জাতিসংঘের সতর্কতা: গাজায় ১৪,০০০ শিশু মারা যেতে পারে পরবর্তী ৪৮ ঘণ্টায়  

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২০ ১৬:৫০:০৩
জাতিসংঘের সতর্কতা: গাজায় ১৪,০০০ শিশু মারা যেতে পারে পরবর্তী ৪৮ ঘণ্টায়  

সত্য নিউজ:গাজায় ভয়াবহ মানবিক সংকট ক্রমেই গভীর থেকে গভীরতর হচ্ছে। জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের প্রধান টম ফ্লেচার এক হৃদয়বিদারক সতর্কবার্তায় জানিয়েছেন, পরবর্তী ৪৮ ঘণ্টায় গাজায় ১৪,০০০ শিশুর মৃত্যু হতে পারে যদি জরুরি ভিত্তিতে পর্যাপ্ত ত্রাণ না পৌঁছায়।

ব্রিটেনের বিবিসি রেডিও ৪-এ দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লেচার বলেন, “আমি চাই, পরবর্তী ৪৮ ঘণ্টায় এই ১৪,০০০ শিশুর যতটা সম্ভবকে বাঁচাতে পারি।” তিনি আরও জানান, ইসরাইল যে পরিমাণ ত্রাণ গাজায় ঢুকতে দিচ্ছে তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। এর ফলে দুর্ভিক্ষ পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘোষণায় ১১ সপ্তাহের অবরোধ কিছুটা শিথিল হলেও বাস্তবে গাজায় ত্রাণ প্রবেশ করছে সামান্যই। গতকাল মাত্র পাঁচটি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। তবে ফ্লেচারের মতে, এটি “সমুদ্রের একফোঁটা” মাত্র। এই ট্রাকগুলো শিশু খাদ্য ও পুষ্টিকর সামগ্রী বহন করলেও সেগুলো এখনো গাজা সীমান্তেই অবস্থান করছে, যা সাধারণ মানুষের হাতে পৌঁছায়নি।

জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মাঠ পর্যায়ে এখনও সক্রিয় রয়েছে, যদিও অনেক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। ফ্লেচার বলেন, হাসপাতাল, স্কুল এবং স্থানীয় আশ্রয়কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করে তারা এই আশঙ্কাজনক শিশু মৃত্যুর সংখ্যা নির্ধারণ করেছেন।

বিশ্লেষকদের মতে, এই সতর্কবার্তা গাজায় চলমান মানবিক বিপর্যয়ের চরম বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে জাতিসংঘ জরুরি ত্রাণ প্রবাহ নিশ্চিতের আহ্বান জানিয়েছে।

এদিকে, মানবাধিকার সংস্থাগুলো দ্রুত ও নিরাপদ ত্রাণ সরবরাহ নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি করেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