রপ্তানি আয়ে বড় ধস; যুক্তরাষ্ট্রের শুল্কে চাপে পোশাক শিল্প

চলতি অর্থবছরের তৃতীয় মাস অর্থাৎ অক্টোবরে সামগ্রিক রপ্তানি আয়ে পতন অব্যাহত রয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবরে বাংলাদেশ থেকে ৩৮২ কোটি ৩৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩০ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ডলার বা ৭.৪৩ শতাংশ কম। দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের রপ্তানিও এই সময়ে কমেছে ৮.৩৯ শতাংশ।
সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই তথ্য প্রকাশ করেছে।
টানা তিন মাস রপ্তানি কমার হার
চলতি অর্থবছরের শুরু থেকেই রপ্তানি খাতে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেপ্টেম্বরে রপ্তানি কমার হার ছিল ৪ দশমিক ৬১ শতাংশ। আর আগস্টে রপ্তানি কমেছিল ২ দশমিক ৯৩ শতাংশ। তবে গত বছরের জুলাইয়ের তুলনায় চলতি বছরের জুলাইয়ে রপ্তানি খাতে ২৪ দশমিক ৯০ শতাংশ বড় প্রবৃদ্ধি হয়েছিল।
এই এক মাসের বড় প্রবৃদ্ধির প্রভাবে চলতি অর্থবছরের প্রথম চার মাস শেষে (জুলাই-অক্টোবর) সামগ্রিক রপ্তানি খাতে ২ দশমিক ২২ শতাংশের একটি ক্ষীণ প্রবৃদ্ধির ধারা দেখাচ্ছে। যা অর্থবছরের শুরুতে প্রায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি হলেও চার মাস পর এসে তা মাত্র ২ দশমিক ২২ শতাংশে ঠেকেছে।
তৈরি পোশাক খাতে তীব্র পতন
দেশের মোট রপ্তানির ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। টানা তিন মাস ধরে তৈরি পোশাকের রপ্তানি কমলেও অর্থবছরের শুরুটা হয়েছিল দুর্দান্ত। গত জুলাইয়ে ৩৯৬ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছিল সাড়ে ২৪ শতাংশ। পরের মাসে এই রপ্তানি কমে পৌনে ৫ শতাংশ হয় এবং সেপ্টেম্বরে কমেছিল প্রায় সাড়ে ৫ শতাংশ। গত মাসে, অর্থাৎ অক্টোবরে রপ্তানি হয়েছে মাত্র ৩০২ কোটি ডলারের তৈরি পোশাক, যা গত বছরের অক্টোবরের তুলনায় ৮ শতাংশ কম।
ইপিবি’র তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে ১ হাজার ২৯৯ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৪০ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম চার মাসে রপ্তানি হয়েছিল ১ হাজার ২৮১ কোটি ডলারের তৈরি পোশাক।
রপ্তানি কমার নেপথ্যে একাধিক কারণ
তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল রপ্তানি কমে যাওয়ার কারণগুলো বিশ্লেষণ করেছেন। তিনি বলেন, তৈরি পোশাকের প্রধান দুই বাজার ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমেছে, যার সরাসরি প্রভাব পড়েছে সামগ্রিক রপ্তানিতে।
তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাকের ওপর শুল্ক বসানোর ফলেই রপ্তানি কমেছে। শুল্ক বাড়ানোর ঘোষণার ফলে সে সময় যুক্তরাষ্ট্রের ক্রেতারা সতর্কতা হিসেবে বেশি বেশি তৈরি পোশাক সংগ্রহ করে রেখেছিল। এর ফলে এখন তারা কম পোশাক আমদানি করছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক বৃদ্ধি পাওয়ার ফলে বাংলাদেশের বড় বাজার ইউরোপে চীন বেশি মনোযোগ দিয়েছে। এতে ইউরোপের বাজারে চীনের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া ইউরোপে বাড়তি মূল্যস্ফীতির কারণে ক্রেতারা তাদের ক্রয় কমিয়েছে। মহিউদ্দিন রুবেল যোগ করেন, এসবের সম্মিলিত প্রভাব পড়েছে তৈরি পোশাক রপ্তানিতে।
অন্যান্য প্রধান খাতের চিত্র
