আজ রিয়াল–সিটির মহারণ, দেখুন পুরো স্পোর্টস সূচি

ফুটবল ও ক্রিকেটপ্রেমীদের জন্য আজকের দিনটি রোমাঞ্চে ভরপুর। চ্যাম্পিয়নস লিগের উত্তাপ, হকির জুনিয়র বিশ্বকাপের ফাইনাল এবং আন্তর্জাতিক ক্রিকেট সবকিছু মিলিয়ে ক্রীড়াবিশ্বে আজ আয়োজনের কমতি নেই।
দিনের শুরুতেই ওয়েলিংটনে মাঠে গড়াবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের উদ্বোধনী দিন। ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গে টস ও ম্যাচ সম্প্রচারের দায়িত্বে থাকবে টি স্পোর্টস।
সন্ধ্যার পর আইএল টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে গালফ ও শারজা। প্রতিযোগিতাটি এবারের আসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ফ্র্যাঞ্চাইজিগুলোর শক্ত লড়াইয়ের আরেকটি সংস্করণ উপহার দিতে পারে বলে প্রত্যাশা।
হকির জুনিয়র বিশ্বকাপের ফাইনালে আজ মাঠে নামছে ইউরোপের দুই শক্তিশালী দল জার্মানি ও স্পেন। সন্ধ্যা সাড়ে আটটায় শুরু হওয়া এই ম্যাচটি স্টার স্পোর্টস সিলেক্ট ১-এ সরাসরি দেখা যাবে। টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে দুই দলই শিরোপার দাবিদার হিসেবে নিজেদের প্রমাণ করেছে।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হবে দিনের সবচেয়ে আলোচিত আয়োজন উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলো। প্রথমেই ভিয়ারিয়াল মুখোমুখি হবে ডেনমার্কের কোপেনহেগেনের। এরপর ব্রুগা লড়বে ইংলিশ জায়ান্ট আর্সেনালের বিপক্ষে।
তবে সব নজর থাকবে রাত ২টায় শুরু হওয়া দুটি বড় ম্যাচে। বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি মোকাবিলা করবে ১৪ বারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদকে। ঐতিহাসিক এই প্রতিদ্বন্দ্বিতা আবারও নতুন রূপে সামনে আসছে। একই সময়ে পিএসজি খেলতে নামবে বিলবাওয়ের বিপক্ষে, যার ফলাফল গ্রুপ–পর্যায়ের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে।
ফুটবল, ক্রিকেট, টি–টোয়েন্টি এবং হকি একদিনে এতগুলো গুরুত্বপূর্ণ ম্যাচের আয়োজন ক্রীড়াপ্রেমীদের জন্য আজকের দিনটিকে পরিণত করেছে এক উৎসবমুখর উপলক্ষে।
-শরিফুল
ক্রিকেট–ফুটবলে ভরপুর আজকের টিভি তালিকা
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ক্রীড়া বিশ্বজুড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ ও ইভেন্টে ভরপুর একটি দিন কাটাতে যাচ্ছে দর্শকরা। দিনের শুরু থেকে গভীর রাত পর্যন্ত ফুটবল ও ক্রিকেটপ্রেমীদের জন্য টেলিভিশনের পর্দায় থাকছে নানা আকর্ষণীয় প্রতিযোগিতা।
প্রথমে ক্রিকেটের কথা। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া তিন ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টি আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাঠে গড়াবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। দুই দলের মুখোমুখি লড়াই ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে চলছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। আজ সকাল ৯টা ৩০ মিনিট থেকে বরিশাল–সিলেট ম্যাচটি দেখা যাবে বিসিবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। একই সময়ে রাজশাহী ও ময়মনসিংহের মধ্যকার ম্যাচটিও সরাসরি সম্প্রচার করা হবে একই প্ল্যাটফর্মে। লিগ টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতে দলগুলো জয়ের লক্ষ্যে মাঠে নামবে।
