একই দিনে নির্বাচন ও গণভোট? জুলাই সনদ বাস্তবায়নে কঠিন দ্বিধায় অন্তর্বর্তী সরকার

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ৩১ ১৮:৫০:৪৫
একই দিনে নির্বাচন ও গণভোট? জুলাই সনদ বাস্তবায়নে কঠিন দ্বিধায় অন্তর্বর্তী সরকার

রাজনৈতিক দলগুলোর তীব্র মতবিরোধের কারণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার এখন এই বাস্তবায়ন প্রক্রিয়াকে “দুরূহ চ্যালেঞ্জ” হিসেবে দেখছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সরকার গণভোট ও সনদ বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আলোচনায় এমন প্রস্তাবও উঠে এসেছে যে, জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের বিষয়টি সরকার গভীরভাবে বিবেচনা করছে, যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনির্ধারিত আলোচনায় জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের প্রসঙ্গটি বিশেষ গুরুত্ব পায়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈঠকে উপস্থিত উপদেষ্টাদের মতামত চান। উপদেষ্টাদের বেশিরভাগই জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে করার পক্ষে মত দেন, তবে প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত ঘোষণা না করে শুধু মতামত গ্রহণ করেন।

গত মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রস্তাব জমা দেয় অন্তর্বর্তী সরকারের কাছে। কমিশনের সুপারিশে বলা হয়, সনদের সংবিধানসংক্রান্ত সংস্কারগুলো বিশেষ সরকারি আদেশ (Executive Order) আকারে ঘোষণা করে তার ভিত্তিতে গণভোট আয়োজন করা উচিত। গণভোটে প্রস্তাব পাস হলে নবনির্বাচিত সংসদকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করার দায়িত্ব দেওয়া হবে, যারা ২৭০ দিনের মধ্যে চূড়ান্ত সংস্কার সম্পন্ন করবে। তবে গণভোটের তারিখ নির্ধারণের দায়িত্ব সরকারের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে।

সুপারিশ জমা দেওয়ার পর থেকেই রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্টভাবে বিভক্ত হয়ে পড়েছে। বিএনপি বলেছে, সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের এখতিয়ার নেই। দলটির মতে, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন অপ্রয়োজনীয়, অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত। অপরদিকে জামায়াতে ইসলামীসহ আটটি দল নভেম্বরের মধ্যে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে রয়েছে। এনসিপি জানিয়েছে, তারা জুলাই সনদে স্বাক্ষর দেবে কি না, তা নির্ভর করবে অন্তর্বর্তী সরকারের পরবর্তী পদক্ষেপের ওপর। ফলে সংস্কার বাস্তবায়নের প্রশ্নে রাজনৈতিক অনৈক্য নতুন মাত্রা পেয়েছে।

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, “২৭০ দিন ধরে আলোচনার পরও আমরা এখনো প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য দেখতে পাচ্ছি না, বরং অনৈক্য আরও গভীর হয়েছে। এটি আমাদের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ।” তাঁর ভাষায়, এখন বিরোধ দুইভাবে দেখা দিচ্ছে—প্রথমত, সংস্কার প্রস্তাব কীভাবে পাস করা হবে এবং দ্বিতীয়ত, গণভোট কখন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “এখন যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিল, তারাও একে অপরের বিরুদ্ধে উত্তেজিত অবস্থান নিয়েছে। এ অবস্থায় সরকার কীভাবে অগ্রসর হবে, তা নিয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, সরকার এখন প্রস্তাবগুলো বিশ্লেষণ করছে এবং দ্রুতই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুলও জানান, গণভোট একসঙ্গে হবে কি না, এ নিয়ে মতভেদ চরমে উঠেছে। তবে সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে প্রস্তুত এবং সেই সিদ্ধান্ত দৃঢ়ভাবে বাস্তবায়ন করবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। রাজনৈতিক দলগুলোর ভিন্নমতের কারণে ঐকমত্য কমিশনের প্রস্তাব বাস্তবায়ন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তা কাটাতে সরকার চূড়ান্তভাবে আলোচনায় ফিরবে কি না, না কি নির্বাহী আদেশ জারি করে সরাসরি বাস্তবায়নের পথে যাবে—সেই প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিত। তবে উপদেষ্টারা ইঙ্গিত দিয়েছেন, খুব শিগগিরই প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিজেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।