দেশের দ্বিতীয় সর্বোচ্চ পণ্য রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য চলতি অর্থবছরে এখন পর্যন্ত ইতিবাচক ধারায় আছে। জুলাই থেকে অক্টোবর সময়ে এই খাত থেকে ৪১ কোটি ৩৫ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১২ শতাংশ বেশি।
তবে পণ্য রপ্তানিতে তৃতীয় শীর্ষ খাত কৃষি প্রক্রিয়াজাত পণ্য চলতি অর্থবছরের প্রথম চার মাসে নিম্নমুখী প্রবণতা দেখিয়েছে। এই সময়ে ৪৮ কোটি ৫৪ লাখ ডলারের কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১.৭২ শতাংশ কম। শুধু গত মাস, অর্থাৎ অক্টোবরে, ১০ কোটি ২২ লাখ ডলারের কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি হয়েছে, যা ৯.৫৭ শতাংশ কম।
শুক্রবার সোনার বাজারে কী অবস্থা? জানুন আজকের দর
বিশ্ব বাজারে স্বর্ণের দাম বাড়ার অজুহাতে দেশের বাজারেও আবারও বাড়ানো হয়েছে মূল্যবান এই ধাতুটির দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত সোমবার (১৫ ডিসেম্বর) প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছিল। সপ্তাহের শেষ দিকে এসে শুক্রবার (১৯ ডিসেম্বর) ছুটির দিনেও সেই বর্ধিত মূল্যেই দেশের বাজারে স্বর্ণ কেনাবেচা হচ্ছে। বাজুসের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্যবৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম কার্যকর করা হয়েছে।
বাজুসের নতুন নির্ধারিত তালিকা অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকায়, যা সোমবারের আগে ছিল ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ২১১ টাকা, যা আগে ছিল ২ লাখ ৫ হাজার ৮০০ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের ক্ষেত্রেও দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকায় এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এখন ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম বহাল থাকবে।
ক্রেতাদের জন্য স্বর্ণের এই অলঙ্কার কেনা অবশ্য আরও ব্যয়বহুল হবে। বাজুস স্পষ্ট করে জানিয়েছে, নির্ধারিত এই বিক্রয়মূল্যের সঙ্গে সরকারকে প্রদেয় ৫ শতাংশ ভ্যাট আবশ্যিকভাবে যুক্ত হবে। এর পাশাপাশি বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি হিসেবে আরও ৬ শতাংশ অর্থ যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে এই মজুরির তারতম্য হতে পারে বলে জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের এই সংগঠনটি।
রিজার্ভের নতুন মাইলফলক: একদিনেই বাড়ল বড় অংক
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বৃদ্ধি পেয়ে এখন ৩২ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২৫৭৩ দশমিক ৩১ মিলিয়ন ডলার। একইসঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ বেড়ে এখন ২৭৮৭৫ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে।
এর আগের দিন অর্থাৎ ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২৪৮২ দশমিক ৮৮ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে এর পরিমাণ ছিল ২৭৮১৭ দশমিক ৮৬ মিলিয়ন ডলার। অর্থাৎ মাত্র একদিনের ব্যবধানে উভয় পদ্ধতিতেই রিজার্ভের পরিমাণে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। রিজার্ভের এই বৃদ্ধি দেশের অর্থনীতির জন্য স্বস্তিদায়ক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পরিমাপ অনুসারেই মূলত নিট বা প্রকৃত রিজার্ভ গণনা করা হয়। মোট বা গ্রস রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলেই এই নিট রিজার্ভের পরিমাণ পাওয়া যায়। সাম্প্রতিক সময়ে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এবং রপ্তানি আয়ের প্রবাহ কিছুটা বাড়ার ফলে রিজার্ভের ওপর চাপ কমতে শুরু করেছে এবং তা ঊর্ধ্বমুখী ধারায় ফিরছে।