ফুটবলপ্রেমীদের জন্য আজকের রাত হতে যাচ্ছে আরও রোমাঞ্চকর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ মাঠে গড়াবে। বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে সনি টেন ১–এ সরাসরি দেখানো হবে কাইরাত ও অলিম্পিয়াকোসের মধ্যকার ম্যাচ। রাত ১১টা ৪৫ মিনিটে সনি টেন ২–এ সম্প্রচারিত হবে বায়ার্ন মিউনিখ বনাম স্পোর্টিং সিপির লড়াই।
চ্যাম্পিয়ন্স লিগের রাত আরও রঙিন হবে গভীর রাতে। রাত ২টায় সনি টেন ২–এ ইন্টার মিলান মুখোমুখি হবে লিভারপুলের। একই সময় সনি টেন ১–এ সম্প্রচার করা হবে আতালান্তা বনাম চেলসির গুরুত্বপূর্ণ মোকাবিলা। আজকের দিনটি তাই ফুটবল অনুরাগীদের জন্য যেন উৎসবমুখর।
-শরিফুল
দেশে ফেরা নিয়ে যা জানালেন সাকিব আল হাসান
ক্ষমতাচ্যুত স্বৈরশাসনের সময় আওয়ামী লীগ সরকারের হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাকিব আল হাসান। প্রায় আঠারো মাস ধরে তিনি দেশের বাইরে অবস্থান করছেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় দলে তার ফেরাটা এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ের জনঅভ্যুত্থানের পর থেকে সাকিব আর দেশে পা রাখেননি; আন্দোলনের সময় তিনি সংসদ সদস্য ছিলেন। ভারত সফর শেষে জাতীয় দলের হয়ে তার খেলা বন্ধ হয়ে যায় এবং এরপর থেকে তিনি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত অংশ নিচ্ছেন।
সম্প্রতি হাশিম আমলার সঞ্চালিত একটি পডকাস্টে অংশ নিয়ে সাকিব দেশে ফেরার প্রশ্নের জবাবে জানান, তিনি বাংলাদেশের সন্তান এবং যেকোনো সময় দেশে ফিরতে চান। স্বাভাবিক জীবন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, তিনি কখনোই প্রচলিত অর্থে স্বাভাবিক জীবন প্রত্যাশা করেননি, বরং বাংলাদেশে তিনি নিজের মতো করেই জীবন কাটিয়েছেন। তার কখনোই বিপুলসংখ্যক বন্ধু ছিল না, কারণ তার শৈশব কেটেছে বোর্ডিং স্কুলে এবং বয়সভিত্তিক দলে থাকতেই কোচ তাকে জাতীয় দলে খেলার ভবিষ্যদ্বাণী করেছিলেন। তখনই তাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল, বন্ধুদের সঙ্গে ঘোরা–বেরোনো বা রেস্টুরেন্টে যাওয়ার মতো স্বাভাবিক আনন্দ আর সম্ভব হবে না।
তিনি আরও জানান, সেই সময় থেকেই তাকে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে হয়েছিল এবং সে অনুযায়ী তিনি নিজের জীবনকে সাজিয়ে নিয়েছিলেন। তার মতে, বাংলাদেশে তার এই নিয়মমাফিক জীবনই স্বাভাবিক বলে মনে হতো। বিশেষ করে মাগুরায় গেলে তিনি সবচেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করতেন, কারণ সেখানকার মানুষ তাকে নাম ধরে, ‘ফয়সাল’ বলে ডাকত, যা তাকে আরো কাছের অনুভূতি দিত। এজন্যই মাগুরা তার কাছে সবসময়ই বিশেষ ছিল।
বর্তমানে তিনি নিউইয়র্কে বসবাস করছেন এবং জানান যে তাঁর সময়টা সেখানে উপভোগ্য কাটছে। চাইলে তিনি বহু বাংলাদেশির সঙ্গে সময় কাটাতে পারেন, আবার ইচ্ছা করলে সম্পূর্ণ একা থাকাও তার জন্য সম্ভব। তার ভাষায়, এই স্বাধীনতাই এখন তার জীবনের সবচেয়ে বড় বিষয়।
-রাফসান
সকাল থেকে রাত পর্যন্ত খেলার ঠাসা সূচি: কোথায় দেখবেন জেনে নিন