আসন পুনর্বিন্যাস বাতিল: বাগেরহাটে ৪টি আসনই বহাল রাখার নির্দেশ হাইকোর্টের

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১০ ১৮:২৬:০১
আসন পুনর্বিন্যাস বাতিল: বাগেরহাটে ৪টি আসনই বহাল রাখার নির্দেশ হাইকোর্টের
ছবিঃ সংগৃহীত

বাগেরহাটে চারটি সংসদীয় আসনকে কমিয়ে তিনটি করার এবং গাজীপুরের আসন পুনর্বিন্যাস করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এই রায়ের ফলে বাগেরহাটে চারটি এবং গাজীপুরে পাঁচটি সংসদীয় আসনই বহাল থাকবে।

সোমবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

আসন কমানোর সিদ্ধান্তের প্রেক্ষাপট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩০ জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। যদিও বাগেরহাট প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামী, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জেলা ট্রাক মালিক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক দল এই প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনে নামে।

গণমানুষের দাবি উপেক্ষা করে নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে। এতে চারটি আসন থেকে একটি কমিয়ে বাগেরহাটকে তিন আসনে ভাগ করা হয়। এরপরই সর্বদলীয় সম্মিলিত কমিটি আসন কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে হরতাল, অবরোধসহ নানা কর্মসূচি চালিয়ে আসছিল।

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে হাইকোর্টে দুটি রিট দায়ের করা হয়েছিল। এর আগে গত ১৬ সেপ্টেম্বর হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের ১০ দিনের মধ্যে জবাব দিতে বলেছিল।

রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। তাঁকে সহযোগিতা করেন অ্যাডভোকেট বিপ্লব কুমার পোদ্দার, অ্যাডভোকেট ফয়সাল মোস্তফা, অ্যাডভোকেট রাজিয়া সুলতানা, ব্যারিস্টার কাজী সামান্তা এনাম, অ্যাডভোকেট আমিনুজ্জামান সোহাগ, অ্যাডভোকেট মাহবুবুর রহমান এবং অ্যাডভোকেট তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. ইকরামুল কবির।

পুরনো আসন বহাল

হাইকোর্টের এই রায়ের ফলে বাগেরহাটে ১৯৬৯ সাল থেকে চলে আসা চারটি সংসদীয় আসনই বহাল রইল। গেজেট অনুযায়ী, বাগেরহাট সদর, চিতলমারী ও মোল্লাহাট নিয়ে বাগেরহাট-১; ফকিরহাট, রামপাল ও মোংলা নিয়ে বাগেরহাট-২ এবং কচুয়া, মোরেলগঞ্জ ও শরণখোলা নিয়ে বাগেরহাট-৩ গঠিত হয়েছিল। কিন্তু এই রায় বাতিল হওয়ায় আগের মতোই বাগেরহাট-১ চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট, বাগেরহাট-২ বাগেরহাট সদর-কচুয়া, বাগেরহাট-৩ রামপাল-মোংলা এবং বাগেরহাট-৪ মোরেলগঞ্জ-শরণখোলা আসন বহাল থাকবে।


ডিএমপি'তে রদবদল: পাঁচ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১০ ১৭:১১:১৬
ডিএমপি'তে রদবদল: পাঁচ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি
ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে এডিসি বদলি করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার ১০ নভেম্বর তাঁদের এই বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা

কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে রদবদল আনা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা হলেন:

ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের মো. নাজিম উদ্দিন আল আজাদকে লালবাগ বিভাগে।

মোহাম্মদ আবু তাহেরকে ট্রাফিক ওয়ারী বিভাগে।

এস্টেট বিভাগের মো. শওকত আলীকে রমনা বিভাগে।

ট্রাফিক ওয়ারী বিভাগের মো. জাহিদ হোসেনকে মতিঝিল বিভাগে।

প্রটেকশন বিভাগের কে এইচ এম এরশাদকে উত্তরা বিভাগে।


সুষ্ঠু নির্বাচনের জন্য জিহাদ ঘোষণা করেছে ইসি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১০ ১৬:৫৬:০০
সুষ্ঠু নির্বাচনের জন্য জিহাদ ঘোষণা করেছে ইসি
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার মন্তব্য করেছেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর এবং একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন 'জিহাদ ঘোষণা করেছে'। তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, আসন্ন নির্বাচনে কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই।