ডলার ও পাউন্ডের দাম কত? জেনে নিন আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে আজকের টাকার রেট জানা সাধারণ মানুষ, প্রবাসী, ব্যবসায়ী ও আমদানিকারকদের জন্য অত্যন্ত জরুরি। বৈশ্বিক অর্থনীতির পরিবর্তন এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতির ওপর নির্ভর করে টাকার মান নিয়মিত ওঠানামা করে। প্রতিদিনের এই মুদ্রা বিনিময় হার সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্রতিবেদনে ১৮ অক্টোবর ২০২৫ সালের হালনাগাদ টাকার রেটসহ বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স ও আজকের বাজার দর অনুযায়ী নির্ধারিত টাকার রেট নিচে দেওয়া হলো:
ইউএস ডলার: ১২১.৯৩ টাকা
ব্রিটিশ পাউন্ড: ১৬২.৮১ টাকা
ইউরো: ১৪১.৬৭ টাকা
সৌদি রিয়াল: ৩২.৫১ টাকা
কুয়েতি দিনার: ৩৯৭.২৩ টাকা
দুবাই দেরহাম: ৩৩.২০ টাকা
মালয়েশিয়ান রিংগিত: ২৮.৮৭ টাকা
সিঙ্গাপুর ডলার: ৯৪.৯৮ টাকা
ব্রুনাই ডলার: ৯৩.৯৮ টাকা
ওমানি রিয়াল: ৩১৬.৬৯ টাকা
কাতারি রিয়াল: ৩৩.৪৯ টাকা
বাহরাইন দিনার: ৩২৪.৩০ টাকা
চাইনিজ রেন্মিন্বি: ১৭.০৯ টাকা
জাপানি ইয়েন: ০.৮২ টাকা
দক্ষিণ কোরিয়ান ওন: ০.০৮ টাকা
ভারতীয় রুপি: ১.৩৭ টাকা
তুর্কি লিরা: ২.৯২ টাকা
অস্ট্রেলিয়ান ডলার: ৭৮.৯৪ টাকা
কানাডিয়ান ডলার: ৮৭.০১ টাকা
দক্ষিণ আফ্রিকান রেন্ড: ৬.৬৯ টাকা
মালদ্বীপীয় রুপি: ৭.৯৪ টাকা
ইরাকি দিনার: ০.০৯ টাকা লিবিয়ান দিনার: ২২.৪৮ টাকা
উল্লিখিত হারের ভিত্তিতে আমদানিকারকরা পণ্যের মূল্য নির্ধারণ করেন এবং প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠানোর সময় এই রেট বিবেচনা করেন। প্রতিদিনের মুদ্রা বিনিময় হার পরিবর্তনের মূল কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারে ডলার বা অন্যান্য মুদ্রার চাহিদা ও জোগান। এছাড়া বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ, আমদানি-রপ্তানি ভারসাম্য এবং বৈদেশিক ঋণের অবস্থা এর ওপর প্রভাব ফেলে। এমনকি শেয়ারবাজারের হালনাগাদ তথ্য থেকেও মাঝে মাঝে টাকার মানের হেরফের সম্পর্কে ধারণা পাওয়া যায়। বিস্তারিত ও রিয়েল-টাইম তথ্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকেও যাচাই করা যেতে পারে।
বাজুসের নতুন ঘোষণা: আজ থেকে কার্যকর স্বর্ণের বর্ধিত দাম
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এই ঘোষণা দেয়, যা আজ থেকে কার্যকর হয়েছে।
সর্বশেষ গত ১১ ডিসেম্বর দাম সমন্বয়ের পর মাত্র কয়েক দিনের ব্যবধানে ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে নতুন এই দাম নির্ধারণ করা হলো।
আজকের স্বর্ণের দাম (ভরি প্রতি): বাজুসের নতুন তালিকা অনুযায়ী আজকের নির্ধারিত মূল্য হলো—
২২ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা।
২১ ক্যারেট: ২ লাখ ৭ হাজার ২১১ টাকা।
১৮ ক্যারেট: ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা।