ক্রীড়াপ্রেমীদের জন্য আজ সোমবার দিনটি বেশ গুরুত্বপূর্ণ বিশেষ করে হকিতে বাংলাদেশের একটি বড় ম্যাচ রয়েছে। জুনিয়র হকি বিশ্বকাপে আজ অস্ট্রিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বিকেল ৫টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১ চ্যানেলে। এছাড়া সকাল থেকেই হকি নিয়ে ব্যস্ততা থাকবে। সকাল ৯টা ৩০ মিনিটে নামিবিয়া লড়বে ওমানের বিপক্ষে এবং দুপুর ১২টায় কানাডা মুখোমুখি হবে মিসরের। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে চীন ও দক্ষিণ কোরিয়ার ম্যাচটিও উপভোগ করা যাবে।
দেশের ঘরোয়া ক্রিকেটে আজ জাতীয় ক্রিকেট লিগের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে সিলেট বনাম বরিশাল ময়মনসিংহ বনাম রাজশাহী ঢাকা বনাম চট্টগ্রাম এবং রংপুর বনাম খুলনার ম্যাচগুলো সরাসরি বিসিবির ইউটিউব চ্যানেলে দেখা যাবে। রাতের আকর্ষণে থাকছে আইএল টি টোয়েন্টি। রাত ৮টা ৩০ মিনিটে ভাইপার্স লড়বে জায়ান্টসের বিপক্ষে যা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
ফুটবল প্রেমীদের জন্য গভীর রাতে থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইতালিয়ান সিরি আ এর রোমাঞ্চ। প্রিমিয়ার লিগে রাত ২টায় উলভারহ্যাম্পটনের মাঠে আতিথ্য নেবে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১। এর ঠিক ১৫ মিনিট আগে অর্থাৎ রাত ১টা ৪৫ মিনিটে সিরি আ তে তোরিনো লড়বে এসি মিলানের বিপক্ষে যা দেখা যাবে ডিএজেডএন প্ল্যাটফর্মে।
প্রথম নারী ফুটসাল বিশ্বকাপের মুকুট ব্রাজিলের মাথায়
নারী ফুটসাল বিশ্বকাপের প্রথম আসরেই চ্যাম্পিয়নের মুকুট জিতেছে ব্রাজিল। ম্যানিলার ফিলস্পোর্টস এরেনায় গ্যালারিভর্তি দর্শকের সামনে তারা ৩-০ গোলে হারিয়েছে শক্তিশালী পর্তুগালকে। এই জয়ের মাধ্যমে ফুটসাল বিশ্বে নিজেদের আধিপত্য আবারও প্রমাণ করল লাতিন আমেরিকার দেশটি।
দীর্ঘদিন ধরেই ব্রাজিলে ফুটসালকে মূল প্রশিক্ষণের অংশ হিসেবে দেখা হয়। সাবেক বিশ্বসেরা ফুটবলার রোনালদিনহো বহুবার বলেছেন যে ফুটসালই তাঁর স্পর্শ সৃজনশীলতা ও ছোট স্পেসে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শাণিত করেছে। ব্রাজিল নারী দলের খেলা দেখেও সেই ছাপ স্পষ্ট ছিল। পুরো টুর্নামেন্টজুড়ে আত্মবিশ্বাসী ছন্দে খেলেছে দলটি।
ফাইনাল ম্যাচে পর্তুগালের গোলরক্ষক আনা কাতারিনা পেরেইরা কয়েকটি দুর্দান্ত সেভ করলেও ৪০ মিনিটের ম্যাচে ব্রাজিলের টেকনিক ও গভীরতা সামলানো তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। লুইস কনসেইসাওয়ের দল প্রাণপণ লড়াই চালালেও শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে হার মানতে বাধ্য হয়।
ব্রাজিল কোচ উইলসন সাবোইয়ার চোখে এই জয়ের মানে শুধু একটি ট্রফি নয়। তিনি বলেন আমি খুব খুশি কারণ আমার খেলোয়াড়রা অসাধারণ এবং কোচিং স্টাফও চমৎকার। তিনি মনে করেন এই জয় বড় একটি প্রভাব রেখে যাবে। এটি স্কুল ক্লাব ও বিশ্ববিদ্যালয়ে ফুটসালকে আরও জনপ্রিয় করবে এবং এতে আরও ভালো কোচ ও খেলোয়াড় তৈরি হবে।
অন্যদিকে পর্তুগাল কোচ কনসেইসাও নিজের দলের জন্য গর্ব অনুভব করেন। তিনি বলেন ব্রাজিলকে অভিনন্দন তারা ভালো খেলেছে। আমরা দারুণ একটি প্রতিযোগিতা খেলেছি এবং এই পর্যায়ে এসে আমরা গর্বিত। তিনি স্বীকার করেন যে ব্রাজিল খুব শক্তিশালী দল এবং তাদের অনেক খেলোয়াড়ই দুর্দান্ত। তবে তাঁরা পর্তুগিজ নারী ফুটসাল ও দেশকে সম্মান দিয়েই খেলেছেন বলে মন্তব্য করেন।
