৫ আগস্টের সহিংসতায় কারাগারে  কত  টাকার ক্ষয়ক্ষতি?

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১০ ১৬:০৩:৪৬
৫ আগস্টের সহিংসতায় কারাগারে  কত  টাকার ক্ষয়ক্ষতি?

৫ আগস্টের পর দেশের বিভিন্ন কারাগারে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ১১৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। তিনি জানান, এ সময় ২০২ জন কারারক্ষী ও কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন, যাদের অনেকে চিকিৎসাধীন ছিলেন এবং বর্তমানে সকলে কর্মক্ষম রয়েছেন।

সোমবার এক আনুষ্ঠানিক বক্তব্যে তিনি বলেন, “এই হামলায় শুধু সরকারি সম্পদই নয়, অনেক কারারক্ষীর ব্যক্তিগত ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে যারা কারাগারের বাইরের পরিসরে বসবাস করছিলেন। তবে সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানি ঘটেনি।”

তিনি আরও জানান, সহিংসতায় দুটি কারাগার সম্পূর্ণরূপে জ্বালিয়ে দেওয়া হয়, তবে সেগুলো ইতোমধ্যে পুনর্গঠন করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন বলেন, “আমরা সরকারের কাছে অতিরিক্ত বরাদ্দ চেয়েছি, কারণ এই ধরনের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বড় অঙ্কের অর্থায়ন প্রয়োজন।”

তিনি দেশের কারাগার ব্যবস্থার সার্বিক অবস্থাও তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে বিভিন্ন কারাগারে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি রয়েছে। পুরোনো অবকাঠামো আধুনিকায়ন ও সম্প্রসারণে সরকার সচেষ্ট, এবং বর্তমানে পাঁচটি কারাগারে পুনর্নির্মাণের কাজ চলছে। পাশাপাশি, আরও পাঁচ থেকে ছয়টি কেন্দ্রীয় কারাগারে অচিরেই পুনর্গঠনের কাজ শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