বাজুস জানিয়েছে, নির্ধারিত এই দামের সঙ্গে ক্রেতাকে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট দিতে হবে। এছাড়া গহনা বানাতে হলে বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। গহনার ডিজাইন ও মানভেদে এই মজুরি আরও বাড়তে পারে। ফলে ভ্যাট ও মজুরি মিলিয়ে এক ভরি গহনা কিনতে ক্রেতার খরচ ২ লাখ ৩০ হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৫৭২ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৭৯৯ টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছর এখন পর্যন্ত ১০ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৭ বারই দাম বেড়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১১ ডিসেম্বর স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা।
বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন? জানুন আজকের বিনিময় হার
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বৈদেশিক মুদ্রার লেনদেন। আমদানি-রপ্তানি ও প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর সুবিধার্থে প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জেনে রাখা অত্যন্ত জরুরি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী
বৈদেশিক মুদ্রার নাম ও বাংলাদেশি টাকায় বিনিময় হার:
ইউএস ডলার: ১২২ টাকা ২৯ পয়সা
ব্রিটিশ পাউন্ড: ১৬৩ টাকা ৫৭ পয়সা
ইউরোপীয় ইউরো: ১৪৩ টাকা ৫৮ পয়সা
কুয়েতি দিনার: ৩৯৯ টাকা ১৪ পয়সা
সিঙ্গাপুর ডলার: ৯৪ টাকা ৭২ পয়সা
কানাডিয়ান ডলার: ৮৮ টাকা ৮১ পয়সা
অস্ট্রেলিয়ান ডলার: ৮১ টাকা ৩৫ পয়সা
সৌদি রিয়াল: ৩২ টাকা ৬৩ পয়সা
মালয়েশিয়ান রিঙ্গিত: ২৯ টাকা ৯৫ পয়সা
চীনা ইউয়ান: ১৭ টাকা ৩৪ পয়সা
সুইডিশ ক্রোনা: ১৩ টাকা ২১ পয়সা
শ্রীলঙ্কান রুপি: ২ টাকা ৫২ পয়সা
ভারতীয় রুপি: ১ টাকা ৩৫ পয়সা
জাপানি ইয়েন: ০.৭৮ পয়সা
(সূত্র: বাংলাদেশ ব্যাংক)
*যেকোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।
গয়না কিনবেন? স্বর্ণ-রুপার আজকের দরদাম জেনে নিন
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী মঙ্গলবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে গুনতে হবে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস জানিয়েছে যে মঙ্গলবার অর্থাৎ ১৬ ডিসেম্বর থেকে এই নতুন দাম কার্যকর হবে যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড গড়েছে। নতুন মূল্যতালিকায় দেখা যায় ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ২১১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ কিনতে এখন থেকে ক্রেতাদের খরচ করতে হবে ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করবে।
বাজুস তাদের বিজ্ঞপ্তিতে আরও স্মরণ করিয়ে দিয়েছে যে স্বর্ণের এই নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে যার ফলে গহনার ডিজাইন ও মানভেদে প্রকৃত দাম আরও অনেকটা বেড়ে যাবে। এর আগে মাত্র কয়েক দিন আগে গত ১১ ডিসেম্বর স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল যেখানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা কিন্তু মাত্র ৫ দিনের ব্যবধানে তা আবারও বাড়ানোর ফলে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও উর্ধ্বগতি লক্ষ্য করা গেছে যেখানে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৫৭২ টাকায় এবং ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩৬২ টাকা। উল্লেখ্য চলতি বছরে এখন পর্যন্ত ১০ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে যার মধ্যে ৭ বারই দাম বাড়ানো হয়েছে এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৭৩২ টাকা ও সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৭৯৯ টাকায় বেচাকেনা হচ্ছে।