শৈশবের নায়কের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে এমবাপে: আজ রাতে নতুন ইতিহাসের হাতছানি
শৈশবে যার পোস্টার নিজের ঘরের দেয়ালে টাঙিয়ে রাখতেন এবং স্বপ্ন দেখতেন তার মতো হওয়ার, আজ সেই ক্রিশ্চিয়ানো রোনালদোর গড়া এক অনন্য রেকর্ডের খুব কাছে দাঁড়িয়ে আছেন কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই ফরাসি এই তারকা নিজের জাত চিনিয়ে যাচ্ছেন। তবে আজ রাতটি হতে পারে তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় একটি রাত। নিজের আইডল রোনালদোর এক পঞ্জিকাবর্ষে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নেওয়ার হাতছানি দিচ্ছে তাকে।
রেকর্ড ভাঙার সমীকরণ
২০১৩ সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে এক পঞ্জিকাবর্ষে ৫৯টি গোল করে রেকর্ড গড়েছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এক যুগ পর সেই রেকর্ডটি এখন হুমকির মুখে। কিলিয়ান এমবাপে চলতি বছরে এরই মধ্যে ৫৫টি গোল করে ফেলেছেন। রোনালদোকে ছাড়িয়ে যেতে তার প্রয়োজন আর মাত্র চারটি গোল। রবিবার রাত দুটায় সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচেই এমবাপের সামনে সুযোগ থাকছে ইতিহাস গড়ার।
সামনে আরও সুযোগ
সেল্টা ভিগোর বিপক্ষে যদি এই চার গোলের মাইলফলক স্পর্শ করা সম্ভব নাও হয় তবুও এমবাপের সামনে সুযোগ শেষ হয়ে যাচ্ছে না। এই বছর রিয়ালের হয়ে তিনি আরও তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচ এবং লা লিগায় আলাভেস ও সেভিয়ার বিপক্ষে লড়াই। ফুটবল বিশ্লেষকরা মনে করছেন যে ছন্দে এমবাপে রয়েছেন তাতে সামনের চার ম্যাচে চারটি গোল করা তার জন্য খুব একটা কঠিন কাজ হবে না।
কোচের মুগ্ধতা ও তুলনা
রোনালদোর রেকর্ডের পেছনে ছোটা এমবাপের পারফরম্যান্সে মুগ্ধ রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ জাবি আলনসো। গণমাধ্যমে তিনি জানিয়েছেন যে এমবাপের সাথে কাজ করা তার জন্য এক দারুণ অভিজ্ঞতা। তিনি এমবাপের মধ্যে অন্যদের উৎসাহিত করার সেই একই এনার্জি দেখতে পান যা একসময় ক্রিশ্চিয়ানোর মধ্যে ছিল। তবে দুজনের মধ্যে কে সেরা এই প্রশ্নে কৌশলী উত্তর দিয়েছেন রিয়াল কোচ। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ক্রিশ্চিয়ানো হলেন ক্রিশ্চিয়ানো আর এমবাপে হলেন এমবাপে এবং দুজনেই নিজ নিজ জায়গায় ব্যতিক্রম।
রেকর্ডটি আজ রাতে ভাঙুক বা কয়েক দিন পরে, কিলিয়ান এমবাপে যে রিয়াল মাদ্রিদে রোনালদোর যোগ্য উত্তরসূরি হয়ে উঠছেন তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। লস ব্লাঙ্কোসদের ইতিহাসে রোনালদোর পর যদি কেউ সমার্থক হয়ে উঠতে পারেন তবে তিনি এই ফরাসি ফরোয়ার্ডই। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই মুহূর্তটির জন্য যখন গুরুর রেকর্ডটি ভেঙে নতুন করে লিখবেন শিষ্য।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ কবে ও কখন জেনে নিন সময়সূচি
ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ড্র শেষে রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত হয়েছে। গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত অফিসিয়াল ড্র অনুযায়ী সেলেসাওরা গ্রুপ সিতে পড়েছে যেখানে তাদের সঙ্গী হয়েছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো এবং স্কটল্যান্ড ও হাইতি। নিচে পয়েন্ট আকারে ব্রাজিলের গ্রুপ বিশ্লেষণ ও সময়সূচি তুলে ধরা হলো।
গ্রুপ সি এর দলসমূহ
ব্রাজিল
মরক্কো
স্কটল্যান্ড
হাইতি
দলগুলোর শক্তিমত্তা ও বিশ্লেষণ
ব্রাজিল ব্রাজিল একমাত্র দল যারা ১৯৩০ সাল থেকে প্রতিটি বিশ্বকাপে খেলছে। তবে কনমেবল বাছাইপর্বে তাদের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক ছিল না। ৮ জয় ৪ ড্র ও ৬ হারে পঞ্চম স্থানে থেকে তারা এবার বিশ্বকাপে এসেছে যা তাদের সাম্প্রতিক ফর্ম নিয়ে কিছুটা শঙ্কার জন্ম দিয়েছে।
মরক্কো ব্রাজিলের গ্রুপে মরক্কোকে সবচেয়ে শক্ত প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে খেলা মরক্কো দারুণ ছন্দে থেকেই বিশ্বকাপে এসেছে। বাছাইপর্বে শীর্ষে থেকে সব ম্যাচ জেতা আফ্রিকান এই দলটির শারীরিক শক্তিনির্ভর ফুটবল ও সংগঠিত রক্ষণভাগ ব্রাজিলের তারকাখচিত আক্রমণভাগকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।
স্কটল্যান্ড দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেছে স্কটল্যান্ড। প্লে অফ জিতে তারা জায়গা করে নিয়েছে। তাদের রক্ষণাত্মক সাজানো দল এখন আরও অভিজ্ঞ এবং যে কোনো ম্যাচে তারা চমক দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
হাইতি গ্রুপ সি এর চতুর্থ দল হাইতি কোস্টারিকা ও হন্ডুরাসকে পেছনে ফেলে বাছাইয়ে শীর্ষে ছিল। দ্রুত প্রতি আক্রমণ ও দৌড়ের গতি তাদের প্রধান শক্তি। মাত্র দ্বিতীয়বার বিশ্বকাপে উঠলেও তারা প্রতিপক্ষকে চাপে ফেলার ক্ষমতা রাখে।
ব্রাজিলের ম্যাচের সময়সূচি (বাংলাদেশ সময়)
১৪ জুন: ব্রাজিল বনাম মরক্কো। ভেন্যু নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়াম। সময় ভোর ৪টা।
২০ জুন: ব্রাজিল বনাম হাইতি। ভেন্যু বোস্টন। সময় ভোর ৪টা।
২৫ জুন: স্কটল্যান্ড বনাম ব্রাজিল। ভেন্যু মায়ামি। সময় ভোর ৪টা।
অন্যান্য ম্যাচের সময়সূচি
১৪ জুন: হাইতি বনাম স্কটল্যান্ড। ভেন্যু বোস্টন। সময় সকাল ৭টা।
২০ জুন: স্কটল্যান্ড বনাম মরক্কো। ভেন্যু ফিলাডেলফিয়া। সময় সকাল ৭টা।
২৫ জুন: মরক্কো বনাম হাইতি। ভেন্যু আটলান্টা। সময় ভোর ৪টা।
লা লিগা ও প্রিমিয়ার লিগের রোমাঞ্চ নিয়ে আজকের টিভি গাইড
ক্রীড়াপ্রেমীদের জন্য আজ রবিবার ছুটির দিনটি বেশ জমজমাট হতে যাচ্ছে। সকালে ক্রিকেটের অভিজাত লড়াই দিয়ে দিন শুরু হলেও বিকেলে থাকছে নারী ফুটসালের ফাইনাল এবং রাতে ইউরোপিয়ান ফুটবলের বড় দলগুলোর ম্যাচ। ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে আজ সকাল ১০টায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড যা সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ১ চ্যানেলে।
দেশের ঘরোয়া ক্রিকেটেও আজ ব্যস্ততা রয়েছে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে জাতীয় ক্রিকেট লিগের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে লড়বে সিলেট বনাম বরিশাল ময়মনসিংহ বনাম রাজশাহী ঢাকা বনাম চট্টগ্রাম এবং রংপুর বনাম খুলনা। এই ম্যাচগুলো সরাসরি দেখা যাবে বিসিবির ইউটিউব চ্যানেলে।
