ভোলায় ৭ ফুট জোয়ারে রিংবাঁধ ভাঙল, চরাঞ্চলে পানি থইথই

অমাবস্যা ও নিম্নচাপের যুগল প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে ভোলার তজুমদ্দিন ও মনপুরা উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কোথাও কোথাও স্বাভাবিক জোয়ারের চেয়ে সাত ফুট পর্যন্ত উঁচু ঢেউ উঠে জনপদে হানা দেয়।
তজুমদ্দিন উপজেলার ধরণী স্লুইজ পয়েন্টে রিংবাঁধ ভেঙে যায় বুধবার সকাল নাগাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ সত্য নিউজ-কে জানান, প্রায় ১০ মিটার দীর্ঘ বাঁধ ধসে পড়ায় বহু এলাকা পানির নিচে চলে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড তাৎক্ষণিকভাবে মেরামতের কাজ শুরু করেছে।
মনপুরা উপজেলার ইউএনও লিখন বণিক নিশ্চিত করেছেন, কলাতলী ইউনিয়নসহ বেড়িবাঁধের বাইরের বিস্তীর্ণ চরাঞ্চল পুরোপুরি ডুবে গেছে। এলাকাবাসী জানিয়েছে, হঠাৎ পানি ঢুকে পড়ায় অনেকের ঘরবাড়ি ও পুকুর তলিয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের ভোলা কার্যালয়ের প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান জানান, বাঁধের ক্ষতিগ্রস্ত অংশে দ্রুত কাজ চলছে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা আপাতত নেই।
স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দাবি, জোয়ারের পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে পরবর্তী কয়েকদিন সতর্ক থাকতে বলা হয়েছে উপকূলবর্তী বাসিন্দাদের।
পাঠ্যবইয়ের বদলে রাজনৈতিক বই: ক্ষুব্ধ শিক্ষার্থীরা পুড়িয়ে দিলেন ৩০০ গ্রন্থ
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসংক্রান্ত তিন শতাধিক বই পুড়িয়ে দিয়েছেন। সোমবার (১৮ আগস্ট) দুপুরের দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী বইগুলো একত্র করে আগুন ধরিয়ে দেন। এতে মুহূর্তের মধ্যে বইগুলো পুড়ে ছাই হয়ে যায়।
কলেজ সূত্রে জানা গেছে, পুড়িয়ে ফেলা বইগুলো ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে নিয়ে লেখা জীবনী, গবেষণা ও রাজনৈতিক ইতিহাসভিত্তিক।
শিক্ষার্থীদের দাবি, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর সারা দেশ থেকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনাসহ স্বৈরাচারী শাসনের সব স্মৃতিচিহ্ন মুছে ফেলার নির্দেশনা ছিল। তাদের শিক্ষকরা জানিয়েছিলেন যে, লাইব্রেরি থেকে সব বই সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা দেখেছে যে সেগুলো এখনো বিদ্যমান। তাই ক্ষুব্ধ শিক্ষার্থীরা লাইব্রেরি থেকে বইগুলো এনে পুড়িয়ে ফেলেছেন। তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অবহেলার কারণে এবং লাইব্রেরিতে পাঠ্যবইয়ের সংকটের মধ্যেও রাজনৈতিক বই দিয়ে তাক ভরে রাখা হয়েছে, যা তাদের কোনো কাজে আসে না।
এ বিষয়ে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিল চন্দ্র কির্তুনিয়া বলেন, ‘আমি সম্প্রতি দায়িত্ব নিয়েছি, বই অন্য কোথাও সরিয়ে ফেলার বিষয়ে কোনো নির্দেশনা ছিল না। তবে সাবেক অধ্যক্ষ আমাকে জানিয়েছিলেন যে বইগুলো আলাদা করে বেঁধে লাইব্রেরির মধ্যে পরিত্যক্ত স্থানে রাখা হয়েছিল। শিক্ষার্থীরা আমাদের জানালে হয়তো কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সরিয়ে ফেলা যেত।’
/আশিক
মেহেন্দিগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় প্রয়াত বিএনপি নেতা এ টি এম মতিউর রহমানের বাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার ৬নং বিদ্যানন্দপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ টি এম মতিউর রহমানের মৃত্যুর পর তার সন্তানরা বরিশাল নগরী ও প্রবাসে বসবাস করেন। গ্রামের বাড়িটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ ছিল। শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়িতে ভাঙচুর করে আসবাবপত্র লুট করে। পরে ঘরে আগুন ধরিয়ে দিলে বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।