রেমিট্যান্স বাড়লেও স্বস্তি নেই: বাণিজ্য ঘাটতি তুঙ্গে
আসন্ন পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে অর্থাৎ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশের বাণিজ্য ঘাটতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে ৭.৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অব পেমেন্টসের সর্বশেষ হালনাগাদ তথ্যে দেখা যায় যে মাত্র এক মাসের ব্যবধানে এই ঘাটতি প্রায় ২ বিলিয়ন ডলার বেড়েছে কারণ গত সেপ্টেম্বর পর্যন্ত এই ঘাটতির পরিমাণ ছিল ৫.৭ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে উঠে এসেছে যে গত চার মাসে মোট আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ২২.১১ বিলিয়ন ডলার যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫.৫ শতাংশ বেশি এবং এর বিপরীতে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ১৪.৫ বিলিয়ন ডলার ফলে আমদানি ও রপ্তানির এই বিশাল ব্যবধানের কারণেই বাণিজ্য ভারসাম্যে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।
গত এক বছরের অধিকাংশ সময়ে মাসিক আমদানির পরিমাণ ৫ বিলিয়ন ডলারের নিচে সীমাবদ্ধ থাকলেও রমজানের প্রস্তুতি হিসেবে গত অক্টোবর মাসে তা এক লাফে প্রায় ৫.৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মতে এই চার মাসে আমদানি ব্যয় বেড়ে যাওয়ার মূল চালিকাশক্তি ছিল পেট্রোলিয়াম ও সার আমদানির পাশাপাশি রমজান উপলক্ষ্যে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা, মটর ডাল ও খেজুরের মতো অত্যাবশ্যকীয় পণ্যের বাড়তি চাহিদা মেটানো। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ব্যবসায়ীরা এসব পণ্য আমদানির জন্য অধিক পরিমাণে ঋণপত্র বা এলসি খোলার ফলে গত বছরের একই সময়ের তুলনায় খেজুরের আমদানি ২৩১ শতাংশ এবং মটর ডালের আমদানি রেকর্ড ২৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া সয়াবিন তেল আমদানি ৩৬ শতাংশ, চিনি ১১ শতাংশ, মসুর ডাল ৮৭ শতাংশ এবং ছোলা আমদানি ২৭ শতাংশ বেড়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।
আমদানি ব্যয়ের এই উর্ধ্বগতির নেতিবাচক প্রভাব পড়েছে দেশের ব্যালেন্স অব পেমেন্টের চলতি হিসাবেও যেখানে জুলাই-অক্টোবর সময়ে ঘাটতি দাঁড়িয়েছে ৭৪৯ মিলিয়ন ডলারে যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৬৪০ মিলিয়ন ডলার। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন যে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধি থাকা সত্ত্বেও মূলত আমদানি ব্যয়ের লাগামহীন বৃদ্ধির কারণে চলতি হিসাব ঋণাত্মক ধারায় রয়ে গেছে। তথ্যে দেখা যায় যে আলোচ্য সময়ে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের ৮.৯ বিলিয়ন ডলার থেকে বেড়ে ১০.১ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে কিন্তু এক বিলিয়ন ডলারেরও বেশি রেমিট্যান্স বাড়ার পরও বিশাল বাণিজ্য ঘাটতি পূরণ করে চলতি হিসাবকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনা সম্ভব হয়নি। মূলত জ্বালানি তেল ও সারের আমদানি যথাক্রমে ৫০ শতাংশ ও ২৫ শতাংশ বৃদ্ধি পাওয়া এবং একই সঙ্গে রমজানের পণ্যের মজুদ গড়ার তোড়জোড় অর্থনীতির এই গুরুত্বপূর্ণ সূচকটিতে বাড়তি চাপ সৃষ্টি করেছে।