বিকেলের আকর্ষণে থাকছে নারী বিশ্বকাপ ফুটসালের জমজমাট ফাইনাল। বিকেল ৫টা ৩০ মিনিটে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে পর্তুগাল ও ব্রাজিল। এই ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে ফিফা প্লাস অ্যাপে।
রাতের ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগে রাত ৮টায় ব্রাইটন লড়বে ওয়েস্ট হামের বিপক্ষে এবং রাত ১০টা ৩০ মিনিটে ফুলহাম মাঠে নামবে প্যালেসের বিপক্ষে। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১। গভীর রাতে লা লিগার ম্যাচে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রাত ২টায় তারা লড়বে সেল্তা ভিগোর বিপক্ষে যা দেখা যাবে বিগিন অ্যাপে। এছাড়া ইতালিয়ান সিরি আ তে রাত ১টা ৪৫ মিনিটে নাপোলি ও জুভেন্টাসের হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি দেখাবে ডিএজেডএন।
ক্রিকেট ও ফুটবলের ঠাসা সূচি নিয়ে আজকের টিভি গাইড
বিশ্ব ক্রীড়াঙ্গনে শনিবার ৬ ডিসেম্বর রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট। একদিকে ক্রিকেটের মাঠে অ্যাশেজ ও ওয়ানডে সিরিজের উত্তেজনা অন্যদিকে রাতে ফুটবল দুনিয়ার বড় দলগুলোর লড়াই। দর্শকদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততার মধ্য দিয়েই কাটবে।
ক্রিকেট প্রেমীদের জন্য ভোর থেকেই শুরু হয়েছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা যা সরাসরি দেখাচ্ছে টি স্পোর্টস। সকাল ১০টায় শুরু হবে অ্যাশেজে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। এই হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১।
দুপুরের দিকে সবার নজর থাকবে ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের দিকে। সিরিজ নির্ধারণী এই তৃতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায় যা সরাসরি দেখা যাবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ২ চ্যানেলে। এছাড়া রাতের আকর্ষণে থাকছে আইএল টি টোয়েন্টি। রাত সাড়ে ৮টায় দুবাই ক্যাপিটালস লড়বে গালফ জায়ান্টসের বিপক্ষে এবং ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
ফুটবলেও আজ রয়েছে জমজমাট সূচি। ইংলিশ প্রিমিয়ার লিগে সন্ধ্যা সাড়ে ৬টায় অ্যাস্টন ভিলা মাঠে নামবে আর্সেনালের বিপক্ষে এবং রাত ৯টায় বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি লড়বে সান্ডারল্যান্ডের বিপক্ষে। দুটি ম্যাচই সরাসরি দেখা যাবে সিলেক্ট ওয়ান চ্যানেলে। স্প্যানিশ লা লিগায় রাত ১১টায় বার্সেলোনা মুখোমুখি হবে রিয়াল বেটিসের। এই ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে বিগিন অ্যাপে।
আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই জানা গেল বিপিএলের ৬ দলের অধিনায়কের নাম
বিপিএলের পরবর্তী আসর শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। এরই মধ্যে সম্পন্ন হয়েছে নিলাম যেখানে অংশগ্রহণকারী ছয় দল নিজেদের পছন্দের ক্রিকেটারদের দলে নিয়েছে। টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে সূচিও প্রকাশ করেছে বিসিবি। সিলেটে শুরু হয়ে ঢাকায় পর্দা নামবে বিপিএলের ১২তম আসরের।
