৫০ টাকার ডাব ঢাকায় ১৫০

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৯ ১৭:০০:২২
৫০ টাকার ডাব ঢাকায় ১৫০

সত্য নিউজ: ভোলার মনপুরা উপজেলার ডাব বর্তমানে দেশের বাজারে ব্যাপক চাহিদা অর্জন করেছে, বিশেষ করে ঢাকায়। যদিও স্থানীয় কৃষকরা ডাব বিক্রি করে কিছু আয় করছেন, তবে প্রকৃতপক্ষে লাভের বড় অংশ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। কৃষকের কাছ থেকে ৫০-৬০ টাকায় ডাব কিনে ঢাকায় ১৫০-২০০ টাকায় বিক্রি করা হচ্ছে। ফলে বাজারে ডাবের মূল্য বাড়লেও কৃষক পাচ্ছেন না ন্যায্য মূল্য।

এলাকার শতাধিক পাইকার প্রতিদিন মনপুরার বিভিন্ন গ্রামে ঘুরে কৃষকদের কাছ থেকে ডাব কিনে নিচ্ছেন। সকালে বায়না করা ডাব পরদিন সকালে গাছ থেকে কেটে নেওয়া হয় এবং ভ্যান ও অটোরিকশায় করে লঞ্চঘাটে পৌঁছানো হয়। সেখান থেকে লঞ্চ বা স্টিমারে করে তা পাঠানো হয় ঢাকার পাইকারি বাজারে।

এ অঞ্চলের অনেক কৃষকই জানান, নদীভাঙনে বহু নারিকেল গাছ হারালেও যতটুকু রয়েছে, তা থেকে বছরে কয়েক হাজার ডাব বিক্রি করেন তারা। প্রতিটি ডাব ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হলেও কোনো ধরনের কাটা বা পরিবহন ঝামেলা তাদের করতে হয় না। পাইকাররাই সবকিছু করে থাকেন। তাই বাধ্য হয়েই তারা কম দামে ডাব বিক্রি করে দেন। তবে ঢাকায় সেই ডাব প্রায় তিনগুণ দামে বিক্রি হচ্ছে, অথচ প্রকৃত উৎপাদক কৃষক সে তুলনায় প্রাপ্য থেকে বঞ্চিত থাকছেন।

ডাব পরিবহনে প্রতিটি ডাবে ১৪ থেকে ১৮ টাকা খরচ পড়ে বলে জানিয়েছেন স্থানীয় পাইকাররা। সব খরচ মিটিয়ে তারা ঢাকার পাইকারি আড়তে ডাব বিক্রি করেন ৮০ থেকে ১০০ টাকায়। তারপর সেই ডাব আবার খুচরা বিক্রেতারা ক্রয় করে বিক্রি করছেন ১৫০ থেকে ২০০ টাকায়, ফলে লাভের বড় অংশ চলে যাচ্ছে শেষ পর্যায়ের বিক্রেতাদের হাতে।

এ অবস্থায় কৃষকদের দাবি, যদি তারা সরাসরি শহরে বিক্রি করার সুযোগ পেতেন বা স্থানীয়ভাবে একটি ন্যায্য বাজার ব্যবস্থা থাকত, তাহলে তারা উপযুক্ত মূল্য পেতেন। এখন মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরশীল হয়ে পড়ায় তারা উৎপাদন করেও প্রকৃত লাভের অংশ থেকে বঞ্চিত হচ্ছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