১৬ অক্টোবর ২০২৫: জেনে নিন আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রতিদিনের টাকার রেট জানা সাধারণ মানুষ, প্রবাসী আয়ের প্রেরক এবং ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক অর্থনীতির পরিবর্তন, ডলারের চাহিদা এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পরিস্থিতির ওপর ভিত্তি করে মুদ্রার মান প্রতিনিয়ত ওঠানামা করে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ১৬ অক্টোবর ২০২৫ তারিখের প্রধান প্রধান বৈদেশিক মুদ্রার বিনিময় হার নিচে তুলে ধরা হলো।
আজকের নির্ধারিত টাকার রেট (১৬ অক্টোবর ২০২৫)
বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স অনুযায়ী বিভিন্ন দেশের মুদ্রার আজকের বাংলাদেশি টাকায় বিনিময় মূল্য নিম্নরূপ:
মধ্যপ্রাচ্যের মুদ্রা:
সৌদি রিয়াল: ৩২.৫১ টাকা
দুবাই দেরহাম: ৩৩.২০ টাকা
কুয়েতি দিনার: ৩৯৭.২৩ টাকা
ওমানি রিয়াল: ৩১৬.৬৯ টাকা
কাতারি রিয়াল: ৩৩.৪৯ টাকা
বাহরাইন দিনার: ৩২৪.৩০ টাকা
ইরাকি দিনার: ০.০৯ টাকা
লিবিয়ান দিনার: ২২.৪৮ টাকা
পশ্চিমা ও ইউরোপীয় মুদ্রা:
ইউএস ডলার: ১২১.৯৩ টাকা
ব্রিটিশ পাউন্ড: ১৬২.৮১ টাকা
ইউরো: ১৪১.৬৭ টাকা
অস্ট্রেলিয়ান ডলার: ৭৮.৯৪ টাকা
কানাডিয়ান ডলার: ৮৭.০১ টাকা
এশীয় ও অন্যান্য দেশের মুদ্রা:
মালয়েশিয়ান রিংগিত: ২৮.৮৭ টাকা
সিঙ্গাপুর ডলার: ৯৪.৯৮ টাকা
ব্রুনাই ডলার: ৯৩.৯৮ টাকা
চাইনিজ রেন্মিন্বি: ১৭.০৯ টাকা
জাপানি ইয়েন: ০.৮২ টাকা
ভারতীয় রুপি: ১.৩৭ টাকা
দক্ষিণ কোরিয়ান ওন: ০.০৮ টাকা
তুর্কি লিরা: ২.৯২ টাকা
দক্ষিণ আফ্রিকান রেন্ড: ৬.৬৯ টাকা
মালদ্বীপীয় রুপি: ৭.৯৪ টাকা
কেন পরিবর্তন হয় মুদ্রার রেট?
অর্থনীতিবিদদের মতে, প্রতিদিনের মুদ্রা বিনিময় হার পরিবর্তনের পেছনে বেশ কিছু কারণ কাজ করে:
আন্তর্জাতিক বাজার: বিশ্ববাজারে ডলার বা অন্যান্য মুদ্রার চাহিদা ও জোগানের ওপর ভিত্তি করে দাম বাড়ে বা কমে।
আমদানি-রপ্তানি: দেশের আমদানি ব্যয় ও রপ্তানি আয়ের ভারসাম্যের ওপর টাকার মান নির্ভর করে।
বৈদেশিক রিজার্ভ: বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের স্থিতি টাকার মানকে প্রভাবিত করে।
সতর্কতা ও পরামর্শ
উপরে উল্লেখিত রেটগুলো বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স রেট। খোলা বাজারে (কার্ব মার্কেট) বা মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে এই রেটের কিছুটা তারতম্য হতে পারে। প্রবাসীরা রেমিট্যান্স পাঠানোর আগে এবং ব্যবসায়ীরা এলসি খোলার সময় সংশ্লিষ্ট ব্যাংক থেকে সর্বশেষ রেট জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হলো। বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
স্বর্ণের বাজারে আবার অস্থিরতা: এক লাফে বাড়ল স্বর্ণের দাম
মহান বিজয় দিবসের ছুটির দিনেই দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পরিবর্তন এসেছে এবং আজ মঙ্গলবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গ্রাহকদের গুনতে হবে রেকর্ড পরিমাণ ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে যা আজ ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে। বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও বৃদ্ধি পেয়েছে যেখানে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ২১১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দামও পিছিয়ে নেই এবং আজ থেকে এই মানের এক ভরি স্বর্ণ কিনতে হলে ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা খরচ করতে হবে বলে জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের এই সংগঠনটি।
