লন্ডনে ড. ইউনূস: যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক!

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১১ ১৬:৫৩:১১
লন্ডনে ড. ইউনূস: যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক!

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েলের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে দুইপক্ষ বাংলাদেশের নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

বৈঠকের পরে ড. ইউনূস চ্যাথাম হাউজে উপস্থিত হয়ে এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ড. চিয়েতিগজ বাজপেইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বেলা ১১টায় চ্যাথাম হাউজের মূল হলে তিনি একটি বিশেষ বক্তৃতা প্রদান করবেন, যেখানে বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক অগ্রগতি, গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধান উপদেষ্টার সম্মানে চ্যাথাম হাউজের ম্যালকম রুমে সংবর্ধনা আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৬টায় তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে সেন্ট জেমস প্যালেসে কিংস ফাউন্ডেশনের ৩৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করবেন।

এর আগে সফরের প্রথম দিন মঙ্গলবার, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া ব্রিটিশ পার্লামেন্টের বিভিন্ন দলের সদস্যরা এবং মেনজিস অ্যাভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, এয়ারবাসের নির্বাহী কর্মকর্তারা ড. ইউনূসের সঙ্গে পৃথক সাক্ষাৎ করেন।

এই উচ্চ পর্যায়ের বৈঠক ও সাক্ষাৎকারসমূহ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক চিত্র তুলে ধরার পাশাপাশি দেশটির আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