প্রত্যক্ষদর্শী আকলিমা বেগম জানান, ফজরের নামাজ পড়ার জন্য ভোর সাড়ে ৪টার দিকে উঠে তিনি পাশের ঘরে আগুন দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মোস্তফা কামাল উদ্দিন হারুন অভিযোগ করেন, তাদের সঙ্গে গ্রামের কিছু লোকের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এই বিরোধের জের ধরেই হামলা ও অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। তিনি দাবি করেন, আগুনে তাদের অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আন্দোলনের ভাষণ শেষে ‘জয় বাংলা’ স্লোগান, তারপর যা ঘটল…
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালসহ স্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানাতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় সরোয়ার হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কের গোলচত্বরে এই ঘটনা ঘটে। আটক সরোয়ার হাওলাদার বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা। তিনি দাবি করেছেন, বক্তৃতার শেষে অসাবধানতাবশত মুখ ফসকে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করেছেন।
আন্দোলনের নেতারা অভিযোগ করেছেন, স্বাস্থ্য খাতের সংস্কার দাবিতে তাদের চলমান কর্মসূচিকে বিতর্কিত করার উদ্দেশ্যে সরোয়ার হাওলাদার পরিকল্পিতভাবে এই স্লোগান দিয়েছেন। এ বিষয়ে উভয়পক্ষের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার সাবেক আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ জানান, আন্দোলনের সময় সরোয়ার হাওলাদার এসে সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, শেবাচিম হাসপাতালে তার মাকে ভর্তি রেখে চিকিৎসা করানোর সময় চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং হয়রানির শিকার হন। ক্ষোভ থেকে তিনি আন্দোলনের পক্ষে বক্তব্য দিতে চান।
সোহাগের দাবি, বক্তব্যের শেষে সরোয়ার ‘জয় বাংলা’ স্লোগান দিলে উপস্থিত জনতার মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও অভিযোগ করেন, একটি সিন্ডিকেট তাদের আন্দোলনকে ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে এবং এরই অংশ হিসেবে এই ঘটনা ঘটতে পারে। এর আগে, দুদিন আগে আন্দোলনকারীদের ওপর একদল ব্যক্তি হামলা চালিয়েছিল বলেও তিনি জানান।
এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার বলেন, সরোয়ার হাওলাদারকে হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/আশিক
তিন দাবিতে বরিশালে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগ বন্ধ
বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে তিন দফা দাবিতে ১৪ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। তারা স্বাস্থ্যখাত সংস্কারসহ বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে সেবার মান উন্নয়নের দাবি করছে। প্রতিবাদীদের ওপর সেনাবাহিনী বাধা দিতে গেলে সংঘর্ষ হয়, কিন্তু তারা বাধা অগ্রাহ্য করে অবরোধ অব্যাহত রেখেছে। অবরোধের কারণে বরিশাল ও পাশ্ববর্তী পাঁচ জেলা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
তিন দফা দাবির মধ্যে রয়েছে দেশের সব সরকারি হাসপাতালে অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদারকি বাড়িয়ে দুর্নীতি বন্ধ করা, চিকিৎসকদের রাজনীতি নিষিদ্ধ করা ও ডিজিটাল অটোমেশন ও স্বচ্ছ জবাবদিহিমূলক টাস্কফোর্স গঠনসহ স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের কার্যক্রম জোরদার করার দাবি জানানো হয়েছে।
আজ সকাল থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সেনাবাহিনী মোতায়েন ছিল। বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা সেখানে পৌঁছালে সেনাবাহিনী বাধা দিতে গেলে ধাক্কাধাক্কি হয়। আন্দোলনকারীরা তা উপেক্ষা করে জিরো পয়েন্টে বসে স্লোগান দেন এবং অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বিকেলে নথুল্লাবাদ গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, দাবিগুলো মানতে হবে, না হলে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের আন্দোলন শুরু হবে।
আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন মহিউদ্দিন রণি, যিনি রেলওয়ের অব্যবস্থার বিরুদ্ধে এককভাবে আন্দোলন শুরু করে দেশজুড়ে আলোচিত হয়েছেন। রণি জানান, তারা গত ১৪ দিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালাচ্ছেন, কিন্তু পুলিশ ও সেনাবাহিনী বিনা উসকানিতে তাদের ওপর আক্রমণ করেছে। তিনি বলেন, ‘ছাত্রলীগ যেভাবে কোনো আন্দোলনের ওপর ঝাঁপিয়ে পড়ে, সেই নিয়মে আমাদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে।’
/আশিক
“আলম বিয়ের কথা বলে সব করেছে”— বিয়ে না করলে এখানেই আত্মহত্যা করব”
বরগুনার তালতলীতে প্রেমিকের অন্যত্র বিয়ের খবর পেয়ে প্রেমিকের বাড়িতে এসে টানা দুই দিন ধরে অনশন করছেন এক তরুণী। বিয়ের দাবি জানিয়ে তিনি জানিয়েছেন, যদি বিয়ে না হয় তাহলে আত্মহত্যা করবেন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকিরতবক গ্রামে। ওই তরুণী গত রোববার (৩ আগস্ট) সকাল থেকে প্রেমিক আলম লস্কারের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলম লস্কার (৩০) একই গ্রামের বাসিন্দা এবং তালতলী উপজেলা নির্বাচন অফিসে নাইট গার্ড হিসেবে কর্মরত। তরুণীর অভিযোগ, এক বছর আগে স্থানীয় এক ঘটকের মাধ্যমে আলমের সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আলম তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক করেন। তবে গত শুক্রবার (১ আগস্ট) হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেন আলম। পরে তিনি জানতে পারেন, ওই দিনই আলম পারিবারিকভাবে অন্যত্র বিয়ে করেছেন।
প্রতারণার শিকার তরুণী জানান, “আলম আমাকে বিয়ে করবে বলেই সব করেছে। এখন হঠাৎ করে অন্যত্র বিয়ে করেছে, এটা মেনে নিতে পারছি না। ও আমাকে বিয়ে না করলে আমি এখানেই আত্মহত্যা করব।”
তবে অনশনের খবর জানার পর থেকেই আলম লস্কার ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে অভিযুক্ত আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ছোটবগী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নীনা বেগম জানান, “ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।”
তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, “ঘটনার কথা শুনেছি, তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
/আশিক
বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীকে বিয়ের প্রস্তাব, বরখাস্ত এএসপি আফজাল
বরিশাল রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত এক পুলিশ সদস্যের স্ত্রীকে অনৈতিক প্রস্তাব ও অর্থের প্রলোভন দেখিয়ে বিয়ের আশ্বাস দেওয়ার অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আফজাল হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বুধবার (৩০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পারিবারিক বিরোধের কারণে ওই কনস্টেবলের স্ত্রী অভিযোগ জানাতে বরিশাল আরআরএফের কমান্ড্যান্টের দপ্তরে গেলে সেখানেই এএসপি আফজালের সঙ্গে তার প্রথম দেখা হয়। এরপর তিনি বারবার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তাকে বিরক্ত করতে থাকেন। শুধু তাই নয়, কনস্টেবলের স্ত্রী থাকার পরও তিনি তাকে বিয়ের প্রস্তাব দেন এবং আর্থিক সুবিধার লোভ দেখান।
এছাড়া অভিযোগে বলা হয়েছে, এএসপি আফজাল ওই নারীকে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দাখিল ও মামলা করার জন্য উৎসাহ দেন এবং দাম্পত্য সম্পর্ক ভাঙার চেষ্টা করেন। এমনকি কনস্টেবলের তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীকেও দিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিলের কুপরামর্শ দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার এমন আচরণ পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ন করেছে। এ ধরনের অপেশাদার আচরণ 'অসদাচরণ' হিসেবে গণ্য হওয়ায় তাকে ২১ জুলাই থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
