ড. ইউনূসের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে রওনা দিলেন তারেক রহমান

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৩ ১৩:৩৩:০২
ড. ইউনূসের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে রওনা দিলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার (১৩ জুন) নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বাসা থেকে রওনা হয়েছেন।

বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর ১টার দিকে তিনি লন্ডনের নিজ বাসভবন থেকে যাত্রা শুরু করেন। এ বৈঠকটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও জল্পনা দেখা দিয়েছে।

সূত্র জানায়, চলমান রাজনৈতিক অচলাবস্থা, আগামী জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের কাঠামো এবং সম্ভাব্য রাজনৈতিক সমঝোতাস এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে।

উল্লেখ্য, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে একটি আন্তর্জাতিক সফরে রয়েছেন এবং সেখানেই তারেক রহমানের সঙ্গে তার এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠক শেষে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক দুই প্রভাবশালী ব্যক্তির মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং দেশের রাজনীতিতে সম্ভাব্য সমঝোতার বার্তা বহন করতে পারে।

বিস্তারিত আসছে...

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