সোমবার (১০ নভেম্বর) কুমিল্লা বার্ডের একটি অডিটোরিয়ামে 'নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরুপণ ও উত্তরণের উপায়' শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, "অতীতে আমরা বহুবার কলঙ্কিত হয়েছি, এবার সেই কলঙ্ক মুছে দিতে হবে।" তিনি ভোটগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার জন্য কমিশন দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, নির্বাচনের আর মাত্র ৮০ থেকে ৯০ দিন বাকি। এরপরও কারও মনে যদি সন্দেহ থাকে যে নির্বাচন হবে না, তাহলে সেটি ভুল ধারণা। তিনি নিশ্চিত করেন, নির্বাচন হবেই এবং তা হবে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব মো. আব্দুল হালিম খান, কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এবং নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রধান ও প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান।


ভ্যাট রিফান্ড এখন এক ক্লিকেই ব্যাংক অ্যাকাউন্টে, জানুন বিস্তারিত

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১০ ১১:৩০:৫০
ভ্যাট রিফান্ড এখন এক ক্লিকেই ব্যাংক অ্যাকাউন্টে, জানুন বিস্তারিত
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে ভ্যাট রিফান্ড আবেদন গ্রহণ, প্রক্রিয়াকরণ এবং সরাসরি করদাতার ব্যাংক হিসাবেই রিফান্ড স্থানান্তরের জন্য চালু করেছে ‘অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল’। সোমবার এক সরকারি বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে করদাতারা এখন অনলাইনে মূসক (ভ্যাট) রিটার্ন জমা দেওয়ার সময় প্রাপ্য ভ্যাট রিফান্ডের আবেদন করতে পারবেন। আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট মূসক কমিশনারেট তা যাচাই-বাছাই করে অনুমোদন দিলে, অর্থ বিভাগ পরিচালিত আইব্যাস++ সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) ব্যবহার করে রিফান্ডের অর্থ সরাসরি করদাতার নির্ধারিত ব্যাংক হিসাবে স্থানান্তর করা হবে।

এনবিআর জানায়, এই পদ্ধতি চালুর ফলে করদাতাদের আর রিফান্ড আবেদন জমা দেওয়া বা চেক সংগ্রহের জন্য ভ্যাট অফিসে যেতে হবে না। এতে সময় ও খরচ দুই-ই সাশ্রয় হবে এবং রিফান্ড প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। এটি বিদ্যমান ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (আইভ্যাস)-এর সঙ্গে সম্পূর্ণভাবে সংযুক্ত থাকবে, যা দেশের কর ব্যবস্থাপনায় এক নতুন যুগের সূচনা করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা ইতোমধ্যে অনলাইনে বা ম্যানুয়ালভাবে (হার্ডকপি আকারে) রিফান্ডের আবেদন করেছেন, তাদেরকে এখন নতুন করে আইভ্যাস সিস্টেমে অনলাইনে মূসক-৯.১ ফরমের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। এর মাধ্যমেই তাদের অনিষ্পন্ন রিফান্ড আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে।

এনবিআর জানিয়েছে, নতুন পদ্ধতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে দেশব্যাপী সব ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। পাশাপাশি করদাতারা সংশ্লিষ্ট মূসক কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করে অনলাইন ভ্যাট রিফান্ড আবেদন প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা নিতে পারবেন।

জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালুর মাধ্যমে দেশের কর প্রশাসনের ডিজিটাল রূপান্তর কার্যক্রম আরেক ধাপ এগিয়ে গেল। এনবিআর ভবিষ্যতে সব ধরনের কার্যক্রমকে ধীরে ধীরে সম্পূর্ণ অটোমেশন এবং স্বচ্ছ ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে।