ক্রেতাদের মনে রাখতে হবে যে বাজুস নির্ধারিত এই মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে তবে গয়নার ডিজাইন ও মানভেদে এই মজুরির তারতম্য হতে পারে। এর আগে গত ১১ ডিসেম্বর স্বর্ণের দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল যখন ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের দাম ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা এবং ২১ ক্যারেটের দাম ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানোর ফলে সাধারণ ক্রেতাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হলো বিশেষ করে যারা আসন্ন বিয়ের মৌসুমকে সামনে রেখে গয়না কেনার পরিকল্পনা করছিলেন।
স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও অস্থিরতা বিরাজ করছে এবং চলতি বছর এখন পর্যন্ত মোট ১০ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে যার মধ্যে ৭ বারই দাম বাড়ানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৫৭২ টাকায় বিক্রি হচ্ছে এবং ২১ ক্যারেটের ক্ষেত্রে এই দাম ৪ হাজার ৩৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৭৯৯ টাকায় বেচাকেনা হচ্ছে যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি। বাজুসের এই ঘন ঘন দাম পরিবর্তনের সিদ্ধান্তে বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং ক্রেতারা বলছেন যে বিশ্ববাজারের দোহাই দিয়ে দাম বাড়ানো হলেও কমার ক্ষেত্রে সেই প্রতিফলন খুব একটা দেখা যায় না।
পাঠকের মতামত:
- জরুরি বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি, সভাপতিত্বে তারেক রহমান
- এবার মুখোমুখি ভারত ও পাকিস্তান
- হাদির আসনে নির্বাচনে নামছেন যিনি
- হাদির জানাজা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা
- মরুভূমির দেশে সাদা চাদর, তুষারে ঢাকল সৌদি পাহাড়
- শনিবারের যে পরীক্ষা বাতিল ঘোষণা
- ওসমান হাদির জানাজা শনিবার জানাজা কোথায় ও কখন
- জুমার দিনে দরুদ পাঠের বিশেষ ফজিলত
- শেয়ারবাজারের সাপ্তাহিক পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- হাদি হত্যার প্রতিবাদে উত্তাল শাহবাগ: বাড়ছে জনস্রোত
- থামবে বয়সের চাকা: বৃদ্ধ কোষকে তারুণ্য দেবে ‘জাদুকরী ফুল’
- রাজশাহী আ.লীগ অফিস এখন ধ্বংসস্তূপ
- জুমার দিন কেন সেরা? হাদিসে বর্ণিত ৫টি বড় কারণ
- হাসিনার গুলিই দমাতে পারেনি, সন্ত্রাসীদের তোয়াক্কা করি না
- ওষুধের বাজার নিয়ন্ত্রণে নেই সরকারের, ভাঙেনি পুরোনো সিন্ডিকেট
- শুক্রবার সোনার বাজারে কী অবস্থা? জানুন আজকের দর
- হাদির মৃত্যু ঘিরে আন্তর্জাতিক প্রতিক্রিয়া
- বদলে গেল ইতিহাস: পৃথিবীতে প্রাণের জন্ম নিয়ে বিজ্ঞানীদের নতুন দাবি
- প্রতিদিন হত্যার হুমকি পাচ্ছি: হাসনাত আব্দুল্লাহ
- হাড়ের ব্যথায় ভুগছেন? শুধু বয়স নয়, দায়ী আপনার ৫টি অভ্যাস
- লিখিত পরীক্ষা নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি
- হাদির প্রথম জানাজা কোথায় ও কখন? জানাল ইনকিলাব মঞ্চ
- হাদি মৃত্যুতে জ্বলছে দেশ: মিডিয়া অফিস ও হাই কমিশনে হামলা
- খেলার খবর: বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ আজকের টিভি সূচি
- খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা
- ছুটির দিনেও উত্তপ্ত ঢাকা: আজ কোথায় কী কর্মসূচি?