সরাসরি চুক্তিতে দলগুলো দেশি বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর পর নিলামে বাকি দল গঠন সম্পন্ন করেছে। কোচিং প্যানেলও প্রস্তুত ছয় দলের তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো দলই নিজেদের অধিনায়কের নাম প্রকাশ করেনি। যদিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও জানা গেছে ছয় দলের সম্ভাব্য অধিনায়কের নাম।
বরাবরের মতো এবারও রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। তিনি দলটির পরীক্ষিত নেতা হিসেবেই মাঠে থাকবেন। অন্যদিকে নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়কের পদে দেখা যেতে পারে জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার সৌম্য সরকারকে। রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়কের দায়িত্বে দেখা যেতে পারে জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।
আসন্ন আসরে সিলেট টাইটান্সের অধিনায়কত্ব সামলানোর সম্ভাবনা বেশি মেহেদী হাসান মিরাজের। চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক হতে পারেন অলরাউন্ডার শেখ মাহেদী। আর ঢাকা ক্যাপিটালসের অধিনায়কের আর্মব্যান্ড উঠতে পারে পেসার তাসকিন আহমেদের হাতে। এখন কেবল দলগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
পাঠকের মতামত:
- আজ রিয়াল–সিটির মহারণ, দেখুন পুরো স্পোর্টস সূচি
- বুধবার ঢাকায় কোন মার্কেট বন্ধ আজই জেনে নিন
- বায়ুদূষণে শীর্ষে আবার ঢাকা, AQI ২০২ ছুঁইছে
- রাজধানীতে দিনের গুরুত্বপূর্ণ কর্মসূচি, যানজটের শঙ্কা
- দেশের সবচেয়ে ঠান্ডা তেঁতুলিয়া, কেমন আজকের তাপমাত্রা
- শীতকালীন ছুটি বাতিল, বার্ষিক পরীক্ষার নির্দেশনা
- ২০ ডিসেম্বর থেকে ট্রেনের নতুন ভাড়া, দেখে নিন রুটভিত্তিক হার
- কোন সবজি অজান্তেই বাড়িয়ে দেয় ওজন? জানুন এখনই
- শীতে যেসব উপাদান স্কিনকেয়ারে ব্যবহার করা বিপজ্জনক
- আইজিপি শাস্তির দাবিতে শাহবাগে পিন্টু স্মৃতি সংসদ
- ১২ কোটি টাকার অভিযোগ, এনামুরের কর ফাইল জব্দ
- মাত্র ৭ মিনিটে ফিটনেস, ঘরে বসেই পুরো ওয়ার্কআউট
- প্রতিদিন যে খাবারগুলো আপনার মেটাবলিজমকে ধীর করে
- ব্লক মার্কেট দাপাল যে শেয়ারটি আজ!
- ৯ ডিসেম্বর শেয়ারবাজারের পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- ৯ ডিসেম্বর ডিএসইতে শীর্ষ ক্ষতিগ্রস্ত ১০ শেয়ার
- ৯ ডিসেম্বর ডিএসই টপ গেইনার তালিকা প্রকাশ
- তফসিল ঘোষণার দিন প্রকাশ করল ইসি
- পুরুষ কমে যাওয়ায় স্বামী ভাড়া করছেন নারীরা
- কারাবন্দিদের জন্য দেশে চালু হচ্ছে নতুন যোগাযোগ সুবিধা
- কোন মুদ্রার দর কত আজ দেখুন সর্বশেষ তালিকা
- পিরিয়ডের সময়ে কোন ফল এড়িয়ে চলবেন
- ডিএসই ৩০ ট্রেড ডেটা জানুন কোন শেয়ারে কেমন লেনদেন
- মিউচুয়াল ফান্ডগুলোর নতুন ন্যাভ প্রকাশ, জানুন বিস্তারিত
- আফগান সীমান্তে সন্ত্রাসী হামলায় পাকিস্তানি সেনা নিহত
- থ্রি ইডিয়টস ২ আসছে তবে কি ফিরছেন আগের তারকারা
- দুর্নীতি কমাতে নতুন রোডম্যাপ ঘোষণা তারেক রহমানের
- আমিনুল ইসলাম হল ‘দুনিয়ায় পাঠানো আল্লাহর ফেরেশতা’- বিএনপি নেতা
- আজও টিকে থাকা ছোট রাজতন্ত্রগুলোর অজানা গল্প
- মহাবিশ্বের প্রসারণে নতুন সংকট: হাবল টেনশন
- বিনিয়োগকারীদের জন্য সিভিও পেট্রোকেমিক্যালের সুখবর!
