
রিশাদের ঘূর্ণিতে চাপে ভারত, বাংলাদেশের দারুণ বোলিংয়ে ম্যাচের মোড় পরিবর্তন

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে চাপে ফেলেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের ব্যাটিং ঝড়ের শুরুটা যতটা উজ্জ্বল ছিল, মাঝপথে এসে তা থমকে দেয় বাংলাদেশের বোলাররা। ৭৭ রানের ওপেনিং জুটি ভাঙার পর থেকে ভারত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। ১৫.১ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ১৩৩/৫।

ভারতের ওপেনার অভিষেক শর্মা শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে মেতেছিলেন এবং মাত্র ২৫ বলে অর্ধশতক ছুঁয়ে ফেলেন। তবে তার ঝড়ো ইনিংস (৩৭ বলে ৭৫) থামিয়ে দেন রিশাদ হোসেন, এক অনবদ্য ফিল্ডিংয়ে তাকে রানআউট করেন। এর আগেই রিশাদের স্পিনে ফিরেছেন শুবমন গিল (২৯) এবং শিবম দুবে (২)।

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকেও বেশিক্ষণ টিকতে দেননি বাংলাদেশের বোলাররা। মোস্তাফিজুর রহমানের কাটারে তার ইনিংস ১১ রানে থেমে যায়। ফলে এক সময় বড় সংগ্রহের পথে থাকা ভারতীয় দল হঠাৎ করেই চাপে পড়ে যায়।

বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রিশাদ। তিনি ২ উইকেটের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ রানআউট করে বড় অবদান রেখেছেন। তার পাশাপাশি সাইফ হাসান নিজের প্রথম ওভারেই মাত্র ২ রান দিয়ে ভারতের রানচাকা আটকে দেন। মোস্তাফিজও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দেন দলকে।

এখন দেখার বিষয়, ভারত তাদের মধ্য ও শেষের ওভারে আবারো ছন্দ খুঁজে পায় নাকি বাংলাদেশের নিয়ন্ত্রণই শেষ পর্যন্ত তাদের এগিয়ে নিয়ে যায়।


টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৪ ২০:০৩:৩৮
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়েছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে টাইগাররা দারুণ সূচনা করেছিল। আজ ভারতকে হারাতে পারলে তারা সরাসরি ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবে।

পরিসংখ্যান ভারতের পক্ষে, তবে বাংলাদেশ আশাবাদী

এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ১৭ বার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে বাংলাদেশ মাত্র একবার জয় পেয়েছে। এশিয়া কাপে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ১৫ বারের মুখোমুখিতে বাংলাদেশ জিতেছে মাত্র দুবার।

পরিসংখ্যান ভারতের পক্ষে থাকলেও, বাংলাদেশের জন্য জেতা অসম্ভব নয়। কারণ, ভারতের বিপক্ষে বাংলাদেশের ‘হারার’ কিছু নেই। এই ম্যাচে জয় পেলে ফাইনালের স্বপ্ন আরও উজ্জ্বল হবে।

টিম:

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী (উইকেটরক্ষক/অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।


‘টাইগার কউন?’: বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে আফ্রিদির কটাক্ষ

ক্রিকেট ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৬:২৪:১৪
‘টাইগার কউন?’: বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে আফ্রিদির কটাক্ষ
শাহীন শাহ আফ্রিদি। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচে জয় পেলে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবে পাকিস্তান। তবে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি সংবাদ সম্মেলনে বাংলাদেশকে নিয়ে কিছুটা কটাক্ষ করেছেন।

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক বাংলাদেশ দলকে ‘টাইগার’ হিসেবে আখ্যায়িত করলে আফ্রিদি প্রশ্ন থামিয়ে পাল্টা জিজ্ঞেস করেন, “টাইগার কৌন?” অর্থাৎ ‘টাইগার কারা’। পরে সাংবাদিকরা বাংলাদেশ বললে তখন তিনি ‘সরি’ বলে ক্ষমা চান।

তবে এই ঘটনার পর আফ্রিদি জানান, বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে তিনি টাইগারদের সমীহের চোখেই দেখছেন। তিনি বলেন, “বাংলাদেশ দারুণ একটি দল। তারা ইদানীং ভালো খেলেছে। ভালো দলের সঙ্গে খেললে প্রথম ধাক্কাটা আপনাকেই দিতে হবে। তাদের সুযোগ দেওয়া যাবে না, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই ভালো খেলতে হবে।”

চলমান এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান।

পাঠকের মতামত:

নিউইয়র্কে ইউএস-বাংলাদেশ বিজনেস রাউন্ডটেবিলে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা

নিউইয়র্কে ইউএস-বাংলাদেশ বিজনেস রাউন্ডটেবিলে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর প্রতি বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস। তিনি আজ নিউইয়র্কে অনুষ্ঠিত ইউএস-বাংলাদেশ এক্সিকিউটিভ... বিস্তারিত