- এবার এনসিপি নেতা হান্নান মাসউদকে মেরে ফেলার হুমকি
- হাদির মৃত্যুতে শায়খ আহমাদুল্লাহ ও আজহারীর আবেগঘন বার্তা
- দিল্লি না ঢাকা? স্লোগানে স্লোগানে কাঁপছে শাহবাগ চত্বর
- শুক্রবার কেমন থাকবে ঢাকার আকাশ? জেনে নিন
- রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর
- প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রতিবাদে মির্জা ফখরুল
- ধ্বংস নয়, পুনর্গঠনেই বাঁচবেন হাদি: হাসনাত আবদুল্লাহ
- যুব এশিয়া কাপসহ আজকের পূর্ণ ক্রীড়া সূচি
- আজ বাংলাদেশ–পাকিস্তান সেমিফাইনাল এর সময় জানুন
- আজকের নামাজের সময়সূচি: ১৯ ডিসেম্বর
- যখন দেশে ফিরছে শরিফ ওসমান হাদির মরদেহ
- সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে শরিফ ওসমান হাদি
- ৭১-এর পর ভারতের বড় কৌশলগত চ্যালেঞ্জ এখন বাংলাদেশ
- টাকার চিন্তায় ঘুম নেই জেন-Z প্রজন্মের: গবেষণায় চমকপ্রদ তথ্য
- শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি কেন বাড়ে? জানুন বাঁচার উপায়
- বক্স অফিসে রণবীরের তাণ্ডব: আয়ের অংক শুনলে চমকে যাবেন
- সব জুলাইযোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখছি: সামান্তা শারমিন
- রিজার্ভের নতুন মাইলফলক: একদিনেই বাড়ল বড় অংক
- ১৪ জানুয়ারি ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি
- তারেক রহমানের ফেরা: ৭ রুটে স্পেশাল ট্রেন চায় বিএনপি
- ২৫ ডিসেম্বর ঐতিহাসিক শোডাউন: অভ্যর্থনার প্রস্তুতি নিয়ে সালাহউদ্দিনের বার্তা
- ভারত থেকে হত্যার হুমকি দিচ্ছেন হাসিনা: আসিফ নজরুল
- দুই দশকের আক্ষেপ ঘুচল: ২৭তম বিসিএসে বড় নিয়োগ
- গুম পরিবারের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত: সম্পদ ব্যবহারে বাধা নেই
- বুধবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- চিকিৎসক জানাল ওসমান হাদীর বর্তমান অবস্থা
- শনি-রবিবার বিদ্যুৎ থাকবে না বহু এলাকায়
- মাধ্যমিক স্কুলে ভর্তি শুরুর সময়সূচি প্রকাশ
- এমপি হওয়ার আগেই ভিআইপি প্রোটোকল পেলেন হাদি: ডা. মাহমুদা মিতু
- রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎহীন যেসব এলাকা
- ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ঘোষণা
- বাজুসের নতুন ঘোষণা: আজ থেকে কার্যকর স্বর্ণের বর্ধিত দাম
- দেশের বাজারে স্বর্ণের দামের নতুন রেকর্ড
- শীতে ত্বক শুষ্ক ও র্যাশ কেন হয়, জানুন সমাধান
- ১৬ অক্টোবর ২০২৫: জেনে নিন আজকের মুদ্রা বিনিময় হার
- সিঙ্গাপুরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা জাহাঙ্গীর আলম শান্ত
- আগামী ৫ দিনের আবহাওয়ার আগাম বার্তা দিল আবহাওয়া অফিস
- ২৩ ছক্কায় বিধ্বস্ত প্রতিপক্ষ, ঝড় তুললেন এডওয়ার্ডস