-রফিক


জাতীয় পরিচয়পত্র সংশোধনে আসছে যেসব বড় পরিবর্তন 

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১০ ১১:২২:০৪
জাতীয় পরিচয়পত্র সংশোধনে আসছে যেসব বড় পরিবর্তন 
ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ক্ষেত্রে আরও কঠোর অবস্থানে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে বয়স সংশোধনের মতো সংবেদনশীল বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ক্ষমতা সীমিত করে এই প্রক্রিয়া এখন থেকে প্রধান কার্যালয় থেকে নিয়ন্ত্রণের প্রস্তুতি নিচ্ছে ইসি। সংশোধন প্রক্রিয়াকে আরও সুসংহত ও সুরক্ষিত করতে নতুনভাবে প্রস্তুত করা হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, বয়স সংশোধনের বিষয়টি এখন থেকে জেলা বা উপজেলা নির্বাচন অফিসের পরিবর্তে সরাসরি ইসি সচিবালয়ে সম্পন্ন হবে। তিনি বলেন, “বয়স সংশোধন একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আমরা দেখেছি, কিছু ক্ষেত্রে অসৎ উদ্দেশ্যে বয়স পরিবর্তনের চেষ্টা করা হয়। ডাটাবেজের নিরাপত্তা বজায় রাখতে এখন এসব বিষয় কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে।”

তিনি আরও জানান, মাঠ পর্যায়ে কেবল কম সংবেদনশীল ফিল্ড সংশোধন যেমন নামের বানান, ঠিকানা বা পারিবারিক তথ্যের পরিবর্তন সংক্রান্ত আবেদনগুলো নিষ্পত্তি করা যাবে। কিন্তু বয়স, জাতীয়তা বা জন্মতারিখ সংশোধনের মতো গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য আবেদন এখন থেকে ইসি কার্যালয়ের অনুমোদনের মধ্য দিয়ে যাবে।

ডিজি হুমায়ুন কবীর বলেন, “আমরা দেখেছি, এনআইডি সংশোধনের আবেদন অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। অনেকেই দালালের মাধ্যমে বা অপরাধী উদ্দেশ্যে বয়স বা অন্যান্য তথ্য পরিবর্তনের চেষ্টা করছে। এটি ডাটাবেজের নিরাপত্তার জন্য হুমকি। তাই প্রক্রিয়াটি কঠোর ও নিয়ন্ত্রিত করা ছাড়া উপায় নেই।”

তিনি আরও যোগ করেন, এসওপি পুনর্গঠনের সময় শুধু বয়স নয়, অন্যান্য ক্ষেত্রেও নতুন নীতিমালা যুক্ত করা হবে। যেমন আবেদন নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ, প্রমাণপত্র দাখিলের প্রক্রিয়া সহজ করা, এবং দীর্ঘদিন আবেদন ঝুলে থাকা রোধে নিয়মিত মনিটরিং।

গতকাল রোববার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হয় জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ভোটার তালিকা ও নির্বাচন ব্যবস্থাপনা তথ্যপ্রযুক্তি বিষয়ক কমিটির সভা। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সভায় এনআইডি সংশোধন প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যপরিধি ও দায়বদ্ধতা নির্ধারণে এসওপি সংশোধনের প্রস্তাব উত্থাপন করা হয়।

সভায় আরও আলোচনা হয় বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া, দেশে ভোটার তালিকা হালনাগাদ, ও তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাপনা উন্নত করার বিভিন্ন দিক নিয়ে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত পরিবর্তনগুলো এখন কমিশন পর্যায়ে আলোচনা সাপেক্ষে চূড়ান্ত হবে। অনুমোদন পেলে নতুন এসওপি ২০২৬ সালের শুরু থেকেই কার্যকর হতে পারে।

-শরিফুল


আগেভাগে জানুন আগামী বছরের ছুটির দিন

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ১০ ১১:০০:৩২
আগেভাগে জানুন আগামী বছরের ছুটির দিন
ছবি: সংগৃহীত

উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আগামী বছরের সাধারণ, নির্বাহী আদেশ ও ঐচ্ছিক ছুটির বিস্তারিত সময়সূচি ঘোষণা করে। নতুন তালিকা অনুযায়ী ২০২৬ সালে মোট ২৮ দিন সরকারি ছুটি থাকবে, যার মধ্যে ১১ দিন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) হিসেবে পড়বে। ধর্মীয় ও জাতীয় উৎসবের ছুটি আগের বছরের মতোই প্রায় অপরিবর্তিত থাকছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছর পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে। মোট ১৪ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এর মধ্যে সাধারণ ছুটির ৭ দিন এবং নির্বাহী আদেশের ৪ দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাবে।