/আশিক
নিজের ছেলেকে পিটিয়ে হত্যা! বরিশালে চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা
বরিশালে মাদকাসক্ত ছেলেকে হত্যার অভিযোগ বাবা-মায়ের বিরুদ্ধেবরিশালের বাকেরগঞ্জে মাদকাসক্ত এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের বাবা-মায়ের বিরুদ্ধে। ঘটনার পর তারা নিজেরাই থানায় গিয়ে বিষয়টি জানান। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
নিহতের নাম হাসান গাজী, বয়স আনুমানিক ১৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তার বাবা আবু জাফর গাজী একজন মাছ ব্যবসায়ী এবং মা নাজমা বেগম গৃহিণী।
বিকেল সাড়ে ৪টার দিকে হাসানের বাবা-মা থানায় এসে জানান, তাদের ছেলে প্রায়ই মাদকের টাকার জন্য তাদের মারধর করত। ঘটনার দিনও টাকার জন্য বাবার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে ধস্তাধস্তির সময় সে মারা যায়।
হাসানের দুলাভাই কাওসার হোসেন জানান, হাসানকে একসময় জোর করে একটি জাহাজে চাকরি দেওয়া হয়েছিল। সেখানে ছয় মাস কাজ করে বাড়ি ফিরে আবারও মাদকাসক্ত হয়ে পড়ে এবং আগের মতো আচরণ করতে শুরু করে।
মা নাজমা বেগম বলেন, "আমার স্বামী মাছ বিক্রি করে যা আয় করেন, তা থেকেই হাসান মাদক কিনত। মঙ্গলবার টাকার জন্য বাবার সঙ্গে ঝগড়া শুরু করে। ধস্তাধস্তির একপর্যায়ে সে মারা যায়। সব কিছু আমার চোখের সামনে ঘটেছে। পরে আমরা থানায় গিয়ে সব জানাই।"
বাবা আবু জাফর গাজী বলেন, “ছেলে প্রায়ই আমাকে ও আমার স্ত্রীকে মারধর করত। সেদিন বাধা দিলে আমাকে মারতে আসে, তখন ধস্তাধস্তির মধ্যে এই দুর্ঘটনা ঘটে।”
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তুহিন আক্তার জানান, হাসানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ইসিজি পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে তিনি আগেই মারা গিয়েছেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে, শরীরে ভারি কিছু দিয়ে আঘাত করা হয়েছিল।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেখে হাসান মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা ও মাকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে।
/আশিক
বরিশালে বিএনপি নেতাদের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ
বরিশালের গৌরনদীতে বিএনপির প্রস্তুতি সভায় দলীয় কোন্দলের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে উপজেলা বিএনপির উদ্যোগে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল।
গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, “আমাকে সভায় দাওয়াত না দিলেও আমি উপস্থিত হয়েছিলাম। সেখানে উপস্থিত সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান ও তার ঘনিষ্ঠরা কুরুচিপূর্ণ মন্তব্য করেন। আমার কর্মীরা এর প্রতিবাদ করলে কথা-কাটাকাটির একপর্যায়ে হান্নান গ্রুপের লোকজন আমাদের ওপর হামলা চালায়।”
তিনি জানান, হামলার সময় পৌর ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রমজান হোসেনকে একা পেয়ে মারধর করা হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তবে ভিন্ন বক্তব্য দিয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান। তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে সভা করছিলাম। এমন সময় কিছু লোক ভেতরে ঢুকে আমাদের দুজন কর্মীর ওপর হামলা চালায়।”
ছাত্রদল নেতা জসিম শরীফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, “বিএনপির অভ্যন্তরীণ বিরোধের কারণে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠানো হয় এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে।”
/আশিক
বরিশালে ৭ ঘণ্টা অবরোধ, ছাত্রদের বিক্ষোভে অচল শহর!