- ডিএসইর পরিদর্শনে পাঁচ প্রতিষ্ঠানের কারখানা বন্ধ
- স্টক এক্সচেঞ্জে ইসলামী ব্যাংকের নতুন ঘোষণা
- আজকের রিংগিত রেট বেড়েছে, জানুন কোথায় বেশি টাকা পাবেন
- ভারতকে নতুন শুল্কের হুমকি ট্রাম্পের
- ইমরানে খানের বিরুদ্ধে নতুন করে তোপ দাগলেন সানাউল্লাহ
- আজকের ইসলামী সময়সূচি: নামাজ ও সূর্যোদয়-সূর্যাস্ত
- ভোগান্তি এড়াতে দেখুন আজকের মার্কেট বন্ধ তালিকা
- আজ রাজধানীতে রাজনৈতিক-সরকারি নানা কর্মসূচি
- ক্রিকেট–ফুটবলে ভরপুর আজকের টিভি তালিকা
- সর্বনিম্ন তাপমাত্রায় স্থবির তেঁতুলিয়ার জনজীবন
- বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার শীর্ষস্থান
- আবহাওয়া অধিদপ্তর জানালো আগামী ৫ দিনের আবহাওয়া
- এইচএসসি নম্বরপত্র সংগ্রহে নতুন সূচি প্রকাশ
- নৈতিক সমাজ ও মানসিক প্রশান্তির খোঁজে ইসলামি বিয়ে এবং নবীজির সা. নির্দেশনা
- বারবার হাই তোলা শুধুই ক্লান্তি নয় বরং এটি হতে পারে হৃদরোগের আগাম বার্তা
- নামিদামি ক্রিম নয় বরং গরম পানির ভাপেই মিলবে শীতের শুষ্ক ত্বক থেকে মুক্তি
- বিশেষ একজন ছাড়া সবাই খারাপ এই মানসিকতা গণতন্ত্রের জন্য বিপজ্জনক: তারেক রহমান
- বিএনপির সঙ্গে জোট হলে মাঠের পরিস্থিতি কেমন হবে জানালেন রাশেদ খান
- বিএনপির আমলে শেয়ার বাজারে ধস নামেনি: রিজভী
- ফিউচার স্টার বনাম ব্রাজিল–আর্জেন্টিনা, দেখুন সূচি
- আজকের রাশিফল: ৭ ডিসেম্বর ২০২৫ জেনে নিন আপনার দিনটি কেমন কাটবে
- প্রবৃদ্ধির সুফল গরিবের ঘরে পৌঁছাচ্ছে না বরং ধনীরা আরও ধনী হচ্ছে
- আজকের রাশিফল: ৩ ডিসেম্বর ২০২৫ জেনে নিন আপনার দিনটি কেমন কাটবে
- দেশে ফেরা নিয়ে যা জানালেন সাকিব আল হাসান
- ব্যবসায়ীদের দাবির মুখে সরকারের নতি স্বীকার, বাড়ল ভোজ্যতেলের দাম
- আজকের নামাজের সময়সূচি: ৩ ডিসেম্বর ২০২৫
- ব্যথানাশক নিয়েই খেলতে নেমে হ্যাটট্রিক করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার
- একদিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন
- আজকের রাশিফল: ৬ ডিসেম্বর ২০২৫ জেনে নিন আপনার দিনটি কেমন কাটবে
- কর্মবিরতি নিয়ে ফার্মাসিস্ট টেকনোলজিস্টদের কঠোর হুঁশিয়ারি দিল সরকার
- সপ্তাহের শুরুতে স্বর্ণের বাজার দর ও বিস্তারিত মূল্য তালিকা
- টিভিতে আজকের খেলা: ভোর থেকে রাত পর্যন্ত খেলার ঠাসা সূচি
- আকাশ আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া নিয়ে ঢাকার সর্বশেষ পূর্বাভাস
- ৭ ডিসেম্বর ডিএসই টপ গেইনার তালিকা প্রকাশ