সাধারণ ছুটির দিনগুলো হলো ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০ মার্চ জুমাতুল বিদা, ২১ মার্চ ঈদুল ফিতর, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১ মে মে দিবস ও বুদ্ধপূর্ণিমা (একই দিনে), ২৮ মে ঈদুল আজহা, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২১ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিন।

নির্বাহী আদেশে ঘোষিত ছুটির মধ্যে রয়েছে ৪ ফেব্রুয়ারি শবে বরাত, ১৭ মার্চ শবে কদর, ঈদুল ফিতরের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ, মোট চার দিন, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত মোট পাঁচ দিন, ২৬ জুন আশুরা এবং ২০ অক্টোবর দুর্গাপূজার মহানবমী।

এ ছাড়া বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের জন্য ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রাখা হয়েছে। মুসলমানদের জন্য ১৭ জানুয়ারি শবে মিরাজ, ২৪ মার্চ ঈদের পরের তৃতীয় দিন, ১ জুন ঈদুল আজহার পরের চতুর্থ দিন, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম ঐচ্ছিক ছুটি হিসেবে নির্ধারিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের জন্য রয়েছে ২৩ জানুয়ারি সরস্বতী পূজা, ১৫ ফেব্রুয়ারি শিবরাত্রি ব্রত, ৩ মার্চ দোলযাত্রা, ১৭ মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ১০ অক্টোবর মহালয়া, ১৮ ও ১৯ অক্টোবর দুর্গাপূজার সপ্তমী ও অষ্টমী, ২৬ অক্টোবর লক্ষ্মীপূজা এবং ৮ নভেম্বর শ্যামাপূজা।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ, ১৮ ফেব্রুয়ারি ভস্ম বুধবার, ২ থেকে ৫ এপ্রিল পর্যন্ত পূণ্য সপ্তাহ, ৫ এপ্রিল ইস্টার সানডে, এবং ২৪ ও ২৬ ডিসেম্বর বড়দিনের আগে ও পরের দিন ঐচ্ছিক ছুটি হিসেবে নির্ধারিত হয়েছে। বৌদ্ধ সম্প্রদায়ের জন্য ১ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি, ৩০ এপ্রিল ও ২ মে বুদ্ধপূর্ণিমা, ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ২৬ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং ২৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা থাকবে। পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর জন্য ১২ ও ১৫ এপ্রিল বৈসাবি উৎসব উপলক্ষে ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারীরা বছরে তাদের নিজ ধর্ম অনুযায়ী সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে, এবং প্রয়োজনে সাধারণ বা নির্বাহী ছুটির সঙ্গে যুক্ত করে এই ছুটি নেওয়া যাবে। তবে ব্যাংক, হাসপাতাল, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর মতো বিশেষ দপ্তরগুলো জনস্বার্থ বিবেচনায় নিজস্ব আইন অনুযায়ী ছুটি নির্ধারণ করবে।

-রফিক


১৭ জেলার তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামার পূর্বাভাস

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০৯ ১৯:১৭:৫০
১৭ জেলার তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামার পূর্বাভাস
ফাইল ছবি

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডব্লিউওটি জানিয়েছে, দেশের মোট ১৭টি জেলার কিছু কিছু স্থানে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। এই পরিবর্তন আগামী ১৪ বা ১৫ নভেম্বর রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রোববার ৯ নভেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে বিডব্লিউওটি এই পূর্বাভাস দিয়েছে।

যেসব এলাকায় প্রভাব পড়বে

বিডব্লিউওটি-এর পূর্বাভাস অনুযায়ী, যেসব স্থানে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে, সেগুলো হলো:

পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর এবং জামালপুর।

এই সময়ে দেশের অধিকাংশ স্থানের রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সারা দেশেই ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বজায় থাকবে। এই কারণে দিনের বেলায় তেমন শীত অনুভব হবে না।

ঠান্ডাজনিত অসুস্থতার সতর্কতা

বিডব্লিউওটি সতর্ক করে জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রার এই বড় পার্থক্যের কারণে অনেকে ঠান্ডাজনিত অসুস্থতায় আক্রান্ত হতে পারেন। এজন্য বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।