বরিশাল, ২২ জুলাই — ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে টানা সাত ঘণ্টারও বেশি সময় ধরে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনার সঠিক তথ্য প্রকাশ ও গভীর রাতে এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের প্রতিবাদে এই আন্দোলন চলছে।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে বরিশাল নগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশাল শিক্ষা বোর্ডের সামনে এই বিক্ষোভ শুরু হয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন, ফলে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা উত্তরায় ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে গায়েবানা জানাজা ও দোয়া-মোনাজাত আয়োজন করেন।
বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, দুর্ঘটনায় কতজন নিহত ও আহত হয়েছেন—তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি। অনেক পরিবার এখনও সন্তানদের খুঁজে পাচ্ছেন না। তারা দ্রুত নির্ভুল তথ্য প্রকাশের দাবি জানান।
এক শিক্ষার্থী বলেন, “এত বড় দুর্ঘটনার পরও সরকার প্রথমে কোনো মানবিক পদক্ষেপ নেয়নি। পরে গভীর রাতে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে, যা লাখো পরীক্ষার্থীর সঙ্গে অন্যায়।”
এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইউনুস আলী সিদ্দিকী জানান, “পরীক্ষা পেছানোর সিদ্ধান্তের নোটিশ আমরাও গভীর রাতে পেয়েছি। নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে তা সব কলেজে জানিয়ে দেওয়া হয়েছে।”
/আশিক
পাঠকের মতামত:
- সবার সক্রিয় সমর্থন চাই: ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কাছে তারেক রহমানের আহ্বান
- কড়া বার্তা অন্তর্বর্তী সরকারের
- সংসদ ভবনে আগুন দিল বিক্ষোভকারীরা
- এক মঞ্চে মামুনুল-চরমোনাই পীর: নির্বাচন ও জুলাই সনদ নিয়ে কঠোর বার্তা
- অ্যাপলের নতুন চমক: আইফোন ১৭ সিরিজ আসছে, কী থাকছে নতুন ফোনে?
- পাগলা মসজিদের দানবাক্স খুলতেই ৩২ বস্তা টাকা, এবার রেকর্ড ভাঙার আশা
- ভারত আমাদের হাত বেঁধে, মুখ ঢেকে বন্দীদের মতো করে নিয়ে যায়—এরপর সমুদ্রে ফেলে দেয়
- শিবচরে ৪ বাসের ভয়ংকর সংঘর্ষ, অচল হয়ে পড়েছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে
- খুঁটির সঙ্গে বেঁধে বৃদ্ধকে পেটালেন বিএনপি নেতা
- নাকের হাড় ভেঙেছে নুরের, অবস্থা স্থিতিশীল: ঢামেক পরিচালক
- স্বর্ণের দামে স্বস্তি নেই: ফের বাড়ল দাম, নতুন মূল্য কার্যকর আজ থেকে
- যানজট নিরসনে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু হচ্ছে আজ
- ঐতিহাসিক রায়ে ট্রাম্পের বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা
- নিজের আমলের ফল নিজেই ভোগ করবে মানুষ: হাদিসে কুদসীর শিক্ষা
- গ্ল্যামারাস রূপে হানিয়া আমির, নতুন লুকে মুগ্ধ ভক্তরা
- এশিয়া কাপের প্রস্তুতি: আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
- কালো হাত ভেঙে দেওয়া হবে: নুরের ওপর হামলা নিয়ে সারজিস আলমের হুঁশিয়ারি
- নুরের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর
- চিয়া বীজ কি সবার জন্য নিরাপদ? জেনে নিন কাদের জন্য এটি বিপজ্জনক
- জ্ঞান ফিরেছে নুরুল হক নুরের
- নুরের ওপর হামলা,ভারতের মদতে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা: হাসনাত
- বিএনপির সঙ্গে বরফ না গলায় ছয় দল নিয়ে এগোচ্ছে জামায়াত
- নুরের ওপর হামলার আইনি তদন্তের আহ্বান তারেক রহমানের
- আর মানবিক মূল্যবোধ উপেক্ষা নয়: ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত তুরস্কের
- আইসিইউতে নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক
- ই-কমার্স খাতে শৃঙ্খলা আনতে কঠোর আইন: অনলাইনে মিথ্যা তথ্য দিলেই কারাদণ্ড
- কাকরাইলে সংঘর্ষে রক্তাক্ত নুর, উত্তপ্ত রাজনীতি: এনসিপির বিক্ষোভ কর্মসূচির ঘোষণা
- দিল্লিতে হাসিনা–এস আলম গোপন বৈঠকে অর্থায়ন, প্রোপাগান্ডা ও অস্থিতিশীলতার কৌশল!
