ফেসবুক বার্তায় কি জানান দিলেন মির্জা ফখরুল?

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০৪ ১০:৩৮:১৬
ফেসবুক বার্তায় কি জানান দিলেন মির্জা ফখরুল?

চোখের গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারের কারণে আপাতত বিদেশ যাত্রায় সাময়িক বিরতি নিলেও, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি থেকে নিজেকে একেবারে দূরে রাখেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাষ্ট্র থেকে এক ফেসবুক বার্তায় তিনি দেশের চলমান গণতান্ত্রিক উত্তরণের প্রয়াসকে স্বাগত জানিয়ে বলেন, “গণতান্ত্রিক উত্তরণ, বিচার ও সংস্কার—এই তিনটি বিষয় একে অপরের পরিপূরক, এগুলো একসাথে এবং এখনই হওয়া প্রয়োজন।”

তিনি বলেন, “গত ১৫ বছরের মধ্যে বিশেষ করে ২০২৪ সালের জুলাইয়ে যেসব রাজনৈতিক অন্যায় ও নিপীড়ন হয়েছে, তার বিচার চাই। সেইসঙ্গে স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে আগামী দিনে সত্যিকারের গণতন্ত্র ও জবাবদিহিতার পরিবেশ তৈরি করা উচিত।”

মির্জা ফখরুল আরও বলেন, “গতকাল যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেটিকে আমি ইতিবাচক হিসেবে দেখছি। আমি আশা করি, এটি একটি সুস্পষ্ট অগ্রগতির সূচনা করবে।”

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, “এই সরকার যেন যথেষ্ট প্রজ্ঞা ও দক্ষতা দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সে প্রত্যাশা রাখি। কিন্তু যদি নির্বাচন নিয়ে সিদ্ধান্তে দেরি হয়, তবে জনগণের মনে সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ দানা বাঁধবে। এমন সুযোগ আমরা হারাতে পারি না।”

দীর্ঘদিন ধরেই রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুশাসনের দাবিতে সক্রিয় বিএনপি নেতারা বর্তমানে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ গভীর পর্যবেক্ষণে রেখেছেন। এমন এক সময়ে মির্জা ফখরুলের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিতে পারে বলে বিশ্লেষকদের অভিমত।

তাঁর ভাষ্য অনুযায়ী, এখনই সময় বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার—যেখানে থাকবে প্রকৃত গণতন্ত্র, ন্যায়বিচার ও কাঙ্ক্ষিত রাজনৈতিক সংস্কার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