মাঠ থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়ার গুজব নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০৯ ১৯:১২:০০
মাঠ থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়ার গুজব নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না। এ সংক্রান্ত তথ্য যা ছড়িয়েছে, তা সম্পূর্ণ গুজব এবং সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি।

রোববার ৯ নভেম্বর বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না; এ-সংক্রান্ত তথ্য যা ছড়িয়েছে, সেটা গুজব। এরকম কোনো সিদ্ধান্ত হয়নি।"

আওয়ামী লীগের কর্মসূচিতে সরকার শঙ্কিত কি না—জানতে চাইলে তিনি বলেন, সরকার তাদের লকডাউন বা শাটডাউনের যে কর্মসূচি রেখেছে, সেই বিষয়ে মোটেও শঙ্কিত নয়।


নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত জানালেন উপদেষ্টা আসিফ: দিলেন পদত্যাগের ইঙ্গিতও

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ০৯ ১৬:৪৬:৫৫
নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত জানালেন উপদেষ্টা আসিফ: দিলেন পদত্যাগের ইঙ্গিতও
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানিয়েছেন, আপাতত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করার সিদ্ধান্ত রয়েছে, তবে কোনো দলে যোগ দেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

রোববার (৯ নভেম্বর) বিকেলে ধানমন্ডি নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনে ভোটার হওয়ার আবেদনপ্রক্রিয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা নয়, ঢাকা-১০ এখন নতুন ঠিকানা

উপদেষ্টা আসিফ মাহমুদ নিশ্চিত করেন, "নির্বাচন করব নিশ্চিত।" তিনি বলেন, "এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করার সিদ্ধান্ত রয়েছে।" কোনো দলে যোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "কোনো দলে যোগ দেব কি না, তা নিয়ে এখনো কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি।"

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগে কুমিল্লা-৩ আসন (মুরাদনগর উপজেলা) এর ভোটার ছিলেন। ধানমন্ডি এলাকার ভোটার হওয়া নিয়ে তরুণ এই উপদেষ্টা বলেন, "দুবার যেহেতু ভোট দিতে পারিনি, আগামীতে ধানমন্ডিতেই থাকার ইচ্ছা। সে কারণেই ঢাকা-১০ এর ভোটার হওয়া।"

ঢাকা-১০ নির্বাচনী আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত।

পদত্যাগ ও রাজনৈতিক প্রেক্ষাপট

তবে সরকারের উপদেষ্টা পদ থেকে কবে পদত্যাগ করছেন, সে বিষয়েও পরিষ্কার করে কিছু জানাননি আসিফ মাহমুদ।

এই আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। তবে জামায়াতে ইসলামী ইতোমধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। সম্প্রতি গুঞ্জন তৈরি হয়েছিল, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে নির্বাচন করতে পারেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক।

পাঠকের মতামত:

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

রাষ্ট্রের ধারণাটি একসময় কেবল প্রশাসনিক ক্ষমতা, আইনের শাসন এবং নিরাপত্তা প্রদানের সঙ্গে সম্পর্কিত ছিল। কিন্তু আধুনিক বিশ্বে রাষ্ট্রের ভূমিকা এখন... বিস্তারিত

মশলা কিনতে এসে দেশ দখল: যেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাইভেট আর্মি!

মশলা কিনতে এসে দেশ দখল: যেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাইভেট আর্মি!

কল্পনা করুন এমন একটি প্রাইভেট কোম্পানির কথা, যা এতটাই শক্তিশালী যে সে তার গ্রাহকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে, দেশ... বিস্তারিত

৬০ দিনে ফ্যাটি লিভার থেকে মুক্তি: জীবনযাত্রার চাপ কমাতে ৫টি বিশেষ খাবার

৬০ দিনে ফ্যাটি লিভার থেকে মুক্তি: জীবনযাত্রার চাপ কমাতে ৫টি বিশেষ খাবার

আজকের ব্যস্ত জীবনধারা এবং সেডেন্টারি লাইফস্টাইলের কারণে মানবদেহে নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। জাঙ্কফুডের বৃদ্ধি এবং চলাফেরার অভাবে লিভারের ওপর চাপ... বিস্তারিত