- "জাতীয় নাগরিক পার্টি আসলে ইউনূসের দল, জামায়াতই দেশ চালাচ্ছে"
- মসজিদে প্রবেশের আগে যে ছোট কাজটি আনতে পারে রহমত
- কেন প্রতিদিন লেখার চর্চা আপনাকে করে তুলতে পারে আলাদা? জানুন কিভাবে
- কেন আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি- মনোবিজ্ঞান বলছে ভিন্ন কথা
- শেয়ারবাজারের সাপ্তাহিক বিশ্লেষণ
- সবজির পর এবার অন্য যেসব খাতে আগুন
- আসন্ন নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনারের অভূতপূর্ব মন্তব্য
- নকলায় বিএনপি থেকে জামায়াতে যোগ ২৪ নেতা-কর্মীর
- নদী ভাঙন রোধে কী পরিকল্পনা জানালেন বিএনপির সম্ভাব্য প্রার্থী
- স্বাধীনতা দিবসে সব নাগরিককে নগদ অর্থ দেবে সরকার
- নিহত গাজা সাংবাদিকের চিঠি পড়ে কেঁদে ফেললেন জাতিসংঘে আলজেরিয়ার রাষ্ট্রদূত
- গাজা উপত্যকায় রাতভর তাণ্ডব
- রোডম্যাপ গতানুগতিক ও বিভ্রান্তিকর: জামায়াত সেক্রেটারি
- জুলাইয়ে রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ
- টি-টোয়েন্টিতে ২০০ রানের লক্ষ্য, অভ্যাস গড়তে চায় বাংলাদ: লিটন দাস
- ইয়েমেনের সানায় ইসরায়েলের হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি
- এআই দিয়ে তৈরি করা ছবির মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: ডিএমপি
- ডিএমপি কার্যালয় অভিমুখে মিছিল শেষে কঠোর কর্মসূচির ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের
- গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: নতুন অধ্যাদেশের নীতিগত অনুমোদন
- ইসি’র রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: সালাহউদ্দিন আহমদ
- ইসি’র রোডম্যাপকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল: ‘বিএনপি সরকারের পাশে আছে’
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ
- ডিএসই প্রকাশ করল নতুন মার্জিন ঋণযোগ্য সিকিউরিটিজ তালিকা
- মাহাথির মোহাম্মদ ও মালয়েশিয়ার অর্থনৈতিক রূপান্তর: নীতি, সংস্কার ও উত্তরাধিকার
- "জাতীয় নাগরিক পার্টি আসলে ইউনূসের দল, জামায়াতই দেশ চালাচ্ছে"
- অমীমাংসিত ইস্যু সরকারের বিষয়, মুসলিম বিশ্বের ঐক্য শক্তিশালী করার আহ্বান জামায়াতের
- পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নতুনভাবে ভাবতে চায় এনসিপি, ৭১-এর অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান
- ২৭ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ২৬ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- ২৭ আগস্টের বন্ড মার্কেট আপডেট: কিছু বন্ডে দরপতন, বেশিরভাগই স্থবির
- মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’: মেহের আফরোজ শাওন
- জ্ঞান ফিরেছে নুরুল হক নুরের
- ২৬ আগস্ট শেয়ারবাজারে দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বিপ্লব অসম্পূর্ণ: ডা. তাহের
- ২৫ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- নাইজেরিয়ার বাজারে ডেরিকা: টমেটো পেস্ট থেকে মাপের এককে রূপান্তরের গল্প
- ২৪ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার