ভুট্টার বস্তায় মিলল স্বর্ণালংকার, ব্যবসায়ী ফেরত দিলেন ফেসবুকে পোস্ট করে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ০৯ ১৮:০৪:১৩
ভুট্টার বস্তায় মিলল স্বর্ণালংকার, ব্যবসায়ী ফেরত দিলেন ফেসবুকে পোস্ট করে

সত্য নিউজ: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক ভুট্টা ব্যবসায়ী সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। কৃষক আলী আহম্মদ মোল্লা যখন একটি বস্তা ভুট্টা দানার সঙ্গে সোনার হার, কানের দুল ও আংটি হারিয়ে ফেলেন, তখন শাহ আলম নামের ব্যবসায়ী এই স্বর্ণালংকারগুলো ফেসবুকে পোস্ট করে প্রকৃত মালিকের খোঁজ শুরু করেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে কফি হাউস এলাকায়, যেখানে ভুট্টার বস্তা খুলে শাহ আলম দেখেন, ভুট্টার দানার মধ্যে লুকানো রয়েছে এক দুঃখজনক দুর্ঘটনায় হারানো স্বর্ণালংকারগুলো। কৃষক আলী আহম্মদের স্ত্রী ক্যানসারে আক্রান্ত। অসাবধানতাবশত, তিনি সোনার হার, কানের দুল এবং আংটি ভুট্টার দানার সঙ্গে রেখে দেন।

কৃষক আলী আহম্মদ মোল্লা পরে জানতে পারেন, তার হারানো স্বর্ণালংকারগুলো বিক্রি করা ভুট্টার দানার সঙ্গে ছিল এবং তিনি ক্ষতিপূরণের আশা করে শাহ আলমের সঙ্গে যোগাযোগ করেন। উপযুক্ত প্রমাণ নিয়ে তিনি ব্যবসায়ী শাহ আলমের কাছে যান, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে স্বর্ণালংকারগুলো ফেরত পাওয়া যায়।

ভুট্টা ব্যবসায়ী শাহ আলম জানান, "আমি শুধু দায়িত্ববোধ থেকেই এগুলো ফিরিয়ে দিয়েছি। অন্যের হারানো সম্পত্তির লোভ করিনি, এতে মন অনেক শান্তি অনুভব করছি।"

এদিকে, স্থানীয় নেতৃবৃন্দও শাহ আলমের সততার প্রশংসা করেছেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান বলেন, "এ ধরনের সততা ও মনুষ্যত্বের উদাহরণ আমাদের সমাজে আরও বেশি করে প্রয়োজন। শাহ আলমের এই কাজ প্রশংসনীয় এবং তিনি সম্মানিত হওয়া উচিত।"

এ ঘটনা এলাকাবাসীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা পৌঁছিয়েছে—সততা এবং মানবিকতা এখনও সমাজে গুরুত্ব রাখে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